vaccine – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 01 Jan 2022 10:48:05 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png vaccine – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Corona Vaccine Registration: শুরু ১৫-১৮ করোনা টিকা রেজিস্ট্রেশন, কীভাবে করবেন? https://ekolkata24.com/uncategorized/starting-today-15-16-corona-vaccine-registration-how-to-do Sat, 01 Jan 2022 10:48:05 +0000 https://ekolkata24.com/?p=17479 News Desk: দেশে ব্যাপকহারে বাড়ছে করোনার (Corona) সংক্রমণ।‌ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে করোনা টিকাকরণে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওমিক্রনের আতঙ্ক থেকে মুক্ত করতে ষাটোর্ধ্বদের বুস্টার ডোজের পাশাপাশি ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে টিকাকরণ কর্মসূচি। ১ জানুয়ারি থেকে নাম নথিভুক্ত অর্থাৎ রেজিস্ট্রেশন করা যাবে।

কীভাবে করবেন রেজিস্ট্রেশন, জেনে নিন-
অনলাইনে কোউইন পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। মোবাইল নম্বর দিয়ে ওটিপি ব্যবহার করে লগইন করতে হবে। আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করেও রেজিস্ট্রেশন করা যাবে।

লগইন কিংবা সাইন ইন করার পর নিজের সুবিধামত টিকাকেন্দ্র, তারিখ ও সময় বেছে নিয়ে স্লট বুক করতে হবে।

টিকাকেন্দ্রে গিয়েও ওয়াক ইন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। ১৫-১৮ বছর বয়সীদের জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয়। স্কুলের আইডি কার্ড থাকলেও রেজিস্ট্রেশন হবে।

]]>
বুস্টার ডোজ নিতে লাগবে না কোমর্বিডিটির প্রমাণপত্র জানাল কেন্দ্র https://ekolkata24.com/uncategorized/vaccine-booster-dose-for-precaution-dose-no-mix-and-match-of-vaccines-government-sources Tue, 28 Dec 2021 16:13:38 +0000 https://ekolkata24.com/?p=16975 News Desk: করোনাযোদ্ধা, স্বাস্থ্য কর্মী এবং ৬০ বছর বা তার বেশি বয়সিদের করোনার বুস্টার বা তৃতীয় ডোজ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ঘোষণার দু’দিন পরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল, কোমর্বিডিটি রয়েছে এমন প্রবীণ নাগরিকদের দুটি টিকা নেওয়ার পর বুস্টার বা তৃতীয় ডোজ দেওয়া হবে। তবে তাঁদের কোমর্বিডিটির বিষয়ে প্রয়োজনীয় প্রমানপত্র পেশ করতে হবে। অর্থাৎ হাসপাতাল বা চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন দাখিল করলে তবেই মিলবে বুস্টার ডোজ। 

কিন্তু মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রক নিজেদের সেই সিদ্ধান্ত থেকে সরে এল। এদিন স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ৬০ বছর বা তার বেশি বয়সিদের তৃতীয় বা বুস্টার ডোজ নিতে গেলে কোমর্বিডিটি সংক্রান্ত কোনও তথ্য প্রমাণ পেশ করার প্রয়োজন হবে না। প্রমাণপত্র ছাড়াই কোমর্বিডিটির সমস্যায় ভোগা ৬০ বছর বা তার বেশি বয়সিরা অনায়াসেই তৃতীয় ডোজ নিতে পারবেন। এক্ষেত্রে তাঁদের চিকিৎসক বা হাসপাতালের কোন প্রমাণপত্র দাখিল করার প্রয়োজন হবে না। স্বাস্থ্যমন্ত্রকের এই ঘোষণাকে অনেকেই স্বাগত জানিয়েছেন।

