tests – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 13 Dec 2021 15:44:07 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png tests – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 DRDO: সুপারসনিক টর্পেডো স্মার্ট মিসাইলের সফল উৎক্ষেপণ করল ডিআরডিও https://ekolkata24.com/uncategorized/drdo-successfully-tests-supersonic-missile-assisted-torpedo-system Mon, 13 Dec 2021 15:44:07 +0000 https://ekolkata24.com/?p=14707 নিউজ ডেস্ক: চিন ও পাকিস্তানের উদ্বেগ আরও বাড়িয়ে সোমবার সুপারসনিক মিসাইল (Supersonic Missile Assisted Torpedo System) ‘অ্যাসিসটেড টর্পেডো স্মার্টে’র সফল উৎক্ষেপণ করল ভারত (India)। জানা গিয়েছে, নেক্সট জেনারেশন (next generation) প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক স্মার্ট টর্পেডো মিসাইল সিস্টেমটি সোমবার ওড়িশার হুইলার দ্বীপে (Odisha cost) সফল উৎক্ষেপণ করে ডিআরডিও (DRDO)।

এদিন ডিআরডিওর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ পাল্লার সফল উৎক্ষেপণ হয়েছে আজ। প্রচলিত মিসাইলগুলির থেকে এই অত্যাধুনিক স্মার্ট টর্পেডো মিসাইলটি অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। জলপথে যুদ্ধের জন্য টর্পেডো বহনকারী মিসাইলটি বিশেষ ভাবে প্রস্তুত করা হয়েছে। নেক্সট জেনারেশন স্মাট টর্পেডো সিস্টেম এই মিসাইলটি ডিআরডিও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে। খুব শীঘ্রই এই মিসাইলটি সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

এই অত্যাধুনিক মিসাইল হাতে পেলে দেশের নৌসেনার শক্তি যে এক ধাক্কায় অনেকটাই বাড়বে তা না বললেও চলে। সম্প্রতি দক্ষিণ চিন সাগরে চিনের আগ্রাসন ক্রমশই বাড়ছে। এরই মধ্যে চিনের দোসর হয়েছে পাকিস্তান। চিনের আগ্রাসন রুখতে নৌসেনার হাতে এ ধরনের অত্যাধুনিক মিসাইল থাকা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন।

এদিন এই মিসাইলের সফল উৎক্ষেপণের পর ডিআরডিওর প্রত্যেক বিজ্ঞানীকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উল্লেখ্য, গত সপ্তাহে পোখরানে পিনাকা রকেট লঞ্চার সিস্টেমেরও সফল উৎক্ষেপণ করেছে ডিআরডিও। চলতি বছরেই অগ্নি-৫ ব্যালিস্টিক মিসাইলেরও সফল পরীক্ষা করেছে প্রতিরক্ষা মন্ত্রক।

অগ্নি-৫ প্রায় ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। বলা যায় এই মুহূর্তে চিনের অধিকাংশ এলাকাই চলে এসেছে অগ্নির পাল্লার মধ্যে। সর্বোপরি অগ্নি-৫ পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। অগ্নি-৫ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে ডিআরডিও।

]]>
Australia: প্রথম দুই টেস্টের জন্য ১৫ জনের টিম ঘোষণা https://ekolkata24.com/sports-news/australia-15-man-squad-announced-for-first-two-tests Thu, 02 Dec 2021 11:00:43 +0000 https://ekolkata24.com/?p=13185 Sports desk: অস্ট্রেলিয়ার (Australia) উইকেটরক্ষক হিসেবে টিম পেইনের যৌন উত্তেজক টেক্সট ম্যাসেজিং বিতর্কে ইতি টেনে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন অ্যাসেজ টেস্ট সিরিজে গাব্বায় টেস্ট অভিষেক হতে চলেছে দক্ষিণ অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির।

ক্রিকেট অস্ট্রেলিয়া টুইট করে আনুষ্ঠানিক ঘোষণা করেছে “🔒 এটা!
অ্যালেক্স কেরি ইংল্যান্ডের বিরুদ্ধে ভোডাফোন পুরুষদের # অ্যাশেজ সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য গ্লাভস নেবেন।” অ্যাসেজ সিরিজ শুরুর আগে মহাফাঁপড়ে অজি ক্রিকেট বোর্ড।

চলতি বছরের ডিসেম্বরে ৮ তারিখ থেকে শুরু হচ্ছে অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে। ইতিমধ্যেই ইংল্যান্ড ক্রিকেট টিম গাব্বার মাটিতে এসে অনুশীলন শুরু করে দিয়েছে, কেননা প্রথম টেস্ট ম্যাচ হচ্ছে ব্রিসবেনের গাব্বায়।

2017 সালে একজন মহিলা সহকর্মীর কাছে পাঠানো যৌনতাপূর্ণ টেক্সট ম্যাসেজ পাঠানোর অভিযোগ উঠেছিল টিম পেইনের বিরুদ্ধে। ফলে চলতি মাসের শুরুতেই অস্ট্রেলিয়া অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেছিলেন পেইন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলে টিম পেইন ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান।

