trekking – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 28 Oct 2021 11:52:47 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png trekking – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 উত্তরাখন্ডে ট্রেকিংয়ে গিয়ে মৃত তিন অভিযাত্রীকে চোখের জলে বিদায় জানাল বাগনান https://ekolkata24.com/uncategorized/the-last-rites-of-the-three-dead-expeditions-were-completed-while-trekking-in-uttarakhand Thu, 28 Oct 2021 11:52:47 +0000 https://www.ekolkata24.com/?p=9482 News Desk, Kolkata: “তোমাকে ভালবেসে তোমার পথেই হারিয়ে যাওয়া এক পথিক” — বছরখানেক আগেই নিজের ফেসবুক প্রোফাইলে অভিমানী পাহাড়কে উদ্দেশ্য করে লাইনগুলি লিখেছিলেন তরুণ চিকিৎসক সাগর দে। বছর ঘুরে অদ্ভুত সমাপতন। সে-ই পথেই চিরতরে হারিয়ে গেলেন বাগনানের সাগর দে, চন্দ্রশেখর দাস ও সরিৎশেখর দাস।

বৃহস্পতিবার সকালে কোলকাতা বিমানবন্দরে তিনজনের কফিনবন্দী দেহ নামানো হয়। সেখান থেকে বাগনানে আনা হয় তিনজনের দেহ। সাগরের মুরালীবাড়ের বাড়িতে সাগরের দেহ, সরিৎ ও চন্দ্রশেখরের বাড়িতে তাদের দেহ নিয়ে যাওয়া হয়। সেখানে কান্নায় ভেঙে পড়েন তিন অভিযাত্রীর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সহ শুভাকাঙ্ক্ষীরা। চন্দ্রশেখর দাস খালোড় গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ায় তার দেহ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে নিয়ে গিয়ে শ্রদ্ধার্ঘ্য জানান পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা।

sagar day bagnan

অন্যদিকে, আমতার উদং পোদ্দারপাড়ায় সাগরের পৈতৃক বাড়িতে সাগরের কফিনবন্দী নিথর দেহ নিয়ে যাওয়া হয়। সেখানে কান্নায় ভেঙে পড়েন তাঁর বাড়ির লোকজন। সাগর ছিলেন উদং কালীমাতা বালক সংঘের সদস্য। সাগরের মৃতদেহ সেই ক্লাবের মাঠে নিয়ে গিয়ে শ্রদ্ধা জানানো হয়। তারপর অন্ত্যেষ্টিক্রিয়ার উদ্দেশ্যে তিনটি মরদেহ বাউড়িয়া বার্নিং চুল্লিতে নিয়ে আসা হয়। এদিন বাগনানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায় সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। এদিন সকাল থেকে বাগনান মুরালীবাড়ে ও আমতার উদংয়ে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছিল।

রাজ্যের মন্ত্রী পুলক রায় বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। কোনো সমবেদনা জানানোর ভাষা নেই।” তিনি আরও বলেন,”খবর পাওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। তাঁর সার্বিক প্রচেষ্টায় উত্তরাখন্ড সরকারের সাথে যোগাযোগ রেখে দেহগুলিকে উদ্ধার করে দ্রুত আনানোর ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে।” এদিন সকাল থেকেই তিন তরুণকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন বহু মানুষ। চোখের জলে তিন যুবককে বিদায় জানান অজস্র মানুষ।

]]>
ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ ৭ বাঙালি-সহ ১১ জন পর্যটক, উদ্বেগ ছড়াচ্ছে কলকাতায় https://ekolkata24.com/uncategorized/eleven-tourists-went-missing-while-trekking-in-himachal-pradesh Thu, 21 Oct 2021 12:16:40 +0000 https://www.ekolkata24.com/?p=8577 নিউজ ডেস্ক: হিমাচলপ্রদেশে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন ১১ জন পর্যটক। যার মধ্যে ৭ জন বাঙালি। নিখোঁজ হওয়া এই ১১ জন পর্যটক প্রত্যেকেই চলতি মাসের ১১ তারিখে উত্তরাখণ্ডের হর্ষিল থেকে রওনা দিয়েছিলেন। ১৯ অক্টোবর তাঁদের হিমাচল প্রদেশের ছিটকুলে পৌঁছানোর কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে পৌছতে পারেননি। তারা এই মুহূর্তে কোথায় আছেন তাও জানা যাচ্ছে না।

