target – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 05 Dec 2021 11:24:07 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png target – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 “কুইক ফায়ার” অক্ষর প্যাটেলের, কিউইদের বিরুদ্ধে বড় রানের টার্গেট টিম বিরাটের https://ekolkata24.com/sports-news/indias-big-run-target-against-new-zealand Sun, 05 Dec 2021 11:24:07 +0000 https://ekolkata24.com/?p=13648 Sports desk: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ভারতের (India) দ্বিতীয় ইনিংসে অক্ষর প্যাটেলের হঠাৎ করে ‘জ্বলে’ ওঠা ২৬ বলে ৪১রানে নট আউট থেকে, নিউজিল্যান্ডের জন্য ৫৪০ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেওয়া ক্রিকেটের পরিভাষায় “কুইক ফায়ার” অক্ষর প্যাটেল।

কিউইদের বিরুদ্ধে মুম্বই’র ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ভারত ব্যাটিং’র সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে অক্ষর প্যাটেলের অর্ধশতরান করা ১২৮ বল ফেস করে ৫২ রানের ধৈহ্যশীল ইনিংস কাবিলে তারিফ(প্রশংসনীয়)।

দ্বিতীয় ইনিংসে ভারত ৭ উইকেটে ২৭৬ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। তৃতীয় দিনে ব্ল্যাক ক্যাপসরা রানের পাহাড় তাড়া করতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪৯ রানে ২ উইকেট খুইয়ে বসেছে। রবিচন্দ্রন অশ্বিনের দুই উইকেট টম ল্যাথাম এলবিডব্লু (৬) এবং উইল ইয়ং (২০) রানে আউট।

রানের মাথায়। ক্রিজে রস টেলর ১ এবং ড্যারিল মিচেল ১৯ রানে লড়ে চলেছে, এই প্রতিবেদন লেখার সময়ে।
দ্বিতীয় ইনিংসে মায়াঙ্ক আগরওয়াল ৬২, পূজারা ৪৭,কোহলি ৩৬,শ্রেয়স ১৪,সাহা ১৩,জয়ন্ত যাদব ৬ রানে আউট। আজাজ প্যাটেলের ৪,রচিন রবীন্দ্র ৩ উইকেট শিকার করেছে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় মায়াঙ্ক আগরওয়াল তার ডান বাহুতে আঘাত পেয়েছিলেন। তাকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাঠে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে গতকাল ফিল্ডিং করার সময় ডান আঙুলের মধ্যমাতে চোট লেগেছি শুভমান গিলের। তাই আজ গিল মাঠে নামবেন না।

]]>
“বিরাট” আউট ইস্যুতে ভারতীয় “ছি: ছি: ছি:” রবে সরব দেশের ক্রিকেট ভক্তরা https://ekolkata24.com/sports-news/indian-umpires-and-bcci-target-cricket-fans Fri, 03 Dec 2021 18:18:03 +0000 https://ekolkata24.com/?p=13423 Sports desk: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচ ভেন্যু মুম্বই’র ওয়াংখেড়ে স্টেডিয়ামে, প্রথম দিনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের প্রথম ইনিংসে আজাজ প্যাটেলের ডেলিভারিতে ভারত অধিনায়ক বিরাট কোহলির এলবিডব্লু আউট নিয়ে অসন্তুষ্ট দেশের ক্রিকেট ভক্তরা।

ভারতের ক্রিকেট ভক্তরা শুধু অসন্তুষ্টির মধ্যে নিজেদের বেধে না রেখে ভারতীয় আম্পায়ারদের আন্তজার্তিক ক্রিকেটে আম্পায়ারিং করার যোগ্যতা এবং দক্ষতার প্রশ্নে একগাছা প্রশ্নবাণ ছুঁড়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে(বিসিসিআই)। যা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এখন জর্জরিত।

টসে জিতে ভারত ব্যাটিং’র সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে ভারতীয় বংশোদ্ভূত বাহাতি অর্থোডক্স স্পিনার আজাজ প্যাটেল শুভমান গিল, চেতেশ্বর পূজারার উইকেট নেয়। ৩০ তম ওভারের শেষ বলে অধিনায়ক বিরাট কোহলিকে এলবিডব্লু’তে আউটের কল করে, স্ট্যান্ডিং আম্পায়ার অনিল চৌধুরীর উদ্দেশ্যে। অনিল চৌধুরী আজাজের আপিল গ্রহণ করে আউটের সিদ্ধান্ত আঙুল তুলে দেখিয়ে দিতেই কিউই ক্রিকেটারেরা উচ্ছ্বাসে ফেটে পড়ে,সঙ্গে স্পিনার আজাজ প্যাটেলকে শাবাশি দিতে থাকে।

