Union Cabinet – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 03 Aug 2024 08:03:45 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Union Cabinet – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 केंद्रीय मंत्रिमंडल 8 नई राष्ट्रीय हाई-स्पीड रोड कॉरिडोर परियोजना को दी मंजूरी https://ekolkata24.com/top-story/union-cabinet-approves-8-new-national-high-speed-road-corridor-projects Sat, 03 Aug 2024 08:03:45 +0000 https://ekolkata24.com/?p=49211 नई दिल्ली :  केंद्रीय मंत्रिमंडल ने शुक्रवार को 8 महत्वपूर्ण राष्ट्रीय हाई-स्पीड रोड कॉरिडोर परियोजनाओं को मंजूरी दी, जिनकी कुल लंबाई 936 किलोमीटर और कुल लागत 50,655 करोड़ रुपये है। केंद्रीय मंत्री अश्विनी वैष्णव ने नेशनल मीडिया सेंटर में पत्रकारों को मंत्रिमंडल के फैसलों की जानकारी दी।

उन्होंने ने बताया कि मंत्रिमंडल ने 6-लेन आगरा-ग्वालियर राष्ट्रीय हाई-स्पीड कॉरिडोर, 4-लेन खड़गपुर-मोरग्राम राष्ट्रीय हाई-स्पीड कॉरिडोर, 6-लेन थराद-डीसा-मेहसाणा-अहमदाबाद राष्ट्रीय हाई-स्पीड कॉरिडोर, 4-लेन अयोध्या रिंग रोड, रायपुर-रांची राष्ट्रीय हाई-स्पीड कॉरिडोर के पत्थलगांव और गुमला के बीच 4-लेन सेक्शन, 6-लेन कानपुर रिंग रोड, 4-लेन उत्तरी गुवाहाटी बाईपास और मौजूदा गुवाहाटी बाईपास का चौड़ीकरण/सुधार, पुणे के पास 8-लेन एलिवेटेड नासिक फाटा-खेड़ कॉरिडोर को मंजूरी दी है।

केन्द्रीय मंत्री अश्विनी वैष्णव ने इन परियोजनाओं का लाभ गिनाते हुए कहा कि आगरा और ग्वालियर के बीच यात्रा का समय 50 प्रतिशत तक कम हो जाएगा। खड़गपुर-मोरग्राम कॉरिडोर पश्चिम बंगाल और पूर्वोत्तर की अर्थव्यवस्था को बदल देगा।

कानपुर रिंग रोड़ शहर के आसपास के राजमार्ग नेटवर्क को भीड़भाड़ से मुक्त करेगा। रायपुर रांची कॉरिडोर के पूरा होने से झारखंड और छत्तीसगढ़ के विकास को गति मिलेगी। वहीं थराद और अहमदाबाद के बीच नया कॉरिडोर पूरा होने पर गुजरात में निर्बाध बंदरगाह संपर्क और कम लॉजिस्टिक्स लागत के लिए हाई स्पीड रोड नेटवर्क सुनिश्चित होगा।

]]>
Farm Laws: তিন কৃষি আইন বাতিলের সিদ্ধান্ত অনুমোদিত হল কেন্দ্রীয় মন্ত্রিসভায় https://ekolkata24.com/uncategorized/the-decision-to-repeal-the-three-farm-laws-was-approved-by-the-union-cabinet Wed, 24 Nov 2021 10:21:24 +0000 https://ekolkata24.com/?p=12215 News Desk, New Delhi: প্রত্যাশামতোই বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে (cabinet meeting ) কৃষি আইন (Farm Laws) বাতিলের প্রস্তাব অনুমোদিত হল।

গত শুক্রবার গুরুর নানকের (guru nanak) জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi) সকলকে চমকে দিয়ে তিন কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন। যদিও মন্ত্রিসভার অনুমোদন ছাড়া এ ধরনের ঘোষণায় অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম (p chidambaram) প্রশ্ন তুলেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন ছাড়া কিভাবে কৃষি আইন বাতিলের কথা ঘোষণা করা হল।

বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের প্রথম ধাপ হিসেবে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই তিন আইন বাতিলের বিষয়টি অনুমোদিত হয়। মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই এদিন আইন প্রত্যাহারের বিলটি পেশ করা হলে তা পাস হয়ে যায়। সাধারণ নিয়ম অনুযায়ী কোনও বিল সংসদে পেশ করার আগে তা মন্ত্রিসভায় পেশ করতে হয়। মন্ত্রিসভায় সেই বিল সর্বসম্মতিক্রমে অনুমোদিত হলে তবেই সেটা সংসদে পেশ করা হয়ে থাকে।

২৯ নভেম্বর এবার সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। সূত্রের খবর, অধিবেশনের প্রথম দিনেই কৃষি আইন প্রত্যাহার বিল ২০২১ পেশ করা হবে। এই বিলের মাধ্যমে তিন কৃষি আইন বাতিল নিয়ে আলোচনা হবে সংসদে, এমনটাই জানিয়েছে সংসদীয় কমিটি। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, ২৯ নভেম্বর অধিবেশনের শুরুতেই কৃষি আইন প্রত্যাহার নিয়ে আলোচনা শুরু হবে। পাশাপাশি কেন্দ্রীয় কৃষিমন্ত্রকও পৃথকভাবে এই আইন নিয়ে আলোচনা করবে। তবে কৃষিমন্ত্রক কবে আলোচনা করবে সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে সংসদে এই তিন কৃষি আইন পাস হয়েছিল। কিন্তু ওই আইন পাস হওয়ার পরেই কৃষি আইনের বিরুদ্ধে পথে নামেন কৃষকরা। দীর্ঘ এক বছর ধরে কৃষকরা দিল্লির রাজপথে আন্দোলন চালিয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত কৃষকদের প্রবল আন্দোলনের চাপে পড়ে ব্যাকফুটে যেতে হয় মোদি সরকারকে। সে কারণেই নরেন্দ্র মোদি তিন কৃষি আইন প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন।

যদিও রাজনৈতিক মহলের বক্তব্য, তিন কৃষি আইনকে কেন্দ্র করে গত এক বছরে বিজেপি সরকারের জনপ্রিয়তায় ধস নেমেছে। গত মাসে হয়ে যাওয়া ১৩ টি রাজ্যের ৩০টি বিধানসভা ও তিনটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। আগামী বছরের শুরুতেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল উত্তরপ্রদেশ। এই নির্বাচনের আগে নরেন্দ্র মোদি ও বিজেপি আর কোনও ঝুঁকি নিতে চায়নি। সে কারণেই মোদি তড়িঘড়ি আর কৃষি আইন প্রত্যাহার করার কথা ঘোষণা করেন।

]]>
হপ্তার মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের পথে মোদী https://ekolkata24.com/offbeat-news/modi-is-on-the-verge-of-a-major-reshuffle-in-the-union-cabinet Sat, 03 Jul 2021 05:37:58 +0000 https://ekolkata24x7.com/?p=89 নয়াদিল্লি: সাত-আট মাসের মধ্যেই ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। এই পাঁচ রাজ্যের তালিকায় রয়েছে উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড রয়েছে৷ এই দুই রাজ্যে জয় পাওয়া গেরুয়া শিবিরর কাছে রাজনৈতিকভাবে বেশ গুরুপূর্ণ। সেই লক্ষ্যেই এবার বহু প্রতীক্ষিত মন্ত্রিসভার রদবদল সেরে নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গেরুয়া শিবির সূত্র জানা গিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আর এবার বড় আকারে বদল হতে পারে। আর এটাই হবে মোদীর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম রদবদল।

ইতিমধ্যে কিছু রাজ্যের থেকে বিজেপি নেতাদের দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। তার মধ্যে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রয়েছেন৷ তিনি দিল্লি এসে প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহের সঙ্গে দেখা করে গিয়েছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াতকেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে আসা হতে পারে। মাত্র চার মাস আগে তাকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী করা হয়েছিল। কিন্তু তিনি লোকসভার সাংসদ। নিয়মানুসারে ছয় মাসের মধ্যে তাকে বিধানসভার উপনির্বাচনে জিতে আসতে হবে।

