UGC – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 04 Dec 2021 16:05:46 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png UGC – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Cyclone Jawad Updates: জাওয়াদ আতঙ্কে পিছিয়ে দেওয়া হল ইউজিসির নেট পরীক্ষা https://ekolkata24.com/uncategorized/ugcs-net-test-was-postponed-due-to-cyclone-jawad Sat, 04 Dec 2021 16:05:46 +0000 https://ekolkata24.com/?p=13534 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: রবিবার ৫ ডিসেম্বর ইউজিসি নেট পরীক্ষা (ugc net exam) হওয়ার কথা ছিল। কিন্তু সেই পরীক্ষা পিছিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি(national testing agency)। তবে করোনাজনিত কারণে নয়, পরীক্ষা পিছান হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদের (Cyclone Jawad) আতঙ্কের কারণে।

তবে গোটা দেশেই যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে তা নয়। পরীক্ষা পিছানো হয়েছে সেই সমস্ত জায়গায় যেখানে জাওয়াদের সর্তকতা (jaoad alert) জারি করা হয়েছে। যে সমস্ত এলাকায় পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে কবে এই পরীক্ষা নেওয়া হবে তা এদিন জানানো হয়নি।

উল্লখ্য, মৌসম ভবনের (mousam bhavan) সতর্কবার্তার প্রেক্ষিতে ওড়িশা ও অন্ধপ্রদেশে ৪ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। ইউজিসি নেট পরীক্ষা হওয়ার কথা ছিল ৫ ডিসেম্বর রবিবার। স্বাভাবিকভাবেই এ ধরনের দুর্যোগের মধ্যে পরীক্ষার্থীদের পক্ষে নির্দিষ্ট সময় মেনে পরীক্ষা কেন্দ্রে যাওয়া সম্ভব নয়। কারণ অন্ধ্র এবং ওড়িশা দুই রাজ্যে বাতিল হয়েছে একাধিক ট্রেন। রাস্তাতেও সেভাবে যানবাহন চলছে না। তাই পরীক্ষার্থী এবং যাঁরা পরীক্ষা নেবেন তাঁরা সকলেই চরম সমস্যায় পড়বেন। সে কারণেই পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওড়িশার কটক, ভুবনেশ্বর, পুরী এবং অন্ধ্রের বিশাখাপত্তনম, বিজয়নগরম, শ্রীকাকুলাম, মছলিপত্তনম-সহ দক্ষিণ অন্ধপ্রদেশের আরও কিছু শহরে পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তবে দুই রাজ্যে অন্যান্য শহরগুলিতে নির্ধারিত সূচি মেনেই রবিবার পরীক্ষা নেওয়া হবে। যে কেন্দ্রগুলিতে পরীক্ষা বাতিল করা হয়েছে সেখানেও পরীক্ষার দিনক্ষণ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এদিন ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তরের জন্য একটি একটি হেল্পডেস্ক চালু করা হয়েছে। ওই হেল্পডেস্কের ফোন নম্বর হল (০১১) ৪০৭৫৯০০০। ফোন নম্বরের পাশাপাশি একটি ই-মেইল আইডিও দেওয়া হয়েছে। ওই ইমেইল আইডিটি হল. ugcnet@ nta.ac.in.

উল্লেখ্য, ২০ নভেম্বর থেকে ইউজিসির নেট পরীক্ষা শুরু হয়েছে। ৫ ডিসেম্বর ছিল শেষ দিনের পরীক্ষা। কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের কারণেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত।

]]>
ফের স্থগিত হল UGC NET পরীক্ষা https://ekolkata24.com/uncategorized/ugc-net-test-is-postponed-again Sun, 10 Oct 2021 16:03:45 +0000 https://www.ekolkata24.com/?p=7204 নিউজ ডেস্ক:  এই নিয়ে তৃতীয়বার স্থগিত হয়ে গেল ইউজিসির নেট পরীক্ষা। এর আগেও দু’বার নেট পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হয়েছিল করোনাজনিত কারণে। নতুন নির্দেশিকা অনুযায়ী প্রথমে ৬ থেকে ৮ অক্টোবর এবং ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত পরীক্ষার সূচি ঘোষিত হয়েছিল। কিন্তু সেই দিনও পাল্টে যায়। নতুন করে বলা হয় ১৭ অক্টোবর থেকে ২৫ অক্টোবরের মধ্যে নিট পরীক্ষা হবে।

