United FC Club – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 23 Oct 2021 17:36:26 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png United FC Club – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 অপরাজিত থেকে আই লিগ খেলার ছাড়পত্র রাজস্থান ইউনাইটেড এফসি ক্লাবের https://ekolkata24.com/sports-news/rajasthan-united-fc-club-got-a-chance-to-play-in-i-league Sat, 23 Oct 2021 17:36:26 +0000 https://www.ekolkata24.com/?p=8899 স্পোর্টস ডেস্ক: শনিবার দুপুরে ব্যাঙ্গালোর ফুটবল স্টেডিয়ামে কেনক্রে এফসি’র বিরুদ্ধে গোলশূন্য ড্র করতেই আই লিগ খেলার যোগ্যতা অর্জন করে নিল রাজস্থান ইউনাইটেড এফসি ক্লাব। রাজস্থান ইউনাইটেড এফসি টিম এবং গোটা বাংলার জন্য আজকের দিনটা বিশেষ। কেননা এই টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়া, ইতিহাস গড়ে তোলা। এই ম্যাচের ফলাফল গোলশূন্য।

আই লিগ বাছাই পর্বের ফাইনালের প্রথম ৪৫ মিনিটে স্কোরলাইন গোলশূন্য থাকায় সুবিধা হয়েছে রাজস্থান ইউনাইটেড এফসি। দলের খেলায় উত্তেজনা না থাকলেও পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল, রাজস্থান ইউনাইটেড এফসি আই-লিগ বাছাইপর্বের শেষে ট্রফি তুলে নেবে। কেনক্রে এফসি মিডফিল্ডে বলের বেশি নিয়ন্ত্রণ রেখেছিল, একই সাথে দুর্দান্ত পাসিং মুভমেন্ট এবং অর্ধেক সুযোগ তৈরি করেছে। হাফ চান্স থেকে ফুল চান্সে(গোল করা) ডেলিভার করতে পারেনি।

রাজস্থান ইউনাইটেডের বল মুভমেন্ট সেট-পিস থেকে এসেছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল আমান থাপার ফ্রি-কিক, যা তেনজিন রক্ষা করেছিলেন।

দ্বিতীয়ার্ধে ম্যাচের অতিরিক্ত ৭ মিনিট গড়াতেই রাজস্থান ইউনাইটেড এফসি আই লিগের যোগ্যতা অর্জন করতেই সেলিব্রেশন শুরু করে দেয়। এই প্রথম রাজস্থান ইউনাইটেড এফসি আই-লিগের যোগ্যতা অর্জন করলো।

দলের ফুটবলারদের দৃঢ়তা সঙ্গে মাঠের ৯০ মিনিটের লড়াইতে হাল না ছাড়ার মনোভাব সঙ্গে অন্য সব দলকে ছাপিয়ে যাওয়ার একটি বিশাল মুহূর্ত। আই লিগ টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন রাজস্থান ইউনাইটেড এফসি’র সম্পূর্ণ দলগত প্রচেষ্টা এবং এই দলের প্রতিটি খেলোয়াড় তাদের নিজেদের পারফরম্যান্সের জোরে তারকা হয়ে উঠেছে।

গোটা টুর্নামেন্টে রাজস্থান ইউনাইটেড এফসি অপরাজিত থেকেছে, এবং এখন সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছে, তারা যে স্বপ্ন দেখেছিল এই টুর্নামেন্ট শুরুর সময়ে,আই লিগ যোগ্যতা অর্জনের।

স্বপ্নঘোর কাটিয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আকিম ওলা ট্রফি হাতে তুলে নিতেই পুরো টিম, কোচ এবং সার্পোট স্টাফরা আনন্দে মেতে ওঠ। রাজস্থান ইউনাইটেড এফসি আসন্ন মরসুমে আই লিগে খেলবে এবং এখন তাদের জন্য এক নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

]]>