Tournament – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 19 Jun 2024 11:44:20 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Tournament – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 सुपर-8 में बांग्लादेश से 22 जून को भिड़ेगी टीम इंडिया https://ekolkata24.com/sports-news/%e0%a4%b8%e0%a5%81%e0%a4%aa%e0%a4%b0-8-%e0%a4%ae%e0%a5%87%e0%a4%82-%e0%a4%ac%e0%a4%be%e0%a4%82%e0%a4%97%e0%a5%8d%e0%a4%b2%e0%a4%be%e0%a4%a6%e0%a5%87%e0%a4%b6-%e0%a4%b8%e0%a5%87-22-%e0%a4%9c%e0%a5%82 Wed, 19 Jun 2024 11:44:20 +0000 https://ekolkata24.com/?p=48377 नई दिल्ली :  टूर्नामेंट में भारतीय टीम अब सुपर-8 के मुकाबले खेलती हुई नजर आएगी। भारतीय टीम का पहला मुकाबला 20 जून को बारबाडोस में खेला जाएगा। टीम अपने अभियान को लेकर बारबाडोस पहुंच गई है। हार्दिक पांड्या ने बारबाडोस पहुंचने के बाद इस जगह की तारीफ की। वहीं बांग्लादेश ने नेपाल को हराने के बाद टी20 विश्व कप 2024 के सुपर 8 के लिए क्वालीफाई कर लिया है। बांग्लादेश ने दमदार प्रदर्शन करते हुए 21 रनों से जीत दर्ज की। वह सुपर-8 में पहुंचने वाली आखिरी टीम बनी। बांग्लादेश का सुपर 8 में एक मैच टीम इंडिया से भी होगा। भारत और बांग्लादेश के बीच 22 जून को मैच खेला जाएगा। इस दर्शक मोबाइल पर फ्री में देख सकेंगे। तो चलिए जानते हैं आप इस मुकाबले को कब और कहां मुफ्त में देख सकते हैं।

आपकी जानकारी के लिए बता दें, भारत और बांग्लादेश (India vs Bangladesh) के बीच होने वाले सुपर-8 मुकाबले को टीवी पर स्टार स्पोर्ट्स पर देख सकते हैं। लेकिन अगर आप मोबाइल पर मैच देखने के शौकीन हैं तो फिर आपको डिज्नी हॉट स्टार पर जाना होगा, क्योंकि यहीं पर लाइव मैच देखने के लिए मिलेंगे। बड़ी बात ये है कि डिज्नी हॉट स्टार की ओर से 15 मई को ऐलान कर दिया गया था कि यहां पर सारे मुकाबले बिल्कुल फ्री में देखने के लिए मिलेंगे।

बांग्लादेश टी20 विश्व कप 2024 के ग्रुप डी में है. उसने चार ग्रुप मैच खेले। इस दौरान 3 मुकाबलों में जीत दर्ज की। वहीं एक मैच में हार का सामना किया। बांग्लादेश ने श्रीलंका को 2 विकेट से हराया था। इसके बाद उसे दक्षिण अफ्रीका के खिलाफ 4 रनों से हार का सामना करना पड़ा था। बांग्लादेश ने इसके बाद लगातार दो मैच जीते. उसने नीदरलैंड्स और नेपाल को हराया।

]]>
ISL টুর্নামেন্টে এসসি ইস্টবেঙ্গলের পারফরম্যান্স নিয়ে লগ্নিকারী সংস্থাকে চিঠি দেবে ক্লাব কর্তা https://ekolkata24.com/sports-news/club-executives-to-write-letter-to-investing-body-about-sc-east-bengals-performance-in-isl-tournament Wed, 08 Dec 2021 18:01:04 +0000 https://ekolkata24.com/?p=14159 Sports desk: চলতি ISL টুর্নামেন্টে দলের সামগ্রিক পারফরম্যান্সের ইস্যুতে। বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতির বৈঠক হল৷ কর্মসমিতির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্টকে চিঠি দেওয়া হবে। বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের সাধারণ সচিব কল্যাণ মজুমদারের স্বাক্ষর করা ওই চিঠি প্রেস বিবৃতি আকারে প্রকাশ্যে এসেছে, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে।

