test-firing – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 08 Jan 2022 08:26:00 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png test-firing – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 3M-54E Kalibr ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল INS Satpura https://ekolkata24.com/uncategorized/ins-satpura-test-firing-a-3m-54e-kalibr-cruise-missile Sat, 08 Jan 2022 08:26:00 +0000 https://ekolkata24.com/?p=18410 যতদিন এগোচ্ছে নিজেদের অস্ত্রভাণ্ডারকে আরও শক্তিশালী করে তুলছে ভারতের প্রতিরক্ষা বাহিনী। এর পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে ‘মেড ইন ইন্ডিয়া’র লক্ষ্যমাত্রা স্থির করেছে কেন্দ্রীয় সরকার। ভারতীয় নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ হল আইএনএস সাতপুরা (INS Satpura) । শনিবার এই জাহাজ একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এই ক্রুজ মিসাইলের নাম হল ‘3M-54E Kalibr’। এই মিসাইল রাশিয়া থেকে আমদানি করেছে ভারত। এটিও একটি সুপারসনিক মিসাইল।

3M-54E Kalibr সম্পর্কে কিছু তথ্য
এই রাশিয়ান ক্ষেপণাস্ত্রটি বিভিন্ন মডিউলার সিস্টেম নিয়ে গঠিত। দুটি অ্যান্টি-শিপিং টাইপ, একটি স্থল আক্রমণের জন্য এবং দুটি অ্যান্টি-সাবমেরিন ধরণের। ক্ষেপণাস্ত্রটি পৃষ্ঠ এবং সাবমেরিন-উৎক্ষেপিত ভেরিয়েন্টগুলির মধ্যে সাধারণ অংশগুলি ভাগ করার জন্য ডিজাইন করা হয়েছে তবে প্রতিটি ক্ষেপণাস্ত্র বিভিন্ন উপাদান নিয়ে গঠিত, উদাহরণস্বরূপ, বুস্টার। এটিতে থ্রাস্ট ভেক্টরিং ক্ষমতা সহ একটি বুস্টার রয়েছে। সাবমেরিন টর্পেডো টিউব থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটির এই জাতীয় সংযোজনের কোনও প্রয়োজন নেই তবে পরিবর্তে একটি প্রচলিত বুস্টার রয়েছে। এয়ার লঞ্চ করা সংস্করণটি একটি জায়গায় রাখা হয় যা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সাথে সাথে কন্টেইনার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও এই মিসাইল নিয়ে আমেরিকা বেশ কয়েকটি দাবি করেছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ অনুমান করে যে এর পরিসীমা ১,৪০০ কিলোমিটার (৮৭০ মাইল) এবং রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এর পরিসীমা “প্রায় ১,৫০০ কিলোমিটার (৯৩০ মাইল)” বলে দাবি করেছেন।

জেনে নেওয়া যাক আইএনএস সাতপুরা সম্পর্কে
২০১৯ সালে ভারতোয় নৌবাহিনীর অন্যতম ‘সদস্য’ আইএনএস সাতপুরা (INS Satpura) সেরা জাহাজের ট্রফি অর্জন করেছে। ২০১১ সালে ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় সাতপুরা। আইএনএস সতপুরাকে মধ্য ভারতের পর্বতের সঙ্গে তুলনা করা হয়। এটি একটি মাল্টি-রোল স্টেল্থ ফ্রিগেট এবং এই জাহাজের ক্যাপ্টেন হলেন রাহুল শঙ্কর।

]]>