UK – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 28 Dec 2021 07:08:06 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png UK – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ফ্রান্স ও ব্রিটেনে একদিনে করোনা আক্রান্ত লক্ষাধিক, তীব্র আতঙ্ক https://ekolkata24.com/uncategorized/more-than-one-lakh-omicron-positive-case-in-france-and-uk Sun, 26 Dec 2021 09:48:15 +0000 https://ekolkata24.com/?p=16301 News Desk: করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময়ে যা দেখা যায়নি সেটাই দেখা গেল ওমিক্রনের দাপটে। ইউরোপের অন্যতম দেশ ফ্রান্সে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৬১১ জন। যার মধ্যে অধিকাংশই ওমিক্রনের শিকার। ব্রিটেনেও একদিনে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২০ হাজারের বেশি।

শীত পড়তেই ইউরোপ জুড়ে করোনার বাড়বাড়ন্ত । ধরা পড়ার কয়েকদিনের মধ্যেই বিশ্বের ১১০টি দেশে ছড়িয়ে পড়েছে এই নতুন ভেরিয়েন্ট। ইতিমধ্যেই ইউরোপের বেশিরভাগ দেশে দাপট দেখাতে শুরু করেছে ওমিক্রন।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই জরুরি বৈঠকে বসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। স্বাস্থ্য-সহ বিভিন্ন দফতরের শীর্ষ কর্তাদের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন তিনি। পরিস্থিতির উপর সরকার কড়া নজর রাখছে বলেও ম্যাঁক্রো জানিয়েছেন। শেষ ২৪ ঘন্টায় ফ্রান্সে যতজন আক্রান্ত হয়েছেন তার অধিকাংশই ওমিক্রন আক্রান্ত বলে জানা গিয়েছে। ২৪ ঘন্টায় ফ্রান্সে মৃত্যু হয়েছে ৮৪ জনের।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর নিরিখে বিশ্বের প্রথম দশটি দেশের মধ্যে ফ্রান্স রয়েছে সাত নম্বরে। শুক্রবার ফ্রান্সে ৯৪১২৪ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছিল। মৃত্যু হয়েছিল ১৬৭ জনের। তুলনায় শনিবার মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও আক্রান্ত সংখ্যা অনেকটাই বেড়েছে।

ইতিমধ্যেই গোটা ইউরোপে শুরু হয়েছে নববর্ষ বরণ উৎসব। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো সে দেশের প্রত্যেক মানুষকে ঘরে থেকে উৎসব পালনের ডাক দিয়েছেন।

শনিবার যিশুর জন্মদিন উপলক্ষে পোপ ফ্রান্সিস সকলকে দ্রুত টিকা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। ভ্যাটিকান সিটির ওই অনুষ্ঠানে পোপ বলেন, গরিব মানুষের প্রতি উদাসীন আচরণ ঈশ্বরকে অসন্তুষ্ট করে তুলেছে। শুধু ধনী দেশগুলিতেই ভ্যাকসিন দিলে যে গোটা বিশ্ব করোনার হাত থেকে মুক্তি পাবে না এটা আজ স্পষ্ট হয়ে গিয়েছে। মনে রাখতে হবে, প্রদীপের নিচেই থাকে অন্ধকার। তাই বিশ্বের প্রতিটি মানুষ যাতে টিকা পায় সেদিকে সবার আগে নজর দিতে হবে।

ব্রিটেনেও ওমিক্রন বড় মাপের ছাপ ফেলেছে। বরিস জনসনের দেশে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ২০ হাজার মানুষ। যার মধ্যে বেশিরভাগই ওমিক্রন আক্রান্ত। ফলে ব্রিটেনেও করোনা নতুন করে আতঙ্ক ও উদ্বেগ ছড়াচ্ছে। ব্রিটেনে প্রতিদিনই আক্রান্তের নতুন রেকর্ড তৈরি হচ্ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। একদিনে এক লাখ কুড়ি হাজারের বেশি মানুষের করোনা আক্রান্ত হওয়া এক নতুন রেকর্ড।