প্রসঙ্গত, ১ ডিসেম্বর ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষের চিঠির উত্তরে লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ক্লাব কর্তৃপক্ষের চিঠি টিমের টেকনিক্যাল কমিটির কাছে পাঠিয়েছে। কিন্তু টেকনিক্যাল কমিটির এখনও কোন সিদ্ধান্ত তারা জানতে পারেনি।

ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ আজকের এই চিঠির লিখিত বয়ানে দাবি করেছে,”মরসুমের শুরুতেই দলগঠনের বিষয়ে পূর্ণ সহযোগিতা করার বার্তা দিয়ে লগ্নিকারী সংস্থাকে চিঠি দেওয়া হয়।কিন্তু তখন তারা জানায়,ইতিমধ্যেই তাদের দল গঠন সম্পূর্ণ।”

ইস্টবেঙ্গল ক্লাবের সাধারণ সচিব কল্যাণ মজুমদারের স্বাক্ষর করা এই চিঠির বয়ানে গুরুত্ব আরোপ করা হয়েছে,”বিতর্ক নয়,আমরা সবাই প্রতিষ্ঠানের সাফল্য চাই। বর্তমানে দলের পারফরম্যান্স নিয়ে ক্লাবের সদ্য-সমর্থকরা প্রচণ্ড রুপে চিন্তিত এবং উদ্বিগ্ন। আমরা সবাই চাই নতুন করে দলের সুগঠন ও বিন্যাস, যাতে করে পারফরম্যান্সের উন্নতিসাধন হয়।”

এদিনের কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ থেকে পারিজাত মৈত্রকে ইস্টবেঙ্গল ক্লাবের নতুন ‘মিডিয়া ম্যানেজার ‘ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি আইএসএলের পঞ্চম ম্যাচে দুরন্ত লড়েও এসসি ইস্টবেঙ্গলকে ৩-৪ গোলে উড়িয়ে দিয়ে এফসি গোয়া ম্যাচ জিতে যায়।

এরপরেই আজকে ফের ইস্টবেঙ্গল ক্লাব কর্মসমিতির বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে ইস্টবেঙ্গল ক্লাবের সাধারণ সচিব কল্যাণ মজুমদারের স্বাক্ষর করা এই চিঠির বয়ানে জল কোন দিকে গড়ায় পদ্মা পাঁড়ের ক্লাবের নজর এখন সকলের।

]]>
International Women’s Football: উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের কাছে হারল ভারত https://ekolkata24.com/sports-news/india-lost-to-brazil-in-the-opening-match-of-the-international-womens-football-tournament Fri, 26 Nov 2021 17:17:40 +0000 https://ekolkata24.com/?p=12539 স্পোর্টস ডেস্ক: শুক্রবার নভেম্বর ২৬ ব্রাজিলের মানাউসের আমাজন অ্যারেনায় মহিলাদের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের (International Women’s Football Tournament) উদ্বোধনী ম্যাচে ভারত ব্রাজিলের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক করেও ১-৬ গোলের বড় ব্যবধানে হেরে গেল।

ম্যাচের প্রথম মিনিটেই সেলেকাওদের এগিয়ে দেন অলিভেরা দেবিনহা। ভারতীয় ডিফেন্সের ওপরে বল পায়ে আক্রমণে উঠে আসে ব্রাজিলের মহিলা ফুটবলারেরা। দেবিনহা বলের দিকে দৌড় দেয়। ভারতীয় মহিলা ফুটবল দলের গোলকিপার অদিতি চৌহান তার লাইন থেকে চলে আসে, কিন্তু দেবিনহা শটটি নেয় যা ভারতীয় ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে দেবিনহার সামনে পড়তেই বল খালি জালে বল ঠেলে দেয়। ভারতের বিরুদ্ধে ব্রাজিল ১-০ লিড নিয়ে ফেলে।

