Torpedo – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 10 Jan 2022 06:58:01 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Torpedo – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Defence: ভারতের হাতে ‘টর্পেডো’, চোখের নিমেষে ধ্বংস হবে সবকিছু https://ekolkata24.com/uncategorized/torpedo-missile-gets-india Mon, 10 Jan 2022 06:58:01 +0000 https://ekolkata24.com/?p=18646 সময় যত এগোচ্ছে নিজেদের অস্ত্র ভাণ্ডারকে সুসজ্জিত করার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। সাম্প্রতিককালে ভারতীয় নৌবাহিনীর শক্তি বেড়েছে। ভারতীয় অস্ত্রাগারে যুক্ত হয়েছে ‘টর্পেডো’ (Torpedo)। এই টর্পেডো একটি জাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য জলের নীচে ভ্রমণ করার আগে, এটি প্রথমে বাতাসের মধ্য দিয়ে উড়তে হবে। ভারত তার সামরিক বাহিনীর চলমান আধুনিকীকরণের অংশ হিসাবে সম্প্রতি একটি ক্ষেপণাস্ত্র সরবরাহকরা টর্পেডো সিস্টেম পরীক্ষা করেছে। অস্ত্রটি পরীক্ষা করা হচ্ছে তা হল ভারতের সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো বা স্মার্ট, অস্ত্র এবং আধুনিক নৌ যুদ্ধের জটিলতার কথা স্মরণ করিয়ে দেয়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তুরফ থেকে ঘোষণার পর ১৩ ডিসেম্বর এই টর্পেডোর পরীক্ষা করা হয়। এই পরীক্ষাটি হয় কলকাতা থেকে প্রায় ১৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে হুইলার দ্বীপে। ক্ষেপণাস্ত্রটি পরিবহন করা হয়েছিল এবং তারপরে একটি বিশেষ ট্রাকের পিছন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এই সিস্টেমটি সেট আপ করতে কিছুটা সময় নেয়, তবে এর অর্থ হল লঞ্চ সাইটটি বিপদের প্রত্যাশায় সরানো যেতে পারে। ভারতের হাতে এই বিধ্বংসী ক্ষেপনাস্ত্র চলে আসায় শত্রু দেশগুলির রাতের যে ঘুম উড়ে গিয়েছে তা বলাই বাহুল্য।

মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে, “এটি একটি টেক্সট বুক লঞ্চ ছিল, যেখানে পুরো গতিপথটি ইলেক্ট্রো অপটিক টেলিমেট্রি সিস্টেম, ডাউন রেঞ্জ ইনস্ট্রুমেন্টেশন এবং ডাউন রেঞ্জ জাহাজ সহ বিভিন্ন রেঞ্জ রাডার দ্বারা পর্যবেক্ষণ করা হয়েছিল। ” আরও বলা হয়েছে, টর্পেডোগুলি স্বচালিত বিস্ফোরক, সাধারণত সমুদ্রের পৃষ্ঠের নীচে বা ঠিক উপরে উৎক্ষেপণ করা হয়। একবার জলে, টর্পেডোগুলি তাদের লক্ষ্যবস্তুতে নেভিগেট করে, এবং তারপরে জলের লাইনের নীচে বিস্ফোরণ ঘটায়। ডিআরডিওর তরফ থেকে জানানো হয়েছে, প্রচলিত মিসাইলের থেকে বেশি দূরে আঘাত হানতে সক্ষম এই টর্পেডো বহনকারী মিসাইলটি। জলপথে সাবমেরিন যুদ্ধের ব্যবহারের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বর্তমান ক্ষেপণাস্ত্রটিকে।

বলা হয়েছে, “মিশনের সময় ক্ষেপণাস্ত্রটির পূর্ণ পরিসরের ক্ষমতা সফলভাবে প্রদর্শিত হয়েছিল। এই সিস্টেমটি টর্পেডোর প্রচলিত পরিসরের চেয়ে অনেক বেশি সাবমেরিন-বিরোধী যুদ্ধ ক্ষমতা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি নেক্সট জেনারেশন স্মার্ট টর্পেডো সিস্টেম’ মিসাইলটি মূলত ভারতীয় নৌবাহিনীর জন্যই তৈরি করা হয়েছে। “

]]>
DRDO: সুপারসনিক টর্পেডো স্মার্ট মিসাইলের সফল উৎক্ষেপণ করল ডিআরডিও https://ekolkata24.com/uncategorized/drdo-successfully-tests-supersonic-missile-assisted-torpedo-system Mon, 13 Dec 2021 15:44:07 +0000 https://ekolkata24.com/?p=14707 নিউজ ডেস্ক: চিন ও পাকিস্তানের উদ্বেগ আরও বাড়িয়ে সোমবার সুপারসনিক মিসাইল (Supersonic Missile Assisted Torpedo System) ‘অ্যাসিসটেড টর্পেডো স্মার্টে’র সফল উৎক্ষেপণ করল ভারত (India)। জানা গিয়েছে, নেক্সট জেনারেশন (next generation) প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক স্মার্ট টর্পেডো মিসাইল সিস্টেমটি সোমবার ওড়িশার হুইলার দ্বীপে (Odisha cost) সফল উৎক্ষেপণ করে ডিআরডিও (DRDO)।

এদিন ডিআরডিওর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ পাল্লার সফল উৎক্ষেপণ হয়েছে আজ। প্রচলিত মিসাইলগুলির থেকে এই অত্যাধুনিক স্মার্ট টর্পেডো মিসাইলটি অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। জলপথে যুদ্ধের জন্য টর্পেডো বহনকারী মিসাইলটি বিশেষ ভাবে প্রস্তুত করা হয়েছে। নেক্সট জেনারেশন স্মাট টর্পেডো সিস্টেম এই মিসাইলটি ডিআরডিও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে। খুব শীঘ্রই এই মিসাইলটি সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

এই অত্যাধুনিক মিসাইল হাতে পেলে দেশের নৌসেনার শক্তি যে এক ধাক্কায় অনেকটাই বাড়বে তা না বললেও চলে। সম্প্রতি দক্ষিণ চিন সাগরে চিনের আগ্রাসন ক্রমশই বাড়ছে। এরই মধ্যে চিনের দোসর হয়েছে পাকিস্তান। চিনের আগ্রাসন রুখতে নৌসেনার হাতে এ ধরনের অত্যাধুনিক মিসাইল থাকা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন।

এদিন এই মিসাইলের সফল উৎক্ষেপণের পর ডিআরডিওর প্রত্যেক বিজ্ঞানীকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উল্লেখ্য, গত সপ্তাহে পোখরানে পিনাকা রকেট লঞ্চার সিস্টেমেরও সফল উৎক্ষেপণ করেছে ডিআরডিও। চলতি বছরেই অগ্নি-৫ ব্যালিস্টিক মিসাইলেরও সফল পরীক্ষা করেছে প্রতিরক্ষা মন্ত্রক।

অগ্নি-৫ প্রায় ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। বলা যায় এই মুহূর্তে চিনের অধিকাংশ এলাকাই চলে এসেছে অগ্নির পাল্লার মধ্যে। সর্বোপরি অগ্নি-৫ পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। অগ্নি-৫ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে ডিআরডিও।

]]>