ব্রিটেনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটা হিমশৈলের চূড়া মাত্র। নববর্ষের উৎসব শেষ হলে এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক সতর্কবার্তায় জানিয়েছে, বেশ কয়েকটি দেশে করোনার গোষ্ঠী সংক্রমণ ছড়িয়েছে। তাই প্রতি দেশকেই আরও সতর্ক থাকতে হবে। অন্যথায় এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হবে গোটা বিশ্বকে।

]]>
Omicron: ব্রিটেনে প্রথম ওমিক্রন শিকার, জরুরি অবস্থা জারি https://ekolkata24.com/uncategorized/omicron-death-england-emergency Mon, 13 Dec 2021 15:32:47 +0000 https://ekolkata24.com/?p=14701 News Desk: প্রথম শিকার ব্রিটেনে। মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron) আক্রান্ত হয়ে ব্রিটেনে একজনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী বরিস জনসন বিষয়টি নিশ্চিত করেছেন।  রবিবার বিবৃতিতে ওমিক্রন জরুরি অবস্থা ঘোষণা করেছে ব্রিটেন সরকার।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ওমিক্রনের একটি উত্তাল ঢেউ আসছে। আর এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়। সেটি রোধে এই সপ্তাহ থেকে ইংল্যান্ডে ১৮ বছরের বেশি বয়সী সবাইকে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে।

ব্রিটেনে জারি হয়েছে ওমিক্রন সতর্কতার ৪ নম্বর পর্যায়। লেভেল চার মানে করোনার উচ্চ বা ক্রমবর্ধমান ট্রান্সমিশন। গত মে মাসে এরকম সতর্কতা ছিল।

বরিস জনসন বলেছেন আমি ভয় পাচ্ছি যে, আমরা  ওমিক্রনের সঙ্গে যুদ্ধে একটি জরুরি অবস্থার সম্মুখীন হচ্ছি। সুরক্ষার জন্য কেবল ভ্যাকসিনের দুটি ডোজ যথেষ্ট নয়। তবে বিজ্ঞানীরা আত্মবিশ্বাসী যে তৃতীয় ডোজ বা একটি বুস্টার ডোজ দিয়ে সুরক্ষা পাওয়া সম্ভব।

]]>
UK: চালু ‘ডগ টিভি’ সম্প্রচার, কুকুরদের কেরামতি দেখতে বিপুল আগ্রহ https://ekolkata24.com/offbeat-news/dog-tv-started-in-england Sat, 06 Nov 2021 15:59:52 +0000 https://www.ekolkata24.com/?p=10536 News Desk: টেলিভিশনে বিনোদনমূলক চ্যানেল নতুন কিছু নয়। শুধুমাত্র বাড়ির পোষ্য সারমেয়দের জন্য একটি বিনোদনমূলক চ্যানেল চালু হল। তবে ভারতে নয়, এই ডগ টিভির (Dog Tv) সম্প্রচার ব্রিটেনের (Britain)।

সম্প্রচারের প্রথম দিনেই রীতিমতো হইচই ফেলে দিয়েছে এই নতুন চ্যানেল। হঠাৎ করে পোষ্যদের জন্য এধরনের একটি চ্যানেলের ভাবনা চিন্তার কথা মাথায় এল কীভাবে?

