toll rises – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 05 Dec 2021 12:31:11 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png toll rises – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Indonesia: সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ১৯ https://ekolkata24.com/uncategorized/death-toll-rises-after-eruption-of-semeru-volcano-on-indonesian-island-of-java Sun, 05 Dec 2021 12:31:11 +0000 https://ekolkata24.com/?p=13669 নিউজ ডেস্ক: শনিবার দুপুরে ইন্দোনেশিয়ার (Indonesia) জাভা প্রদেশের লুমাজাং এলাকায় হঠাৎই মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি (semaru volcanoe) থেকে অগ্নুৎপাত শুরু হয়। আকস্মিক এই অগ্ন্যুৎপাতের (volcanic eruption ) ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জনের মৃত্যু (dead) হয়েছে। জখম হয়েছেন বহু মানুষ। এখনও পর্যন্ত বহু মানুষ ওই এলাকায় আটকে রয়েছেন। তাদের মধ্যে অনেকেরই জীবিত অবস্থায় উদ্ধার হওয়ার সম্ভাবনা ক্রমশই কমে আসছে বলে উদ্ধারকারীদের আশঙ্কা।

রবিবার সকাল থেকেই চলছে উদ্ধার কাজ। এদিন শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় এক হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও বহু মানুষ নিজেদের বাড়িতেই আটকে আছেন। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার আধিকারিক আবদুল মুহারি জানিয়েছেন, রবিবার দুপুর পর্যন্ত ১৯ জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে তিন জনকে শনাক্ত করা গিয়েছে।

রবিবার দুপুর পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে স্থানীয় মানুষের দাবি, এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও অনেক বেশি। সেমেরুর অগ্ন্যুৎপাতের ফলে এখনও পর্যন্ত শতাধিক মানুষ জখম হয়েছেন। তাদের মধ্যে তিনজন অন্তঃসত্ত্বা মহিলা আছেন। আহতদের মধ্যে ৩৫ জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ওই এলাকার বাসিন্দাদের যত শীঘ্র সম্ভব সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

অন্যদিকে লুমাজাং এলাকার স্থানীয় শাসক ইন্দাহ আম্পেরওয়াতি জানিয়েছেন, অগ্ন্যুৎপাতের এই ঘটনায় দমবন্ধ হয়ে কমপক্ষে ৪৪ জনের মৃত্যু হয়েছে। কয়েক হাজার মানুষ আটকে আছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের দ্রুত চিকিৎসা এবং এলাকার মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইন্দোনেশীয় সরকারের পক্ষ থেকে জাভা প্রদেশের হাসপাতালগুলিকে আহতদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের নির্দেশে বলা হয়েছে, সব ধরনের জরুরি পরিষেবা যেন তৈরি থাকে। ইতিমধ্যেই হাসপাতালগুলির তরফ থেকে একাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিয়ে আসার কাজ শুরু করেছে। কতদিন এই অগ্নুৎপাত চলবে সেটাই এখন সে দেশের সরকারের মূল ভাবনা। কারণ দীর্ঘদিন ধরে অগ্নুৎপাত চলতে থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বাড়বে।

]]>
Andhra Pradesh: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮, নিখোঁজ শতাধিক https://ekolkata24.com/uncategorized/andhrapradesh-flood-death-toll-rises-to-18 Sat, 20 Nov 2021 08:50:53 +0000 https://ekolkata24.com/?p=11824 News Desk: বঙ্গোপসাগরের বুকে গভীর নিম্নচাপের (Depression) জেরে গত ৪৮ ঘন্টা ধরে একটানা প্রবল বৃষ্টি হয়ে চলেছে অন্ধপ্রদেশে। প্রবল বৃষ্টির কারণে শেষ ২৪ ঘন্টায় নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে ফলে এই রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮। নিখোঁজ শতাধিক মানুষ। প্রশাসনের আশঙ্কা, নিখোঁজ থাকা বেশ কিছু মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই বাড়বে মৃতের সংখ্যা।

উল্লেখ্য বুধবার থেকেই তামিলনাড়ু (Tamilnadu) ও অন্ধ্রপ্রদেশে (Andhra pradesh) গভীর নিম্নচাপের প্রভাবে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে। এক টানা বৃষ্টিতে দুই রাজ্যের একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। শনিবার রাজ্যের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি (Jaganmohan Reddy)।