আম্পায়ার অনিল চৌধুরীর আউট দেওয়ার সিদ্ধান্তে হতবাক হয়ে পড়েন ভারত অধিনায়ক তথা ব্যাটসম্যান বিরাট কোহলি। কোহলি রিভিউ’র সিদ্ধান্ত নেয়। তৃতীয় আম্পায়ার বীরেন্দ্র শর্মা রিপ্লেতে বেশ কয়েক ভিডিও শুট দেখতে থাকেন বিরাট কোহলির রিভিউ ইস্যুতে।

বেশ কয়েকটি রিপ্লে দেখে ম্যাচের তৃতীয় আম্পায়ার বীরেন্দ্র শর্মা সিদ্ধান্তে আসেন মাঠের স্ট্যান্ডিং আম্পায়ার অনিল চৌধুরীর আউটের সিদ্ধান্ত বাতিল করার জন্য তার কাছে যথেষ্ট প্রমাণ নেই। তিনি বলেন,”বল,ব্যাট এবং প্যাড একসাথে আছে বলে মনে হচ্ছে। এটাকে উল্টে দেওয়ার মতো কোনও চূড়ান্ত প্রমাণ আমার কাছে নেই।”
“বেনিফিট অফ ডাউট” গ্রাউন্ডে স্ট্যান্ডিং আম্পায়ার অনিল চৌধুরীর আউটের সিদ্ধান্তই কার্যকরী হয় তৃতীয় আম্পায়ার বীরেন্দ্র শর্মার রিপ্লে দেখে বিরাট কোহলির রিভিউ ইস্যুতে।

শেষমেশ রানের খাতা না খুলেই ক্রিজ ছাড়ার সময়ে বিরাট কোহলি এবং স্ট্যান্ডিং আম্পায়ার অনিল চৌধুরীর মধ্যে ক্ষণিকের বাকযুদ্ধ প্রকাশ্যে আসে।

আউটের সিদ্ধান্তে প্যাভিলিয়নে ফেরার পিথে বিরাট কোহলি হতাশা থেকে দীর্ঘ নিশ্বাস ফেলতে ফেলতে মাথা নাড়াতে নাড়াতে প্যাভিলিয়নের পথে এগিয়ে যেতে থাকেন। এমনকি বাউন্ডারি লাইনে ব্যাট দিয়ে চরম হতাশায় হিট করতে দেখা যায় ক্যাপ্টেন কোহলিকে। প্যাভিলিয়নে হেডকোচ রাহুল দ্রাবিড়ের পিছনে দাঁড়িয়েও “বিরাট” হতাশা চেপে রাখতে না পেরে ক্যাপ্টেন কোহলি আউটের সিদ্ধান্তকে কোনও মতেই মেনে নিতে না পারার প্রতিক্রিয়াতে মাথার চুলে হাত বোলাতে বোলাতে মাথা নাড়তে থাকেন। রাহুল দ্রাবিড় ওই মুহুর্তে পুরো ফোকাসড অন ফ্লিডে, চোয়াল শক্ত, গম্ভীর, টেনশনের ছাপ পরিষ্কার ধরা পড়ে টিভি ক্যামেরায়।

ক্যাপ্টেন বিরাট কোহলির আউটের গোটা প্রক্রিয়া এবং কোহলির বিরাট প্রতিক্রিয়া টিভির পর্দায় ভেসে উঠতেই ক্ষোভ আর অসন্তুষ্টির অগ্নুৎপাত ঘটে দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে।

টুইটারে দেশের ক্রিকেট ভক্তরা বিসিসিআই’কে নিশানা করে ভারতীয় আম্পায়ারদের আন্তজার্তিক ক্রিকেটে বিশেষত ঘরের মাঠে আম্পায়ারিং করার যোগ্যতা এবং দক্ষতার প্রশ্নে একগাছা প্রশ্নবাণ ছুঁড়ে দিয়েছে।

এই প্রসঙ্গে সাহিন মণ্ডলের টুইট, “আম্পায়ার যদি প্রথমে ব্যাট করার ব্যাপারে নিশ্চিত না হন (অনির্ণয়) তাহলে কেন ধরে নিতে হবে যে এটি প্রথমে প্যাড? এটা কতটা অযৌক্তিক বোকা মতামত.. বোলটি প্রথমে প্যাডে আঘাত না করা পর্যন্ত কাউকে এলবিডব্লিউ আউট করার অধিকার কারো নেই..😡 সিরিজে আম্পায়ারের সিদ্ধান্তে সম্পূর্ণ বিরক্ত।”

সাহিন মণ্ডলের টুইটের প্রতিক্রিয়াতে ভিন্নু শাহ’র রিটুইট,
“হ্যাঁ…! আম্পায়ারদের সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত..! আইনানুযায়ী সিদ্ধান্ত বলা নিয়ে সন্দেহ ছিল এবং বল ব্যাটে বা প্যাডে লেগেছে বলে কোনো প্রমাণ নেই..!!! সুবিধা শুধু ব্যাটসম্যানদেরই যায়..!!!! আম্পায়াররা শুনে সত্যিই বোকা ছিলেন 💔🤬।”

দিগন্তনীল গিরির এই নিয়ে টুইট পোস্ট, “এটা পরিষ্কার নয় আউট.

