Tollywood – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 18 Oct 2022 08:06:44 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Tollywood – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Srabanti Chatterjee: খোলা চুল-হালকা মেকআপে পুরুষদের নিদ্রাহীন করছেন শ্রাবন্তী https://ekolkata24.com/entertainment/srabanti-chatterjee-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%95%e0%a6%86%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%aa Mon, 17 Oct 2022 19:28:35 +0000 https://kolkata24x7.in/?p=67358 ইদানিংকালে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে ( Srabanti Chatterjee ) দেখা যাচ্ছে নিজের মতো করে সময় কাটাতে। কখনো তিনি করছেন লাস্যময়ী ফটোশুট আবার কখনো তিনি রয়েছেন পার্টি মুডে আবার কখনো তিনি সময় কাটাচ্ছেন জিমে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেক দূরেই ব্যক্তি হয়ে গেছে যেমন কাছের তেমনি আবার অনেক অজানা অনেক অদেখা জিনিস আসছে সাধারণ মানুষের দৃষ্টিগোচরে। 

 

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Srabanti Chatterjee: খোলা চুল-হালকা মেকআপে পুরুষদের নিদ্রাহীন করছেন শ্রাবন্তী

]]>
PoriMoni: দু’মাস প্রেম করেই অন্তঃসত্ত্বা হয়ে ভক্তদের বুকে দাগা দিলেন পরী https://ekolkata24.com/entertainment/bangladeshi-actress-porimoni-pregnant Mon, 10 Jan 2022 11:57:34 +0000 https://ekolkata24.com/?p=18713 চাঞ্চল্যকর মাদক মামলায় পুলিশের তল্লাশি, তারপর জেল এরপর কখন যে পরীমনি(PoriMoni) প্রেম করছেন আর কখন মা হলেন তাই বুঝতে পারছেন না ভক্তরা। তবে পরীমনি অম্ত:সত্ত্বা। তিনিই জানিয়েছেন।

বাংলাদেশের আলোচিত নায়িকা সামসুন্নাহার স্মৃতি (পরীমনি) মা হয়েছেন, এমন খবরে রুপোলি মহল টলিউডেও আলোড়ন। ঢাকাইয়া ছবি অর্থাৎ ঢালিউড নায়িকা টলিউডেও বিশেষ পরিচিত।

নায়িকা পরীমনি অন্তঃসত্ত্বা। সন্তানের বাবা বাংলাদেশেরই তরুণ অভিনেতা শরিফুল রাজ। সোমবার পরীমণি নিজেই এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন। চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দীন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুণীন’–এর শুটিং করতে গিয়ে প্রেমে পড়েন তারা। 

পরীমনি বলেন,কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। সোমবার ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের নিশ্চিত করেন। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছি।  ডাক্তার আমাকে এখন একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি। আগামী দেড় বছর কোনো শুটিং করব না। একদম ছুটি, আমার দেড় বছরের ছুটি। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই। প্রপারলি সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই। 

রাজের সঙ্গে বিয়ে নিয়ে পরীমনি বলেন, জেল থেকে মুক্তি পাওয়ার পর রাজ আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে। সার্বক্ষণিক আমার পাশে ছিল। সেই সময়ই আমাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। যা দ্রুত ভালোবাসায় রূপ নেয়। এরপরই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।

সোমবার দুপুরে রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ নিজেই। সোমবার দুপুরে একটি ছবি শেয়ার শরিফুল রাজ লিখেছেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী। 

]]>
Tollywood: ছবির সংখ্যা কমিয়ে কীসের ইঙ্গিত নুসরতের https://ekolkata24.com/entertainment/actress-nusrat-jahan-talks-about-her-upcoming-movies Mon, 10 Jan 2022 08:19:05 +0000 https://ekolkata24.com/?p=18670  

বিতর্ক আর নুসরত, সব সময়েই যেন হাত ধরাধরি করে চলে। এই মুহূর্তে টলিপাড়ায় সবচেয়ে আলোচিত নায়িকা নুসরত জাহান। তাঁর মাতৃত্বের সিদ্ধান্তের জন্য, তাঁর বিয়ের বৈধতা সংক্রান্ত মন্তব্যের জন্য সব সময়েই তিনি উঠে এসেছেন খবরের শিরোনামে। সম্প্রতি ছিল তাঁর জন্মদিন। জন্মদিনে একটি সাক্ষাৎকারে নুসরত জানিয়েছেন, তিনি আর বেশি ফিল্মে অভিনয় করতে চান না।

টলিউডে বাংলা ফিল্ম ‘শত্রু’-তে জিতের বিপরীতে ডেবিউ করেছিলেন নুসরত। টলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসাবে এক দশক কাটিয়ে তিনি নতুন ইনিংস শুরু করেছেন একটি টক শোয়ে সঞ্চালিকার ভূমিকায়। ইস্ক এফ এম-এর এই টক শোয়ের নাম ‘ভালোবাসায় বোল্ড’। গত এক বছর ধরে দীর্ঘ ওঠাপড়ার পর এখন তিনি যশের প্রথম পক্ষের ছেলে ও ‘যশরৎ’ পুত্র ঈশান (Yishaan J.Dasgupta)-কে নিয়ে নতুন সংসার পেতেছেন।

কিন্তু এবার তিনি সময় দিতে চান পরিবারকে । তাই বেশি ফিল্মে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন নুসরত। চলতি মাসে সায়ন্তন ঘোষাল পরিচালিত নুসরতের আসন্ন ছবি ‘স্বস্তিক সংকেত’ মুক্তি পাওয়ার কথা। এছাড়াও যশের সঙ্গে জুটি বেঁধে ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ফিল্মে অভিনয় করছেন নুসরত।

তবে, এই মুহূর্তে নুসরতের কাছে ‘ফার্স্ট প্রায়োরিটি’ তাঁর সন্তান ঈশান। সারাদিনে সংসার ও কাজ ব্যালান্স করে কিছুটা আলাদা সময় রাখতে চান নুসরত ঈশানের জন্য । তিনি ঈশানের প্রথম হাসি, প্রথম হাঁটা, প্রথম কথা বলা মিস করতে চান না। তার প্রতিটি মুহূর্ত রেকর্ড করে রাখেন নুসরত। এই মুহূর্তে তিনি বাছাই করা ফিল্মে অভিনয় করতে চান বলে জানিয়েছেন নুসরত।

]]>
Raj-Subhashree: ফের একবার করোনা আক্রান্ত রাজ ও শুভশ্রী https://ekolkata24.com/entertainment/raj-chakraborty-and-subhashree-ganguly-tested-covid-19-positive-again Wed, 05 Jan 2022 04:37:33 +0000 https://ekolkata24.com/?p=18041 নিউজ ডেস্ক: ফের একবার করোনা আক্রান্ত রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাতে টুইট করে এ কথা জানিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক। এদিন নিজের ইন্সটা স্টোরিতেও এ কথা জানিয়েছিলেন শুভশ্রী। আপাতত তাঁরা বাড়িতেই নিভৃতবাসে আছেন। এই নিয়ে দ্বিতীয়বার কোভিড পজিটিভ হলেন রাজ।