ম্যাচের ৫ মিনিটে ব্রাজিল গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে। বাম দিক থেকে আক্রমণে উঠে আসে ব্রাজিল, অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছিল ব্রাজিলের ফুটবলারেরা। ব্রাজিল একটা লুপ ক্রস সেন্টার লক্ষ্য করে বাড়িয়ে দেয়, কিন্তু ব্রাজিলিয়ন ফুটবলারেরা হেডার টার্গেট ধরে রাখতে পারেনি, লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় ওই হেডার,গোলের সুযোগ হাতছাড়া সেলেকাওদের।

ম্যাচের ৮ মিনিটে দুরন্ত টুইস্ট। বাউন্সব্যাক ভারতের। ব্রাজিল বল পায়ে ভারতের তিনকাঠি লক্ষ্য করে শট মারে। ভারতীয় গোলকিপার অদিতি “ডি জোনে” বেরিয়ে এসে ওই উড়ন্ত শট ক্লিয়ার করতেই জটলা থেকে বল ভারতীয় ডিফেন্ডারের সামনে এসে পড়ে, ওই ডিফেন্ডার বল ফাঁকা জায়গায় বাম ফ্ল্যাঙ্কে থাকা মনীষা কল্যাণকে লক্ষ্য করে বাড়িয়ে দেয়।

প্রতি আক্রমণে মনীষা বল পায়ে বাম ফ্ল্যাঙ্ক ধরে অনেকটা উঠে আসে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মনীষাকে শটের জন্য তার পজিশন ছোট করার জন্য এগিয়েও আসে, কিন্তু ভারতীয় ফরোয়ার্ড মনীষা কোনও সুযোগই দেয়নি কাছে থাকা ব্রাজিলিয়ন ডিফেন্ডারকে। দূরের কোণ থেকে নেওয়া মনীষার জোরালো এবং নিচু শট ব্রাজিলের গোলকিপার সিলভাকে পরাস্ত করে জালের ঠিকানায় জড়িয়ে যেতেই সেলিব্রেশনে মেতে উঠে। ভারত ১-১ গোলের সমতায় ফিরে আসে ম্যাচে। ৩৩ মিনিটে সিলভিয়া মারিয়ার গোল অফসাইডের কারণে বাতিল হয়। কিন্তু ম্যাচের ৩৭ মিনিটে জিওভানা ​​কস্তার গোলে ব্রাজিল ২-১ গোলের লিড নিয়ে ফেলে।

দ্বিতীয়ার্ধে বোর্হেস আরিয়াদিনা ৫২ এবং ৮১ মিনিটে জোড়া গোল এবং কেরোলিন ফেররাজ ৫৫ মিনিটের করা গোলের সুবাদে ব্রাজিল ৪-১ গোলের বড় লিড নিয়ে নেয়। গেইসে ফেরেরা ৭৬ মিনিটে গোল, ৫-১। ৮১ মিনিটে বোর্হেস আরিয়াদিনার গোল।ফরমিগার শট অদিতি চৌহান শুধুমাত্র বলক্র প্যারি আউট করতে পারে, ফিরতি বলে বোর্হেস স্কোর করে ব্রাজিল ৬-১ গোলে লিড নেয়। রেফারির শেষ বাশিতে ব্রাজিল ৬-১ গোলের বড় ব্যবধানে ম্যাচ জেতে।

বড় ব্যবধানে হেরেও ভারতীয় সিনিয়র মহিলা দল মুষড়ে পড়েনি। ব্রাজিলের বিরুদ্ধে খেলার অভিঞ্জতাকে কাজে লাগিয়ে টিম স্পিরিট অটুট রয়েছে, যা ম্যাচ পরবর্তী ভারতীয় সিনিয়র মহিলা ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজে পরিষ্কার। ভারতীয় মহিলা দলের পরের ম্যাচ ২৯ নভেম্বর চিলির বিরুদ্ধে।

]]>
ফুটসল টুর্নামেন্টে পিছিয়ে পড়েও দুরন্ত জয় মহামেডানের https://ekolkata24.com/sports-news/mohammedans-great-victory-in-the-futsal-tournament Sun, 07 Nov 2021 18:15:37 +0000 https://www.ekolkata24.com/?p=10673 Sports desk: সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) পরিচালিত ফুটসল টুর্নামেন্টে মহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেল, সুপার স্ট্রাইকার্স এফসি’র বিরুদ্ধে। হাড্ডাহাড্ডি ম্যাচে রবিবার, এই খেলার ফলাফল সুপার স্ট্রাইকার্স এফসি ৩-৪ মহামেডান এসসি।

