unknown feaver – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 23 Oct 2021 06:55:34 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png unknown feaver – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Alert: শতাধিক শিশুমৃত্যু, একইসঙ্গে বাড়ছে করোনা সংক্রমণ https://ekolkata24.com/uncategorized/covid-19-transmission-spreading-rapidly-in-west-bengal Sat, 23 Oct 2021 06:55:34 +0000 https://www.ekolkata24.com/?p=8810 নিউজ ডেস্ক: উৎসবের এখনও আরেকটি পর্ব অর্থাৎ দীপাবলি বাকি। তার আগেই চিকিৎসক বিশেষজ্ঞদের আশঙ্কা মিলিয়ে রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। শুধু তাই নয়, পাল্লা দিয়ে বাড়ছে ‘অজানা জ্বর’ বলে প্রচারিত সংক্রমণে শিশুমৃত্যুর সংখ্যা। শতাধিক শিশুর মৃত্যু হয়েছে।

দুর্গাপূজার আগেই আশঙ্কা করা হয়েছিল, কোভিড বিধি শিথিল করায় করোনা সংক্রমণ বাড়বে। তাই-ই হয়েছে। কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড় উপচে পড়ে। উড়ে গিয়েছিল দূরত্ববিধি। আর শারদোতসব মিটতেই এসেছে করোনা সংক্রমণের বড়সড় পরিসংখ্যান।

শুক্রবার কলকাতা পুরসভার দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪  ঘণ্টায় শহরে করোনা আক্রান্ত হয়েছেন ২৪২ জন। চালু করতে হতে পারে সেফ হোম। সোমবার থেকে সেফ হোম খুলতে পদক্ষেপ নিচ্ছে পুর কর্তৃপক্ষ।

করোনা সংক্রমণের খবর কলকাতা সংলগ্ন জেলা হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে আসছে। তেমনই মহানগর লাগোয়া শহরতলি এলাকায় বেড়েছে সংক্রমণ।

অন্যদিকে উত্তরবঙ্গে ‘অজানা জ্বর’ সংক্রমিত শিশুদের মৃত্যুর সংখ্যা ভয়াবহ বলেই জানাচ্ছেন চিকিৎসক ও চিকিত্‍সা পরিষেবা কর্মীরা। শুধুমাত্র শিলিগুড়িতে ৬৫ শিশুর মৃত্যু হয়। মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান জেলা হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যায় উদ্বিগ্ন সংশ্লিষ্ট জেলা প্রশাসন।

অভিযোগ, শিশুমৃত্যু ও করোনা সংক্রমণের বিষয়ে রাজ্য সরকারের নীরবতা নিয়েও। এরই মাঝে চলতি মাসে হবে চারটি বিধানসভার উপনির্বাচন। ভোটের প্রচার ও জনসভা থেকে সংক্রমণ আরও ছড়াবে বলেই আশঙ্কা।

]]>
অজানা জ্বরে আতঙ্কিত হবেন না: জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক https://ekolkata24.com/uncategorized/dont-panic-with-unknown-fever-says-the-expert-doctor Sat, 18 Sep 2021 12:49:17 +0000 https://www.ekolkata24.com/?p=4944 তিমিরকান্তি পতি, বাঁকুড়া: ‘অজানা জ্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে। সব ধরণের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত দক্ষিণ বঙ্গের অন্যতম বড় সরকারী চিকিৎসাকেন্দ্র বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এমনটাই জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডঃ পার্থ প্রতিম প্রধান জ্বরের উপসর্গ নিয়ে প্রচুর রোগী হাসপাতালে আসছেন। তবে বিষয়টি এখনো অস্বাভাবিক পর্যায়ে যায়নি। একদিকে ‘অজানা জ্বরে’র যেমন কোন তথ্য নেই, তেমনি এখনো পর্যন্ত চলতি বছরে জ্বরের কারণে কোন শিশু মৃত্যুর ঘটনা ঘটেনি।

একই সঙ্গে তিনি বলেন, ডেঙ্গু, ম্যালেরিয়া, জাপানি এনকেফেলাইটিসে আক্রান্তরা হাসপাতালে ভর্তির তালিকায় আছেন। সাধারণভাবে প্রতিদিন ১৫-২০ জন রোগী আসছেন। শিশুদের জন্য পাঁচ শয্যার সি.সি.ইউ সহ ২৫ শয্যার এস.জি.ইউ তৈরী রাখা হয়েছে। পাশাপাশি বড়দের জন্য ২৪ শয্যার এস.জি.ইউ তৈরী হচ্ছে। একই সঙ্গে অক্সিজেনের ঘাটতি মেটাতে হাসপাতালেই লিক্যুইড মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্ট ও পি.এস.এ অক্সিজেন প্ল্যান্ট বসানো হয়েছে বলে তিনি জানান।

]]>