trolls – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 29 Sep 2021 10:17:01 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png trolls – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 নিন্দুকদের কড়া সমালোচনা করলেন ‍’Didi No-1′ রচনা বন্দ্যোপাধ্যায় https://ekolkata24.com/entertainment/rachana-banerjee-opens-up-about-facebook-trolls Wed, 29 Sep 2021 10:04:15 +0000 https://www.ekolkata24.com/?p=6002 বায়োস্কোপ ডেস্ক: সঞ্চালনা ও অভিনয়ের পাশাপাশি সম্প্রতি অনলাইন মাধ্যমের সাহায্যে শাড়ির ব্যবসা শুরু করেছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পড়ে গেছে হইচই রব। 

রচনা বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় সম্মুখীন হতে হয়েছে একরাশ ট্রোল ও কুকথার। বেশ কড়া ভাষায় সেসব ট্রোল ও কুকথার জবাব দিলেন অভিনেত্রী। রচনা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে সমালোচকদের প্রশ্নের পাল্টা জবাব দিয়ে বলেছেন, “শাড়ির ব্যবসা করা কি খারাপ?” তার এই সাহসী পদক্ষেপের প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।

অভিনয় জগতে সম্প্রতি বিশেষ সক্রিয় না থাকলেও রচনা ব্যানার্জি বেশ কিছুদিন ধরেই যুক্ত রয়েছেন একটি বেসরকারি চ্যানেলে সঞ্চালনার কাজে। কিছুদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্য করে জানিয়েছিলেন যে এবার সম্পূর্ণ নতুন অবতারে ধরা দিতে চলেছেন। তার কিছুদিন পরেই তিনি তার নিজস্ব বুটিক ‘রচনা’স ক্রিয়েশন’-এর উদ্বোধনের কথা প্রকাশ করেন।

Rachana Banerjee

তাতে ভক্তেরা অজস্র শুভেচ্ছা বার্তা জানালেও, একদল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সমালোচনার সম্মুখীন হতে হয় টলিউড অভিনেত্রীকে। অনেকে সমালোচনা করেছেন যে তিনি তার তারকা হওয়ার ভাবমূর্তিকে ব্যবহার করে অতিরিক্ত দামে শাড়ি বিক্রি করছেন। আবার অনেকের মতে, রচনা ব্যানার্জীর বুটিকের শাড়ি গুলি সম্ভবত অন্য দোকান থেকে নিয়ে আসা। বেশকিছু দরুন আবার এও আশঙ্কা প্রকাশ করেছেন যে, তারকারা এভাবে অনলাইনে ব্যবসা শুরু করলে বেশকিছু ছোট ব্যবসায়ীরা বিপদে পড়বেন। এ প্রসঙ্গে সরাসরি সুদীপা মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের সাথেও তুলনা টানা হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের।

ফেসবুক লাইভে এসে অভিনেত্রী নেটিজেনদের সমস্ত সমালোচনার কড়া ভাষায় জবাব দেন। এ প্রসঙ্গে তিনি স্বনির্ভরতা ও নারী ক্ষমতায়নের প্রসঙ্গ টেনে আনেন। তিনি জানিয়েছেন, “আমি শাড়ি বিক্রি করি বা না করি তাতে কারও সুবিধা বাঅসুবিধা হওয়ার কথা নয়।” তিনি এও বলেছেন যে তার এই পদক্ষেপে অনুপ্রাণিত হবেন হাজার হাজার মহিলা। রচনা ব্যানার্জি জানান যে সাধারণ মানুষের আরও কাছাকাছি থাকার একটি পন্থা হিসেবেই তিনি বুটিকটি গড়ে তুলেছেন।

]]>