পরিচালক-বিধায়ক টুইট করে লেখেন, ‘আমি ও শুভশ্রী দু’জনেই করোনা আক্রান্ত হয়েছি। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আপনারা সুরক্ষিত থাকুন। মাস্ক পরুন এবং করোনা সংক্রান্ত সতর্কতামূলক নির্দেশিকা মেনে চলুন।’

এদিকে মঙ্গলবার বিকেলে কলকাতা চলচ্চিত্র উৎসবের সাংবাদিক বৈঠকে রাজকে দেখা না যেতেই অনুরাগীদের মনে প্রশ্ন উঠতে শুরু করে। পরে রাজের টুইট থেকেই কারণ জানা যায়। তবে ইউভানের করোনা পরীক্ষার রিপোর্টের বিষয়ে কিছু জানাননি রাজ। 

<

p style=”text-align: justify;”>এর আগেও রাজ-শুভশ্রী করোনা আক্রান্ত হয়েছিলেন৷ প্রসঙ্গত, টলিপাড়ায় করোনা আক্রান্ত হয়েছেন বেশ কিছু তারকা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেত্রী পার্নো মিত্র, কবি শ্রীজাত করোনা পজিটিভ, রয়েছেন আইসোলেশনে। মৃদু উপসর্গ নিয়ে কোভিড পজিটিভ জিৎ গঙ্গোপাধ্যায়ও। অন্যদিকে, মঙ্গলবারের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ৯০৭৩ জন। পজিটিভি রেটও রাজ্যের মধ্যে কলকাতায় সবচেয়ে বেশি। 

]]>
Anirban Bhattacharya: অনির্বাণের হাত ধরেই দর্শক জানবে ‘বল্লভপুরের রূপকথা’ https://ekolkata24.com/entertainment/actor-anirban-bhattacharyas-new-movie-is-a-vallabhipur-rupkatha Sat, 01 Jan 2022 12:33:05 +0000 https://ekolkata24.com/?p=17494 বায়োস্কোপ ডেস্ক: ২০২২-এর প্রথম দিনেই সিনেপ্রেমীদের জন্য আনন্দ সংবাদ! ওয়েব প্ল্যাটফর্ম জয় করে এবার ছবি পরিচালনা করতে চলেছেন বঙ্গললনাদের হার্টথ্রব অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। ‘মন্দারের’ অভাবনীয় সাফল্যের পর এ বার তিনি বলবেন রাজপরিবারের রূপকথা!

ছবির নাম ‘বল্লভপুরের রূপকথা।’ পরিচালনায় পা দিয়ে অনুরাগীদের এ ভাবেই চমকে দিচ্ছেন তিনি। এ বারে তাঁর পছন্দ, নাট্যকার বাদল সরকারের জনপ্রিয় নাটক ‘বল্লভপুরের রূপকথা’। এই নাটককেই ছবির আদলে বদলে নিচ্ছেন । প্রযোজনায় এসভিএফ।

প্রযোজনা সংস্থার তরফ থেকে জানা গিয়েছে, এই ছবির পটভূমিকায় কৌতুকে মোড়া ভৌতিক গল্পই । বল্লভপুর রাজবাড়ির শেষ বংশধরের অদ্ভুত কাহিনি ‘বল্লভপুরের রূপকথা’য় উঠে আসবে। প্রায় ভেঙে পড়া রাজবাড়ির বাসিন্দা মাত্র দু’জন। রায় রাজবংশের শেষ বংশধর ভূপতি রায়। আর তার উত্তরাধিকারী মনোহর।এদিকে ‘রাজবংশ’-এর দুই বাসিন্দাই এক গলা ঋণে ডুবে। সেই উপায়ও তাদের নেই যে সম্পত্তি বিক্রি করে দেনা মেটাবে। তাদের জীবন তা হলে চলে কী করে? প্রযোজনা সংস্থার দাবি, এটাই গল্পের মোক্ষম মোচড়।

নতুন বছরে ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে । প্রায় নাটকের পোস্টারের আদলে তৈরি এই ঝলক বলছে, আকাশে ক্ষয়াটে চাঁদের নিভু নিভু আলো, ভাঙা রাজবাড়ি, ফাঁকা মাঠে দাঁড়িয়ে থাকা গাড়ি, পুরনো দিনের কামান– সব মিলিয়ে ছবি ঘিরে ইতিমধ্যেই বেশ গা ছমছমে আবহ তৈরি হয়ে দিয়েছে।

অভিনেতা অভিনেত্রীদের নাম প্রকাশ্যে না এলেও সঙ্গীত পরিচালনায় থাকছেন শুভদীপ গুহ ও দেবরাজ ভট্টাচার্য। চিত্রনাট্যের জন্য কলম ধরেছেন অনির্বাণ ভট্টাচার্য নিজে এবং তাঁর ঘনিষ্ঠ সহকারী প্রতীক দত্ত। ক্যামেরা সামলাবেন সৌমিক হালদার।

]]>
প্রত্যন্ত গ্রামের ছেলে থেকে সুপারম্যান! কিভাবে সম্ভব হল বনির পক্ষে? https://ekolkata24.com/entertainment/superman-from-a-remote-village-boy-how-is-it-possible-for-bonnie Fri, 31 Dec 2021 09:13:02 +0000 https://ekolkata24.com/?p=17345 News Desk : বছর শেষে সিনেপ্রেমীদের জন্য দুর্দান্ত এক চমক। আসছে টলি অভিনেতা বনি সেনগুপ্তর নতুন সিনেমা। ছবিতে অবশ্য বনি ছাড়াও দেখা যাবে ঈশানি ও দর্শনা বণিককেও। পরিচালক রিনো দত্তের তৈরী এই ছবির নাম ‘সুপার ম্যান’। প্রযোজনায় “অমিত আচার্য ফিল্মস”। প্রত্যন্ত এক গ্রামের ছেলের সুপার ম্যান হয়ে ওঠার কাহিনীই উঠে আসবে লাইট-ক্যামেরা-অ্যাকশনের হাত ধরে।

কিন্তু, এখন প্রশ্ন হচ্ছে , পরিচালক কেন এই ছবির নাম সুপারম্যান ভাবলেন? আদৌ কী এই সিনেমায় সুপার হিরো এলিমেন্ট রয়েছে? এই সব প্রশ্নের উত্তর অবশ্য দিয়েছেন খোদ পরিচালক। তাঁর কথায়, প্যান্ডেমিকের সময়ে কম বেশী সবাই নিজেদের চেনা পরিচিত মানুষকে নানা ভাবে বিপদে পড়তে দেখেছে। আবার সেই সময়ই অনেক মানুষকে দেখা গিয়েছে যারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েও ঝাঁপিয়ে পড়েছেন অপরকে বিপদ থেকে উদ্ধার করতে। পরিচালক রিনো আরোও বলেন, কিছু কিছু মানুষ তো নিজেকে এমন ভাবে অন্যের সেবায় নিয়োজিত করেছেন যে তাদের সুপারম্যান বললেও অত্যুক্তি হবে না। আর আমাদের চারপাশে থাকা এই ধরনের মানুষদের জীবনসংগ্রাম থেকেই অনুপ্রাণিত সিনেমা ”সুপারম্যান”।

