team – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 04 Jan 2022 11:02:33 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png team – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 SC East Bengal: লাল-হলুদ শিবিবে যোগ দিলেন মিডফ্লিডার অজয় ছেত্রী https://ekolkata24.com/sports-news/midfielder-ajay-chhetri-has-joined-the-sc-east-bengal-team Tue, 04 Jan 2022 11:00:38 +0000 https://ekolkata24.com/?p=17948 মিডফিল্ডার অজয় ​​ছেত্রী বেঙ্গালুরু এফসি থেকে লোনে এসসি ইস্টবেঙ্গলে (SC East Bengal) যোগ দিয়েছেন। ২২ বছর বয়স ছেত্রী, মার্কো পেজাইউওলির ফুটবল স্ট্র‍্যাটেজিতে নিজের জায়গা খুঁজে পাচ্ছিলেন না। ২০২১’র ডুরান্ড কাপে অজয় ছেত্রী পারফর্ম করলেও চলতি আইএসএলের টানা সাত ম্যাচে বেঙ্গালুরু এফসি স্কোয়াডে জায়গা পাননি।মাত্র দুবার তিনি বেঞ্চে বসার জায়গা পেলেও তেমন কিছুই করতে পারেননি।

জানা গিয়েছে, লোনে বিকল্প অপশনে ২০২১-২২ আইএসএল মরসুমের জন্য অজয় ছেত্রীর সঙ্গে পাকা চুক্তি হয়েছে এসসি ইস্টবেঙ্গলের। ২০১৮-১৯ আইএসএলে মরসুমে অজয় ছেত্রী মিডফ্লিডার হিসেবে বেঙ্গালুরু এফসি জার্সি গায়ে চেন্নাইন এফসি’র বিরুদ্ধে অভিষেক ম্যাচ খেলেন। ওই মরসুমে তিনি দলের চূড়ান্ত লিগ ম্যাচে জামশেদপুর এফসি’র বিপক্ষেও ছিলেন। কিন্তু ধারাবাহিক ভাবে সুযোগ পাচ্ছিলেন না দলে।

পরের মরসুমে জানুয়ারি ফিফা ট্রান্সফার উইন্ডো দিয়ে লোনে হায়দরাবাদ এফসিতে যান, ছেত্রী। হায়দরাবাদের হয়েও মিডফ্লিডে নিজের জাত চেনান পারফর্ম করে।এরপর ফের বেঙ্গালুরু এফসি’তে ফিরে আসলেও টানা সাত ম্যাচ স্কোয়াডের বাইরে বসে থেকেই কাটাতে হয়।

ফের একবার জানুয়ারি ট্রান্সফার উইন্ডো দিয়ে লোনে এসেছেন মিডফ্লিডার অজয় ছেত্রী। অন্তবর্তীকালীন হেডকোচ রেনেডি সিং এবং মারিও রিভেরা কিভাবে তরুণ এই প্রতিভাবান ফুটবলারের কাছ থেকে সেরাটা নিঙড়ে বের করে আনতে পারে তা নিয়ে কৌতুহল থাকবে ভারতীয় ফুটবল মহলে।

]]>
ICC পুরুষদের টেস্ট দল ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত https://ekolkata24.com/sports-news/india-tops-icc-mens-test-team-rankings Mon, 06 Dec 2021 15:40:43 +0000 https://ekolkata24.com/?p=13832 Sports desk: সোমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন র‍্যাঙ্কিং তালিকা প্রকাশিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা( ICC)। পুরুষদের টেস্ট দল র‌্যাঙ্কিং’র শীর্ষে ফিরেছে ভারত।

মুম্বই’এ দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে ভারত।

কানপুরে উদ্বোধনী ম্যাচ ড্র করার পর চতুর্থ দিনে মুম্বই টেস্টে নিউজিল্যান্ডকে 372 রানে হারিয়েছে ভারত। জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল এখন 124 রেটিং পয়েন্ট রয়েছে এবং তার পরে রয়েছে নিউজিল্যান্ড (121), অস্ট্রেলিয়া (108), ইংল্যান্ড (107), পাকিস্তান (92), দক্ষিণ আফ্রিকা (88), শ্রীলঙ্কা (83), ওয়েস্ট ইন্ডিজ। (75), বাংলাদেশ (49) এবং জিম্বাবোয়ে (31)।

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা( ICC) নিজেদের অফিসিয়াল টুইটার হ্যাণ্ডেলে পোস্ট করে ঘোষণা করেছে,”🔝
@MRFWorldwide ICC পুরুষদের টেস্ট টিম র‍্যাঙ্কিং-এ ভারত এক নম্বরে ফিরে এসেছে।”