কোমর্বিডিটি বা জটিল সমস্যায় ভোগা অনেকেই জানিয়েছেন, তাঁরা হয়তো নিয়মিত চিকিৎসকের কাছ থেকে প্রেসক্রিপশন করিয়ে নিয়ে এসে ওষুধ খান না। একবার প্রেসক্রিপশন করার পর তাঁরা সেই প্রেসক্রিপশন অনুযায়ী দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে চলেছেন। তাই কেন্দ্রের আগের নির্দেশে তাঁরা নিশ্চিতভাবেই সমস্যায় পড়তেন। কিন্তু কেন্দ্রের নতুন নির্দেশিকায় তাদের সেই সমস্যা কেটে গেল। উল্লেখ্য, টিকাকরণ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের দুটি কমিটি আছে। এই কমিটির পরামর্শ মেনেই ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধ করতে প্রবীণ মানুষদের দ্রুত দেওয়ার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরইমধ্যে রাজধানী দিল্লিতে ওমিক্রনের সংক্রমণ ক্রমশই বাড়ছে। ওমিক্রন প্রতিরোধ করতে কেজরিওয়াল সরকার দিল্লিতে জারি করল হলুদ সর্তকতা। একই সঙ্গে বেশ কিছু নতুন নির্দেশিকা প্রকাশ করেছে কেজরি সরকার। ওই নির্দেশিকায় বলা হয়েছে, আগামী বেশ কিছুদিন প্রতিটি অফিসে ৫০ শতাংশ কর্মীকে নিয়ে কাজ করতে হবে। স্কুল-কলেজ, জিম সিনেমা হল সম্পূর্ণ বন্ধ থাকবে। শপিং মল এবং অন্যান্য সাধারণ দোকান গুলি জোর-বিজোড় হিসেবে খোলা থাকবে। দোকান খোলার সময় সকাল ১০ টা থেকে রাত ৮টা। রাত ১০টার পর বন্ধ রাখতে হবে রেস্তোরাঁ। রাত ১০ টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নাইট কারফিউ।

]]>
WHO: বুস্টার ডোজ নিলেই ওমিক্রন থেকে বাঁচবেন, এমনটা নয়  https://ekolkata24.com/uncategorized/vaccine-is-not-the-ultimate-solution-for-omicron Thu, 23 Dec 2021 14:10:19 +0000 https://ekolkata24.com/?p=16011 News Desk: বুস্টার ডোজ নিলেই যে ওমিক্রনের (omicron) হাত থেকে রক্ষা পাওয়া যাবে তা মোটেই নয়। কেউ যদি মনে করেন, তিনি বুস্টার ডোজ (buster dose) নিয়েছেন তাই তাঁর ভয় পাওয়ার কিছু নেই। তিনি অনায়াসেই উৎসবের আনন্দে মেতে উঠতে পারেন। তবে সংশ্লিষ্ট ব্যক্তি বড় ধরনের ভুল করবেন। বুধবার এই মন্তব্য করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (world health organisation) প্রধান।

সাংবাদিক সম্মেলনে অ্যাডহোম (adhome) বলেন, গুরুতর অসুস্থতা ও মৃত্যু প্রতিরোধ করতে করোনা টিকা দেওয়া হচ্ছে। বর্তমানে বিশ্বে প্রতিদিন যে পরিমাণ টিকা দেওয়া হচ্ছে তার মধ্যে ২০ শতাংশ বুস্টার ডোজ। অভিজ্ঞতা বলছে, প্রথম বিশ্বের শক্তিশালী দেশগুলির কাছে প্রয়োজনের তুলনায় অনেক বাড়তি টিকা আছে। কিন্ত গরিব ও অনুন্নত দেশগুলিতে বেশিরভাগ মানুষই এখনও টিকার একটি ডোজও পাননি। উন্নত দেশগুলি যদি মনে করে, বুস্টার ডোজ দিলেই তারা করোনার হাত থেকে রেহাই পাবে তবে তারা ভুল করছে। বরং সেক্ষেত্রে করোনার সংক্রমণ আরও দ্রুত ছড়াবে।

তাই যে সমস্ত দেশের বেশিরভাগ মানুষ এখনও টিকা পায়নি সবার আগে সেই সমস্ত দেশগুলিতে টিকা পৌঁছে দেওয়া দরকার। অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে, করোনার কারণে যে সমস্ত মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন বা প্রাণ হারাচ্ছেন তাঁদের অধিকাংশই টিকা পাননি। তাই বুস্টার ডোজ নিয়ে মাতামাতি না করে বরং যারা করোনা টিকার একটি ডোজও পাননি তাঁদের টিকাকরণের উপর জোর দেওয়া দরকার। 