বেশ কয়েকটি রাজ্যে কিছু বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন বাকি আছে। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না-হলে কমিশন উপনির্বাচন করাবে কি না, তা নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে প্রশ্ন রয়েছে। দুই মাসের মধ্যে উপনির্বাচন হলে, রাওয়াত মুখ্যমন্ত্রী থাকতে পারবেন। না হলে তাকে সরতে হবে। এই অবস্থায় তাকে কেন্দ্রে মন্ত্রী করার কথাও বিবেচনা করা হচ্ছে। তবে উপনির্বাচন হলে এবং তাতে জিতলে তিনি মুখ্যমন্ত্রী থাকতেই পারেন। রাওয়াতের সঙ্গে অমিত শাহ ও বিজেপি সভাপতি জে পি নাড্ডার কথা হয়েছে। তারপর তিনি উত্তরাখণ্ড ফিরে গিয়েছেন। উত্তরাখণ্ডের অজয় ভাট বা অনিল বালুনিও কেন্দ্রে মন্ত্রী হতে পারেন।

অন্যদিকে মনে করা হচ্ছে, বাংলায় বিজেপির শক্তি বাড়াতে মোদী নজর দিতে পারেন৷ সেই লক্ষ্যেই বাংলার বেশ কয়েকজনকে এবার তাঁর মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে৷ সেই কারণে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে একপ্রস্ত আলোচনাও সেরে নিয়েছে মোদী-শাহ অ্যান্ড কোম্পানি৷ বেশ কয়েকজন সংসদ সদস্যের তালিকারও তৈরি করা হয়েছে, যাঁদের মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে৷ এই সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীকে সামনে রেখে মোদী সরকারের উন্নয়মূলক কাজ করে বাংলার মানুষের মন জয় করতে চায় নয়াদিল্লি সরকার৷

অন্য দিকে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে বিজেপি যোগ দেওয়ার সময় তাকে কেন্দ্রে মন্ত্রী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এবার সেই প্রতিশ্রুতি পালন করা হতে পারে। উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন আসন্ন বলে যোগীর রাজ্য থেকে একাধিক মন্ত্রী নেওয়া হতে পারে। বরুণ গান্ধীসহ একাধিক নাম নিয়ে জল্পনা রয়েছে। আপনা দল নেত্রী অনুপ্রিয়া প্যাটেল মন্ত্রী হতে পারেন। তার সঙ্গে আগে অমিত শাহের কথা হয়েছে। বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, নারায়ণ রানে, হরিয়ানার ভূপেন্দ্র যাদবের মতো নেতার নামও হবু মন্ত্রী হিসাবে শোনা যাচ্ছে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দলও এবার মন্ত্রিসভায় আসতে পারে। তবে তিনি সংযুক্ত জনতা দলের থেকে দুইজনকে মন্ত্রিসভায় পাঠাতে চান। রামবিলাস পাসোয়ানের ভাই পশুপতি পরস সম্প্রতি চিরাগ পাসোয়ানের বিরুদ্ধে বিদ্রোহ করে পুরো দলের দখল নিয়ে নিয়েছেন। চিরাগ একা হয়ে গিয়েছেন। নীতীশ চাইছেন পশুপতি মন্ত্রী হোন।

বর্তমানে নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় ৫৩ জন আছেন। আইন অনুযায়ী, আরও ২৮ জনকে নিতে পারেন মোদী। তবে একসঙ্গে অতজনকে তিনি হয়তো নেবেন না। গত একমাস ধরে মোদী বর্তমান মন্ত্রীদের সাফল্য-ব্যর্থতার হিসাব নিয়েছেন। তারপর রদবদল করা হচ্ছে। তাই বর্তমান মন্ত্রীদের দফতর বদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

]]>