Tranquilizer Shot – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 28 Dec 2021 06:00:10 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Tranquilizer Shot – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Kultali Tiger: ৬ দিন পর বাগে এল কুলতলির দক্ষিণরায় https://ekolkata24.com/uncategorized/kultali-royal-bengal-tiger-caught-after-tranquilizer-shot Tue, 28 Dec 2021 05:17:28 +0000 https://ekolkata24.com/?p=16911 নিউজ ডেস্ক: অবশেষে ৬ দিন পর ঘুমপাড়ানি গুলি ছুড়ে কুলতলির রয়্যাল বেঙ্গলকে (Royal Bengal Tiger) কাবু করা সম্ভব হল। কুলতলির ডোঙাজোড়ায় শেখপাড়ার জঙ্গলে বাঘকে ফাঁদে ফেলার জন্য ২টি খাঁচা পাতা হয়েছিল। বন দফতর সূত্রে খবর, ২টি ঘুম পাড়ানি গুলি খেয়ে বাগে আসে। বাঘকে কাবু করতে এর আগে রাতভর জঙ্গলে ট্রাঙ্কুলাইজার নিয়ে বনকর্মীরা অভিযান চালান।

মঙ্গলবার সকালে পিয়ালি নদী থেকে দমকলকর্মীরা প্রথম জলকামান থেকে জল ছুড়ে বাঘকে সরানোর চেষ্টা করেন। তারপর জঙ্গলে ছোড়া হয় লঙ্কা বোমা। শেখপাড়ায় জঙ্গলে রাতভর বাঘের গর্জন শোনা গিয়েছিল। জাল ছিঁড়ে সে বেরনোর চেষ্টা করে, এমন প্রমাণও পাওয়া যায়। কিন্তু বন দফতরের কর্মীরা তাকে নাগালে পায়নি। রাতে যেহেতু জঙ্গলে আলো জ্বালানো নিষেধ, তাই অন্ধকারে বন দফতরের কর্মীরা ট্রাঙ্কুলাইজার নিয়ে জঙ্গলে অভিযান চালান।

বন দফতর সূত্রে খবর, কয়েকদিন ধরে অভুক্ত বাঘটি যেখানে রয়েছে, সেখান থেকে তাকে সরানো যাচ্ছে না। আজ তাই দমকলের সাহায্য নেওয়ার কথা ছিল। পুরো জায়গাটি ৩ স্তরে নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। উল্টোদিকেই রয়েছে পিয়ালি নদী। সেদিকে, বন দফতরের নৌকা দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়। প্রথমে ২০০ হেক্টর এলাকা ঘিরে, এনক্লোজার করা হয়েছিল। পরে, তা ছোটো করে ২০০ বর্গফুট করা হয়।

পায়ের ছাপ দেখে বন দফতরের অনুমান এটি পুরুষ বাঘ। রবিবার রাতে বাঘটি নাইলনের জাল ছিঁড়ে বেরনোর চেষ্টা করে। সোমবার সকালে জাল সংলগ্ন ভেজা মাটিতে বাঘের আঁচড়ের দাগ দেখা যায়। অন্তত ৫ দিন ধরে বাঘটি ক্ষুধার্ত রয়েছে। বাঘ ধরতে একটি বিশেষ দল নিয়ে আসা হয়। সোমবার সকালে জঙ্গলের ভিতরে যান বনকর্মীরা। যেখানে বাঘটি রয়েছে, সেখানে নতুন করে একটি খাঁচা পাতা হয়।

]]>