ব্রিটেনের এই টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে, গত দেড় বছরে বহু মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আক্রান্তদের মধ্যে অনেকেই দীর্ঘদিন হাসপাতালে কাটাতে বাধ্য হয়েছেন। বেশ কিছুদিন প্রভুকে বাড়িতে দেখতে না পেয়ে সারমেয়েদের মানসিক অবস্থাও বদলে গিয়েছিল। সারমেয়রাও ভুগছিল মানসিক অবসাদে। একটানা কয়েকদিন মালিককে দেখতে না পেয়ে পোষ্যরাও হয়ে উঠেছিল অস্থির। অনেকই বন্ধ করে দিয়েছিল খাওয়া-দাওয়া। কেউ কেউ বিনিদ্র রজনীও কাটিয়েছে। অনেকের চোখ দিয়ে রীতিমত জল গড়িয়ে পড়তে দেখা গিয়েছে। প্রভুর খোঁজে কয়েকটি সারমেয়কে শিকল ছিঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেতেও দেখা গিয়েছে।

পোষ্যদের এই নিদারুণ মানসিক যন্ত্রণার হাত থেকে রেহাই দিতেই তাদের জন্য এই বিনোদনমূলক চ্যানেল তৈরির ভাবনা। এই চ্যানেলে সারমেয়দের উপযুক্ত করেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান সম্প্রচার করা হবে। সারমেয় বিশেষজ্ঞদের মতামত নিয়েই তৈরি করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। প্রথম দিনের অনুষ্ঠানেই রীতিমতো সাড়া পড়ে গিয়েছে বলে চ্যানেল কর্তৃপক্ষের দাবি। তাদের আশা, আগামী দিনে বহু মালিক তাঁর পোষ্যের জন্য এই চ্যানেলটি দেখার ব্যবস্থা করবেন।

]]>
Eangland: লন্ডনে প্রকাশ্যে খুন ব্রিটিশ সাংসদ, রক্তাক্ত ছুরি নিয়ে সূত্র খুঁজছে পুলিশ https://ekolkata24.com/uncategorized/british-mp-murderared-at-a-church-near-london Sat, 16 Oct 2021 04:11:04 +0000 https://www.ekolkata24.com/?p=7836 নিউজ ডেস্ক: খুন করা হয়েছে ইংল্যান্ডের (England) ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির সাংসদ স্যার ডেভিড অ্যামেসকে। তাঁকে খুন করার পর আততায়ী যে রক্তাক্ত ছুরি ফেলে গেছে সেটি উদ্ধারের পর সূত্র খুঁজছে লন্ডন পুলিশ।

বিবিসি জানাচ্ছে,লন্ডনের লে অন সি এলাকায় একটি গির্জায় তার ওপর হামলা হয়। ডেভিড অ্যামেস তাঁর সংসদীয় এলাকায় একটি মিটিং করছিলেন। সেই সময় ছুরি দিয়ে তাকে আঘাত করে আততায়ী। এই খুনে জড়িত সন্দেহে পুলিশ ২৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে।

অ্যামেস কনজারভেটিভ পার্টির হয়ে গত চার দশক ধরে এমপি। বয়স হয়েছিল ৬৯ বছর। যখন তাঁর ওপর হামলা চালানো হয় তখন তিনি নির্বাচনী এলাকার অফিসে মিটিং করছিলেন।

পুলিশ বলছে, হামলার সংবাদে ঘটনাস্থলে গিয়ে সাংসদ স্যার অ্যামেসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে জরুরি চিকিৎসা দেওয়া হয়। তবে ঘটনাস্থলেই তিনি মারা যান। খুনের পিছনে কী কারণ থাকতে পারে এবিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি।

বিবিসি জানাচ্ছে, ইংল্যান্ডে গত পাঁচ বছরে দু’জন সাংসদকে খুন করা হলো। ২০১৬ সালে লেবার পার্টির একজন সাংসদ জো কক্সকে খুূন করা হয়েছিল।