সিনেমায় বনির চরিত্র এমনই এক ব্যক্তির যিনি ইচ্ছেশক্তির জোরে অনায়াসেই কাটিয়ে উঠতে পারেন বহু বাধা। সৃষ্টি করেন তার মতোই হাজারও ‘সুপারম্যান’। সারা বিশ্বে চোখ রাঙাচ্ছে ওমিক্রন। এমনকি করোনার এই নয়া স্ট্রেনে কাবু ভারতও। কোভিডে আক্রান্তর সংখ্যা হু হু করে বাড়ছে। এরই মাঝে এক সুপারম্যানের আখ্যান নিয়ে আসছেন রিনো। বলা বাহুল্য, অভিনেতা-নেতার পাশাপাশি বনি সেনগুপ্ত এবার সুপারম্যানও।

]]>
প্রাইম টাইমে বাংলা ছবির প্রদর্শন বাধ্যতামূলকের আর্জি বাংলাপক্ষের https://ekolkata24.com/uncategorized/it-is-compulsory-to-show-bengali-films-in-prime-time Wed, 29 Dec 2021 16:25:55 +0000 https://ekolkata24.com/?p=17128 নিউজ ডেস্ক, দেশের সব রাজ্যেই সিনেমা হলগুলিতে প্রাইম টাইমে সংশ্লিষ্ট রাজ্যের ভাষার ছবি দেখান হয়। ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। তাই এই রাজ্যেও যাতে প্রাইম টাইমে বাংলা ছবি দেখানো হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে লিখিত অনুরোধ জানাল বাংলা পক্ষ।

বুধবার সংগঠনের পক্ষ থেকে দেওয়া চিঠিতে জানানো হয়েছে, অতীতে বাংলায় বহু কালজয়ী ছবি তৈরি হয়েছে। আজও হচ্ছে। বাংলা ছবি বরাবরই বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, বাংলা ছবিগুলি হলে জায়গা পাচ্ছে না। প্রাইম স্লটে তো বাংলা ছবির কোনও জায়গাই মেলে না। হিন্দি ছবির প্রযোজকদের আর্থিক সামর্থের কাছে পেরে ওঠেন না বাংলা ছবির প্রযোজক ও পরিচালকরা। এর ফলে বাংলার দক্ষ ও উদীয়মান প্রতিভারা বড় ধরনের বঞ্চনার স্বীকার হচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংস্কৃতি মনস্ক হিসাবেই পরিচিত। বাংলার অভিনয় জগতের অনেকের সঙ্গেই তাঁর ঘনিষ্ঠতা আছে। তাই বাংলার কলাকুশলীদের এই সমস্যা দূর করতে মুখ্যমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে, তিনি যেন বাংলাতেও অন্য রাজ্যগুলির মত একই নিয়ম চালু করেন। অর্থাৎ রাজ্যের প্রতিটি সিনেমা হলে বাংলা ছবি দেখানো বাধ্যতামূলক করেন। প্রাইম স্লট ছাড়াও অন্য স্লটেও বাংলা ছবির জন্য যেন ৫০ শতাংশ সময় সংরক্ষিত করেন। মুখ্যমন্ত্রী একজন শিল্পদরদী এবং সমঝদার হিসেবেই পরিচিত। তাই মুখ্যমন্ত্রী যেন বিষয়টি নিয়ে দ্রুত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন।

বাংলা পক্ষের এই দাবিতে সহমত পোষণ করেছেন বাংলার প্রায় সব কলাকুশলী। বাংলা পক্ষের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে সই করেছেন অরিন্দম শীল, রজতাভ দত্ত, অরিন্দম ভট্টাচার্য, শৈবাল মিত্র, সৌম্য সেনগুপ্তের মতো প্রথম সারির অভিনেতারা। আরও অনেকেই এই দাবির সপক্ষে সই করবেন বলে জানিয়েছেন।

]]>
Dev: অভিনেতা থেকে সাংসদ, জন্মদিনে নজরে সুপারস্টারের ১৫ বছর https://ekolkata24.com/entertainment/dev-from-actor-to-mp-15-years-of-the-superstar-looking-back-on-his-birthday Sat, 25 Dec 2021 09:26:08 +0000 https://ekolkata24.com/?p=16189 News Desk: আজ ২৫ ডিসেম্বর। টলিউডের ‘সুপারস্টার’ দেবের জন্মদিন। রাত্রি ১২ টা বাজতেই সোশ্যাল মিডিয়া জুড়ে উপচে পড়ছে অনুরাগীদের ভালোবাসা ও শুভেচ্ছা। তবে ‘সুপারস্টার দেব’ হয়ে ওঠার রাস্তাটা সহজ ছিলনা। নানা সমালোচনা, ট্রোল উপেক্ষা করেই আজ বাংলা চলচ্চিত্রের সাফল্যের অন্যতম কারণ হয়ে উঠেছেন দেব।

মুম্বইতেই কেটেছে দেবের জীবনের বেশিরভাগ সময়টা। অভিনয় জীবনের শুরু থেকেই বাংলা কথা সঠিক ভাবে না বলতে পারার জন্য নানা সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। এমন অনেক সুখ্যাত পরিচালক আছেন যারা বলে দিয়েছিলেন টলিউডে জায়গা করতে পারবেনা দেব। তবে কোনো কিছুতেই থেমে থাকেননি তিনি। নিজের দক্ষতায় একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। আজ তিনি বহু মানুষের ‘ফেভারিট টলিউড অ্যাক্টর’। আজ দেবের ৩৯ তম জন্মদিনে ফিরে দেখা যাক টলিউডে দেবের কাটানো ১৫ বছর।

২০০৬ সালে মুক্তি পায় দেব অভিনীত প্রথম ছবি ‘অগ্নিশপথ’। কিন্তু তেমন প্রভাব ফেলতে পারেনি। ২০০৭ সালে রবি কিনাগি পরিচালিত ‘আই লাভ ইউ’ ছবির মাধ্যমে দর্শকদের নজরে আসেন দেব। ২০০৮ সালে মুক্তি পায় ‘প্রেমের কাহিনী’, দেব-কোয়েল জুটির প্রথম ছবি। প্রথম ছবিতেই জনপ্রিয় হয়ে ওঠে এই জুটি। ২০০৯ সালে শুভশ্রীর সাথে প্রথমবার জুটি বেঁধে ‘চ্যালেঞ্জ’ নেন দেব। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবি তুমুল প্রশংসা কুড়োয়। ওই সালেই মুক্তি পায় রাজ চক্রবর্তী পরিচালিত দেব-শুভশ্রী অভিনীত ‘পরাণ যায় জ্বলিয়ারে’। ২০০৯-এ দেব-শ্রাবন্তী জুটির প্রথম ছবি ‘দুজনে’। ২০১০-এ মুক্তি পায় ‘বলো না তুমি আমার’, ‘সেদিন দেখা হয়েছিল’ ‘লে ছক্কা’। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘দুই পৃথিবী’ ছবিতে প্রথম বার একাসাথে দেখা যায় দেব ও জিৎ কে। ২০১১ সালে রোমিও ও পাগ্লু মুক্তি পায়। দেব-কোয়েল অভিনীত ‘পাগ্লু’ টলিউডকে উন্নতির শিখরে নিয়ে গিয়েছিল। ২০১২ সালে ‘পাগ্লু ২’, ‘চ্যালেঞ্জ ২’, ২০১৩-তে ‘খোকা ৪২০’, ‘রংবাজ’, ‘চাঁদের পাহাড়’। ২০১৪ সালে ‘বিন্দাস’, ‘বুনো হাঁস’, ‘যোদ্ধা’, ২০১৫-তে ‘হিরোগিরি’, ‘শুধু তোমারি জন্য’, ‘আরশিনগর’, ২০১৬ সালে ‘কেলোর কীর্তি’, ‘লাভ এক্সপ্রেস’ ‘জুলফিকার’। ২০১৭-তে দেবের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘চ্যাম্প’ মুক্তি পায়। ওই বছরেই মুক্তি পায় দেব প্রযোজিত দ্বিতীয় ছবি ‘ককপিট’, এছাড়া মুক্তি পায় ‘অ্যামাজন অভিযান’। ২০১৮ সালে মুক্তি পায় ‘কবির’ ও ‘হইচই আনলিমিটেড’। ২০১৯-এ ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’, ‘সাঁঝবাতি’। ২০২১-এ মুক্তি পায় ‘গোলন্দাজ’ এবং সদ্য মুক্তি পেয়েছে ‘টনিক’। দেবের পরবর্তী কয়েকটি ছবি হল ‘কিশমিশ’, ‘খেলাঘর’, ‘কাছের মানুষ’, ‘রঘু ডাকাত’।