অনিল চৌধুরী এবং বীরেন্দ্র শর্মার মতো এই গুড ফর নাথিং আম্পায়ারদের থেকে মুক্তি পান এবং কিছু উপযুক্ত আন্তর্জাতিক আম্পায়ার পান।
আমরা ঈশ্বরের জন্য একটি WTC খেলছি। এবং এটি আম্পায়ারিংয়ের মান? দিনের পর দিন এটি একই পদ্ধতিতে চলছে।
চরম অপমান 🤦🏻‍♂️।”

দিগন্তনীল গিরি এও টুইট পোস্টে লিখেছেন, “এই আম্পায়াররা ঘরোয়া ক্রিকেটে থাকুক। নিতিন মেনন ছাড়া আর কেউ মানসম্পন্ন নয়।

হোম টেস্ট ম্যাচের জন্য মানসম্পন্ন আন্তর্জাতিক আম্পায়ার পান। খেলোয়াড়রা বায়ো বাবোলে থাকতে পারলে আম্পায়ার কেন পারবে না?
আম্পায়ারিং এর এই শিট শো আর মেনে নেওয়া যায় না।😑😑।”

সৌম্য দাশগুপ্ত টুইট পোস্ট এই ইস্যুতে, “প্রথম টেস্টে গ্রাউন্ড আম্পায়ারিংয়ে অনেক ভুল, এখন দ্বিতীয় টেস্টে আরেকবার আরেক ভুল করলেন তৃতীয় আম্পায়ার।”

SPEARS’র টুইট পোস্ট, “ব্যাটের সংস্পর্শে আসার পর বলের সীম স্পষ্টভাবে নড়বড়ে হয়ে যায়, সীমে একটি সুনির্দিষ্ট পরিবর্তন ছিল এবং এটি কেবল তখনই ঘটতে পারে যদি এটি প্রথমে প্রান্তটি নেয়। এই বৃদ্ধ আম্পায়ারদের বরখাস্ত করার সময় এসেছে।”

আম্পায়ারিং’র মান তুলে নেহা শর্মার খোঁচা দেওয়া টুইট, “এমনকি গলি ক্রিকেট আম্পায়াররাও বীরেন্দ্র শর্মার চেয়ে ভালো।🤦

ই ইস্যুতে মহসিন খান এমকেডি’র ঝাঁঝালো টুইট পোস্ট
“নট আউট হ্যায় আন্ধে(অন্ধ,চোখে দেখতে পায়না)”।

রিহা বিসিসিআইকে নিশানা করে বিরাট কোহলির আউট ইস্যুতে টুইটে তির্যক পোস্ট, “ধনী বোর্ড এই কারণে।”
সব মিলিয়ে বিসিসিআই নিজেদের টুইটার হ্যাণ্ডেলে সংক্ষিপ্ত ভিডিওতে বিরাট কোহলির আউট নিয়ে গোটা প্রক্রিয়াকে পোস্ট করতেই ভারতীয় ক্রিকেট ভক্তরা ভারতের আম্পায়ারদের মান এবং বিসিসিআই’কে নিশানা করে তুলোধোনা করার পাশাপাশি, ছি: ছি: ছি: করছে।

]]>
টিম ইন্ডিয়ার ঠাসা ক্রীড়াসূচি নিয়ে শাস্ত্রীর নিশানায় সৌরভ এন্ড হিজ কোম্পানি https://ekolkata24.com/sports-news/shastris-target-is-team-indias-packed-sports-schedule Sat, 13 Nov 2021 08:48:50 +0000 https://ekolkata24.com/?p=11166 Sports desk: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) ভারতের মাটিতে চলার পথে হঠাৎ করে স্থগিত হয়ে যায়।কেননা ভারতে কোভিড-১৯ বাড়বাড়ন্তের জেরে। স্থগিত হওয়া আইপিএলের সেকেন্ড লেগ দুবাই’র মাটিতে আয়োজিত করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড(বিসিসিআই)।

