vacancies – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 22 Dec 2021 08:24:55 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png vacancies – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 একাধিক পদে কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল, জানুন বিস্তারিত https://ekolkata24.com/uncategorized/indian-railways-is-going-to-release-vaccancies-for-different-posts Wed, 22 Dec 2021 08:24:55 +0000 https://ekolkata24.com/?p=15825 নিউজ ডেস্ক: ইস্ট কোস্ট গার্ড রেলওয়ে নিয়োগ করতে চলেছে একাধিক কর্মী। মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ হলে আপনিও পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ফার্মাসিস্ট পদের জন্য শূন্যপদ রয়েছে ২টি, হসপিটাল অ্যাটেনডেন্স এবং হাউস কিপিং অ্যাসিস্ট্যান্ট পদে শূন্যপদ ৪টি করে। নার্সিং অধিক্ষকের জন্য শূন্যপদ ২ টি।

 

এই পদগুলির জন্য আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। তবে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, হসপিটাল অ্যাটেনডেন্স এবং হাউস কিপিং অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে আবেদনকারীর নূন্যতম যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ। ফার্মাসিস্ট পদে আবেদন করতে হলে উচ্চমাধ্যমিক পাশের পাশাপাশি ফার্মাসিস্ট ডিপ্লোমা বাধ্যতামূলক। নার্সিং অধিক্ষক পদের জন্য নার্সিং ডিগ্রি থাকলে তবেই আবেদন করা যাবে।

 

আবেদনের শেষ তারিখ চলতি বছরের ৩১ ডিসেম্বর। এছাড়া, eastcostrailway.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য জানা যাবে।

]]>
সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে শূন্যপদে দ্রুত বিচারপতি নিয়োগ করতে চায় কেন্দ্র, জানালেন আইনমন্ত্রী https://ekolkata24.com/uncategorized/center-wants-to-quickly-fill-the-vacancies-in-the-supreme-court-and-the-high-court-the-law-minister-said Fri, 03 Dec 2021 12:35:45 +0000 https://ekolkata24.com/?p=13375 Kolkata24x7 Desk: ভারতীয় বিচারব্যবস্থার (judicial system) দীর্ঘসূত্রতা সর্বজনবিদিত। বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতার অন্যতম কারণ পর্যাপ্ত বিচারপতির (justice) অভাব। বেশিরভাগ হাইকোর্ট (high court) এবং সুপ্রিম কোর্টে (supreme court) পর্যাপ্ত বিচারপতি না থাকায় বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হয়।

এ প্রসঙ্গটি আজ লোকসভায় উত্থাপন করেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংসদ জানতে চান, বিভিন্ন রাজ্যের হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে ৪০৭ জনেরও বেশি বিচারপতির পদ শূন্য আছে। এর কারণ কী? বিভিন্ন রাজ্যের হাইকোর্টের ২৩৩ জন স্থায়ী বিচারপতি এবং ১৭৪ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে কলেজিয়াম। সেই সুপারিশ কি বাস্তবায়িত হয়েছে? যদি হয়ে থাকে তবে সরকার বিষয়টি বিস্তারিত জানাক।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেন রিজিজু জানান, চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টে একজন মাত্র বিচারপতির পদ ফাঁকা আছে। অন্যদিকে বিভিন্ন রাজ্যের হাইকোর্টে ৪০২ জন বিচারপতির পদ শূন্য রয়েছে। যার মধ্যে ১৬৪ জন বিচারপতি নিয়োগের প্রস্তাব কেন্দ্র ও কলেজিয়ামের মধ্যে আলোচনার বিভিন্ন পর্যায়ে রয়েছে। অন্যদিকে বিভিন্ন রাজ্যের হাইকোর্টের কলেজিয়াম থেকে ২৩৮ টি পদে নিয়োগের ব্যাপারে এখনও পর্যন্ত কোনও সুপারিশ এসে পৌঁছয়নি। সুপ্রিম কোর্টের কলেজিয়াম যে সমস্ত নাম সুপারিশ করেছে একমাত্র তাঁদেরই হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগ করা হয়েছে।

রিজিজু আরও বলেন, বিভিন্ন হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য সিনিয়র বিচারপতিরা আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন। শূন্যপদে তৈরির ছয় মাস আগেই তাঁরা এই নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেন। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য স্তরে সংশ্লিষ্ট বিভিন্ন সাংবিধানিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে হয়। তবে সরকার চেষ্টা করছে, বিভিন্ন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের শূন্যপদের দ্রুত নিয়োগ করতে। বিভিন্ন বিচারপতির অবসর নেওয়া, বদলি হওয়া এবং পদোন্নতির হওয়ার কারণে বিভিন্ন হাইকোর্টের শূন্যপদ তৈরি হয় বলে রিজিজু জানান।

একই সঙ্গে তিনি বলেন, চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের ৯ জন এবং বিভিন্ন হাইকোর্টের ১১৮ জন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

]]>
ভারতীয় নৌবাহিনীতে একাধিক শূন্যপদে নিয়োগ, রইল বিস্তারিত তথ্য https://ekolkata24.com/uncategorized/recruitment-of-multiple-vacancies-in-the-indian-navy-details-remain Sat, 17 Jul 2021 04:55:14 +0000 https://www.ekolkata24x7.com/?p=925 ভারতীয় নৌবাহিনীতে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর ইলেক্ট্রিক্যাল শাখায় নিয়োগ করা হবে। কবে থেকে কবের মধ্যে এবং কীভাবে আবেদন করতে হবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং কোন বয়েসের প্রার্থীরা আবেদন করতে পারবেন তাও বলে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে।

১) নিয়োগের পদ্ধতি
ভারতীয় নৌবাহিনীতে শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। শুধুমাত্র অবিবাহিত পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। মোট ৪০ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

২) প্রার্থীদের বয়সগত যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। এই ক্ষেত্রে জন্মতারিখ ১৯৯৭ সালের ২ জানুয়ারি থেকে ২০০২ সালের ১ জুলাইয়ের মধ্যে গণ্য করা হবে।

৩) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের বি-টেক ডিগ্রি বাধ্যতামূলক। এর মধ্যে থাকবে ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রনিক্স/টেলি কমিউনিকেশন/ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/পাওয়ার ইঞ্জিনিয়ারিং/পাওয়ার ইলেক্ট্রনিক্স/ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ইনস্ট্রুমেন্টেশন/অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স। এছাড়াও এই সব শাখায় প্রার্থীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

৪) আবেদনের পদ্ধতি
প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের বৈধ ইমেল এবং ফোন নাম্বার থাকতে হবে। ১৬ ই জুলাই থেকে আবেদন করা যাবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জুলাই ২০২১। বিস্তারিত জানতে http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_6_2122b.pdf লিঙ্কে ক্লিক করুন।

]]>