হু প্রধান আরও বলেন, বর্তমানে করোনার যে টিকাগুলি চালু আছে সেগুলি ওমিক্রন ও ডেল্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। তাই ওমিক্রন ঠেকাতে যে বুস্টার ডোজ দিতেই হবে তার কোন অর্থ নেই। বরং যত শীঘ্র সম্ভব বিশ্বের অন্ততপক্ষে ৪০ শতাংশ মানুষকে টিকা দেওয়া দরকার। আগামী বছরের মাঝামাঝি নাগাদ বিশ্বের কমপক্ষে ৭০ শতাংশ মানুষকে যাতে টিকা দেওয়া যায় সে বিষয়টিও নিশ্চিত করতে হবে। গোটা বিশ্বের ৭০ শতাংশ মানুষ টিকা পেলে তবেই এই ভাইরাস প্রতিরোধের কাজ অনেকটাই এগিয়ে যাবে।

একাধিকবার টিকা বৈষম্যের বিরুদ্ধে মুখ খুলেছেন হু প্রধান। বুধবার তিনি বলেছেন, আর এক সপ্তাহের মধ্যেই বড়দিন ও নববর্ষের মত দুটি বড় ধরনের উৎসব রয়েছে। কিন্তু মানুষ যেন উৎসবে অবাধ মেলামেশা না করেন। বরং বাড়ি থেকেই উৎসব পালন করতে মানুষকে পরামর্শ দিয়েছেন অ্যাডহোম। 

যারা ওমিক্রন আক্রান্ত বা সন্দেহজনক আক্রান্তের কাছাকাছি যাবেন তাঁরা যেন অবশ্যই সবধরনের স্বাস্থ্যবিধি মেনে চলেন। বিশেষ করে তাঁদের অবশ্যই মেডিকেল মাস্ক পড়তে হবে। বদ্ধ জায়গায় এন-৯৫ জাতীয় মাস্ক পড়লে অনেকটাই নিরাপদ থাকা যাবে।

]]>
Haryana: করোনা টিকা নিয়ে কঠোর সরকার, হই হই কাণ্ড  https://ekolkata24.com/uncategorized/without-taking-double-doses-of-vaccinationno-one-will-allow-in-public Thu, 23 Dec 2021 14:07:21 +0000 https://ekolkata24.com/?p=16020 News Desk: করোনার ভ্যাকসিনের (corona vaccine) দু’টি ডোজ নেওয়া না হলে আর কেউ জনসমক্ষে আসতে পারবেন না। কোনও বড় জমায়েত বা অনুষ্ঠান, বিয়েবাড়ি বা অন্য যেকোনও ধরনের সামাজিক অনুষ্ঠানেও (social ceremony) উপস্থিত হতে থাকতে পারবেন না তাঁরা। এমনই নির্দেশ জারি করল হরিয়ানা সরকার (hariyana goverment) এই নিয়ম কার্যকর হবে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ (anil viz) এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন।

 স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা করোনার টিকার দু’টি ডোজ নেননি তাঁরা কোনও সরকারি-বেসরকারি অফিসে যেতে পারবেন না। বাস-ট্রেনে উঠতে পারবেন না। বিয়ে বা অন্য কোনও ধরনের সামাজিক অনুষ্ঠান, হোটেল, রেস্তোরাঁতে আসতে পারবেন না। অর্থাৎ যাঁরা ভ্যাকসিন নেননি তাঁরা গনপরিবহণ ব্যবস্থা ব্যবহার করতে পারবেন না। 

স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ডেল্টা এবং ওমিক্রন দুই ধরনের ভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনে রাখতে হবে, দেশে শীত পড়ছে। শীতেই করোনার বাড়বাড়ন্ত হয়। তাই করোনা প্রতিরোধ করতেই এই নতুন নির্দেশিকা। প্রত্যেককে এই নির্দেশ মেনে চলতে হবে। যাঁরা এই নির্দেশ অমান্য বা উপেক্ষা করবেন তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রী।