অভিনয়ের পাশাপাশি পরিচয় বানিয়েছেন রাজনীতিতেও। ২০১৪ সালে তৃণমূল প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে জয়ী হয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ হন তিনি। সাংসদে দাঁড়িয়ে তিনি বাংলায় কথা বলেন। যা আলোড়ন সৃষ্টি করেছিল। ২০১৯-এ ফের ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন তিনি।

]]>
Bangladesh: আর্থিক কেলেঙ্কারির মামলায় ক্ষমতাধরদের নাম বললে বাঁচা মুশকিল: মিথিলা https://ekolkata24.com/entertainment/bangladeshi-actress-mithila-again-denied-her-connection-with-evaly-scam Sun, 12 Dec 2021 08:31:01 +0000 https://ekolkata24.com/?p=14548 News Desk: দেশ অর্থাৎ বাংলাদেশে (Bangladesh) নেই। আছেন মার্কিন মুলুকের ডালাস শহরে। বাংলাদেশি অভিনেত্রী ও গায়িকা মিথিলার বিস্ফোরক দাবি, চাঞ্চল্যকর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় এমন সব ব্যক্তির নাম উঠে আসতে পারে যাদের কথা আমি বলতে পারব না। বললে দেশে থাকা মুশকিল হয়ে যাবে। ওরা প্রবল ক্ষমতাধর।

বাংলাদেশি শিল্পী রাফিয়াত রশিদ মিথিলার স্বামী ভারতীয় তথা পশ্চিমবঙ্গের চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ফলে তিনিও বিতর্কের মুখে পড়ছেন। তবে বিষয়টি নিয়ে তিনি নীরব।

মিথিলা জানিয়েছেন, ইভ্যালি আর্থিক কেলেঙ্কারির মামলায় তিনি এখনও শমন (নোটিশ) পাননি। ইভ্যালির কারণে উল্টো তিনি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন।

তিনি বলেছেন, যাদের নাম দেখে ইভ্যালিতে যুক্ত হয়েছিলাম, তাদের নাম বলতে পারব না। তাদের নাম বললে তো বাংলাদেশেই থাকতে পারব না। তারা অসম্ভব ক্ষমতাধর মানুষ। আমি একজন সংস্কৃতিকর্মী। আমার কোনো ক্ষমতা নেই। আমি বেশি কিছু বলতে পারব না। মামলা যেহেতু হয়েছে, এখন আমাকে আমার মতো আইনি লড়াই চালিয়ে যেতে হবে।

বাংলাদেশের সংস্থা ইভ্যালির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে হওয়া মামলায় ঢালিউডের অভিনেতা ও গায়ক তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া সহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের গ্রেফতার করা হতে পারে বলে জল্পনা।

মিথিলার নাম মামলায় উঠে আসায় চাঞ্চল্য পশ্চিমবঙ্গে। টলিউডে কানাঘুষো চলছে। পরিচালক সৃজিতের সঙ্গে ২০১৯ সালে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা।

অভিযোগ, বাংলাদেশের ই কমার্স সংস্থা ইভ্যালির সঙ্গে ঢালিউডের বেশ কয়েকজন কলাকুশলী জড়িত। গত ৪ ডিসেম্বর ঢাকার ধানমণ্ডি থানায় প্রতারণা মামলাটি করেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক। অভিযুক্তরা যে কোনও সময় গ্রেফতার হতে পারেন। শুক্রবার এমনই জানান ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। এই সংবাদে ঢাকা ও কলকাতায় চাঞ্চল্য ছড়িয়েছে। মূলত সৃজিত পত্লী মিথিলার কারণেই আলোচনা তুঙ্গে টলিউডে।

ইভ্যালির সঙ্গে তিনি নেই নিশ্চিত করেছেন মিথিলা। তিনি জানিয়েছেন, আমি ওই সমস্থায় যোগদানের পর দুই মাসের মধ্যে দেখি প্রতিষ্ঠানটিতে নানা জটিলতা চলছে। আগে তো এত কিছু টের পাইনি। তবে আমি চাই না এই সময়ে ইভ্যালি সংশ্লিষ্ট কোনো খবরে আসতে। আমার আরও অনেক কাজ আছে, সেগুলো নিয়েই এখন ব্যস্ত।

]]>
Payal Dey: আবার ছোটপর্দায় বড় চরিত্রে পায়েল https://ekolkata24.com/entertainment/payal-dey-is-a-big-character-on-the-small-screen Thu, 09 Dec 2021 16:36:49 +0000 https://ekolkata24.com/?p=14270 বায়োস্কোপ ডেস্ক, কলকাতা: আলো ধারাবাহিকের পর পায়েল দে’কে (Payal Dey) আবার মুখ্য চরিত্রে দেখতে পাবে দর্শক। দেশের মাটিতে পায়েলের অভিনয় সবার মন জয় করেছে। মুখোশ ওয়েব সিরিজ এই যথেষ্ট ভালো অভিনয় করেছিলেন পায়েল। তারপর ইন্দু ওয়েব সিরিজ এ তার অভিনয়ে সবাই মুগ্ধ হয়েছেন সকলে।

অবশেষে পায়েল মুখ খুললেন যে, তিনি আবার ধারাবাহিকের মুখ চরিত্রে ফিরছেন। জানা গিয়েছে, ঋষি কৌশিকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন পায়েল। ” কোরা পাখির” পর ঋষি ও ব্রেক নিয়েছিলেন কিছুদিন। লীনা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘অরগ্যানিক স্টুডিয়ো’র ব্যানারে খুব শিগগিরই শুরু হতে চলেছে এই ধারাবাহিক। পায়েল ঋষি ছাড়াও আরো অনেক খেতনামা অভিনেতাদের দেখা যাবে নতুন সিরিয়াল এ।

