TRP – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 16 Nov 2021 16:15:48 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png TRP – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 বাংলা ধারাবাহিকে নজরকাড়া জনপ্রিয়তা, মিঠাই ঘিরে ড্রইংরুম এখন সরগরম https://ekolkata24.com/entertainment/bengali-serial-methai-trp-goes-up-day-by-day Tue, 16 Nov 2021 15:39:19 +0000 https://ekolkata24.com/?p=11527 বায়োস্কপ ডেস্ক, কলকাতা- একটানা ৩৪ সপ্তাহ ধরে টিআরপি-র তে নিজের জায়গা করে নিয়েছে জি বাংলার ধারাবাহিক মিঠাই। এই ধারাবাহিক বর্তমানে সাধারণ মানুষের ড্রইংরুমে জাঁকিয়ে বসেছে। সিদ্ধার্থের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠার কাহিনি হোক, মোনোহরার সম্মান রক্ষা, সব বিষয়ে পারদর্শী জিনিয়াস বৌমা। মাঝেমধ্যে খুঁটিনাটি অশান্তিতে জড়িয়ে পড়লেও, শেষ হাসি মুখে যেন লেগে থাকে মিঠাইয়ের। সেই মনোহরায় এখন নতুন ঝড়।

সিদ্ধার্থকে উচিত শিক্ষা দ্বিতীয় মিঠাই এর সঙ্গে কড়া টক্করে নামতে, পরিবারে হাজির হয়েছে তোর্সা। পরিবারের বড় বউ বলে কথা। কিন্তু তার স্বভাবের জেরেই তাঁকে প্রতিটা মুহূর্তেই ছোট হতে হচ্ছে।

Trina Saha

বর্তমানে এই গল্প ঘিরেই মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা তুঙ্গে। একদিকে মনোহরা ভাগ হয়ে যাওয়া, তিন-তিনটে মিষ্টির দোকান হাতছাড়া হওয়া, তার উপর তোর্সার প্রতিটা মুহূর্তে বাঁকা কথার উত্তর দেওয়া, দিনদিন মিঠাই যেন আরো পরিণত হয়ে উঠছে পরিবার রক্ষার খাতিরে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

 

<

p style=”text-align: justify;”>এখানেই শেষ নয়, পাশাপাশি এই ধারাবাহিকে সবথেকে বেশি নজর কাড়ছে সিদ্ধার্থের দিন দিন নিজেকে পাল্টে ফেলা। মিঠাই এর মুখ চেয়ে মাঝেমধ্যেই এখন প্রতিবাদ করছে সিদ্ধার্থ মোদক। আবার গল্পের আরো একদিকে বড় অংশ দখল করে রয়েছে সমরেশ। বাড়ির বড় ছেলে, অবশেষে কি মন থেকে মেনে নিতে পারছে মিঠাইকে! মনের কথা খুলে বলতে গিয়ে মাকে তিনি জানিয়ে দিলেন, মিটিং মেয়ে হিসেবে ভালো কিন্তু সিদ্ধার্থের পাশে অযোগ্য। তবুও মিঠাইয়ের দেওয়া প্রস্তাব এখন আর ফেলে দিতে পারেন না তিনি। এইটুকু সম্মান পেয়ে আপাতত বেশ সুখে আছে মিঠাই রানী।

]]>
ধারাবাহিকের লড়াইয়ে আবারও প্রথম মিঠাই, পিছিয়ে রানী রাসমণি https://ekolkata24.com/entertainment/trp-rating-of-bengali-serials Mon, 09 Aug 2021 08:26:36 +0000 https://www.ekolkata24.com/?p=2056 বায়োস্কোপ ডেস্ক: বাংলার সেরা ধারাবাহিক লড়াইয়ের ফল প্রকাশ। আবারও মিঠাইয়ের জয়ের ধারা অব্যাহত। ১১.৫ রেটিং নিয়ে সপ্তাহের সেরা ধারাবাহিক মিঠাই। সপ্তাহের নানান চমকই এই জয়ের অন্যতম কারণ। যদিও আগের তুলনায় প্রায় ০.৮ পয়েন্ট কমেছে এই ধারাবাহিকের রেটিং। তবে সবশেষে জয় নিয়েই উচ্ছসিত সেটের সকলে।

সোমবার থেকে রবিবার, সপ্তাহের প্রত্যেকদিনই দর্শকরা রাত ৮ টায় জি বাংলায় এর ধারাবাহিকটি দেখতে পায়। তবে এই সপ্তাহের পর্বগুলোতে ছিল বিশেষ কিছু চমক, যা মন কেড়েছে দর্শকদের। এই প্রথমবার মিঠাইয়ের উচ্ছেবাবু অর্থাৎ সিদ্ধার্থ মোদক হাত মিলিয়েছে হলাপাটি দলের সঙ্গে। মিঠাইয়ের সঙ্গে ফন্দি পেতে বোন শ্রীতমা ও রাতুলের বিয়ে বাঁচানোর চেষ্টা করছে সিদ্ধার্থ। সব মিলিয়ে মিঠাই সিদ্ধার্থের এই নতুন সম্পর্কের হিসেবকে বেশ রসিয়ে উপভোগ করছেন দর্শকরা।

অন্যদিকে সপ্তাহের দ্বিতীয় সেরা ধারাবাহিকের তালিকায় জায়গা করে নিয়েছে অপরাজিতা অপু। তাদের রেটিং পয়েন্ট ৯.৪। তৃতীয় স্থানে ৮.১ রেটিং নিয়ে আছে খড়কুটো। এছাড়া সেরা ধারাবাহিকের লড়াইয়ে কৃষ্ণকলি, যমুনা ঢাকি, শ্রীময়ী, মহাপিঠ তারাপীঠ, জীবন সাথী ও দেশের মাটি জায়গা করে নিয়েছে। তবে অত্যন্ত নিরাশাজনকভাবে নবম স্থানে রয়েছে রানী রাসমণি ও দশম স্থানে ডান্স বাংলা ডান্স।

]]>