]]>
বাংলাদেশি বংশোদ্ভূত ISIS জঙ্গি শামীমা এখন ফ্যাশন পোশাকে, লন্ডনে ফিরতে মরিয়া https://ekolkata24.com/uncategorized/isis-militant-shamima-begum-makes-appeal-to-return-to-uk Thu, 16 Sep 2021 07:48:37 +0000 https://www.ekolkata24.com/?p=4747 নিউজ ডেস্ক: খোলা পোশাকে বাংলাদেশি বংশোদ্ভূত আত্মসমর্পণকারী আইএস জঙ্গি শামীমা বেগম। লন্ডনের একটি টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকারে শামীমার দাবি, ‘আমি যদি কোনও অপরাধ করে থাকি, সেটি হচ্ছে আইএসে যোগ দেওয়ার মতো বোকামি করা।’ এই ছবি হয়েছে ভাইরাল। নেটিজেনদের দাবি, ইংল্যান্ডে ফিরতে চেয়ে শামীমা ক্রমাগত নাটক করে চলেছে।

Shamima Begum

ছাত্রী শামীমা ও জঙ্গি শামীমা

ইসলামিক স্টেটে যোগ দেওয়ার উদ্দেশ্যে ২০১৫ সালে ১৫ বছর বয়সে লন্ডন ছেড়ে সিরিয়ায় চলে যায় শামীমা। তার লন্ডন ত্যাগের ছবি সিসিটিভিতে ধরা পড়ে। চার বছর পরে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে সিরিয়ার একটি শরণার্থী শিবির থেকে তাকে উদ্ধার করা হয়।

ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় সেনা অভিযানে সংগঠনটির মূল ঘাঁটি ভেঙে দেওয়া হয়। জঙ্গি শমীমার খোঁজ মেলে সিরিয়ায়। তার জঙ্গি স্বামী ও সন্তানরা মৃত। ইংল্যান্ডে ফিরতে চেয়ে শামীমা বারবার আবেদন জানাচ্ছে।

Shamima Begum

লন্ডন থেকে সিরিয়া পালানোর মুহূর্তে শামীমা।

ব্রিটেন সরকারের তরফে শামীমাকে আশ্রয় দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের উপর কূটনৈতিক চাপ দেওয়া হয়েছিল। কিন্তু ঢাকা সরাসরি সেই আবেদন নাকচ করেছে। তবে শামীমা জানায়, সে বাংলাদেশি বংশোদ্ভূত হলেও বাংলাদেশে আর ফিরতে চায় না।

টি়ভি অনুষ্ঠানে প্রায় আধঘণ্টার সাক্ষাৎকারে শামীমা বেগম জানায়, কী করে লন্ডন থেকে পালিয়ে গিয়ে আইএসে যোগ দিয়েছিল। সেখানে তার জীবন এবং কেন এখন আবার ব্রিটেনে ফিরে আসতে চায়। বোরখা ফেলে একেবারে খোলামেলা পোশাক পরে সাক্ষাতকার দিয়েছে শামীমা।

]]>
করোনা ভাইরাস: ভারত, ব্রাজিল, ইউকে-দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্ট আসলে কী? https://ekolkata24.com/uncategorized/corona-virus-what-are-the-india-brazil-uk-south-africa-variants Sat, 03 Jul 2021 07:23:13 +0000 https://ekolkata24x7.com/?p=109 ডিজিটাল ডেস্ক: সারা বিশ্বের নজর এখন করোনাভাইরাসের নানা মিউটেশনের দিকে৷ কোভিডের নতুন নতুন ধরন দ্রুত ছড়াচ্ছে৷ একই সঙ্গে বেশি সংখ্যায় লোক এখন সংক্রমিত হচ্ছে৷ ভ্যাকসিনকে ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও এসব ভ্যারিয়েন্টের বেশি।