আয়োজকরা ইতিমধ্যেই উত্তরকাশী জেলা বিপর্যয় মোকাবিলা দফতরকে বিষয়টি জানিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ট্রেকিং টিমের সকল সদস্যকে খোঁজার কাজ শুরু করেছে আইটিবিপি জওয়ানরা।

ট্রেকিং এর আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ অক্টোবর উত্তরাখণ্ডের হর্ষিল থেকে ১১ সদস্যের দলটি ছিটকুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ওই পর্যটক দলের ৭ জন কলকাতার বাসিন্দা। নিখোঁজ বাঙালি পর্যটকের মধ্যে রয়েছেন রিচার্ড মন্ডল, মিঠুন দাঁড়ি, সুখেন মাঝি, তন্ময় তিওয়ারি, সাবিয়ান দাস, সৌরভ ঘোষ ও বিকাশ মাকাল। এছাড়াও ওই ট্রেকারদের দলে উত্তরকাশীর তিনজন রাঁধুনি ছিলেন। তাঁদের নাম উপেন্দ্র, দেবেন্দ্র ও জ্ঞানচন্দ্র। ১১ অক্টোবর রওনা দেওয়ার পর তাঁরা কেউই ছিটকুলে গিয়ে পৌঁছয়নি।

উত্তরাখণ্ডের ডিজিপি অশোককুমার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, খুব সম্ভবত ওই ট্রেকারদের দলটি উত্তরাখান্ড ও হিমাচলের মধ্যবর্তী লামখাগা পাশের কাছে আটকে রয়েছেন। আবহাওয়ার একটু উন্নতি হলে হেলিকপ্টারে তাদের খোঁজার কাজ শুরু হবে। ইতিমধ্যেই জেলা পুলিশ ও বন বিভাগের কর্মীরা ওই পর্যটকদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছেন।

তবে এখনও পর্যন্ত ওই পর্যটকদের হদিশ মেলেনি। আবহাওয়া খারাপ থাকায় বেশিরভাগ এলাকাতেই বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। সে কারণে ওই ট্রেকারদের কাছে মোবাইল ফোন থাকলেও তা কোন কাজ করছে না। সে কারণে তাদের কোনও খবর মিলছে না। চলতি মাসের ১৭ তারিখ থেকে একটানা প্রবল বৃষ্টি হয়ে চলেছে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে। মেঘভাঙা প্রবল বৃষ্টির কারণে দুই রাজ্যই বন্যা কবলিত হয়ে পড়েছে। সা

ধারনত অক্টোবর মাসের প্রথম থেকেই নভেম্বর মাসের শেষ পর্যন্ত উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে ট্রেকিংয়ের জন্য প্রচুর পর্যটক আসেন। কিন্তু আবহাওয়াজনিত পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ায় পর্যটকরা অনেকেই হিমাচলে আসতে পারেননি। যারা এসেছেন তাঁরাও এভাবে আটকে যাওয়ায় অনেকেই প্রমাদ গুনছেন। ইতিমধ্যেই কলকাতার বাঙালি পর্যটকদের বাড়িতে তৈরি হয়েছে উদ্বেগ।

তাঁরা সকলেই উত্তরাখণ্ড প্রশাসনের কাছে উদ্ধারের ব্যাপারে খোঁজখবর করছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও আলোর দিশা দেখা যায়নি। পশ্চিমবঙ্গ সরকারের তরফেও উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বাঙালি পর্যটকদের যাতে দ্রুত এবং নিরাপদে উদ্ধার করা যায় সে বিষয়ে সব ধরনের ব্যবস্থা নিতে হিমাচল প্রদেশ সরকারকে অনুরোধ জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

]]>