Tollywood News – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 09 Jan 2022 15:21:28 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Tollywood News – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Iman Chakraborty : গায়িকা ইমনের দুয়ারে করোনার থাবা https://ekolkata24.com/entertainment/iman-chakraborty-again-tested-covid19-positive Sun, 09 Jan 2022 15:21:28 +0000 https://ekolkata24.com/?p=18603 প্রাক্তন ছবিতে গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty) গেয়েছিলেন, “আমার দরজায় খিল দিয়েছি/আমার দারুন জ্বর”…তবে, এবার গানের কথাই হুবহু মিলে গেল গায়িকার জীবনের বর্তমান অবস্থার সঙ্গে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীও রক্ষা পেলেন না কোভিডের তৃতীয় ঢেউয়ে করোনাভাইরাসের থাবা থেকে। ইতিমধ্যেই, তিনি করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ফেসবুকে পোস্ট করে ইমন লিখেছেন, ‘আমার দরজায় খিল, কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে’।

প্রসঙ্গত, গত বুধবার থেকে জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তী জ্বর, সর্দি-কাশি গলা ব্যথায় ভুগছেন । দেরি না করেই বৃহস্পতিবার সকাল সকাল করিয়ে এসেছিলেন কোভিড পরীক্ষাও। পরীক্ষা করানোর প্রায় চল্লিশ ঘণ্টা পরেও হাতে রিপোর্ট না মেলায় তিনি নেটমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন । কিন্তু পরবর্তীতে জ্বর কমে গিয়ে প্রায় সুস্থ হয়ে ওঠেন ইমন। কিন্তু এর পরেও তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

এদিকে, করোনা ভাইরাস নিয়ে ত্রাহি ত্রাহি রব টলিপাড়ায়। টলিউডে জাঁকিয়ে বসেছে করোনা ভাইরাস। একের পর এক তারকা এবং তাদের গোটা পরিবারকে কাবু করছে করোনা ভাইরাস। গোটা টলিপাড়াকে যেন গ্রাস করেছে করোনা ভাইরাস।কারও উপসর্গ রয়েছে তো কারও নেই।

]]>
বিয়ে করতে চলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী https://ekolkata24.com/entertainment/popular-actress-roshni-bhattacharya-is-getting-married Mon, 13 Sep 2021 15:40:36 +0000 https://www.ekolkata24.com/?p=4551 বায়োস্কোপ ডেস্ক: দীর্ঘ দুই বছর প্রেমের পর ছাদনাতলায় বসতে চলেছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। বাগদান অর্থাৎ এনগেজমেন্ট সারলেন যেখানে প্রথমদিন প্রেমিকের সঙ্গে দেখা হয়েছিল তার। স্হান হার্ড রক ক্যাফে।

Roshni Bhattacharya is getting married

সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট থেকেই জানা গেল সে কথা। কমেন্ট বক্সে উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। সৈরিতী ব্যানার্জি, রূপাঞ্জনা মিত্র, ঐন্দ্রিলা শর্মা, রফিয়াত রশিদ মিথিলা, সন্দীপ্তা সেন, রোশনির সহ-অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়, রাজদীপ গুপ্ত শুভেচ্ছা জানিয়েছেন তাকে। তাকে যাকে নিয়ে এত কথা তিনি কে জানেন।

Roshni Bhattacharya is getting married

তিনি অভিনেত্রী রোশনি ভট্টাচার্য (Roshni Bhattacharya)। অর্থাৎ জি বাংলায় সম্প্রচারিত করুণাময়ী রাণী রাসমণি’-র ‘জগদম্বা’।বাঁ হাতের অনামিকায় নতুন আংটি পরে ছবি দিলেন তিনি। প্রেমিকের নাম তূর্জ সেন৷ তিনি ইন্ডাস্ট্রির মানুষ নয়। পারিবারিক ব্যবসার হাল ধরেছেন। আনুষ্ঠানিক ভাবে বিয়ের প্রস্তাব দিল সে। আঙুলে আংটি পড়ে নিজের দুই ছবির সঙ্গে অভিনেত্রী পোস্ট করলেন প্রেমিকের সঙ্গে তিনটে ছবি।

