Taapsee Pannu – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 10 Aug 2021 17:45:52 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Taapsee Pannu – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 তবে কি সত্যি বিয়ে করতে চলেছেন তাপসী পান্নু, উত্তর দিলেন অভিনেত্রীর বোন https://ekolkata24.com/entertainment/is-this-ture-taapsee-pannu-ready-to-marry Tue, 10 Aug 2021 17:45:52 +0000 https://www.ekolkata24.com/?p=2186 তামিল এবং তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি ছারাও বলিউডেও বেশ জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। বরাবরই তাঁর সাবলীল অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। পিঙ্ক, নাম সাবানা, বেবি, দি গাঁজি এটার্ক সহ একাধিক হিন্দি সিনেমার পাশাপাশি বহু তামিল এবং তেলেগু সিনেমাতেও চুটিয়ে অভিনয় করছেন তিনি। তবে নিজের পার্সোনাল জীবন নিয়ে খুব বেশি কথা বলতে দেখা যায় না তাঁকে। তবে এবারে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাপসী পান্নু। এমনই ইঙ্গিত দিলেন অভিনেত্রীর বোন শগুন পান্নু।

বেশ কিছুদিন থেকেই ম্যাথিয়াস বো-এর সঙ্গে ডেট করছেন অভিনেত্রী। ডেনমার্কের এই জনপ্রিয় ব্যাডমিন্টন খেলোয়াড় বর্তমানে কোচ। বহুবার নিজের নিসস্টাগ্রামে ম্যাথিয়াস বো-এর সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় তাপসীকে। ফলত ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে অভিনেত্রীকে বিয়ে করতে দেখা যাবে! এবারে তাপসীর বিয়ের ব্যাপারে মুখ খুললেন অভিনেত্রীর বোন শগুন পান্নু। তাপসীর বোন একজন ওয়েডিং প্ল্যানার। তাই দিদির বিয়ের দায়িত্ব যে তাঁর উপরেই বর্তাবে তা নিয়ে কোনও সন্দেহ ছিল না।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শগুন পান্নু জানান, ইতিমধ্যেই তিনি দিদি তাপসীর বিয়ের অনুষ্ঠানের গন্তব্য খুঁজে বেরাচ্ছেন। এর মধ্যেই বেশ কয়েকটি জায়গা ঘুরেও এসেছেন তিনি। তবে এখনও কোনও জায়গা পছন্দ করতে পেড়েছেন কী না, সেই বিষয়ে কিছু জানাননি শগুন। তিনি আরও জানান, তাঁদের পরিবারের দিক থেকে তাঁর বিয়ের ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুত। তাপসী মুখ ফুটে বললেই বিয়ের সানাই বাজতে চলেছে পান্নু পরিবারে। এমনই দাবি করেন শগুন পান্নু।

]]>
বি-টাউনে বিয়ে! এবার পালা কি তবে তাপসী পান্নুর https://ekolkata24.com/entertainment/taapsee-pannu-opens-up-on-her-marriage-plan Thu, 08 Jul 2021 14:11:54 +0000 https://ekolkata24x7.com/?p=363 তাপসী পান্নু, বলিউডে বর্তমানে হট ডিভাদের মধ্যে একজন। যাঁর উপস্থিতিতেই এক প্রকার বলা চলে ছবি হিট। নায়ক-নায়িকার তকমা ভেঙে নয়া মোড়কে ছবি সাজিয়ে তোলাতে তিনি উস্তাদ। ছবি একাই টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন তিনি। সেই হট ডিভা এখনও ব্যাচলর। কেন! বিয়ে নিয়ে কি কোনও পরিকল্পনা নেই তাপসীর! পরিবারের সকলেই বা কি বলছেন!

এবার নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু। জানালেন, বিয়ে তিনি করবেন, তবে এখনও কিছু স্থির হয়নি। যদি কাউকে ভাবো লাগে, বিশ্বাস করার যোগ্য যদি কেউ হয়ে থাকে, তবে নিঃসন্দেহে তাপসী তাঁর গলায় মালা দেবেন। তবে সেই সম্পর্ক অবশ্যই বিয়ে পর্যন্ত গড়াতে হবে। হঠ্যাৎ প্রেমে বিশ্বাসী নন তাপসী পান্নু। সেই বিষয়টা স্পষ্ট করে জানিয়ে দেন তিনি। 

taapsee

এখানেই শেষ নয়, এর পাশাপাশি তাপসী আরও জানান, তিনি এমন কাউকে বিয়ে করবেন না, যাঁকে বিয়ে করলে বাড়ির সকলের মন খারাপ হয়। তাই তাপসীর কথায় পরিবারের অমতে নয়, পরিবারের আশীর্বাদ নিয়ে যে পাত্রকে সকলের পছন্দ তার গলাতেই মালা দেবেন তিনি। তবে এখনও কিছু স্থির করেননি। যদি প্রেম করেন, তবে বিয়েটাও তিনি করবেন, সেই বিষয় নিশ্চিত করলেন হট ডিভা। 

]]>