সুপার স্ট্রাইকারদের হয়ে বিজয় এবং সূর্য একটি করে গোল করে দলকে লিড দেয়, কিন্তু সন্দেশ মালপোটের বাম-ফুটারে শট বিপক্ষের জালে জড়াতেই মহামেডান ম্যাচে ফিরে আসে। সুপার স্ট্রাইকার্স এফসি ২-১ মহামেডান এসসি। বিরতির পর ২৯ মিনিটে শচীন পাতিল পেনাল্টিতে গোল রূপান্তরিত করে ম্যাচে মহামেডান ড্র করে সমতায় ফিরে আসে। সুপার স্ট্রাইকার্স এফসি ২-২ মহামেডান এসসি।

সুপার স্ট্রাইকারদের ম্যাচে ফেরান বিজয়। খেলার ফলাফল তখন সুপার স্ট্রাইকার্স এফসি ৩-২ মহামেডান এসসি। ম্যাচের ৩৮ মিনিটে সচীন মহামেডানের হয়ে গোলের সমতা আনেন, পেনাল্টি কিক গোলে পরিণত করে। সুপার স্ট্রাইকার্স এফসি ৩-৩ মহামেডান এসসি।

৩৯ মিনিটে মহাম্মাদান ব্ল্যাক প্যাহ্নার্সদের নেতৃত্ব দেয়। মহামেডানের হয়ে চতুর্থ গোলটি রিবাউন্ডে করেন রুই কার্লো সুপার স্ট্রাইকার্স এফসি ৩-৪ মহামেডান এসসি। ম্যাচে বারে বারে পিছিয়ে থেকেও বাউন্স ব্যাক করে সুপার স্ট্রাইকার্স এফসি’র বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নেয় কলকাতার(Kolkata) মহামেডান স্পোর্টিং ক্লাব।

]]>
Women’s ODI Tournament: বাংলার অশ্বমেধের ঘোড়া ছুটে চলেছে https://ekolkata24.com/sports-news/in-the-bcci-run-senior-womens-odi-tournament Thu, 04 Nov 2021 16:10:34 +0000 https://www.ekolkata24.com/?p=10302 Sports desk: অপরাজেয় বাংলা সিনিয়র উইমেনস ক্রিকেট টিম। বিসিসিআই পরিচালিত সিনিয়র উইমেনস ওয়ান ডে টুর্নামেন্টে বৃ্হস্পতিবার পাঞ্জাবের বিরুদ্ধে বাংলা ৪ উইকেটে জয়ী হয়েছে। টুর্নামেন্টে বাংলা টানা ৪ ম্যাচে জয়ের মুখ দেখল।

বাংলার হয়ে সুকন্যা পরিধা ১০ ওভার, ৩ মেডেন ওভার, ২২ রান দিয়ে, ৪ উইকেট তুলে নেয়। অন্যদিকে গৌহর সুলতানা ১০ ওভারে, ৬ মেডেন ওভারে, ৮ রানে ২ উইকেট শিকার করে। বেঙ্গালুরুতে টসে জিতে পাঞ্জাব ফ্লিডিং’র সিদ্ধান্ত নেয়। বাংলা ৪২.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান তোলে। ভ্যানিতা ভিআর ৩৩,পিপি পাল ২৫, গৌহর সুলতানা নট আউট ৩২ রান করেন।

জবাবে পাঞ্জাব ব্যাট করতে এসে ধারাবাহিকভাবে উইকেট হারাতে শুরু করে। পাঞ্জাব অধিনায়ক তানিয়া ভাটিয়া, পরভীন খান,নীতু সিং, হরপ্রীত ঢিল্লোনের উইকেট শিকার করে বাংলার বোলার সুকন্যা পরিধা। আর গৌহর সুলতানা পাঞ্জাবের কণিকা আহুজা এবং নীলম বিষ্ঠ’র উইকেট তুলে নেয়। বাংলার পরের ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে আগামী শনিবার, ৬ নভেম্বর।

]]>