Roshni Bhattacharya is getting married

একই বন্ধুর গ্রুপ থেকে পরিচয় এই দুজনের। অবশ্য তখন তিনি অন্যত্র প্রেমে বাঁধা পড়েছিলেন। কিন্তু তারপর সেই সম্পর্কের ইতি ঘটে।সেই কঠিন মুহূর্তে তূর্জর সঙ্গে তার বন্ধুত্বটা আরও গভীর হয়। তার পর ধীরে ধীরে প্রেম। সিরিয়ালের পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘অতি উত্তম’-এর নায়িকাও তিনি।

]]>
কী আবদার! অদৃতের পাশে তাঁর রিয়েল লাইফ প্রেমিকা কেন? https://ekolkata24.com/entertainment/why-his-real-life-lover-next-to-adrit-roy Mon, 13 Sep 2021 07:10:09 +0000 https://www.ekolkata24.com/?p=4498 #Adrit Roy বায়োস্কোপ ডেস্ক: ঘটনায় কাউকে দায়ী করা মহা মহা ঝামেলার। বড়ই আবেগ তাড়িত সমস্যা এটা। আসলে পর্দার অভিনেতারা একটা সময় আমাদের জীবনের অঙ্গ হয়ে ওঠে। যে চরিত্রটা তারা পর্দায় বাজে সেটা কি আমরা ভালোবেসে ফেলি বা তার ওপর রাগ করি। তার ব্যক্তিগত জীবন টাকে আমরা জানতে চাই ঠিকই৷

কিন্তু নিত্যনৈমিত্তিক যে চরিত্রটির বা জুটির রসায়নের জন্য ড্রইং রুমের টিভির সামনে বসে থাকা তাকেই যেন সবসময় দেখতে চাই আমরা। এ রকমই এক সমস্যা দেখা দিয়েছে ‘উচ্ছে বাবু’র সোশ্যাল সাইটে। মিঠাই আর উচ্ছে বাবুর প্রেম এখন টিআরপির চূড়ায়। সপ্তাহের পর সপ্তাহ জুড়ে টিআরপি লিস্টে জয়ধ্বনি বাজিয়ে জয়ের পতাকা উড়িয়ে যাচ্ছেন মিঠাই আর সিদ্ধার্থ। খুনসুটিতে ভরা তাদের মান অভিমান থেকে কাছে আসা দূরে সরে যাওয়া তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে দর্শক।

adrit roy

তবে গোল বাঁধল পর্দার সিদ্ধার্থ মানে বাস্তবের অদৃতের পাশে তার বান্ধবীকে দেখে।অর্থাৎ তার দীর্ঘ বছরের প্রেম সুপ্রিয়াকে দেখে। সম্প্রতি অদৃতের ফ্যান পেজে একটি ছবি পোস্ট করা হয় যেখানে দেখা যাচ্ছে,অদৃতের মা বাবার সঙ্গে অদৃতের পাশে দাঁড়িয়ে রয়েছে সুপ্রিয়া। তা দেখেই বেজায় চটেছে সিদ্ধার্থ মিঠাই জুটির ভক্ত। তার মতে অদৃতের পাশে মিঠাই মানে সৌমিতৃষাই বেস্ট। এই মিছে অভিমানের মানে কোন মানে হয়না।তবে অভিনেতা-অভিনেত্রীদের সাফল্য হয়তো ঠিক এই জায়গাটায় যখন তারা তাদের অভিনীতো চরিত্রের সঙ্গে একাত্ম করে ফেলতে পারেন তাদের দর্শকদের।এখানেই হয়তো মিঠাই ধারাবাহিকের সাফল্য।

]]>
শ্রীমার পোস্ট একবাক্যে মেনে নিল নেট দুনিয়ায়, পেট্রোল প্রসঙ্গে ভাইরাল অভিনেত্রী https://ekolkata24.com/entertainment/sreema-post-on-petrol-goes-viral Sun, 01 Aug 2021 11:23:43 +0000 https://www.ekolkata24.com/?p=1667 বায়োস্কোপ ডেস্ক: বিগত কয়েক মাস ধরে পেট্রোলের আকাশছোঁয়া দাম চিন্তায় ফেলেছে সকলকেই। অভিনেত্রী শ্রীমা দিন কয়েক আগে এই সংক্রান্ত একটি পোস্ট করলে তা নজর কাড়ে নেটিজেনদের। আবারও অভিনেত্রীর এক ইনস্টাগ্রাম পোস্ট নজর কেড়েছে সকলের। রীতিমত প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। জানুন কি এমন পোস্ট করছিলেন তিনি।