 অনিল এদিন বলেন, সরকার কোনও স্বার্থসিদ্ধির জন্য এই নির্দেশিকা জারি করেনি। সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই নির্দেশ জারি করা হল। এখনও পর্যন্ত হরিয়ানায় ওমিক্রন সংক্রমণের কোনও খবর নেই। তবুও মন্ত্রী জানিয়েছেন, সরকার ওমিক্রনের মোকাবিলা করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। ভিজ এদিন আরও বলেন, আমরা সকলেই করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখোমুখি হয়েছি। আমরা দেখেছি ওই দ্বিতীয় ঢেউয়ে কিভাবে মানুষের প্রাণহানি ঘটেছে। আমরা চাই না, নতুন করে আরও মানুষের মৃত্যু হোক। সে কারণেই এই সতর্কতামূলক ব্যবস্থা। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও ওমিক্রন ভেরিয়েন্ট প্রতিরোধে রাজ্যগুলিকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ওমিক্রন ডেল্টার থেকে তিনগুণ বেশি সংক্রামক। তাই উপযুক্ত সতর্কতামূলক ব্যবস্থা না নিলে সংক্রমণ ও মৃত্যুর হাত থেকে রেহাই মিলবে না। প্রতিটি রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি পাঠিয়ে এই সতর্কবার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।

]]>
Omicron: রুশ টিকা স্পুটনিক ভি করবে প্রতিরোধ https://ekolkata24.com/uncategorized/sputnik-v-can-defend-omicron Wed, 22 Dec 2021 11:03:17 +0000 https://ekolkata24.com/?p=15844 নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে আবারো একবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনাভাইরাস। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট অনেক বেশি শক্তিশালী ওমিক্রণ দাপিয়ে বেড়াচ্ছে গোটা বিশ্বে। ভারতেও ওমিক্রণ তার দাপট চালানো শুরু করেছে। এই পরিস্থিতিতে যখন করোনাভাইরাসের এই নতুন সংযোজিত নিয়ে চিন্তার ভাঁজ চিকিৎসকদের কপালে এরইমধ্যে সুখবর দিল স্পুটনিক’ ভি প্রস্তুতকারী সংস্থা। ওমিক্রণের মতো শক্তিশালী ভাইরাস প্রতিরোধে সক্ষম এই টিকা।

গামলেয়া সেন্টারের প্রাথমিক পরীক্ষাগার সমীক্ষা দেখায় যে, স্পুটনিক ভি (Sputnik v) ভ্যাকসিন করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণেরর শক্তিশালী ভাইরাসের বিরুদ্ধে এবং তাদের কার্যকলাপ প্রতিরোধ করতে সক্ষম। উচ্চ ভাইরাস নিরপেক্ষ কার্যকলাপ (high virus neutralizing activity) প্রদান করে এই স্পুটনিক ভি ভ্যাকসিন। শুধুমাত্র করোনাভাইরাস প্রতিরোধেই‌ সক্ষম নয় স্পুটনিক’ ভি এমনকি‌ বেশকিছু গুরুতর রোগের চিকিৎসায় ‌এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসায় এটি শক্তিশালী প্রতিরক্ষা প্রদান করবে বলে আশা করছেন স্পুটনিক’ ভি প্রস্তুতকারী সংস্থা।

যে কোন ভ্যাকসিন তৈরি হলেই তার দীর্ঘস্থায়ী কার্যকারিতা হিসেবেই প্রশ্ন ওঠে। কতদিন পর্যন্ত এই ভ্যাকসিনের মেয়াদ দীর্ঘস্থায়ী হবে,কতদিন পর্যন্ত ভ্যাকসিন মানবদেহকে সুরক্ষা দিতে সক্ষম,এই সমস্ত দিক খতিয়ে দেখতে হয়।

স্পুটনিক ভি‌ টিকা দেওয়ার দীর্ঘ সময় এমনকি প্রায় ছয় মাসেরও বেশি সময় পরে সুরক্ষা দিতে সক্ষম কিনা তা জানতেই টিকা দেওয়ার পর সেরা(SERA) ব্যবহার করে একটি গবেষণা চালানো হয়েছিল। এই গবেষণাতে উত্তীর্ণ হয়েছে স্পুটনিক’ ভি।যা প্রমাণ করে এইখানেও দীর্ঘসময় পরেও এটি মানবদেহে উচ্চ ক্ষমতাসম্পন্ন ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করতে সক্ষম।