জানা গিয়েছে তিরুমালা মন্দিরে শতাধিক পুণ্যার্থী বন্যার কারণে আটকে পড়েছেন। তিরুমালা মন্দির যাওয়ার চারটি রাস্তাই প্রবল বন্যার কারণে জলমগ্ন হয়ে পড়েছে। ফলে মন্দিরের যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ। ফলে পুণ্যার্থীরা মন্দিরের ভিতরে আটকে রয়েছেন। প্রশাসন এদিন ভার্চুয়াল ভগবান দর্শনও আপাতত বন্ধ রেখেছে। একই সঙ্গে আটকে পড়া পুণ্যার্থীদের বিনামূল্যে খাবার ও থাকার ব্যবস্থা করেছে তিরুমালা (Tirumala) তিরুপতি দেবস্থানাম কমিটি। তিরুমালার জাপানি অ্যাঞ্জেনিয়া স্বামীর মন্দিরেও জল ঢুকে গিয়েছে। এমনকী, দেবতার মূর্তি ও জলের তলায় চলে গিয়েছে বলে খবর।

andhra pradesh Flood

শনিবার সকালে প্রবল বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে বহুদা নদী। প্রবল জলের তোড়ে নদী বাঁধের একটি দেয়াল ভেঙে যায়। ফলে নদী সংলগ্ন এলাকায় হুহু করে জল ঢুকে পড়ে। প্রবল জলের স্রোতের কারণে ভেসে যায় একটি বাস। উদ্ধারকারীরা প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় ওই বাসের ২০ জন যাত্রীকে উদ্ধার করেন। তবে ওই বাসের ৮ যাত্রীর মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রে খবর বাসের আরও চার যাত্রীর মৃতদেহ মিলেছে। তবে প্রশাসনের তরফ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

প্রবল বৃষ্টির কারণে আন্নামায়া বাঁধ প্রকল্পেরও বড় মাপের ক্ষতি হয়ে গিয়েছে। একটানা বর্ষণের কারণে তিরুপতির স্বর্ণমুখী নদীর জল ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইছে। বাঁধগুলি থেকে জল উপচে পড়ছে। ইতিমধ্যেই অন্ধ্র ও তামিলনাড়ু দুই রাজ্যেই কয়েক হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। ভেসে গিয়েছে বেশ কিছু গবাদি পশু। অন্ধপ্রদেশে তিনটি এবং তামিলনাড়ুতে একটি বাসও ভেসে গিয়েছে।

অন্ধ্রের কাডাপ্পা জেলায় বন্যার কারণে ৮ জনের মৃত্যু হয়েছে। পার্শ্ববর্তী অনন্তপুর জেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনা উদ্ধার কাজ চালাচ্ছে। একই সঙ্গে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। তিরুপতি আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণ জলবন্দি হয়ে পড়ায় উড়ান চলাচল ব্যাহত হচ্ছে। মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে ২৫ নভেম্বর পর্যন্ত কাডাপ্পা বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সড়ক ও রেল পরিবহণ ব্যবস্থা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যায় সবথেকে বেশি ক্ষতি হয়েছে রায়ালসিমা অঞ্চলের। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই একটানা বৃষ্টি চলছে। এর ফলে চেয়েরু জলাধার সম্পূর্ণ প্লাবিত হয়ে গিয়েছে। অন্ধ্রের মুখ্যমন্ত্রী এদিন আকাশপথে রাজ্যের বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন। বন্যা পরিস্থিতি নিজের চোখে দেখার পর বিভিন্ন জেলার জেলাশাসক ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে করেন রেড্ডি। এই বৈঠক রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। উল্লেখ্য, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে অন্ধ্র ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে একদফা কথা বলেছেন। দুই রাজ্যকেই সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদি।

শনিবার সকালেও আবহাওয়া দফতর কোনও আশার কথা শোনায়নি। বরং জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের শক্তি আরও বাড়ছে। ফলে আগামী ৪৮ ঘন্টা ভারি থেকে অতিভারী বৃষ্টি হবে। ইতিমধ্যেই তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশের একাধিক জেলায় লাল সর্তকতা জারি করা হয়েছে।

]]>