পেট্রোল এখন লিটার প্রতি ১০২ টাকা দরে বিক্রি হচ্ছে। মধ্যবিত্তের মুখের হাসি কেড়েছে এই চড়া দাম। জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ- প্রতিবাদ। এই সময়ে ট্যাক্সি চালকরাও দাম হাকাচ্ছেন মিটারের থেকে ১০০ টাকা বেশি। বারবার অভিযোগ করলেও হতাশা ছাড়া মিলছে না কিছুই আমজনতাদের। চরম ভোগান্তিতে রাজ্যবাসী।

sreema

এমন সময় ইনস্টাগ্রাম এ ভিডিও পোস্ট করেছেন শ্রীমা। মেঘলা দিনে খোলা চুলে শহরের রাস্তায় সাইকেল চালাচ্ছেন অভিনেত্রী। হলুদ রঙের একটি ব্যাগও রয়েছে পিঠে। এর আগেও পেট্রোলের দাম বেড়ে যাওয়া নিয়ে বহু পোস্ট দেখা গেছে নানা সেলিব্রিটিদের একাউন্ট এ। এবার সেই তালিকায় যোগ দিলেন অভিনেত্রী শ্রীমা। জানালেন এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়।

শ্রীমা পোস্টের ক্যাপশনে লিখেছেন,’ যখন পেট্রোলের দাম ১০২ টাকা… সাইকেল চালকদের বলতে ইচ্ছে করে, কী মজা আসছে তো?’ অভিনেত্রীর এই পোস্টের সঙ্গে সহমত নেটিজেনরাও। কমেন্ট বক্সে অনেকেরই বক্তব্য শ্রীমা একবারে সঠিক কথা বলেছেন। অভিনেত্রী শ্রীমার এক ভক্তের মতে, ‘ সাইকেলই এখন বিএমডাব্লিউ’।

]]>
শরীরি উষ্ণতায় সোশ্যাল মিডিয়া গরম, সাহসী পোশাকে ঝড় ঋতাভরীর https://ekolkata24.com/entertainment/ritabhari-chakraborty-hot-post-goes-viral Wed, 14 Jul 2021 17:47:13 +0000 https://ekolkata24x7.com/?p=764 ঋতাভরী চক্রবর্তী। এক কথায় বলতে গেলে যাঁর লুক থেকে ফিগার, হট পোজের ঝড়ে কাবু ভক্তমহল। টলিউড থেকে বলিউড, অভিনয়গুণ তিনি নজর কেড়েছেন সকলের। গানের গলাও যে নেহাতই খারাপ নয়, মিলেছে তাঁর প্রমাণও। সদ্য ভাইরাল হয়েছে ঋতাভরীর গান। করোনার চোখরাঙানিতে রাজ্যে আংশিক লকডাউন, স্বাভাবিকভাবেই ঘরবন্দি মানুষ। ঋতাভরীরও সময় কাটছে চার দেওয়ালের মধ্যে। তবে নেটদুনিয়ায় বিকিনি শর্টে রীতিমতো নেটিজেনদের ঝড় তুলেছেন নায়িকা।

মন ভাল করতে স্মৃতির পাতায় চোখ রাখেন ঋতাভরীয়। এবারও তেমনটাই করেছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় থ্রো-ব্যাক ভিডিও শেয়ার করেই সাইবারবাসীর ঘুম উড়িয়েছেন বঙ্গতনয়া। হট প্যান্ট- প্রিন্টেড বিকিনিতে বিচ লুকে টলি ফ্যাশনিস্তা যেন বলিউডকেও টেক্কা দিতে প্রস্তুত।

ritabhari chakraborty

ঋতাভরী চক্রবর্তীকে নিয়ে সর্বদাই সরগরম টলিপাড়া। সোশ্যাল মিডিয়ার উত্তাপ বাড়াতে বেশ সিদ্ধহস্ত টলি কুইন। একের পর এক সাহসী ছবিতে ঘায়েল হয়েছে সাইবারবাসী অন্তর্বাসের উপর দিয়ে বেরিয়ে এসেছে ক্লিভেজের খাঁজ। ঝড়ের গতিতে ভাইরাল ঋতাভরীর বোল্ড লুক। ইনস্টাগ্রামে স্লো মোশন ভিডিও দেখেই ঘাম ঝরছে ভক্তদের। ব্যক্তিগত জীবন হোক কিংবা ফ্যাশন সবসময়েই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন ঋতাভরী চক্রবর্তী। টলিপাড়ার বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী যেন নেটদুনিয়ার হটকেক।

]]>