]]>
Seram Institute: ছয় মাসের মধ্যেই শিশুদের জন্য আসবে করোনার টিকা https://ekolkata24.com/uncategorized/the-coronavirus-vaccine-will-be-available-for-children-within-six-months-said-the-seram-institute Tue, 14 Dec 2021 17:58:32 +0000 https://ekolkata24.com/?p=14883 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি করোনা। এরইমধ্যে করোনার (corona) নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের (omicron) দাপট শুরু হয়েছে। করোনা রুখতে টিকাকরণই একমাত্র হাতিয়ার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এখনও পর্যন্ত ১৮ বছরের কম বয়সিদের জন্য দেশে কোনও টিকা তৈরি হয়নি। স্বাভাবিকভাবেই যে সমস্ত মা-বাবার ১৮ বছরের কম বয়সি সন্তান আছে তাঁরা যথেষ্ট উদ্বেগের মধ্যে আছেন। এই পরিস্থিতিতে মঙ্গলবার দেশের অন্যতম ও ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউটের (Seram Institute) পক্ষ থেকে জানান হল, ৬ মাসের (within six month) মধ্যেই শিশুদের জন্য বাজারে আসবে করোনার টিকা।

মঙ্গলবার কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের এক সম্মেলনে অনলাইন ব্যবস্থায় যোগ দেন সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। ওই সম্মেলনে তিনি বলেন, তাঁদের সংস্থার তৈরি করোনার টিকা নভোভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়োগ চলছে। তিন বছর বা তার বেশি বয়সি শিশুদের উপর এই ভ্যাকসিন অত্যন্ত ভাল ফল করেছে। তিনি নিশ্চিত যে, আগামী ৬ মাসের মধ্যেই শিশুদের জন্য করোনার টিকা নভোভ্যাক্স ভারতের বাজারে এসে যাবে।

এই সম্মেলনে আদর আরও বলেছেন, করোনাজনিত কারণে শিশুদের মধ্যে এখনও পর্যন্ত তেমন গুরুতর অসুস্থতা দেখা যায়নি। তাই শিশুদের জন্য এতটা উদ্বেগের কিছু নেই। কিন্তু আগামী ছয় মাসের মধ্যে দেশের বাজারে তাঁরা শিশুদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করতে পারবেন। এই মুহূর্তে শিশুদের জন্য যে ভ্যাকসিন তাঁরা তৈরি করেছেন তার চূড়ান্ত পর্বের পরীক্ষা-নিরীক্ষা চলছে। আশা করা যায় ছয় মাসের মধ্যে এই ভ্যাকসিন চালু হয়ে যাবে।

একইসঙ্গে আদর জানান, প্রত্যেক মা-বাবারই উচিত তাঁদের সন্তানদেরও টিকা দেওয়া। কারণ টিকা নিলে ক্ষতি কিছু হবে না। বরং করোনা প্রতিরোধ করা আরও সহজ হবে, এটা তো ইতিমধ্যেই প্রমাণ হয়ে গিয়েছে। উল্লেখ্য, ভারতে এখনো পর্যন্ত শিশুদের জন্য একটি ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে। সেটি হল জাইডাস ক্যাডিলার তৈরি জাইকোভ-ডি। তবে এই ভ্যাকসিনটি ১২ বছরের বেশি বয়সিদের জন্য প্রযোজ্য। অর্থাৎ ১২ বছরের কম বয়সিদের জন্য এখনও পর্যন্ত কোনও ভ্যাকসিন নেই। সেরাম ইনস্টিটিউট ছয় মাসেরমমধ্যে শিশুদের জন্য ভ্যাকসিন চালু করলে অভিভাবকরা অনেকটাই উদ্বেগমুক্ত হতে পারবেন।

