Uttar Dinajpur – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 18 Oct 2021 06:53:03 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Uttar Dinajpur – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Uttar Dinajpur: গুলি করে খুন করা হল বিজেপি যুব নেতাকে https://ekolkata24.com/uncategorized/bjp-leader-murder-case Mon, 18 Oct 2021 06:47:24 +0000 https://www.ekolkata24.com/?p=8078 নিউজ ডেস্ক: উপনির্বাচনের পরিস্থিতি গরম হতে চলেছে। খুন করা হয়েছে উত্তর দিনাজপুর জেলার এক বিজেপি যুব নেতাকে। রবিবার গভীর রাতে তাঁকে গুলি করা হয়। মৃতের মিঠুন ঘোষ। তিনি জেলা যুব মোর্চার সহ সভাপতি।

রবিবার গভীর রাতে ইটাহার থানার রাজগ্রাম এলাকায় গুলিবিদ্ধ হন মিঠুন ঘোষ। পরিবারের অভিযোগ, এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালায়। বিজেপি নেতাদের অভিযোগ, এলাকার তৃণমূল কর্মী কাশেম আলির দল মিঠুনকে খুনের হুমকি দিত। বিজেপি যুব নেতার খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ইটাহারে।

জানা গিয়েছে,রবিবার রাত সাড়ে নয়টা নাগাদ মিঠুন ঘোষ বাড়ির বাইরে আসেন। তখনই দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর জখম বিজেপি নেতাকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকেরা  তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সোমবার পরিস্থিতি থমথমে ইটাহারের রাজগ্রামে। সেই সঙ্গে ছড়িয়েছে ক্ষোভ। অভিযুক্তদের কেন গ্রেফতার করা হচ্ছেনা উঠছে সেই প্রশ্ন। তবে তৃ়ণমূল কংগ্রেসের তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়।জেলা বিজেপি নেতৃত্ব প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।

]]>
DYFI রাজ্য সম্মেলনে সাধারণ যাত্রী হয়ে আসছেন চারবারের মুখ্যমন্ত্রী মানিক সরকার https://ekolkata24.com/uncategorized/like-a-ordinary-passenger-ex-cm-of-tripura-manik-sarkar-coming-to-attend-dyfi-conference Fri, 01 Oct 2021 18:27:51 +0000 https://www.ekolkata24.com/?p=6265 নিউজ ডেস্ক: সম্মেলন মঞ্চের প্রস্তুতি দেখনদারি। তবে দলটাই যে বিধানসভায় শূন্য হয়ে গেছে। রাজ্যের কোনও লোকসভাতেই নেই। এমনই অবস্থায় সিপিআইএমের যুব সংগঠন ডিএয়াইএফআইয়ের (DYFI) ১৯ তম রাজ্য সম্মেলন হচ্ছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে (Raiganj)।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান বক্তা ত্রিপুরার চারবারের মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার (Manik Sarkar)। তিনি রায়গঞ্জে আসছেন এমন একটি ছবি প্রকাশ হয়েছে। তাতে দেখা যাচ্ছে সিপিআইএম(CPIM) পলিটব্যুরো সদস্য মানিকবাবু তাঁর ‘যুব কমরেড’ দের আহ্বানে ট্রেনে আগরতলা থেকে রায়গঞ্জে আসছেন। সঙ্গে আছেন ত্রিপুরার বাম যুবকর্মীরা।

Manik sarkar

মানিক সরকারের এমন ছবি দেখে বাম সমর্থক তো বটেই বিভিন্ন রাজনৈতিক দলে পড়েছে বিপুল সাড়া। প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর সরকারি সুবিধা অনুযায়ী আগরতলা থেকে বিশেষ ব্যবস্থায় আসতে পারতেন, কিন্তু দলীয় সহকর্মীদের সঙ্গে খোশগল্প করতে করতে ট্রেনে আসছেন এ দৃশ্য রীতিমতো বিরল।

