কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তার খুঁটিনাটি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে৷ এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে৷ জেনে নিন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত খুঁটিনাটি তথ্য৷
বিজ্ঞপ্তি নম্বর : ১১/২০২১সিডিএস-২
আবেদন এই বিজ্ঞপ্তি নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে৷
মোট শূন্যপদ: ৩৩৯ (ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি-১০০, ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমি-২২, এয়ারফোর্স অ্যাকাডেমি- ৩২, অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি- ১৮৫টি পদ)।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:
ক) ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি ও অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
খ) ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। গ) এয়ারফোর্স অ্যাকাডেমির জন্য ফিজিক্স ও অঙ্ক নিয়ে উচ্চমাধ্যমিক পাস বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি আবশ্যক।
ঘ) স্নাতক স্তরের শেষ বর্ষে পাঠরত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
ক) ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি – ১৮ থেকে ২৩ বছর (অবিবাহিত পুরুষ)
খ) ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমি – ১৮ থেকে ২৩ বছর (অবিবাহিত পুরুষ)
গ) ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাকাডেমি – ২০ থেকে ২৪ বছর
ঘ) অফিসার ট্রেনিং অ্যাকাডেমি – ১৮ থেকে ২৪ বছর (অবিবাহিত পুরুষ)
ঙ) অফিসার ট্রেনিং অ্যাকাডেমি – ১৮ থেকে ২৪ বছর (অবিবাহিত মহিলা)
আবেদনের ফি:
ক) জেনারেল – ২০০ টাকা
খ) এসসি/এসটি প্রার্থীদের ফি দিতে হবে না।
গ) ক্রেডিট/ডেবিট কার্ড/নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দিতে হবে।
আবেদন পদ্ধতি:
১৷ অনলাইনে আবেদন করতে হবে।
২৷ আবেদনের শেষ দিন – ২৪/০৮/২০২১ ৩) আবেদনের সময়ে ২০ থেকে ৩০০ কেবি সাইজের ছবি এবং নিজের সইয়ের স্ক্যান কপি আপলোড করতে হবে।
প্রার্থী বাছাইয়ের পরীক্ষা:
১) লিখিত পরীক্ষা (ইংরাজি) – ১০০ নম্বর (২) জেনারেল নলেজ – ১০০ নম্বর (৩) এলিমেন্টারি ম্যাথেমেটিক্স – ১০০ নম্বর (৪) ইন্টারভিউ ও অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমির জন্য ইংরাজি – ১০০ নম্বর (৫) জেনারেল নলেজ – ১০০ নম্বর (৬) ইন্টারভিউ
কোথায় আবেদন: এখানে ক্লিক করুন লিঙ্কে ক্লিক করে আবেদন করা যাবে। এই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তি জেনে নিন।
]]>আবেদনের বয়সগত যোগ্যতা: মলিকিউলার বায়োলজিস্ট পদের জন্য নুন্যতম ৬৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে। ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। অন্যদিকে, ডেটা এন্ট্রি কাজের জন্য প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন: মলিকিউলার বায়োলজিস্ট পদের জন্য প্রতিমাসে ৪০ হাজার টাকা বেতন পাওয়া যাবে। ল্যাব টেকনিশিয়ানের জন্য মাইনে বরাদ্দ করা হয়েছে প্রতিমাসে ১৭,২২০ টাকা। অন্যদিকে, ডেটা এন্ট্রি অপারেটরদের মাইনে হবে প্রতিমাসে ১৩ হাজার টাকা।
আবেদনের শিক্ষাগত যোগ্যতা: মলিকিউলার বায়োলজিস্ট পদে আবেদন করার জন্য মাস্টার ডিগ্রি থাকতে হবে। বায়োলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রো বায়োলজি কিংবা জীবন বিজ্ঞানের উপর ডিগ্রি থাকা প্রয়োজন। অন্যদিকে, ল্যাব টেকনিশিয়ান পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পাশ করতে হবে। ডেটা এন্ট্রি পদের জন্য প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। অন্য জায়গায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে ই-মেলের মাধ্যমে। নির্দিষ্ট ফর্মটি সঠিকভাবে পূরণ করে পাঠিয়ে দিতে হবে [email protected] ই-মেল আইডিতে। আবেদন করার শেষ দিন হল ৬ অগাস্ট ২০২১। বিস্তারিত জানতে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
]]>১. মোট শূন্যপদ – ৬১০০ টি (এসসি – ৯৭৭, এসটি – ৫৬৭, ওবিসি – ১৩৭৫, ডিডাব্লিউএস – ৬০৪, ইউআর – ২৫৭৭)।
২. আবেদনের বয়স কত যোগ্যতা – শিক্ষানবিস পদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবে।
৩. আবেদনের শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীদের যেকোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাশ থাকতে হবে। ৩১/১০/২০২১ তারিখের মধ্যেই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে।
৪. আবেদন ফি – জেনারেল/ওবিসি/ই ডাবলু এস প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৩০০ টাকা জমা দিতে হবে। এস সি/এস টি/পি ডব্লিউ ডি প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৬ জুলাই ২০২১।