]]>
১২-১৮ বয়সিদের জন্য একাধিক সংস্থার তৈরি ভ্যাকসিনের তৃতীয় পর্বের পরীক্ষা চলছে https://ekolkata24.com/uncategorized/the-third-phase-of-the-vaccine-for-12-16-year-olds-is-being-tested Fri, 03 Dec 2021 12:48:54 +0000 https://ekolkata24.com/?p=13382 Kolkata24x7 Desk: করোনার হাত থেকে বাঁচতে টিকাকরণই একমাত্র পথ, এটা বারেবারে বলছেন বিশেষজ্ঞরা। দেশে প্রাপ্ত বয়স্কদের টিকাকরণ চললেও ১২ থেকে ১৮ বছর বয়সিদের এখনই টিকাকরণের কোনও খবর নেই।

এ বিষয়টি উত্থাপন করে তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে জানতে চান, ১২ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণের জন্য সরকার কি বিশেষ কোনও পরিকল্পনা নিয়েছে? এই মুহূর্তে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১২ থেকে ১৮ বছর বয়সি শিশুর সংখ্যা কত? ১২ থেকে ১৮ বছর বয়সিদের উপর ভ্যাকসিনের যে ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে তার ফলাফল কি? এখনও পর্যন্ত কত জনের উপর এই ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে? ১২ থেকে ১৮ বছর বয়সিদের উপর টিকাকরণের জন্য দেশে কি কোনও ভ্যাকসিন প্রস্তুত হয়েছে? যদি না হয়ে থাকে সে ক্ষেত্রে শিশুদের টিকাকরণের জন্য সরকার কি ভ্যাকসিন আমদানি করার কোন পরিকল্পনা করেছে? কতদিনের মধ্যে ১২ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হতে পারে?

মালা রায়ের এই প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ ভারতী প্রবীণ পাওয়ার জানিয়েছেন, এখনও পর্যন্ত একমাত্র ক্যাডিলা হেলথ কেয়ারের তৈরি জাইকভ-ডি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে শিশুদের শরীরে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল চলছে।

ওই পরীক্ষার অন্তর্বর্তী রিপোর্ট সংস্থার পক্ষ থেকে ডিসিজিআইয়ের কাছে পেশ করা হয়েছে। একইভাবে ২ থেকে ১৭ বছর বয়সিদের জন্য সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি টিকা কোভোভ্যাক্সের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। পাশাপাশি জনসন এন্ড জনসন এবং বায়োলজিক্যাল ই লিমিটেডের মতো কয়েকটি সংস্থার তৈরি ভ্যাকসিনেরও তৃতীয় পর্বের পরীক্ষা চলছে। ওই সমস্ত সংস্থার ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট এসে পৌঁছনোর পর তা খতিয়ে দেখা হবে। যদি ওই রিপোর্ট সন্তোষজনক হয় তাহলে শিশুদের টিকাকরণের অনুমতি দেবে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া।

মন্ত্রী আরও জানান, এই মুহূর্তে শিশুদের টিকাকরণের জন্য ভ্যাকসিন আমদানি করার তেমন কোনও পরিকল্পনা সরকারের নেই। তবে একটি বিশেষজ্ঞ কমিটি শিশুদের উপর প্রয়োগের জন্য ভ্যাকসিন আমদানির বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছে। এই মুহূর্তে গোটা দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১২ থেকে ১৭ বছর বয়সি শিশুর সংখ্যা ১৪ কোটি ৫২ লাখ ১৪ হাজার বলে মন্ত্রী জানান।

]]>
Omicron: বুস্টার ডোজ হিসেবে কোভিশিল্ড ব্যবহারের অনুমোদন চাইল সেরাম ইনস্টিটিউট https://ekolkata24.com/uncategorized/serum-institute-seeks-dcgi-approval-for-covishield-as-boster-dose Thu, 02 Dec 2021 05:49:38 +0000 https://ekolkata24.com/?p=13126 নিউজ ডেস্ক, নয়াদিল্লি : করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জেরে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। এবার আমেরিকায় হানা দিল ওমিক্রন (omicron)। ক্যালিফোর্নিয়ার বাসিন্দার শরীরে এর হদিশ মিলল। ফলে মানুষের মনেও ভ্যাকসিনের বুস্টার ডোজ ব্যবহার নিয়ে প্রশ্ন জাগছে।

করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ মেলায় দেশজুড়ে বুস্টার ডোজের চাহিদা বেড়েছে। কেরল, রাজস্থান, কর্ণাটক, ছত্তিশগড়ের মতো রাজ্য ইতিমধ্যেই কেন্দ্রের কাছে বুস্টার ডোজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানিয়েছে। এই পরিস্থিতিতে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, DCGI-এর কাছে বুস্টার ডোজ হিসেবে কোভিশিল্ড (covishield) ব্যবহারের অনুমোদন চেয়েছে সেরাম ইনস্টিটিউট (serum institute)। 

সেরামের পক্ষ থেকে আর্জি জানানো হয়েছে, ওমিক্রনের কথা মাথায় রেখে কোভিশিল্ডকে বুস্টার ডোজ হিসেবে প্রয়োগ করার অনুমতি দেওয়া হোক। ভারতে এখন যথেষ্ট ভ্যাকসিনের স্টক রয়েছে। এই পরিস্থিতিতে যাদের দুটি করে ডোজ নেওয়া হয়ে গিয়েছে, তাদের বুস্টার ডোজ প্রয়োগের ছাড়পত্র দেওয়া হোক। 

ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেলের (DGCI) কাছে একটি আবেদনে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (SII) অন্যতম ডিরেক্টর বলেন, যুক্তরাজ্যের মেডিসিন এবং হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি ইতিমধ্যেই এর বুস্টার ডোজ অনুমোদন দিয়েছে AstraZeneca ChAdOx1 nCoV-19 ভ্যাকসিনকে।

উল্লেখ্য, ভারতে ওমিক্রন পীড়িত দেশ থেকে বিভিন্ন বিমানে আসা যাত্রীদের প্রথম দিনের পরীক্ষাতেই ৬ জনের কোভিড রিপোর্ট পজিটিভ বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আক্রান্তদের নমুনা জেনোমিক সিকোয়েন্সিংয় জন্য পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের জন্যও কড়াকড়ি করেছে কেন্দ্র। জানা গেছে, ওমিক্রন আক্রান্ত বিভিন্ন দেশ থেকে আসা ১১টি আন্তর্জাতিক বিমানের ৩,৪৭৬ জন যাত্রীকে পরীক্ষা করা হয়েছিল। তাঁদের মধ্যেই ৬ জনের রিপোর্ট পজিটিভ আসে।  এই পরিস্থিতিতে বুস্টার ডোজের প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। 

 

]]>
Covid 19: মানবদেহে প্রয়োগ হবে বাংলাদেশের করোনা টিকা বঙ্গভ্যাক্স https://ekolkata24.com/uncategorized/bangladesh-government-isued-order-covid-19-banga-vax-vaccine-human-trail Tue, 23 Nov 2021 15:00:19 +0000 https://ekolkata24.com/?p=12142 News Desk: বাংলাদেশের তৈরি করোনাভাইরাসের (Covid 19) ভ্যাকসিন বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ প্রাণিদেহে সফল হয়েছে। এর পরেই টিকা মানব দেহে প্রয়োগের অনুমোদন দেয় বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি)। সংস্থার পরিচালক ডা. রুহুল আমিন বলেন, ফেজ-১ পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে।

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মার সহযোগী গ্লোব বায়োটেক বাংলাদেশে করোনাভাইরাসের মহামারি শুরুর পর গত বছরের ২ জুলাই করোনা টিকা তৈরির কাজ শুরুর কথা জানায়।

বানরের দেহে বঙ্গভ্যাক্স টিকার পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল গত ১ নভেম্বর বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) জমা দেয়।

করোনাভাইরাসের টিকা তৈরির লড়াইয়ে থাকা বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড এবার পরবর্তী পরীক্ষার মুখে। সংস্থার ব্যবস্থাপক ড. মহম্মদ মহিউদ্দিন জানান, যে কোনও টিকা তৈরির পর ধাপে ধাপে নানা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। সর্বশেষ মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগে তা নির্দিষ্ট রোগ প্রতিরোধে অ্যান্টিবডি তৈরিতে সফলতার মুখ দেখলে তা টিকা হিসাবে স্বীকৃতি পায়।