শনিবার রায়গঞ্জের রেল ময়দানে ডিওয়াইএফআই রাজ্য সম্মেলনে মানিক সরকার প্রধান বক্তা। তিনি এই মুহূর্তে ক্ষয়িষ্ণু বাম দলগুলির কাছে ‘আইকন’। আসন্ন ত্রিপুরা বিধানসভা ভোটে তাঁকে মুখ করেই ফের রাজ্যটি পুনর্দখলে ঝাঁপাবে সিপিআইএম।

DYFI

টানা ২৫ বছর ত্রিপুরায় বামফ্রন্ট সরকার ছিল। গত বিধানসভা ভোটে সে রাজ্যে বাম সরকারের পতন হয়। কুড়ি বছরের টানা মুখ্যমন্ত্রী মানিক সরকার হন বিরোধী নেতা।

ডিওয়াইএফআই জানিয়েছে, সম্মেলনের লোগো উদ্বোধন করেছেন বিশিষ্ট অভিনেতা সব্যসাচী। তিনিও সম্মেলনের জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন।

DYFI

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে চলেছেন বাম যুব সংগঠনটির রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি (Minakshi Mukherjee)। গত বিধানসভা ভোটে তিনি নন্দীগ্রাম কেন্দ্রে সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করেন। পরাজিত হলেও মীনাক্ষীর প্রচার নন্দীগ্রাম সহ রাজ্য জুড়ে প্রবল আলোড়ন ফেলেছিল।

]]>
Politics: উত্তরে TMC ‘হানা’, রায়গঞ্জের BJP বিধায়কের দলত্যাগ https://ekolkata24.com/uncategorized/politics-raiganj-bjp-mla-krishna-kalyani-quits-his-party-likly-to-join-tmc Fri, 01 Oct 2021 07:36:10 +0000 https://www.ekolkata24.com/?p=6204 নিউজ ডেস্ক: চিঠিতে দলবিরোধী মন্তব্য করা থেকে নিষেধ করা হয় রাজ্য বিজেপির তরফে। বৃহস্পতিবার সেই চিঠি পাওয়ার পরেই শুক্রবার দলত্যাগ করলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তাঁর দলত্যাগের পরেই রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস শিবিরে শুরু হয়েছে তাঁকে বরণের প্রস্তুতি।

বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। শুক্রবার সাংবাদিক বৈঠক করে তিনি দলত্যাগের কথা জানান। আগেই দলের সমস্ত কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।
ক্রমাগত বিজেপি বিরোধী সুর চড়াচ্ছিলেন কৃষ্ণবাবু। রায়গঞ্জের সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। দল ছাড়লেও তৃণমূল কংগ্রসে যোগদানের বিষয়ে নীরব কৃষ্ণ কল্যানী। তাঁর নীরবতা সম্মতির লক্ষণ বলে ধরে নিয়েছে তৃণমূল শিবির।

টিএমসির অন্দরমহলে গুঞ্জন, বিধায়ক দলত্যাগ করতেই উত্তরবঙ্গে বিরোধী দলের অভ্যন্তরে টিএমসি হানা জোরদার শুরু হলো। সূত্রের খবর, কোচবিহার, আলিপুরদুয়ার, সহ উত্তরবঙ্গের একাধিক বিজেপি বিধায়ক দ্রুত দলত্যাগ করতে চলেছেন।

সূত্রের আরও খবর, উত্তরবঙ্গের রাজধানী শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। নির্বাচনের আগে তিনি সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। ভোটে নিজের রাজনৈতিক গুরু প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্যের পরাজয় হয়। তাৎপর্যপূর্ণ, অশোকবাবু একেবারে তিন নম্বরে চলে যান। তবে শিষ্য শংকর ঘোষের সঙ্গে অশোক ভট্টাচার্যের সুসম্পর্ক এখনও।