৫. আবেদন পদ্ধতি – প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। www.bank.sbi/careers অথবা www.sbi.co.in/careers ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন করতে হবে। আগামী ২৬ শে জুলাই ২০২১ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে http://www.bfsissc.com লিংকে ক্লিক করুন।
]]>১) শূন্যপদের বিবরণ
আয়কর দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৫৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে। যার মধ্যে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স-এর জন্য রয়েছে ৮ টি শূন্যপদ, ৮৩ টি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং মালটি টাসকিং স্টাফ পদে ৬৪ জন নিয়োগ হবে।
২) আবেদনের বয়সগত যোগ্যতা
১. ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স-এর জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
২. ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করারা জন্য বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক।
৩. মালটি টাসকিং স্টাফ পদের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছর।
৩) বেতন
১. ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স – প্রতি মাসে ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা।
২. ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট – প্রিতি মাসে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা।
৩. মালটি টাসকিং স্টাফ – প্রিতি মাসে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা।
৪) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
১. ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স-এই পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে।
২. ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট-এই পদে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক হওয়ার পাশাপাশি ভালো টাইপিং স্কিল থাকা প্রয়োজন।
৩. মালটি টাসকিং স্টাফ-এই পদের জন্য আবেদনকারীদের মাধ্যমিক পাস হতে হবে।
৫) আবেদনের পদ্ধতি
অনলাইনে আবেদন করা যাবে। ইতিমধ্যেই আবেদন করা শুরু হয়ে গেছে। আবেদন করার শেষ তারিখ ২৫ আগস্ট ২০২১। ভারত সরকারের আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। আরও বিস্তারিত জানতে ক্লিক করুন http://www.incometaxmumbai.in.
১) শূন্যপদের বিবরণ
মোট ১৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
১. এডমিনিস্ট্রেটিভ অফিসার
২. সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট
৩. সিনিয়র অ্যাসিস্ট্যান্ট
৪. তবলা অ্যাকমপ্যানিস্ট
৫. কম্পিউটার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট
৬. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
৭. ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট
৮. লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট
২) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
১. এডমিনিস্ট্রেটিভ অফিসার – অন্তত ৫৫ শতাংশ নাম্বার নিয়ে মাস্টার ডিগ্রি থাকা প্রয়োজন। এছাড়াও অভিজ্ঞতা থাকতে হবে ৩ বছরের।
২. সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট – যে কোনও ব্যাচেলর ডিগ্রি এবং ৩ বছরের অভিজ্ঞতা।
৩. সিনিয়র অ্যাসিস্ট্যান্ট – যে কোনও বিভাগে স্নাতক এবং তার সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকা প্রয়োজন।
৪. কম্পিউটার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট – এই ক্ষেত্রে সেকেন্ডারি পরীক্ষায় পাস থাকলেই হবে।
৫. তবলা অ্যাকমপ্যানিস্ট – তবলা বা পাওয়ারেজে ডিগ্রি থাকতে হবে।
৬. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট – যে কোনও বিষয়ে স্নাতক এবং ইংরেজি ও হিন্দিতে যথাক্রমে মিনিতে ৩৫ ও ৩০ শব্দ টাইপ করার স্কিল।
৭. ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট – বিজ্ঞান বিষয়ে দশম শ্রেণি পাস থাকতে হবে।
৮. লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট – নুনতম দশম শ্রেণি পাস থাকতে হবে। সঙ্গে লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি থাকতে হবে।
৩) আবেদনের ফি
অসংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৭০০ টাকা দিতে হবে। এছারা ওবিসি/ইউব্লুএস/মহিলাদের ক্ষেত্রে ৫০০ টাকা দিতে হবে। অন্যদিকে এসসি ও এসটি প্রার্থীদের ক্ষেত্রে ৪০০ টাকা দিতে হবে।
৪) আবেদন করার পদ্ধতি
অফলাইনে আবেদন করতে হবে। প্রথমে http://spm.du.ac.in/index.php?lang=en অথবা http://www.du.ac.in ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এবারে সমস্ত প্রতিলিপি ও আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায় – The Principal, Shayama Prasad Mukherjee college (for women), Punjabi Bagh (west). আগামী ১৬ জুলাইয়ের মধ্যে আবেদন পাঠাতে হবে। বিস্তারিত জানতে http://spm.du.ac.in/images/SPMC_Non_Teachin লিঙ্কে ক্লিক করুন।
