system – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 13 Dec 2021 15:44:07 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png system – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 DRDO: সুপারসনিক টর্পেডো স্মার্ট মিসাইলের সফল উৎক্ষেপণ করল ডিআরডিও https://ekolkata24.com/uncategorized/drdo-successfully-tests-supersonic-missile-assisted-torpedo-system Mon, 13 Dec 2021 15:44:07 +0000 https://ekolkata24.com/?p=14707 নিউজ ডেস্ক: চিন ও পাকিস্তানের উদ্বেগ আরও বাড়িয়ে সোমবার সুপারসনিক মিসাইল (Supersonic Missile Assisted Torpedo System) ‘অ্যাসিসটেড টর্পেডো স্মার্টে’র সফল উৎক্ষেপণ করল ভারত (India)। জানা গিয়েছে, নেক্সট জেনারেশন (next generation) প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক স্মার্ট টর্পেডো মিসাইল সিস্টেমটি সোমবার ওড়িশার হুইলার দ্বীপে (Odisha cost) সফল উৎক্ষেপণ করে ডিআরডিও (DRDO)।

এদিন ডিআরডিওর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ পাল্লার সফল উৎক্ষেপণ হয়েছে আজ। প্রচলিত মিসাইলগুলির থেকে এই অত্যাধুনিক স্মার্ট টর্পেডো মিসাইলটি অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। জলপথে যুদ্ধের জন্য টর্পেডো বহনকারী মিসাইলটি বিশেষ ভাবে প্রস্তুত করা হয়েছে। নেক্সট জেনারেশন স্মাট টর্পেডো সিস্টেম এই মিসাইলটি ডিআরডিও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে। খুব শীঘ্রই এই মিসাইলটি সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

এই অত্যাধুনিক মিসাইল হাতে পেলে দেশের নৌসেনার শক্তি যে এক ধাক্কায় অনেকটাই বাড়বে তা না বললেও চলে। সম্প্রতি দক্ষিণ চিন সাগরে চিনের আগ্রাসন ক্রমশই বাড়ছে। এরই মধ্যে চিনের দোসর হয়েছে পাকিস্তান। চিনের আগ্রাসন রুখতে নৌসেনার হাতে এ ধরনের অত্যাধুনিক মিসাইল থাকা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন।

এদিন এই মিসাইলের সফল উৎক্ষেপণের পর ডিআরডিওর প্রত্যেক বিজ্ঞানীকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উল্লেখ্য, গত সপ্তাহে পোখরানে পিনাকা রকেট লঞ্চার সিস্টেমেরও সফল উৎক্ষেপণ করেছে ডিআরডিও। চলতি বছরেই অগ্নি-৫ ব্যালিস্টিক মিসাইলেরও সফল পরীক্ষা করেছে প্রতিরক্ষা মন্ত্রক।

অগ্নি-৫ প্রায় ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। বলা যায় এই মুহূর্তে চিনের অধিকাংশ এলাকাই চলে এসেছে অগ্নির পাল্লার মধ্যে। সর্বোপরি অগ্নি-৫ পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। অগ্নি-৫ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে ডিআরডিও।

]]>
ব্যাংক ডুবলেও তিন মাসের মধ্যে গ্রাহকদের সমস্ত টাকা ফেরত দেবে সরকার, আশ্বাস মোদীর https://ekolkata24.com/business/pm-modi-sees-depositors-confidence-in-banking-system Sun, 12 Dec 2021 12:00:40 +0000 https://ekolkata24.com/?p=14570 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: ব্যাংক বেসরকারিকরণের (bank privatisation) চেষ্টাও শুরু করেছে নরেন্দ্র মোদী সরকার (modi goverment)। সরকারের এই উদ্যোগে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে আমজনতার মধ্যে।

মানুষের সেই উদ্বেগ দূর করতে রবিবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যদি কোনও কারণে ব্যাংক গ্রাহকদের (depositer) টাকা ফেরত দিতে না পারে তবে কারও কোনও চিন্তার প্রয়োজন নেই। কারণ সবার টাকাই সুরক্ষিত থাকবে। সরকার ইতিমধ্যেই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছে। গ্রাহকদের জমা টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে সরকার। প্রধানমন্ত্রী জানান সরকার এ পর্যন্ত দেশের ৯৮.১ শতাংশ গ্রাহকের টাকা বিমার (insurance)৷ মাধ্যমে সুরক্ষিত করে ফেলেছে। বাকিদের ক্ষেত্রেও শীঘ্রই এই কাজ করা হবে।

রবিবার ‘ব্যাংক আমানত বিমা’ নামে একটি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহকদের ৭৬ লক্ষ কোটি টাকা ইতিমধ্যেই বিমার মাধ্যমে সুরক্ষার আওতায় আনা হয়েছে। সে কারণে সরকার ব্যাংক ডিপোজিটের পরিমাণ এক লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করেছে। ব্যাংক বেসরকারিকরণ করা হলেও মানুষের দুশ্চিন্তার কোনও কারণ নেই। কোনও কারণে ব্যাংক বন্ধ হয়ে গেলেও গ্রাহকরা যাতে ৯০ দিনের মধ্যেই তাঁদের টাকা ফেরত পান সে বিষয়টি সরকারই নিশ্চিত করবে।