]]>
রায়গঞ্জে শুটআউট: পরপর গুলির শব্দ, ঘরে পড়ে মহিলার দেহ https://ekolkata24.com/uncategorized/attack-on-police-employee-house-at-raiganj Mon, 27 Sep 2021 17:54:12 +0000 https://www.ekolkata24.com/?p=5768 নিউজ ডেস্ক: গুলির শব্দ শুনে চমকে গেলেন প্রতিবেশীরা। সঙ্গে আর্তনাদ। ভয়ে আতঙ্কে সোমবার রাতে কেঁপে গেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীনগরের সুকান্ত মোড়ের বাসিন্দারা।

যে বাড়ি থেকে গুলির শব্দ ও চিতকার এসেছে, সেখানে কোনরকমে কয়েকজন গিয়ে দেখলেন রক্তাক্ত পরিস্থিতি। গুলিবিদ্ধ মহিলার দেহ পড়ে। আরও তিনজন গুলিতে জখম। এসবই ঘটেছে সুকান্ত মোড় এলাকার বাসিন্দা পুলিশ কর্মী সুজয় কৃষ্ণ মজুমদারের বাড়িতে।

গুলি লেগে মারা গেছেন দেবী সান্যাল। জখম হয়েছেন সুজয় কৃষ্ণ মজুমদার ও রূপা অধিকারী। পুলিশ কর্মীর বাড়িতেই গুলি চলেছে পরপর। অন্তত সাত রাউন্ড গুলি চলে। অভিযোগ, বাড়ি ভাড়া সংক্রান্ত বিষয়ে বচসার কারণে দুষ্কৃতি দিয়ে হামলা চালানো হয়। গুলিবিদ্ধ রূপা অধিকারী ও সুজয় কৃষ্ণ মজুমদার গুরুতর জখম। রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ কর্মী সুজয় কৃষ্ণ মজুমদারের বাড়িতে দুই মহিলা ভাড়া থাকতেন। পরে তারা অন্যত্র ভাড়া নিয়ে চলে যান। অভিযোগ, সোমবার তারা সুজয়বাবুর বাড়িতে এসে বচসা শুরু করেন। তাদের সঙ্গে আসা এক ব্যক্তি আচমকা গুলি চালায়। সুজয় বাবুকে বাঁচাতে এসে তাঁর দুই বোন গুলিবিদ্ধ হন। তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রায়গঞ্জ থানার পুলিশ এর বিশাল বাহিনী।

]]>
রাতে উত্তর দিনাজপুরে ভয়াবহ দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যু https://ekolkata24.com/uncategorized/migrants-labour-died-in-bus-accident Thu, 23 Sep 2021 03:49:05 +0000 https://www.ekolkata24.com/?p=5324 নিউজ ডেস্ক: উত্তর দিনাজপুরের রূপহারে বাস দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। বুধবার রাতের এই দুর্ঘটনার জখম যাত্রীদের মধ্যে ৬ জন মৃত্যু হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এরা সবাই ঝাড়খন্ড থেকে লখনউগামী পরিযায়ী শ্রমিক বোঝাই বেসরকারি বাসের যাত্রী।

রায়গঞ্জ থানার রূপাহারে ৩৪ নম্বর জাতীয় সড়কে যান জেলা পুলিশ সুপার মহঃ সানা আখতার, মহকুমাশাসক অর্ঘ ঘোষ, রায়গঞ্জ পুরসভার উপ পুরপতি অরিন্দম সরকার সহ অন্যান্য আধিকারিকরা যান। রাতেই পুলিশ ও দমকলের দীর্ঘ প্রচেষ্টার পর বাসটিকে নয়ানজুলি থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

জাতীয় সড়ক থেকে নয়ানজুলিতে ছিটকে পড়ে বাসটি। উদ্ধারকারীরা বাস থেকে পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করে দ্রুত রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যাবস্থা করেন।