পায়েল কে চরিত্র নিয়ে জিগ্গেস করতে উত্তর এলো ” আমি যে চরিত্র করেছি সেটা খুবই স্বাধীনচেতা একটি চরিত্র, প্রায় আড়াই বছর পর মুখ্য চরিত্রে ফিরছি, খুবই এক্সসাইটেড ধারাবাহিকটি নিয়ে। এবং আরো জানালেন যে ধারাবাহিকের নামের মধ্যেও আছে চমক। আশা করি দর্শকদের ভালোবাসা পাবে এই ধারাবাহিক।

প্রসঙ্গত লীনা গঙ্গোপাধ্যায় এর পুত্র, অর্ক তারই প্রযোজনায় চলেছে অরগ্যানিক স্টুডিও । লীনা গঙ্গোপাধ্যায় এর ছত্রছায়ায় অর্ক – দেবলীনার অরগ্যানিক স্টুডিও। অনেক ধারাবাহিক ইতিমধ্যেই চলছে এই প্রযোজনার । আশা করা যায় এই ধারাবাহিক আমাদের সবার মনে জায়গা করে নেবে।

]]>
Actress Priyanka Sarkar: সুস্থ হওয়ার পথে অভিনেত্রী প্রিয়াঙ্কা https://ekolkata24.com/entertainment/actress-priyanka-sarkar-on-her-way-to-recovery Thu, 09 Dec 2021 11:32:55 +0000 https://ekolkata24.com/?p=14221 বায়োস্কোপ ডেস্ক, কলকাতা: শুক্রবার রাতে রাজার হাট এলাকায় প্রিয়াঙ্কা সরকার (Actress Priyanka Sarkar) আর অর্জুন মহাভারত মার্ডারস এর শুটিং করতে গিয়ে অভিনেত্রী আহত হন। শুটিং চলাকালীন শুটিং ফ্লোর এ একজন বাইক আরোহী ঢুকে গিয়ে মারেন সোজা প্রিয়াঙ্কা আর অর্জুন কে।

অর্জুন এর অতটা ক্ষতি না হলেও প্রিয়াঙ্কার দু পায়ের হাড় ভেঙে যায়। তারপর ই ডক্টর অস্ত্রোপচার করতে হবে বলে সিদ্ধান্ত দেন। নায়িকা সেই মত অস্ত্রোপচার করিয়েছেন। নায়িকার কোথায় ” ডক্টর বলেছেন সুস্থ হতে আড়াই মাস সময় লাগবে, আপাতত বিশ্রামে আছি”।

ডক্টর বিশাল ভগতের চিকিৎসাধীন ছিলেন নায়িকা। তার দুই পায়ে স্টিলের পাত বসানো হয়েছে , ফিসিও থেরাপির মধ্যে দিয়ে সুস্থ হয়ে উঠবেন নায়িকা। ডক্টর এর সিদ্ধান্তেই বাড়িতে চিকিৎসা চলবে নায়িকার।

এখনি প্রিয়াঙ্কা সরকার কে পর্দায় দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু আশা রাখবো খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে উঠবেন।

]]>
Srabanti Chatterjee: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর নতুন জুটি বাঁধছেন শ্রাবন্তী https://ekolkata24.com/entertainment/sravanti-chatterjee-is-forming-a-new-alliance-after-leaving-bjp-and-joining-trinamool Thu, 09 Dec 2021 09:12:09 +0000 https://ekolkata24.com/?p=14201 বায়োস্কোপ ডেস্ক: টলিউডে সবচেয়ে চর্চিত নায়িকাদের মধ্যে শীর্ষে থাকেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee )। হিটের পর হিট ছবি দিয়েছেন তিনি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে। কিন্তু সাম্প্রতিক সময়ে শ্রাবন্তী নিজের ব্যক্তিগত জীবন, প্রেম, বিচ্ছেদ এইসব নিয়েই বেশি আলোচনার মুখে। তাছাড়া রাজনৈতিক দিক তো রয়েছেই৷ রাজনীতি নিয়েও শ্রাবন্তী অনেক বেশি আলোচিত বর্তমান সময়ে।

টলিউড এবার নতুন জুটিকে দেখতে পাবে ওম সাহানির সঙ্গে শ্রাবন্তীর। হুল্লোর ছবিতে ওমের সাথে কাজ করেছিলেন শ্রাবন্তী। নায়িকার মতে, নতুন প্রজন্মের এক প্রতিভাবান অভিনেতা হলেন ওম। পর্দার বাইরেও ওমের সঙ্গে ভালো সম্পর্ক শ্রাবন্তীর।

শ্রাবন্তীর হাতে ইতিমধ্যেই রয়েছে এক ঝাঁক ছবি। এরই মধ্যে কিছুদিন আগেই অংশুমান প্রত্যুষের সাথে ধাপ্পা সিনেমার শুটিং করলেন৷ নারীকেন্দ্রিক এই হরর ফিল্মে শ্রাবন্তীর সঙ্গে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকেও। শ্রাবন্তীর স্বামীর চরিত্রে অভিনয় করতে চলেছেন ওম সাহানি।

এই হরর থ্রিলারের গল্প এগিয়েছে তমসা আর ডা. সুশান্তকে কেন্দ্র করে। বিয়ের পর থেকেই শাশুড়ির সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে তমসার। তমসার বিরুদ্ধে ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়ানোর চক্রান্ত চলে, সেখান থেকেই বেরিয়ে আসে নয়া রহস্য। আজ, বৃহস্পতিবার এই ছবির শুভ মুহুরাত হতে চলেছে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে এই ছবির শুটিং।

]]>
Tollywood: দম বন্ধ করার মতো হাসাতে জিৎ আনছে ‘গাড়ির যত্ন নিন’ https://ekolkata24.com/entertainment/director-jeet-chakraborty-is-the-name-of-the-new-movie-garir-janta-nin Wed, 08 Dec 2021 15:25:19 +0000 https://ekolkata24.com/?p=14145 সূর্যশ্রী দে, কলকাতা: পরিচালক জিৎ চক্রবর্তীর প্রথম ছবি শেষের গল্পে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় । মমতা শঙ্করের সঙ্গে তাঁর জুটি প্রশংসার শীর্ষে পৌঁছেছিল। বর্তমান কোভিড আমাদের জীবন থেকে হাসি কেরে নিয়েছে। সেই হাসিকে ফিরিয়ে আনতেই পরিচালক জিৎ চক্রবর্তীর আপকামিং কমেডি ছবি ‘গাড়ির যত্ন নিন’ আসছে।