রবিবার চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এই দুই দলের আন্তজার্তিক ক্রিকেটের সময়সূচী (ফিক্সার) সামনে তুলে এনে রবি শাস্ত্রী ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিশানা করে বক্তব্য রেখেছেন। বোর্ডকে নিশানায় রেখে শাস্ত্রী বলেছেন,”রবিবার যে দলগুলো ফাইনাল খেলছে, তারা গত ৬ মাসে খুব কমই খেলেছে এবং আপনি পার্থক্য দেখতে পাচ্ছেন। তারা নিজেদের তীক্ষ্ণ রাখার জন্য যথেষ্ট খেলেছে কিন্তু তারা পর্যাপ্ত রাউন্ড বিশ্রাম পেয়েছে, মাঝে মাঝে বাধ্য করা হয়(বেশি ক্রিকেট খেলার জন্য)। “

চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএলের সেকেন্ড লেগ আয়োজিত করা প্রসঙ্গে টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীর ভারসাম্যপূর্ণ, অথচ সুদূরপ্রসারী বয়ান সামনে এসেছে। শাস্ত্রীয় বচন এইরকম যে, “আইপিএলের ঠিক পরে বিশ্বকাপ খেলা দলের জন্য আদর্শ সময় ছিল না।” এই পজিশনে রবি শাস্ত্রীর ভারসাম্য বজায় রেখে সুদূরপ্রসারী বয়ান, “কোভিড-১৯ এর কারণে পুনরায় শিডিউল করা হয়েছে বলে বিসিসিআইকে দোষারোপ করতে চান না।”

সম্প্রতি ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেব টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অকাল বিদায়ের পর নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, “আমি বিশ্বাস করি যে আপনার জাতীয় দল প্রথমে আসা উচিত এবং তারপরে ফ্র্যাঞ্চাইজি বা অন্য কোনও দল।”

১৫ অক্টোবর দুবাইতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার মাত্র দুই দিন পরে ভারতীয় (India) খেলোয়াড়রা জাতীয় ক্রিকেট দলের প্ল্যাটফর্মে একত্রিত হয়। সঙ্গে খেলোয়াড়দের কোভিড -১৯ প্রটোকল মেনে নিভৃতবাসে থাকতে হয়েছিল।

৬২ বছর বয়সী কপিল দেব ভারতীয় (India) ক্রিকেট বোর্ডকে নিশানা করে বলেছেন, “আমি বলছি না সেখানে ক্রিকেট খেলবেন না (ফ্রাঞ্চাইজিগুলির জন্য) তবে ভবিষ্যতের জন্য তাদের ক্রিকেট (সূচি) আরও ভাল পরিকল্পনা করা এখন বিসিসিআইয়ের দায়িত্ব।”কিংবদন্তি ভারতীয় (India) ক্রিকেটার কপিল দেব আক্রমণাত্মক ভঙ্গিতে বলেছেন, “এই পরাজয় থেকে আমরা যা শিখতে পারি তা হল যে ভুলগুলো হয়েছে তার পুনরাবৃত্তি না করা। এটাই সবচেয়ে বড় শিক্ষা।”
ঠিক এই জায়গাতেই প্রাক্তন অধিনায়ক কপিল দেবের সুরে সুর মিলিয়ে রবি শাস্ত্রীর বক্তব্য,”আমি তা বলব না কিন্তু এপ্রিলে আইপিএল বাতিল হওয়ায় তাদের(বিসিসিআই) কোনো বিকল্প ছিল না। তবে ভবিষ্যতে এমনটা হবে বলে আমার মনে হয় না। কপিল সময়সূচী(ফিক্সার) সম্পর্কে সঠিক কারণ তুলে ধরেছেন।”

রবি শাস্ত্রীর সাফ কথা, “এটা শুধু বিসিসিআই নয়, প্রতিটি বোর্ডকে সময়সূচী নিয়ে সতর্ক থাকতে হবে। ভুলে যাবেন না, আইপিএল যোগ করলে আমরা বিশ্বের অন্য যেকোনো দলের চেয়ে বেশি ক্রিকেট খেলি।”

অতীতেও দেখা গিয়েছে বিসিসিআই’র বিরুদ্ধে অভিযোগ উঠেছে টিম ইন্ডিয়ার ঠাসা একটানা ক্রিকেট সময়সূচী (ফিক্সার) ঘিরে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের বিরুদ্ধে ওঠা এই প্রাতিষ্ঠানিক অভিযোগ নিয়ে কোনও বিকল্প রুটম্যাপ এখনও তৈরি করে উঠতে পারেনি। ফলে বিসিসিআই’র পুরনো ক্ষত আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে টিম ইন্ডিয়ার অকাল বিদায় এবং সামগ্রিক ভাবে ভারতীয় সিনিয়র পুরুষ ক্রিকেট দলের ঠাসা একটানা ক্রীড়াসূচি প্রাক্তনীদের নিশানায় ক্ষতে প্রলেপ খুঁজতে হিমশিম অবস্থা বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহদের।

]]>