যথারীতি এদিন কংগ্রেসকে কটাক্ষ করে মোদী বলেন, আমি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন কেন্দ্রের কংগ্রেস সরকারকে একাধিকবার বলেছিলাম ব্যাংকের টাকা ফেরতের উর্ধ্বসীমা এক লাখ থেকে পাঁচ লাখ টাকা করা হোক। কিন্তু আমার কথায় পাত্তাই দেয়নি কংগ্রেস সরকার। সেজন্যই ওই নিয়ম পাল্টাতেই মানুষ আমাকে কেন্দ্রে পাঠিয়েছে। মানুষ এখন নিশ্চিন্ত থাকতে পারেন। তাঁরা অবশ্যই টাকা ফেরত পাবেন। যদি কোনও কারণে ব্যাংক টাকা দিতে না পারে সেক্ষেত্রে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেবে সরকার।

উল্লেখ্য, দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে রুগ্ন ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির বিলগ্নীকরণের চেষ্টা চালাচ্ছে মোদী সরকার। একই সঙ্গে বেশ কিছু ব্যাংকের সংযুক্তিকরণ প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। আরও কয়েকটি ব্যাংকের সংযুক্তিকরণ করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি ব্যাংককে আগামী অর্থবছরে বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে মোদী সরকারের। যা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী এদিন সেই উদ্বেগ নিরসন করার চেষ্টা করলেন।

]]>
ভারতীয় বায়ুসেনা পেল MR-SAM সিস্টেম, চোখের পলকে ধ্বংস হবে শত্রুর বিমান https://ekolkata24.com/uncategorized/medium-range-surface-to-air-missile-defence-system-indian-airforce Thu, 09 Sep 2021 14:05:30 +0000 https://www.ekolkata24.com/?p=4231 নিউজ ডেস্ক: চিন এবং পাকিস্তানের সঙ্গে ভারতের বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। তার উপর নতুন সমস্যা আফিগানিস্তানে তালিবানি জঙ্গি সরকার৷ ঠিক এই সময়কালে ভারতীয় স্থল-বিমান-নৌবাহিনী তাদের প্রস্তুতি জোরদার করছে। বৃহস্পতিবার ভারতীয় সেনার শক্তিবৃদ্ধির আরও একটি সুসংবাদ সামনে এল৷ ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্রটি ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়া হল৷ এদিন আনুষ্ঠানিকভাবে রাজস্থানে ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হল৷ এই কর্মসূচিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এমআর-স্যাম প্রতিরক্ষা ব্যবস্থাটি জয়সলমিরে বিমান বাহিনীর ২২০৪ স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভরতার দিকে এটি একটি বড় পদক্ষেপ। তিনি আরও বলেন, বৈশ্বিক দৃশ্যপট দ্রুত এবং অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হচ্ছে৷ যার ফলে বিভিন্ন দেশের মধ্যে সমীকরণ পরিবর্তন হচ্ছে। দক্ষিণ চীন সাগর হোক, ভারত মহাসাগর অঞ্চল হোক, ইন্দো-প্রশান্ত মহাসাগর বা মধ্য এশিয়া হোক, সর্বত্রই অনিশ্চয়তা দেখা যায়। সম্প্রতি আফগানিস্তানে যা ঘটেছে তার সর্বশেষ উদাহরণ।

Today the air defence missile (MRSAM) System was handed to Indian Air Force at an induction ceremony in Jaisalmer Today the air defence missile (MRSAM) System was handed to Indian Air Force at an induction ceremony in Jaisalmer Today the air defence missile (MRSAM) System was handed to Indian Air Force at an induction ceremony in Jaisalmer Today the air defence missile (MRSAM) System was handed to Indian Air Force at an induction ceremony in Jaisalmer Today the air defence missile (MRSAM) System was handed to Indian Air Force at an induction ceremony in Jaisalmer

বায়ুসেনার এই প্রতিরক্ষা ব্যবস্থাটির পরিসীমা ৭০ কিলোমিটার। এমন পরিস্থিতিতে এই সিস্টেম এই রেঞ্জের মধ্যে আসা সমস্ত বিমান, হেলিকপ্টার এবং মিসাইলকে চোখের নিমিষে ধ্বংস করতে পারবে৷ রাজস্থানের জয়সলমির জেলা পাকিস্তান সীমান্তে৷ যার কারণে এই প্রতিরক্ষা ব্যবস্থা সেখানে খুবই কার্যকর প্রমাণিত হবে। এটি প্রস্তুত করতে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) এবং ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) মধ্যে এক দশক আগে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

একই সময়ে ভারতীয় বিমানবাহিনী রাজস্থানের বারমেরের কাছে এনএইচ -৯২৫ এ-তে সত্তা-গান্ধব বিভাগে জরুরি অবতরণের জন্য রানওয়ে প্রস্তুত করেছে। এটি কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গডকরি এবং রাজনাথ সিং যৌথভাবে উদ্বোধন করেন। IAF- এর C-১৩০ জে সুপার হারকিউলিস পরিবহণ বিমান উদ্বোধনী অনুষ্ঠানের সময় মহাসড়কে অবতরণ করেছিল। যেখানে রাজনাথ সিং, নীতিন গডকরি এবং এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া হাজির ছিলেন৷

]]>