বিলাসবহুল গাড়ি কেনার স্বপ্ন অনেকেরই থাকে। কিন্তু ইচ্ছে থাকলে ও সেই সামর্থ্য থাকেনা অনেকেরই। কিন্তু তাই বলে তো আর স্বপ্ন পিছু ছাড়েনা।অন্যান্যদের মত বিশ্বনাথবাবুর ও একমাত্র স্বপ্ন ছিল গাড়ি কেনার।সে বড়লোক বাবার মেয়েকে বিয়ে করার জন্য শ্বশুরের কাছ থেকে সে বাড়ি এবং ফ্লার্ট পায়। কিন্তু সেই গাড়িটি হঠাৎ একদিন ওয়েসটিনে ডিনার করতে গেলে সেখানে চুরি হয়ে যায়। এখন থেকেই শুরু হয়েছে ছবির গল্প। এই কমেডি ছবির শুটিং মঙ্গলবার ই শেষ হল।

new movie garir janta nin

কলকাতার বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং হয়েছে। কলকাতার একটি ছাপোষা পরিবারকে ঘিরেই এই কমেডি ছবি। শ্যুটিং। তবে ছবির গল্প এবং ভাবনা আকাশ ভৌমিকের।লিখেছেন শিলাদিত্য। ছবিতে নিজের নাম ভূমিকাতেই অভিনয় করছেন বিশ্বনাথ বসু।

এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বুলবুলি পাঁজা, অশোক কুমার,রূপা ভট্টাচার্য, আরিয়া এবং মুসকান সহ অন্যান্যরা।ছবির সংগীত পরিচালনা করছেন রণজয় ভট্টাচার্য। আগামী বছর ছবিটা মুক্তি পাবে। তবে গল্পটি এমন ভাবে শেষ হবে যাতে দর্শকদের মনে কৌতূহলের সৃষ্টি হয়। এই কৌতুহল মেটাবার জন্যই কিন্তু এখন থেকেই পরবর্তী গল্পের ভাবনা ভাবতে শুরু করে দিয়েছেন পরিচালন জিত চক্রবর্তী।

<

p style=”text-align: justify;”>শেষ অব্দি এটাই দেখার যে “গাড়ির যত্ন নিন” ছবিটি কি “শেষের গল্প” কেও পেছনে ফেলে এগিয়ে যেতে পারবে?

]]>
জাতীয় পুরষ্কার প্রাপ্ত গায়কের এ কি হাল, রূপঙ্করের ভিডিও দেখে চক্ষুচড়ক গাছ https://ekolkata24.com/entertainment/singer-rupankar-bagchi-seeking-help-from-fans Wed, 17 Nov 2021 09:24:38 +0000 https://ekolkata24.com/?p=11598 বায়োস্কোপ ডেস্ক, কলকাতা- তুমি কেমন তুমি- গানটা আজও সকলের মনে তরতাজা। রূপঙ্কর বাগচীর কন্ঠে এই গান গোটা দেশের মন জয় করে রেখেছিল। যার জেরে হাতে উঠে এসেছিল জাতীয় পুরস্কার। কেবল একটা দুটো গান নয় অ্যালবাম থেকে শুরু করে একের পর এক সিনেমায় সুপারহিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের এই গায়ক। ‘ও আমার বৌদি মনি কাগজওয়ালা’ আজও সকলের মুখে মুখে ফেরে।

রূপঙ্করকে স্টেজে দেখামাত্রই একের পর এক চিরকুটে গানগুলো ফিরে ফিরে আসে। ভরাট কন্ঠে ঘন্টার পর ঘন্টা সে গানগুলো দর্শকদের উপহার দিয়ে যেতে কখনো ক্লান্তি বোধ করেননি যে মানুষটি, আজ তিনি ভক্তদের অনুরোধ করলেন তাঁর গানকে বাঁচিয়ে রাখার জন্য।

কোথায় দাঁড়িয়ে বাংলা চলচ্চিত্র জগৎ, যেখানে একটা শিল্পী যে একের পর এক হিট দিয়েছে তাকে কিনা একটা কাজের জন্য দরজা দরজায় ঘুরতে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এদিন রূপঙ্কর বাগচী অস্বাভাবিক মনে হলেও এমন সত্য তুলে ধরলেন। সাফ জানিয়ে দিলেন আর মিলছে না কাজ, এক বড় সংস্থা মুখের উপর না জানিয়ে দিচ্ছে, তো অন্য সংস্থা গান গাইয়ে তা প্রচার করছে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গানকে কীভাবে বাঁচিয়ে রাখা সম্ভব, নিজের আয়টাই বা কোথা থেকে আসবে তা ভেবে বেশ নাজেহাল গায়ক রূপঙ্কর বাগচী।

<

p style=”text-align: justify;”>তাই এবার ভক্তদের সাহায্য চাইলেন। তিন বছর আগে একটি ইউটিউব চ্যানেল খুলে ছিলেন যেখানে ভিডিও দিলেও খুব একটা সাড়া মিলছে না। শত শত মানুষ যে গায়ক কে এত যত্ন করেছে এত ভালোবাসা দিয়েছে আজ তারা কোথায়! একটা সাবস্ক্রিপশন, একটা লাইক, একটা গান অবসর সময় শুনে ফেলালে যদি কারুর আয় হয় তাহলে রূপঙ্কর বাগচী সেটুকুই প্রার্থনা করলেন। সকলে মূল্যবান সময় ব্যয় করে যদি একটু তার চ্যানেলের পাশে থাকা যায়, সেটুকুই নতুন করে গান তৈরির প্রেরণা জোগাবে এই গায়ককে। বর্তমানে এই ভিডিও ছড়িয়ে পড়েছে সর্বত্র। সকলেই এক কথায় অবাক, রূপঙ্করের মুখে এই কঠিন বাস্তবের ছবিটা দেখে। 

]]>
নবরূপে নুসরত, এবার মন খোলা আড্ডায় মাতবেন দর্শকেরা https://ekolkata24.com/entertainment/nusrat-jahan-new-talk-show-on-radio Thu, 11 Nov 2021 14:36:36 +0000 https://www.ekolkata24.com/?p=11018 বায়োস্কোপ ডেস্ক, কলকাতা: বলিউডের করিনা এখন টলিউডের নুসরাত জাহান। একই ভূমিকায় এবার থেকে দেখা যাবে টলিউডের স্টারকে। নুসরাত জাহান, গত এক বছর ধরে এই নামটার সঙ্গে আদ্যোপান্ত বিতর্ক জড়িয়ে রয়েছে। সম্পর্কের বিচ্ছেদ থেকে শুরু করে যশ এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া আবার সন্তানসম্ভবা নুসরাত একাধিকবার প্রশ্নের মুখে পড়েছিলেন সন্তানের পিতা কে। সেই সমস্ত বিতর্ক ঘুচিয়ে এখন যশের সঙ্গে সুখে সংসার করছেন নুসরাত। সদ্য সামনে নিয়ে এসেছেন তাদের পরিবারে থাকা দুই সন্তানের ছবিও।

যশ এর প্রথম পক্ষের সন্তান ও দ্বিতীয় পক্ষ অর্থাৎ নুসরাতের সন্তান ইশান। দীপাবলিতে প্রথম ঈশানকে দেখে ভক্ত মহল। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে নুসরাত জাহান। ইতিমধ্যেই একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। আর এবার জাঁকিয়ে বসে সকলের হাঁড়ির খবর নিজেই ফাঁস করবেন নুসরাত জাহান। রেডিও টকশো ইসক এফএম-এ এবার টলিউড সেলেবদের সঙ্গে খোলামেলা আলোচনায় নুসরাত জাহান। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার শুটিং। খবরের ছড়িয়ে পড়েছে সর্বত্র যার ফলে বলাই চলে এই চ্যাট শো র টিআরপি আগে থেকেই তুঙ্গে। ‌