]]>
জলপাইগুড়ি জ্বর: এবার দক্ষিণমুখী, দুর্গাপুরে বহু শিশু আক্রান্ত https://ekolkata24.com/uncategorized/unknown-fever-spreading-in-south-bengal Wed, 15 Sep 2021 15:23:23 +0000 https://www.ekolkata24.com/?p=4694 নিউজ ডেস্ক: উত্তরবঙ্গ ছাড়িয়ে এবার জলপাইগুড়ির অজানা জ্বরের গতি দক্ষিণবঙ্গে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে কমপক্ষে ৪২ জন শিশু আক্রান্ত। তাদের চিকিৎসা চলছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।

হাসপাতালের সুপার ধীমান মন্ডল জানিয়েছেন, শিশুদের ওয়ার্ডে মোট ৫৫ টি বেডের মধ্যে ৪২ টি ভর্তি। জ্বরে আক্রান্ত শিশুদের সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে। তবে দুশ্চিন্তার কিছু নেই।

অজানা জ্বর জলপাইগুড়ি, কোচবিহারের পর এবার উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও ছড়াচ্ছে। এবার হামলা উত্তর দিনাজপুরে। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইতিমধ্যেই ১৫ জন শিশু জ্বর সহ অন্যান্য উপসর্গ নিয়ে ভর্তি। কী কারণে জ্বর জানা যায়নি। হু হু করে ছড়াচ্ছে জলপাইগুড়ি জ্বরাতঙ্ক।

রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর, ১৫-১৬ জন শিশু এখনও চিকিৎসাধীন। মনে করা হচ্ছে ভাইরাল নিউমোনিয়া ফিভার ছড়িয়েছে। রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসা পর্যাপ্ত বলেই জানানো হয়েছে।

গত এক সপ্তাহ ধরে এই সংক্রামক অজানা জ্বর জলপাইগুড়িতে হামলা করছে। চিকিৎসকরা থই পাচ্ছেন না। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে শতাধিক শিশু চিকিৎসাধীন। অনেকের শ্বাসকষ্ট উপসর্গ আছে। ফলে করোনার কিছু লক্ষণের সঙ্গে মিল থাকলেও এটি করোনা সংক্রমণ নয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
জলপাইগুড়ি ছাড়িয়ে কোচবিহার ও শিলিগুড়িতেও শিশুরা এই অজানা জ্বরের কবলে। আশঙ্কা উত্তরবঙ্গের রাজধানী শিলিগুড়িতে এই জ্বর ছড়াতে শুরু করলে, পরিস্থিতি আরও উদ্বেগজনক হবে। রোগীর দেহের নমুনা নিয়ে কলকাতায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্টের অপেক্ষায় চিকিৎসকরা।

করোনা এখনও যায়নি। সংক্রমণ কমলেও আছে চারপাশেই। আসন্ন শারদোৎসবের আগে করোনার দোসর হয়ে এসেছে এক অজানা জ্বর। সেই জ্বরে শয়ে শয়ে শিশু আক্রান্ত। জলপাইগুড়ি কাঁপছে জ্বরে। উত্তরবঙ্গ জুড়ে ভয়, কারণ জ্বর ছড়িয়েছে কোচবিহারেও। শিশু মৃত্যুর খবরে আতঙ্ক বাড়ছে।
অভিযোগ, করোনা পরিস্থিতিতে উপনির্বাচন নিয়ে রাজ্য সরকার যতটা চিন্তিত, তার কণামাত্র নেই অজানা জ্বরের প্রকোপ নিয়ে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসকদের একাংশ ক্ষুব্ধ। জলপাইগুড়ি জেলা হাসপাতালেও ক্ষোভ ছড়িয়েছে। কোচবিহারের মেখলিগঞ্জ এই অজানা জ্বরের দ্বিতীয় কেন্দ্র।
দার্জিলিং জেলার শিলিগুড়ির সঙ্গে পুরো উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্য ও দেশের বাকি অংশের অনবরত যোগাযোগ। তেমনি উত্তরবঙ্গের সবকটি জেলার মূল যাতায়াত কেন্দ্র। শিলিগুড়িতে অজানা জ্বর ছড়ালে এর প্রভাব আরও চিন্তার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

