T20 tournament – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 08 Nov 2021 14:28:43 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png T20 tournament – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Syed Mostaq Ali T20 tournament: কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রাখলো বাংলা https://ekolkata24.com/sports-news/syed-mostaq-ali-t20-tournamentbangla-kept-the-hopes-of-the-quarter-finals-alive Mon, 08 Nov 2021 14:28:43 +0000 https://www.ekolkata24.com/?p=10742 স্পোর্টস ডেস্ক: গুয়াহাটিতে বিসিসিআই পরিচালিত সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টে অধিনায়ক সুদীপ চ্যাটার্জির অর্ধশতরানে ভর করে সার্ভিসেসকে (Services) উড়িয়ে কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রাখল বাংলা (Bengal)। 

টসে জিতে বাংলা(Bengal) ফ্লিডিং’র সিদ্ধান্ত নেয়। ২০ ওভারে সার্ভিসেস (Services) ৯০ রান তোলে,৮ উইকেটে। দেবেন্দ্র লোচাড ৫১ বলে ৩৪ রানে নট আউট থাকে। যাদব ১২ বলে অপরাজিত থাকে। সার্ভিসেসের (Services) অন্যান্য ব্যাটসম্যানরা বাংলার (Bengal) বোলিং লাইন আপের মুখে পড়ে খড়কুটোর মতো উড়ে যায়। বাংলার (Bengal) হয়ে প্রদীপ্ত প্রামাণিক ২,মুকেশ কুমার, ঋতিক চ্যাটার্জী,সাহবাজ, করন লাল, আকাশদীপ একটি করে উইকেট নিয়েছে।

জবাবে ব্যাট করতে নেমে বাংলা (Bengal) অধিনায়ক সুদীপ চ্যাটার্জীর দাপুটে ২৮ বলে ৫০ রানের দুরন্ত হাফ সেঞ্চুরি, সঙ্গে অভিমন্যু ঈশ্বরণের ৩২ নট আউট এবং সাহবাজ আহমেদের অপরাজিত ৮ রানে ভর করে সার্ভিসেসকে (Services) ১০.৫ ওভারে সুদীপ চ্যাটার্জীর উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যমাত্রায় পৌছে যায়। সার্ভিসেসের (Services) বিরুদ্ধে বাংলার (Bengal) অধিনায়ক সুদীপ চ্যাটার্জীর হাফ সেঞ্চুরি এবং সুদীপের ধারাবাহিক পারফরম্যান্স ভারতের(India) ঘরোয়া ক্রিকেটে আলাদা ছাপ রেখেছে। বাংলার পরের খেলা মঙ্গলবার, কর্ণাটকের (Karnataka) বিরুদ্ধে গুয়াহাটিতে।

]]>
T20 tournament: মুকেশ কুমারের তেজে হিমাচলের ভূমিধস, বাংলা পেল জয় https://ekolkata24.com/sports-news/t20-tournament-bengal-won-against-himachal Mon, 25 Oct 2021 16:15:53 +0000 https://www.ekolkata24.com/?p=9119 Sports Desk: সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের (T20 tournament) আগে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলা। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ৬ উইকেটে পরাজিত হয়েছিল অধিনায়ক সুদীপ চ্যাটার্জীর বাংলা। নিজেদের তৃতীয় প্রস্তুতি ম্যাচে হিমাচল প্রদেশের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল বাংলা।

তৃতীয় প্রস্তুতি ম্যাচে হিমাচল প্রদেশের বিরুদ্ধে বাউন্স ব্যাক বাংলার ছেলেদের। সোমবার, তৃতীয় প্রস্তুতি ম্যাচে হিমাচল প্রদেশকে ৯ উইকেটে হারাল বাংলা । হিমাচল ব্যাট করতে নেমে ৮ উইকেটের বিনিময়ে ১৬২ রান তোলে।

এদিন বল হাতে বিধ্বংসী স্পেল করেন মুকেশ কুমার। মুকেশের ৪ টে অসাধারণ ডেলিভারি মুখে পড়ে হিমাচল প্রদেশে ভূমিধস নেমে আসে। বাংলার হয়ে মুকেশ কুমার ৩৩ রান দিয়ে হিমাচলের ৪ উইকেট তুলে নেয়, সঙ্গে শাহবাজ ২ উইকেট শিকার করেন ।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হিমাচলের বিরুদ্ধে বাংলার ওপেনার অভিষেক দাস (৮) রান করে প্যাভিলিয়নে ফিরে এসেছিলেন। তৃতীয় প্রস্তুতি ম্যাচে সেই হিমাচল প্রদেশের বিরুদ্ধে ব্যাট হাতে বাইশ গজে ঝলসে ওঠেন।এদিন অভিষেক দাস ৮৩ রানে নটআউট থাকেন, বাংলার অধিনায়ক সুদীপ চ্যাটার্জি ৭২ রান করেন।বাংলা ১ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ।

আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফি।বাংলার সাথে একই গ্রুপে রয়েছে শক্তিশালী কর্নাটক এবং মুম্বই।

]]>