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর অভিনন্দন বার্তায় সামাজিক মাধ্যমে পোস্ট করেছে,
“অভিনন্দন বিরাট কোহলি। 👏 👏
খেলার প্রতিটি ফর্ম্যাটে 50টি আন্তর্জাতিক জয়ের সাথে প্রথম খেলোয়াড়। 👍 👍
#TeamIndia #INDvNZ।”
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি সামাজিক মাধ্যমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয়ের উচ্ছ্বাসে গা ভাসিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছে,
“অবিশ্বাস্য জয়! ব্ল্যাকক্যাপসের বিরুদ্ধে দুর্দান্ত 372 রানের জয় টেস্টে ভারতের সবচেয়ে বড় জয় (রান দ্বারা)। #TeamIndia-এর দুর্দান্ত অল-রাউন্ড শো, স্পিনাররা ছিল ব্যতিক্রমী, মহম্মদ সিরাজ দুর্দান্ত ছিল কিন্তু মায়াঙ্ক আগরওয়ালের জন্য একটি বড় হাততালি রয়েছে – আপনি বিশেষ ছিলেন!🏏
#INDvsNZ ভারতীয় ক্রিকেট দল।”
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) টেবিলে, ভারত 42 পয়েন্ট এবং 58.33 জয়ের শতাংশ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

]]>
Wriddhiman Saha: দলের জন্য অবদান রাখতে পেরে আনন্দিত ঋদ্ধিমান https://ekolkata24.com/sports-news/happy-to-contribute-for-the-team-wriddhiman-saha Sun, 28 Nov 2021 17:21:57 +0000 https://ekolkata24.com/?p=12717 Sports desk: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ দিনে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ১২৬ বল খেলে ৬১ রানে নট আউট থাকে। এমন সময়ে ঋদ্ধিমান ক্রিজে নেমেছিল যখন ভারত ৬ উইকেট হারিয়ে বসেছে, মাত্র ১০৩ রানে।

টানা ছয় টেস্ট ম্যাচে ব্যাটিং’র ব্যাডপ্যাচ সঙ্গে ঘাড়ের চোট নিয়ে কাতরাতে কাতরাতে ঋদ্ধির অর্ধশতরান এবং ৬১ রানে শেষ অবধি অপরাজিত থাকা, লড়াকু ঋদ্ধিমান সাহা ফুরিয়ে যায়নি চোখে আঙুল দিয়ে দেখানো পারফরম্যান্স।চতুর্থ দিনের খেলার শেষে ঋদ্ধিমান সাহা নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, “সাফল্য আপনার যা আছে তাতে নয়, আপনি কে? দলের জন্য অবদান রাখতে পেরে আনন্দিত।”

ঋদ্ধিমান সাহার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ দিনের পারফরম্যান্স নিয়ে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেছেন,দুর্ভাগ্যজনক কিন্তু ‘আদর্শ’ টিম ম্যান সাহার ভূমিকা হল ‘কঠিন কাজ’ করা যখন পহ্নকে পাওয়া যায় না।

ঋদ্ধিমান সাহার চোখ জুড়ানো ইনিংসের তারিফে টুইটার টইটুম্বুর।
@I am satinath ganguly টুইট পোস্ট,”আজ ঘাড়ে চোট নিয়ে ব্যাটিং করতে এসে আপনি দেখিয়ে দিলেন যে বাঙালি সব কিছুই পারে ۔ তোমার আজ ইনিংস দেখে বাঙালি হিসাবে গর্ববোধ করছি”।

Uddipta Narayan Hazra ঋদ্ধিমান সাহাকে অভিনন্দন জানিয়ে টুইটে লিখেছেন,”খুব গুরুত্বপূর্ণ এবং ভারতের জন্য খুব প্রয়োজনীয় একটা ইনিংস ছিল এই ৬১ রানের ইনিংসটা🔥
সেরে ওঠো খুব শিগগির ❤
পরের ম্যাচে একটা শতরানের অপেক্ষায় রইলাম 🙌 শুভকামনা 💐”।

Sushen Roy টুইট পোস্ট, “ঋদ্ধি দাদা খুব ভালো খেলেছো। তোমার এই ইংনিশটা আশা করি সবার হৃদয়ে অনেক জায়গা করে নিয়েছে।❤ ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল।।”
মহেশ নিজের টুইটে ঋদ্ধিমান সাহার ছবি পোস্ট করে লিখেছে,”
কোন ট্যাটো নেই
সেক্সি চুল নেই
পেশী নেই
বডি বিল্ডিং নেই
মিষ্টি হাসি
প্রয়োজনে রান করে
টিম ম্যান 😍