কিন্তু করোনার কারণে এবার নতুন পরীক্ষার সূচিও বাতিল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। রবিবার এনটিএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই পরীক্ষার নতুন দিন-তারিখ ঘোষণা করা হবে। পরীক্ষার নতুন সূচি জানার জন্য পরীক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি এদিন তাদের ওয়েবসাইটের নামও জানিয়েছে। www.nta .ac.in এবং ugcnet. nta.nic.in. এই দুই ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। পরীক্ষার্থীদের কোনও জিজ্ঞাস্য থাকলে সরাসরি হেল্প ডেস্কে ফোন বা ইমেইল করতে বলা হয়েছে। হেল্প ডেস্কের ফোন নাম্বার হল ০১১ ৪০৭৫ ৯০০০।

]]>
UGC-NET 2021 -এর প্রবেশপত্র শিগগির প্রকাশ করা হতে পারে https://ekolkata24.com/uncategorized/admits-for-ugc-net-2021-will-arrive-soon Sun, 10 Oct 2021 03:12:30 +0000 https://www.ekolkata24.com/?p=7072 অনলাইন ডেস্ক: UGC-NET 2021 এর প্রবেশপত্র প্রকাশ করা হতে পারে শীঘ্রই। পরীক্ষাটি প্রথমে হওয়ার কথা ছিল ৬ অক্টোবর থেকে ১৩ অক্টোবরের মধ্যে। তবে এনটিএ পুনরায় নির্ধারিত পরীক্ষার তারিখ বদলে নতুন সময়সূচি প্রকাশ করেছে। ডিসেম্বর ২০২০ ও জুন ২০২১ এই দুটো মরশুমের আবেদনকারীদের একসাথে পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট – ugcnet.nta.nic.in থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। 

পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ১৭ থেকে ২৫ অক্টোবর ২০২১ পর্যন্ত ৮১ টি বিষয়ে সারা ভারত জুড়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নিতে চলেছেন। সহকারী অধ্যাপক এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ (জেআরএফ) বা সহকারী অধ্যাপক পদের নিয়োগের যোগ্যতা নির্ধারণের জন্য পরীক্ষা নেওয়া হবে। আবেদনকরির থাকতে হবে ইউজিসি দ্বারা স্বীকৃত শুধুমাত্র বিভিন্ন ভারতীয় বিশ্ববিদ্যালয়/ কলেজ/ ইনস্টিটিউশনের দ্বারা প্রদত্ত মানপত্র। NTA যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে প্রার্থীদের প্রবেশপত্র প্রদান করবে।

NTA ইউজিসি নেট এর কার্যকরী ওয়েবসাইট থেকে আবেদনকারীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রার্থীদের প্রবেশপত্র সঙ্গে আনতে হবে পাসপোর্ট সাইজের ছবি এবং তাতে আরও একটি পাসপোর্ট সাইজের ছবি উপস্থিতির পাতায় লাগাতে হবে। তাই প্রার্থীদের তাদের অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপি ভাল অবস্থায় রাখার এবং পরীক্ষার দিন আগে প্রবেশপত্রের উপরে উল্লেখিত নির্দেশাবলী অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার ডাউনলোডের সংশোধিত তারিখগুলি উল্লেখ করে বিস্তারিত সময়সূচী এনটিএ এবং ইউজিসি নেট ওয়েবসাইটে আলাদাভাবে প্রদর্শিত হবে। এছাড়াও বিস্তারিত তথ্য জানতে প্রার্থীরা [email protected] ঠিকানায় ইমেল করতে পারেন।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) একটি ক্যোয়ারি রিড্রেসাল সিস্টেম (কিউআরএস) প্রতিষ্ঠা করেছে। কিউআরএস হল ওয়েব প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি একটি প্ল্যাটফর্ম যা প্রাথমিকভাবে আবেদনকারীদের প্রশ্ন/অভিযোগের দ্রুত এবং অনুকূল সমাধানের জন্য ২৪ ঘণ্টা সুবিধা প্রদান করে। প্রশ্ন/অভিযোগের অবস্থা ট্র্যাক করার জন্য একটি অনন্য নিবন্ধন নম্বর তৈরি করা হবে। নিবন্ধিত প্রার্থীরা দ্রুত ও অনুকূল প্রতিক্রিয়ার জন্য “প্রার্থী লগইন” এ অনলাইন সুবিধাটি ব্যবহার করতে পারেন।

]]>