১) শূন্যপদের বিবরণ
ন্যাশানাল বোর্ড অফ একজামিনেশন ইন সায়েন্সসের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৪২ টি পদে নিয়োগ করা হবে। যার মধ্যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট-এর জন্য রয়েছে ৮ টি শূন্যপদ, ৩০ টি জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য এবং জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট এর জন্য ৪ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
২) আবেদনের ফি
অসংরক্ষিত এবং ওবিসি প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১৫০০ টাকা দিতে হবে। এর সঙ্গে ১৮ শতাংশ জিএসটি আলাদা দিতে হবে। অন্যদিকে এসসি/এসটি দের ক্ষেত্রে কোনও রকম আবেদন ফি লাগবে না।
৩) আবেদনের বয়সগত যোগ্যতা
পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
৪) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
১. সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বিভাগে পরীক্ষা দেওয়ার জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ এবং যে কোনও ডিগ্রি কোর্সে পাশ থাকা প্রয়োজন।
২. জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে HS পাশ হলেই চলবে।
৩. জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট বিভাগে পরীক্ষা দেওয়ার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ বাধ্যতামূলক। এছাড়াও কোনও কম্পিউটার কোর্সের অভিজ্ঞতা থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।
৫) নিয়োগের নির্বাচন প্রক্রিয়া
মোট দুটি ধাপে পরীক্ষা হবে। একটি ধাপে সর্বাধিক ২০০ নম্বরে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। দ্বিতীয় ধাপে কম্পিউটার জ্ঞান এবং স্কিল টেস্টের উপর ১০০ নম্বরের পরীক্ষা হবে। বিস্তারিত জানতে এনইবিএমএস-এর অফিসিয়াল ওয়েবসাইটে http://www.natboard.edu.in দেখুন। আবেদন পদ্ধতি আগামী ১৫ ই জুলাই ২০২১ থেকে শুরু হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৪ ই আগস্ট ২০২১।
১. শূন্যপদের বিবরণ
রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৩ টি শূন্য পদে জেলা স্বাস্থ্য প্রোগ্রাম কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে।
২. আবেদনের বয়সগত যোগ্যতা
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ২২ থেকে ৪৩ বছর। এসসি – এসটি প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা রাখা হয়েছে ২২ থেকে ৪৫ বছর।
৩. আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
১. সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল সাইন্স বা MSW তে পোস্ট গ্যাজুয়েট হতে হবে।
২. স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে অ্যাডভান্স কম্পিউটার কোর্স থাকা প্রয়োজন।
৩. যেকোনো স্বাস্থ্য ক্ষেত্রে অন্তত তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
৪. আবেদনের ফি
সাধারণ ক্যান্ডিডেটদের জন্য ১০০ টাকা। অন্যদিকে এস টি, এস সি, এবং ওবিসিদের জন্য ৫০ টাকা।
৫. প্রার্থী নির্বাচন পদ্ধতি
১. লিখিত পরীক্ষা হবে ৭০ নম্বরে।
২. একাডেমিক স্কোর-এর জন্য থাকবে ১৫ নম্বর।
৩. অভিজ্ঞতার জন্য ৫ নম্বর।
৪. ইন্টারভিউ হবে ১০ নম্বরে।
৬. আবেদনের সময়সীমা
রেজিস্ট্রেশন ও আবেদন জমা দেওয়া শুরু হয়েছে ১ জুলাই ২০২১ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৫ ই জুলাই ২০২১। তবে রেজিস্ট্রেশন ১০ ই জুলাই এর মধ্যে করিয়ে নিতে হবে।
]]>১) শূন্যপদ-
অয়েল ইন্ডিয়া লিমিটেডের পক্ষথেকে জানানো হয়, সর্বমোট ১২০ টি শূন্যপদে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে।
২) আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া ১ জুলাই ২০২১ থেকে শুরু হয়েছে। ১৫ অগস্ট ২০২১ আবেদন জমা দেওয়ার শেষ দিন।
৩) আবেদনের সর্বোচ্চ বয়স
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। OBC প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-৩৩ বছর। SC/ST প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮- ৩৫ বছর।
৪) আবেদনের ফি
অসংরক্ষিত এবং OBC প্রার্থীদের ২০০ টাকা দিয়ে হবে। অন্যদিকে SC/ST/EWS প্রাক্তন সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনও রকম ফি লাগবে না।
৫) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
১. ৪০ শতাংশ নম্বর নিয়ে পাশ করলেই হবে, গ্র্যাজুয়েট হতে হবে প্রার্থীকে।
২. কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে ৬ মাসের কোনও কোর্স করা বাধ্যতামূলক।
৩. MS Word, MS Excel, MS PowerPoint- জানতে হতে হবে।
৬) কোথায় আবেদন করবেন
অয়েল ইন্দিয়া লিমিটেডর অফিসিয়াল ওয়েবসাইটে যান- http://www.oilindia.com .
]]>