Teesta river – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 21 Oct 2021 10:10:58 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Teesta river – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ধসে আটকে সিকিম-দার্জিলিং-কালিম্পংয়ের পর্যটকরা, শিলিগুড়ি আসতেই গলদঘর্ম https://ekolkata24.com/uncategorized/landslide-hits-many-parts-in-hill-area-of-bengal-and-sikkim Thu, 21 Oct 2021 10:10:58 +0000 https://www.ekolkata24.com/?p=8555 নিউজ ডেস্ক: আকাশে মেঘের ভয়াল চেহারা কম। তবে দুর্যোগের কারণে ধস নেমে যাওয়ায় প্রতিবেশি রাজ্য সিকিম ( Sikkim), দুই পাহাড়ি জেলা দার্জিলিং (Darjeeling),কালিম্পংয়ের বিভিন্ন রাস্তা ধসের কারণে যানবাহন চলাচল বন্ধ। তবে ধস সরানোর কাজ চলছে। যারা ঘুরতে গিয়েছিলেন তাদের লক্ষ্য যে করেই হোক শিলিগুড়ি নেমে আসা।

সবথেকে বাজে পরিস্থিতিতে সিকিমে যাওয়া পর্যটকরা। কারন, পশ্চিমবঙ্গ ও সিকিমের মাঝে রাংপো সেতুর পিলার জলের তোড়ে ভেসে গেছে। সেতুটি পুনরায় চালু করতে সময় লাগবে। অনেকেই রাংপো পৌঁছে সেতুর অংশ হেঁটে পার হতে চাইছেন। আর দার্জিলিং ও কালিম্পং জেলার বিভিন্ন অংশে ধস নামার ফলে আটকে বহু পর্যটক। কালিম্পংয়ের লাভা, লোলেগাঁওতে সহ আছেন তারা।

‌প্রবল বৃষ্টিতে ডুয়ার্স ও সমতলের বহু এলাকা প্লাবিত। ডুয়ার্সের জলদাপাড়া, গোরুমারা, জয়ন্তীতে বন্যা। পর্যটকরা বিভিন্ন বনবাংলোতে আটকে পড়েছেন। আলিপুরদুয়ার, কোচবিহার, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি স্টেশনে ফেরার জন্য মরিয়া তাঁরা।

তবে আকাশ পরিষ্কার হওয়ায় দুর্যোগ কাটছে। কিন্তু সড়ক পরিবহণ স্তব্ধ। পশ্চিমবঙ্গ ও সিকিম সরকার দ্রুত জাতীয় সড়ক চালু করতে উদ্যোগী। হিমালয়ের এই অকাল বর্ষণের ফলে দুই রাজ্যের পুরো পার্বত্য এলাকার জনজীবন বিপর্যস্ত। বিভিম্ন এলাকা থেকে আসছে দুর্যোগে দুর্ঘটনার কারণে মৃত্যুর সংবাদ।

]]>
Bangladesh: তিস্তাপারে আতঙ্ক, বাংলাদেশে বিস্তির্ণ এলাকায় বন্যা পরিস্থিতি https://ekolkata24.com/uncategorized/teesta-river-flood-situation-in-northern-bangladesh Wed, 20 Oct 2021 08:13:41 +0000 https://www.ekolkata24.com/?p=8409 নিউজ ডেস্ক: হিমালয়ে অতিবৃষ্টির কারণে ভারত থেকে প্রবল গতিতে তিস্তার জল প্রবেশ করছে বাংলাদেশে। ফলে আন্তর্জাতিক এই নদীর মোহনা অঞ্চলে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি।

তিস্তার নিম্নাঞ্চল জলমগ্ন। হঠাৎ নদীর জল বেড়ে যাওয়ায় তিস্তাপারের মানুষজনের মধ্যে চরম আতঙ্ক।

বাংলাদেশের জলসম্পদ বিভাগ বা ‘পানি উন্নয়ন বোর্ড’ (পাউবো) জানাচ্ছে, উজান এলাকায় অতিবৃষ্টিতে তিস্তা নদীর জল বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তিস্তা ব্যারেজ পয়েন্টে  বিপদসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জলপ্রবাহ।

আরও পড়ুন: Sikkim: প্রবল বৃষ্টিতে ভয়ঙ্করী তিস্তা, গ্যাংটক-শিলিগুড়ি যোগাযোগ ভাঙছে

 

north-bengal-rain‘পাউবো’ আরও জানিয়েছে, তিস্তার জলস্তর বৃদ্ধির ফলে তিস্তা ব্যারেজের ৪৪টি স্লুইস গেট খুলে দিতে হয়। ব্যারেজ এলাকায় সর্তকতা জারি করা হয়েছে।নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই, টেপাখড়িবাড়ী, খগাখড়িবাড়ী, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি  ও গয়াবাড়ী ইউনিয়নের ১৫টি চর প্লাবিত। অনেক এলাকার ফসলি জমি তলিয়ে গেছে।

তিস্তা নদীর উৎস উত্তর সিকিমের হিমালয়ে।   সিকিমের রাংপো পশ্চিমবঙ্গের তিস্তাবজার উভয় রাজ্যের সীমানা নির্দেশ করছে এই নদী।  পশ্চিমবঙ্গ পেরিয়ে বাংলাদেশের রংপুর জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তিস্তা নদী। রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চিলমারী নদীবন্দরের দক্ষিণে ব্রহ্মপুত্র নদে মিশেছে তিস্তা। এই নদীর  দৈর্ঘ্য ৩১৫ কিলোমিটার। এর দুশো কিলোমিটার ভারতে আর  ১১৫ কিমি বাংলাদেশ ভূখন্ডে অবস্থিত।

]]>