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

বিতর্কের কেন্দ্রে থাকা নুসরাত জাহানের মুখোমুখি একাধিক সেলেব। সদ্য তার শ্যুট সেরেছেন ঋতাভরী চক্রবর্তী। বিগত কয়েক দিন ধরে ঋতাভরী ও একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে। তাকে ট্রোল হতে হয়েছে তার ফিগার নিয়ে। তারেক অপারেশনের পরে শরীরে মেদ জমে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের মুখোমুখি হতে হয় ঋতাভরীকে। কাজেই সেলিব্রিটি মানে ট্রোল নিত্যসঙ্গী। সেই সুবাদেই সমস্তটা ঝেড়ে ফেলে নতুন পথ চলা শুরু নুসরাত জাহানের। অপেক্ষায় দিন গুনছে ভক্ত মহল।

]]>
দেবের এবার ডাকাত রূপ, ঝড়ের গতীতে ভাইরাল আগামী ছবির পোস্টার https://ekolkata24.com/entertainment/motion-poster-release-of-dev-upcoming-movie-raghu-dakat Thu, 11 Nov 2021 13:35:20 +0000 https://www.ekolkata24.com/?p=11012 পুজোতে মুক্তি পেয়েছে দেবের ছবি গোলন্দাজ। বক্সঅফিসে আবারো আলোর পথ দেখল টলিউড। পুজোর মেজাজে পরপর পাঁচ ছবি মুক্তি পেতেই দর্শক আবারো হলে ফিরেছেন। যার ফলে সিনে দুনিয়া আরও একবার নড়েচড়ে বসে, ছবি নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে। বর্তমানে টলিউডের ব্যস্ততম নায়ক এর মধ্যে অন্যতম হলেন অভিনেতা সাংসদ দেব।

চলতি বছরের নির্বাচন সামলানোর পর থেকেই ছবির কাজে হাত দিয়েছেন তিনি। টনিক ছবি ইতিমধ্যেই তৈরি হয়ে বসে রয়েছে। করোনার কবিতার মুক্তি এখনো পর্যন্ত ঘোষণা না করলেও টেলিভিশনে মুক্তি পেয়ে গেছে দেব প্রযোজনার ছবি হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী। এরই মাঝে কিসমিস ছবির শুটিং শেষ করেছেন দেব। এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণীকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল দেবের আগামী ছবির মোশন পোস্টার। ছবির নাম রঘু ডাকাত। এককথায় ডাকাত বলতে ঠিক যা বোঝায়, এই ছবি পরতে পরতে জড়িয়ে থাকবে তেমনই এক চরিত্র। সদ্য এই ছবি ঘিরেই উত্তেজিত দেবের ভক্ত মহল। প্রকাশ্যে আসেনি দেবের লুক, কিন্তু দেবের শরীরী গড়নে নজর কেড়েছে এই ছবির প্রথম পোস্টার। বর্তমানে আইসল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন দেব। সঙ্গে রয়েছেন রুক্মিণী। বলিউডের সনক ছবির মুক্তি পাওয়ার পর খানিকটা ছুটির মেজাজে রুক্মিণী। অন্যদিকে দেব তারপর বেশ কয়েকটা ছবির কাজ সেরে এখন গা ভাসিয়েছেন ছুটির মেজাজে।

সেখান থেকেই একের পর এক ছবি শেয়ার করে চলেছেন দেব। বরফে মোড়া উত্তর মেরু। অ্যাডভেঞ্চার ট্রিপের মাঝে রঙিন স্টার দেব যেন আরও একবার সকলকে তাক লাগালেন নানান ফ্রেমে পার্ফেক্ট পোজে। তবে খুব একটা বেশি নজরে এলেন না রুক্মিনী। এখন দেখার ট্রিপ সেরে ফিরেই দেব পরবর্তী ছবি রঘু ডাকাতের কাজে কবে হাত দেন।

]]>
BJP: শ্রাবন্তীর বিজেপি ত্যাগ, এবার কে? টলিপাড়ায় পদ্ম শুকোচ্ছে https://ekolkata24.com/uncategorized/bjp-srabanti-chatterjee-resignation-from-bjp-now-who-padma-is-drying-in-tollygunge Thu, 11 Nov 2021 07:47:01 +0000 https://www.ekolkata24.com/?p=10975 News Desk: হই হই করে এসেছিলেন বিধানসভা ভোটের আগে। তেমনই চলে গেলেন। আর যাওয়ার আগে বলে গেলেন বিজেপি পশ্চিমবঙ্গের জন্য কিছুই করতে পারবে না। দলত্যাগের পর অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ট‍ুইটারে লিখেছেন, “শেষ রাজ‍্য নির্বাচনে আমি যেই দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম, সেই বিজেপির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম আমি। কারণ বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজেপির উদ‍্যোগ ও আন্তরিকতার যথেষ্ট অভাব রয়েছে।”

বিধানসভা নির্বাচনের কিছু আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী। বেহালা পশ্চিম কেন্দ্রের প্রার্থী হন। এরপর বিজেপির সাথে ক্রমশ দূরত্ব বাড়ছিল তাঁর। অবশেষে দলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন তিনি।
শ্রাবন্তীর দলত্যাগে ইঙ্গিত টলিপাড়ায় যে পদ্ম দোলা লেগেছিল তা শুকিয়ে আসতে চলল। প্রশ্ন এবার কে ?

গুঞ্জন দলত্যাগের জন্য মুখিয়ে আছেন রুদ্র, হিরন। তবে তারা নীরব। এই নীরবতা আরও জল্পনা উস্কে দিয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর কেন্দ্রের বিধায়ক অভিনেতা হিরণ। তাঁর সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক রীতিমতো গরম এখন। হিরণের দলত্যাগের সম্ভাবনা প্রবল। গুঞ্জন তেমনই লাইনে আছেন সাংসদ লকেট। আরও গুঞ্জন সুযোগ এলে দলত্যাগ করতে মরিয়া রূপা।

বিজেপিতে ধস নামছে। শুধু টলিপাড়ায় নয়, সরাসরি রাজনৈতিক ক্ষেত্রেও। অন্তত ১২ জন বিধায়কের দলত্যাগ হবে বলেই টিএমসি সূত্রে খবর। রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্রের ইঙ্গিত, খোদ বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ফের তৃণমুলেই ফিরবেন। তবে শুভেন্দুবাবু জানান, মন্ত্রী সুরা পান করে এসব বলছেন।

]]>
প্রয়াত কন্নড় চলচ্চিত্র তারকা পুনিত রাজকুমার, শোকস্তদ্ধ দেশের ক্রিকেট মহল https://ekolkata24.com/entertainment/late-kannada-film-star-puneet-rajkumar Fri, 29 Oct 2021 15:20:00 +0000 https://www.ekolkata24.com/?p=9633 Sports desk: শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কন্নড় চলচ্চিত্র তারকা পুনিত রাজকুমার (Puneet Rajkumar)। অভিনেতাকে মাত্র ৪৬ বছর বয়সে শুক্রবার সকালে বেঙ্গালুরুর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আম জনতার কাছে ‘আপ্পু’ নামে পরিচিত, তার মৃত্যুর দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রিয়জনেরা তাদের সমবেদনা জানাতে সোশাল মিডিয়ায় একের পর এক পোস্ট করতে শুরু করেছে।