]]>
হু হু করে ছড়াচ্ছে ‘জলপাইগুড়ি জ্বর’, এবার উত্তর দিনাজপুরে শিশুরা আক্রান্ত https://ekolkata24.com/uncategorized/unknown-fever-spreading-in-northbengal Wed, 15 Sep 2021 09:49:13 +0000 https://www.ekolkata24.com/?p=4649 নিউজ ডেস্ক: আশঙ্কা সত্যি হতে চলল। অজানা জ্বর জলপাইগুড়ি, কোচবিহারের পর এবার উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও ছড়াচ্ছে। এবার হামলা উত্তর দিনাজপুরে। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইতিমধ্যেই ১৫ জন শিশু জ্বর সহ অন্যান্য উপসর্গ নিয়ে ভর্তি। কী কারণে জ্বর জানা যায়নি। হু হু করে ছড়াচ্ছে জলপাইগুড়ি জ্বরাতঙ্ক।

রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর, ১৫-১৬ জন শিশু এখনও চিকিৎসাধীন। মনে করা হচ্ছে ভাইরাল নিউমোনিয়া ফিভার ছড়িয়েছে। রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসা পর্যাপ্ত বলেই জানানো হয়েছে।

Read More: একে করোনায় রক্ষে নেই…! জ্বরের আতঙ্কে জলপাইগুড়ি, কাঁপছে উত্তরবঙ্গ

গত এক সপ্তাহ ধরে এই সংক্রামক অজানা জ্বর জলপাইগুড়িতে হামলা করছে। চিকিৎসকরা থই পাচ্ছেন না। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে শতাধিক শিশু চিকিৎসাধীন। অনেকের শ্বাসকষ্ট উপসর্গ আছে। ফলে করোনার কিছু লক্ষণের সঙ্গে মিল থাকলেও এটি করোনা সংক্রমণ নয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
জলপাইগুড়ি ছাড়িয়ে কোচবিহার ও শিলিগুড়িতেও শিশুরা এই অজানা জ্বরের কবলে। আশঙ্কা উত্তরবঙ্গের রাজধানী শিলিগুড়িতে এই জ্বর ছড়াতে শুরু করলে, পরিস্থিতি আরও উদ্বেগজনক হবে।

রোগীর দেহের নমুনা নিয়ে কলকাতায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্টের অপেক্ষায় চিকিৎসকরা। করোনাএখনও যায়নি। সংক্রমণ কমলেও আছে চারপাশেই। আসন্ন শারদোৎসবের আগে করোনার দোসর হয়ে এসেছে এক অজানা জ্বর। সেই জ্বরে শয়ে শয়ে শিশু আক্রান্ত। জলপাইগুড়ি কাঁপছে জ্বরে। উত্তরবঙ্গ জুড়ে ভয়, কারণ জ্বর ছড়িয়েছে কোচবিহারেও। তিন শিশুর মৃত্যুর খবরে আতঙ্ক বাড়ছে।

অভিযোগ, করোনা পরিস্থিতিতে উপনির্বাচন নিয়ে রাজ্য সরকার যতটা চিন্তিত, তার কণামাত্র নেই অজানা জ্বরের প্রকোপ নিয়ে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসকদের একাংশ ক্ষুব্ধ। জলপাইগুড়ি জেলা হাসপাতালেও ক্ষোভ ছড়িয়েছে। কোচবিহারের মেখলিগঞ্জ এই অজানা জ্বরের দ্বিতীয় কেন্দ্র।

দার্জিলিং জেলার শিলিগুড়ির সঙ্গে পুরো উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্য ও দেশের বাকি অংশের অনবরত যোগাযোগ। তেমনি উত্তরবঙ্গের সবকটি জেলার মূল যাতায়াত কেন্দ্র। শিলিগুড়িতে অজানা জ্বর ছড়ালে এর প্রভাব আরও চিন্তার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

]]>