চতুর্থ দিনের শেষে ভারত ২৩৪ রানে ইনিংস ডিক্লেয়ার করে, ৭ উইকেটের বিনিময়, ভারতের লিড নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৮০ রানের। নিউজিল্যান্ড উইল ইয়ং’র উইকেট হারিয়ে ৪ রানে চতুর্থ দিনের শেষে।

]]>
বিশ্বকাপের বাছাই পর্বে নেইমারদের দল ঘোষণা https://ekolkata24.com/sports-news/neymars-team-announced-in-the-world-cup-qualifiers Sat, 25 Sep 2021 10:11:24 +0000 https://www.ekolkata24.com/?p=5553 স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকার মাঠে বল গড়াতে চলেছে। অক্টোবর মাসে ভেনেজুয়েলা, কলম্বিয়া এবং উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল। এরই লক্ষ্যে ২৫ সদস্যের দল ঘোষণা করে দিল সেলেকাওরা।

চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল কোচ তিতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বেশ কিছু খেলোয়াড়কে দলে ডেকেও পাননি। তবে ঘোষিত দলে সেই ফুটবলরাদের আবারও দলে ডেকেছেন কোচ তিতে। ডাক দিয়েও না পাওয়া খেলোয়াড়রা হলেন অ্যালিসন, ফ্যাবিনিও, গ্যাব্রিয়েল জেসুস, এদেরসন, এমারসন রয়্যাল, থিয়াগো সিলভা, ফ্রেদ, ও রাফিনিয়া।

এর আগে কোভিড-১৯ অতিমারির জেরে তাদের ক্লাব চায়নি খেলোয়াড়েরা করোনার লাল তালিকভুক্ত দেশে যাতায়াত করুক। কেননা তা হলেই করোনা প্রটোকল মেনে বায়ো বাবোল পদ্ধতির সঙ্গে ১০ দিনের কোয়ারেন্টাইন! এই অবস্থার এখনো পরিবর্তন হয়নি। তবু এই ৮ জনকে নিয়েই দল ঘোষণা করল ব্রাজিল।

দলের কো অর্ডিনেটর পাওলিস্তা আশা প্রকাশ করে বলেন, পরিস্থিতিতে পরিবর্তন আসবে দ্রুত। এরই সঙ্গে তিনি বলেন, ‘ফিফা, ইপিএল আর ইংল্যাণ্ড সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আশা করছি আগামী সপ্তাহে একটা সমাধান সূত্র বের হবে। এও জানানো হয়েছে, ‘আলোচনা এখনও বাকি রয়েছে। নিজেদের দেশের স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে। চলতি মাসে আর্জেন্টিনার বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচটা বাতিল হয়ে গিয়েছিল তাদের ব্রাজিলের স্বাস্থ্য প্রশাসনের হস্তক্ষেপে। তাই এমন কিছু এবারও এড়াতে চাইলে আলোচনায় বসতেই হতে পারে দুই পক্ষকেই।

আগামী ৭ অক্টোবর ভেনেজুয়েলায় ম্যাচ ব্রাজিলের। এর তিন দিন পর আবারও তাদের এক ‘অ্যাওয়ে’ ম্যাচ। সেদিন তারা খেলবে কলম্বিয়ার মাঠে। অবশেষে ১৪ অক্টোবর ঘরের মাঠে ব্রাজিল খেলবে উরুগুয়ের বিরুদ্ধে। বাছাইপর্বে ৮ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট অর্জন করেছে ব্রাজিল। আর্জেন্টিনা আছে তাদের চেয়ে ৬ পয়েন্ট পিছনে।
ব্রাজিল দল:
গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যান সিটি), ওয়েভারতন (পালমেইরাস)
ডিফেন্ডার: ডানিলো (জুভেন্টাস), এমারসন রয়াল (টটেনহাম), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), গিয়ের্মে আরানা (আতলেতিকো মিনেইরো), থিয়াগো সিলভা (চেলসি), মারকিনিওস (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা)।
মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিও (লিভারপুল), ফ্রেদ (ম্যান ইউনাইটেড), এডেনিলসন (ইন্তারনাসিওনাল), গেরসন (অলিম্পিক মার্শেই), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), এভারতন রিবেইরো (ফ্লামেঙ্গো)।
ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), আন্তনি (আয়াক্স), রাফিনিয়া (লিডস ইউনাইটেড), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল জেসুস (ম্যান সিটি), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), মাতেউস কুনিয়া (আতলেতিকো মাদ্রিদ)।

]]>