প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে এবং হরভজন সিং’র মত ব্যক্তিরা টুইটারে সমবেদনা জানিয়ে পোস্ট করে। কুম্বলে বলেছেন, “#পুনিতরাজকুমারের প্রয়াণে মর্মাহত এবং গভীরভাবে শোকাহত ফিল্ম ইন্ডাস্ট্রি একটি রত্ন হারিয়েছে। আমার দেখা সেরা মানুষের একজন। এত প্রাণবন্ত এবং বিনয়ী। খুব শীঘ্রই চলে গেলেন। তার পরিবার, বন্ধুবান্ধব এবং অসংখ্য মানুষের ভক্তের প্রতি সমবেদনা।”

প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ টুইটে লেখেন,”#পুনিতরাজকুমারের মৃত্যুর কথা শুনে দুঃখিত। উষ্ণ, এবং বিনীত, তাঁর মৃত্যু ভারতীয় সিনেমার জন্য একটি বড় আঘাত। তাঁর আত্মা সদগতি লাভ করুক। “

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) স্পিনার হরভজন সিং টুইট করেছেন, “শুনে হতবাক হয়েছি #পুনিতরাজকুমার আর নেই.. জীবন এতটাই অপ্রত্যাশিত। পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা .. ওয়াহেগুরু।”

প্রয়াত অভিনেতা তার স্ত্রী ও দুই সন্তানকে রেখে গিয়েছেন, প্রবীণ অভিনেতা রাজকুমারের পুত্র ছিলেন এবং পাওয়ার স্টার, রাম, মৌর্য, অঞ্জনি পুত্র ইত্যাদিতে তার ভূমিকার জন্য বিখ্যাত ছিলেন। পুনিত রাজকুমার একজন গায়ক, নৃত্যশিল্পী এবং টিভি উপস্থাপক হিসেবেও জনপ্রিয় ছিলেন।

]]>
Srabanti Chatterjee: ‘হিন্দু ধর্মের অবমাননা!’ তীব্র কটাক্ষ শ্রাবন্তীকে https://ekolkata24.com/entertainment/srabanti-accused-of-insulting-hinduism Tue, 19 Oct 2021 11:41:53 +0000 https://www.ekolkata24.com/?p=8319 কলকাতা: ‘হিন্দু বলে আর নিজেকে পরিচয় দিও না’ সোশ্যাল মিডিয়া জুড়ে তীব্র কটাক্ষের মুখে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। সম্প্রতি নেটদুনিয়ায় ঘুর পাক খাচ্ছে নায়িকার একটি ছবি। যেখানে জুতো পরে গণেশ মূর্তির উপর বসে থাকতে দেখা যাচ্ছে নায়িকাকে। যা দেখে বেজায় খেপেছেন নেটিজেনরা। হিন্দু ধর্মের অবমাননার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি আপলোড করেন শ্রাবন্তী। ক্যাপশন ‘দু’হাত বাড়িয়ে ঈশ্বরের সৃষ্টিকে স্বাগত জানান’। ছবি গুলিতে কালো শর্টস, টি-শার্ট এবং পায়ে চপ্পল পরে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেত্রী। আর এই তিনটি ছবির একটিতে গণেশমূর্তির উপর বসে থাকতে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। এতেই কটাক্ষের পালা শুরু। একের পর এক কুমন্তব্যে ভরতে থাকে অভিনেত্রীর ছবির কমেন্টবক্স। ‘বেহায়া মহিলা! লজ্জা বোধ সব কিছু হারিয়ে গিয়েছে? জুতো পরে গণেশ ওপর বসে পড়েছো, নিজেকে হিন্দু বলে পরিচয় দিও না’-এমনই তীব্র মন্তব্যে ট্রোল হতে হচ্ছে অভিনেত্রীকে।

প্রসঙ্গত কিছুদিন আগেই মহালয়ার ভিডিও পোস্ট করে ট্রোলড হতে হয়েছিল অভিনেত্রীকে। তিনবার বিয়ের প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলা হয়েছে নায়িকার চরিত্রের ওপর। ‘আপনি দুর্গা নন, দ্রৌপদী!’, ‘আগে নিজের চরিত্র বদলান, তারপর দুর্গা সাজবেন’ এমন সব মন্তব্যে ভরে উঠেছিল নায়িকার কমেন্টবক্স। আর এখন হিন্দু ধর্মের অবমাননার অভিযোগ আনা হল তাঁর বিরুদ্ধে।

]]>
Ankush-Oindrila: শোরগোল ফেলে দিল অঙ্কুশ-ঐন্দ্রিলার ‘লাভ ম্যারেজ’-এর ভিডিও https://ekolkata24.com/entertainment/viral-ankush-andrilas-love-marriage-video Tue, 19 Oct 2021 09:46:26 +0000 https://www.ekolkata24.com/?p=8284 কলকাতা: কখনও মলদ্বীপ কখনও দুবাই ভালবাসার আকাশে পাখা মেলে উরছে টলিউডের দুই লাভবার্ডস অঙ্কুশ ও ঐন্দ্রিলা। চুটিয়ে প্রেম করলেও সহজে বিয়ের বাঁধানে বাঁধা পরছেন না তাঁরা। যদিও মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় বিয়ে নিয়ে নানা ইঙ্গিত দিয়ে থাকেন, কিন্তু কবে, কখনও সেসব নিয়ে স্পষ্ট কোনও মন্তব্য করতে একেবারেই নারাজ এই কপত-কপতি।

তবে বিয়েল না হলেও রিল লাইফে ‘লাভ ম্যারেজ’ করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। আর তারই ফাস্টলুকের একটি ভিডিও ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন হিরো। যা এখন সোশ্যাল মিডিয়ার মোস্ট পপুলার ভিডিও। আর এই ভিডিও দেখে একের পর এক ছুটে আসছে অনুরাগীদের প্রশ্ন, ‘ সিনেমা তো বিয়েটা সেরে ফেললেন, বাস্তব জীবনে বিয়েটা কবে করবেন!’

পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী ছবি ‘লাভ ম্যারেজ’-এ জুটি বেঁধেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। এছাড়া ছবিতে রয়েছেন অপরাজিতা আঢ্য, রঞ্জিত মল্লিক। মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে শুটিং পর্ব।

রাজা চন্দর ‘ম্যাজিক’ ছবি থেকেই সিনেমায় পা রাখেন ঐন্দ্রিলা সেন। তার আগে অবশ্য় একের পর এক ধারাবাহিকে নিজের পরিচিতি বানিয়ে ফেলেছিলেন নায়িকা। ‘ফাগুন বউ’ ধারাবাহিকে বিক্রম চট্টোপাধ্য়ায়ের সঙ্গে তাঁর জুটি ভীষণ মনে ধরেছিল দর্শকদের।

উল্লেখ্য কিছুদিন আগে বিয়ের ইঙ্গিত দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করে নজর কেড়েছিলেন অঙ্কুশ। তবে টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, চলতি বছর ডিসেম্বরে সাতপাকে বাঁধা পড়তে চলেছে এই জুটি।

]]>