এই অবস্থায় ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়ার কিপার কে হবে? এই ইস্যুতে জস ইঙ্গলিস এবং অ্যালেক্স ক্যারির নাম উঠে এসেছিল৷ ডানহাতি ব্যাটসম্যান জস ইঙ্গলিস অস্ট্রেলিয়ার পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের একজন সদস্য ছিলেন, কিন্তু টুর্নামেন্টে একটিও ম্যাচ খেলেননি এবং এখনও তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।

বছর 26’র ইঙ্গলিস অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকি 45 টি প্রথম-শ্রেণীর ম্যাচে 34.03 গড়ে 2,246 রান করেছেন, তিনটি সেঞ্চুরি যা গত বছরের শেফিল্ড শিল্ডে করেছিলেন।

অন্যদিকে 30 বছর বয়সী অ্যালেক্স ক্যারির এখনও টেস্ট ফর্ম্যাটে অভিষেক হয়নি, তবে অস্ট্রেলিয়ার হয়ে 45 টি একদিনের আন্তজার্তিক ক্রিকেট এবং 38 টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিঞ্জতা রয়েছে।

]]>
Omicron: পিসিআর পরীক্ষাতেও ধরা পড়ছে ওমিক্রনের সংক্রমণ, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা https://ekolkata24.com/uncategorized/pcr-tests-also-show-omicron-infection-according-to-the-world-health-organization Mon, 29 Nov 2021 09:45:14 +0000 https://ekolkata24.com/?p=12760 News Desk: করোনার সংক্রমণ চিহ্নিত করতে গোটা বিশ্বেই পিসিআর পরীক্ষাকে (PCR test) সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের মত পিসিআর পরীক্ষার মাধ্যমে ওমিক্রনের (Omicron) সংক্রমণও চিহ্নিত করে যাচ্ছে বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation)। পিসিআর টেস্ট ছাড়াও অন্যান্য ধরনের পরীক্ষা বিশেষ করে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়ে কি না তা নিয়ে এই মুহূর্তে গবেষণা চলছে।

মাত্র কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকায় (south africa) প্রথম করোনার এই নতুন প্রজাতি ওমিক্রনের সন্ধান মিলেছে। ইতিমধ্যেই ওমিক্রন ভাইরাসকে অত্যন্ত উদ্বেগজনক বলে চিহ্নিত করেছে হু। ওমিক্রনের হাত থেকে রক্ষা পেতে ইতিমধ্যেই বিশ্বের বেশ কয়েকটি দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। নতুন এই ভাইরাসটির চরিত্র সম্পর্কে বিশেষজ্ঞরাও খুব একটা পরিচিত নন। যে কারণে কিভাবে এই ভাইরাসকে প্রতিরোধ করা যাবে তা নিয়েও উদ্বেগ বেড়েছে। এই ভাইরাসটির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে গবেষকরা নিরন্তর পরিশ্রম করে চলেছেন। করোনার অন্য প্রজাতিগুলির তুলনায় ওমিক্রন আরও বেশি মারাত্মক কিনা সেটাও এখনও হুর বিজ্ঞানীদের কাছে স্পষ্ট নয়।

রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা বলেছেন, এই মুহূর্তে তাঁদের হাতে এমন কোনও তথ্য নেই যার মাধ্যমে ওমিক্রনের উপসর্গকে করোনার অন্য প্রজাতির ভাইরাসের উপসর্গ থেকে আলাদা হিসেবে চিহ্নিত করা যায়। তবে যারা আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তারাও নতুন করে ওমিক্রন ভাইরাসে সংক্রামিত হতে পারেন। ওমিক্রনের প্রভাব কতটা সুদুরপ্রসারী তা জানতে নিরন্তর গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। অভিজ্ঞতা বলছে, ভ্যাকসিন এই নতুন প্রজাতিকে ঠেকাতে পারছে না। তাই কীভাবে ওমিক্রনের হাত থেকে রক্ষা পাওয়া যায় তা নিয়ে গবেষণা শুরু হয়েছে।

সাধারণত করোনার সংক্রমণে গুরুতর অসুস্থ হয়ে পড়া মানুষের চিকিৎসায় ব্যবহার করা হয় কর্টিকস্টেরয়েড ও আইএল-৬ রিসেপটর ব্লকার। বিজ্ঞানীরা আশা করছেন, ওমিক্রন আক্রান্তদের চিকিৎসাতেও এই দুই ওষুধ কাজ দেবে। করোনা রুখতে বর্তমানে বাজারে যে সমস্ত ওষুধ চালু রয়েছে সেগুলি ওমিক্রনকে ঠেকাতে পারে কিনা তা নিয়েও গবেষণা চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, তাঁরা এখনও পর্যন্ত নতুন এই ভেরিয়েন্টের বৈশিষ্ট্য সম্পর্কে বুঝে উঠতে পারেননি। ওমিক্রন সম্পর্কে বিস্তারিত জানতে তাঁদের আরও কিছুটা সময় লাগবে। এই ভাইরাসের বৈশিষ্ট্য বা চরিত্রগত গুণাবলী একবার জানা গেলে সে ক্ষেত্রে রোগ প্রতিরোধ করার বিষয়টি কিছুটা সহজ হবে।

]]>