মিউটেশন কেন ঘটে?
বেঁচে থাকা এবং বংশবৃদ্ধির জন্য সব ভাইরাসের দেহেই পরিবর্তন ঘটে। বেশিরভাগ সময়েই এসব পরিবর্তন খুবই সূক্ষ্ম। কোন কোন সময়ে এতে ভাইরাসেরই ক্ষতি হয়। তবে অন্যগুলোতে যখন বড় ধরনের মিউটেশন ঘটে তখন রোগটা আরও বেশি সংক্রামক রূপ নেয় এবং রোগীর ঝুঁকি আরও বাড়িয়ে দেয়৷ সংক্রমণ কিংবা ভ্যাকসিনের মাধ্যমে যখন মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়৷ ভাইরাস তখন মিউটেশনের মাধ্যমে নিজেকে পরিবর্তন করে সেই প্রতিরোধ ক্ষমতা ভেঙে ফেলে। কোন ভাইরাস কতখানি বিপজ্জনক, তা জানতে বিজ্ঞানীরা ভাইরাসের জেনেটিক কোড, পরীক্ষাগারে তার আচরণ এবং মানুষের মধ্যে সংক্রমণের দিকটি লক্ষ্য করেন।

নানান ভ্যারিয়েন্ট সম্পর্কে কী জানি?
সমগ্র বিশ্বে করোনাভাইরাসের হাজার হাজার ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। কিন্তু ইউকে, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিল ভ্যারিয়েন্টকে ”উদ্বেগজনক ভ্যারিয়েন্ট” বলে মনে করা হয়। ইউকে বা কেন্ট ভ্যারিয়েন্ট (যার আরেক নাম B.1.1.7) প্রথম দেখা গিয়েছে ব্রিটেনে। পরে ৫০টিরও বেশি দেশে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এটি এখনও মিউটেট করছে। ব্রাজিল ভ্যারিয়েন্ট (P.1) ছড়িয়ে পড়েছে শতাধিক দেশে। এর মধ্যে ব্রিটেনও রয়েছে৷ এছাড়াও ২৮ এপ্রিল পর্যন্ত ব্রিটেনে ইন্ডিয়া ভ্যারিয়েন্টের (B.1.617 ) দুই শতাধিক কেস ধরা পড়েছে। তবে ভারতে কোভিড-১৯ মহামারির বর্তমান ঢেউয়ের সঙ্গে এর কোন সম্পর্ক নেই বলেই বিজ্ঞানীরা মনে করছেন।

নতুন ভ্যারিয়েন্ট কি সত্যিই বেশি বিপজ্জনক?
যারা এসব ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছেন, তাদের বেশিরভাগের অসুস্থতার মাত্রা অনেক বেশি এমন কোন প্রমাণ এখনও পাওয়া যায়নি। করোনার মূল রূপের ক্ষেত্রে যেমনটা দেখা গিয়েছে, বয়স্ক এবং শারীরিক সমস্যা যাদের প্রকট এসব ভ্যারিয়েন্টেও তারাই বেশি ঝুঁকির মুখে। কিন্তু ভ্যাকসিন নেওয়া হয়নি এমন জনগোষ্ঠীর জন্য বেশি সংক্রামক কোন ভাইরাসের সংক্রমণ ঘটলে রোগী মৃত্যুর ঘটনাও ঘটবে বেশি। কিছু গবেষণা থেকে জানা যাচ্ছে, ইউকে ভ্যারিয়েন্টে ব্যক্তি-বিশেষের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি ৩০% বেশি। তবে এর পক্ষে প্রমাণ খুব একটা জোরাল নয়। কিন্তু করোনার সব ধরনের স্ট্রেইনের ক্ষেত্রেই ডাক্তারদের উপদেশ একই- ভাল করে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, ফেস মাস্ক ব্যবহার করা এবং ঘরের মধ্যে বাতাস চলাচল নিশ্চিত করা।

ইউকে, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল কিংবা ইন্ডিয়ান – সবগুলো ভ্যারিয়েন্টই নিজের দেহের স্পাইক প্রোটিনে পরিবর্তন ঘটিয়েছে। এটি ভাইরাসের একটি অংশ যেটি দিয়ে সে মানুষের দেহকোষের ভেতরে ঢুকে পড়তে পারে। । N501Y নামে পরিচিত একটি মিউটেশনে দেখা গিয়েছে, দেহকোষে সংক্রমণ এবং বিস্তারের ক্ষেত্রে এটি ভাইরাসকে বিশেষ সুবিধে করে দেয়। কোন কোন বিশেষজ্ঞ মনে করেন, ইউকে/কেন্ট ভ্যারিয়েন্টটি ৭০% বেশি সংক্রামক৷ যদিও পাবলিক হেলথ ইংল্যান্ড বলছে, এটি ৩০%-৫০% সংক্রামক। দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল ভ্যারিয়েন্টেও E484K নামে একটি গুরুত্বপূর্ণ মিউটেশন ঘটেছে। এর ফলে ভাইরাস অ্যান্টিবডির হাত থেকে পালাতে পারে। অ্যান্টিবডি দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। ইউকে ভ্যারিয়েন্টের মধ্যে সম্প্রতি এধরনের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন। ইন্ডিয়া ভ্যারিয়েন্টেও কিছু গুরুত্বপূর্ণ মিউটেশন ঘটেছে৷ যার ফলে এটা রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেদ করতে পারে। সেজন্যই বিজ্ঞানীরা এখন এটি নিয়ে জরুরি ভিত্তিতে গবেষণা চালাচ্ছেন।

নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিন কি কাজ করতে পারবে?
এখন যেসব ভ্যাকসিন চালু রয়েছে, সেগুলো তৈরি করা হয়েছিল করোনার মূল ধরনটির চিকিৎসার জন্য। তবে বিজ্ঞানীরা বলছেন, নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এগুলো কাজ করবে, তবে তার কার্যকারিতা হবে কম। একটি গবেষণা থেকে জানা যাচ্ছে, আগে যাদের কোভিড হয়েছে এবং কিছুটা ইমিউনিটি রয়েছে, ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট সম্ভবত তাদের দেহের অ্যান্টিবডিকে ঠেকিয়ে দিতে পারে। ফাইজারের ভ্যাকসিনের ওপর গবেষণাগারের প্রাথমিক তথ্য এবং রোগীদের তথ্য থেকে জানা যাচ্ছে, এটি নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করে, তবে কার্যকারিতা কম। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ডেটা থেকে জানা যাচ্ছে, এটি ইউকে/কেন্ট ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও একইভাবে কার্যকর। তবে দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এটি কম সুরক্ষা দেয়। কিছু প্রাথমিক ফলাফল থেকে জানা যাচ্ছে, মডার্না ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর। তবে এর ইমিউন রেসপন্স দুর্বল এবং স্বল্পস্থায়ী।

নতুন ভ্যারিয়েন্টের জন্য কি বুস্টার টিকা লাগবে?
ভবিষ্যতের করোনা ভ্যারিয়েন্টগুলোর জন্য টিকা তৈরি করতে ব্রিটিশ সরকার কিওরভ্যাক নামে একটি ওষুধ কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। পাঁচ কোটি ডোজ টিকার আগাম অর্ডারও দেওয়া হয়েছে। ভবিষ্যতে ভ্যারিয়েন্টগুলোতে কী ধরনের পরিবর্তন ঘটবে তার ওপর নির্ভর করবে বয়োবৃদ্ধ এবং প্রকট শারীরিক সমস্যার শিকার ব্যক্তিদের চলতি বছরের শেষ নাগাদ এধরনের বুস্টার টিকার প্রয়োজন হবে কিনা।
সবার নজর এখন করোনাভাইরাসের মিউটেশনের দিকে – কোভিড-১৯য়ের নতুন নতুন ধরন যেমন দ্রুত ছড়ায়, তেমনি বেশি সংখ্যায় লোক এখন এগুলোতে সংক্রমিত হচ্ছে, এবং ভ্যাকসিনকে ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও এসব ভ্যারিয়েন্টের বেশি।

]]>