]]>
ভ্যাকসিন না হলে চলতি বছরের ডিসেম্বরের পর মিলবে না রেশন https://ekolkata24.com/uncategorized/if-there-is-no-vaccine-the-ration-will-not-match-after-december-this-year Thu, 18 Nov 2021 10:28:43 +0000 https://ekolkata24.com/?p=11699 নিউজ ডেস্ক: ভ্যাকসিন নেওয়ার প্রমাণপত্র দাখিল করতে না পারলে উপভোক্তারা আর ভর্তুকি মূল্যে রেশন (ration) পাবেন না। ৩১ ডিসেম্বরের পর থেকে অর্থাৎ ২০২২-এর ১ জানুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে। অর্থাৎ ১ জানুয়ারি থেকে ভর্তুকি মূল্যে রেশন নিতে গেলে গ্রাহককে অবশ্যই করোনার দু’টি টিকা নেওয়ার শংসাপত্র দেখাতে হবে। তবে পশ্চিমবঙ্গ সরকার নয়, মধ্যপ্রদেশ সরকার (madhyapradesh) এই নির্দেশ জারি করেছে।

মধ্যপ্রদেশের খাদ্য দফতরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যেক গ্রাহককে ভ্যাকসিনের দুটি ডোজ অবশ্যই নিতে হবে। টিকা নেওয়া হলে তবেই তাঁরা আগামী বছর রেশন পাবেন। বর্তমানে অবশ্য গণবণ্টন ব্যবস্থায় টিকা নেওয়া হোক বা না হোক সকলকেই রেশন দেওয়া হয়। তবে শুধু গ্রাহকদের জন্য নয়, রেশন ডিলারদের (ration dealer) জন্যও একাধিক নির্দেশিকা জারি করেছে মধ্যপ্রদেশ সরকার।

vaccines

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, রেশন ডিলারদের সুনিশ্চিত করতে হবে যে, ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি গ্রাহকের ভ্যাকসিন (vaccine) নেওয়া হয়েছে। সে কারণে প্রতিটি রেশন ডিলারকে নিজেদের দোকানের সামনে ভ্যাকসিন সংক্রান্ত সর্বশেষ যাবতীয় তথ্য টাঙিয়ে রাখতে হবে। যারা রেশন নিচ্ছেন তাঁরা যে সকলেই ভ্যাকসিন পেয়েছেন সে বিষয়টিও নিশ্চিত করার দায়িত্ব রেশন ডিলারের। যদি কোনও গ্রাহকের ভ্যাকসিন না হয়ে থাকে তবে তাঁকে নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর ব্যবস্থাও করতে হবে রেশন ডিলারকে। প্রতি সপ্তাহে নিকটবর্তী হাসপাতালের কাছে রেশন ডিলারকে যাদের ভ্যাকসিন নেওয়া হয়নি তাদের নামের তালিকা জমা করতে হবে।

রাজ্যের খাদ্য ও গণবণ্টন দফতরের মুখ্য সচিব ফয়েজ আহমেদ কিদোয়াই (kidoai) বলেছেন, উপভোক্তা ও দোকানদার উভয়ের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। অভিজ্ঞতায় দেখা গিয়েছে, বেশকিছু রেশন ডিলার সংক্রমিত হয়ে মারা গিয়েছেন। তাই সরকার কোনও ঝুঁকি নিতে চায় না। সংক্রামিত ডিলারের মধ্যে যেমন গ্রাহকরা আক্রান্ত হতে পারেন তেমনই গ্রাহকদের থেকেও রেশন ডিলাররা সংক্রমিত হতে পারেন। সে জন্যই এই কড়াকড়ি। তাছাড়া টিকা নেওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে।

<

p style=”text-align: justify;”>৩১ ডিসেম্বরের (december) পর পরিস্থিতি পর্যালোচনা করা হবে। মানুষ যাতে করোনার ভ্যাকসিন নিতে এগিয়ে আসেন সে কারণেই ‘নো ভ্যাকসিন নো রেশন’ পরিকল্পনা নেওয়া হয়েছে। উল্লেখ্য মধ্যপ্রদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে ২৫ ডিসেম্বরের মধ্যে রাজ্যের ১০০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। তবে বিরোধী কংগ্রেসের দাবি, রাজ্য সরকারের যে লক্ষ্যের কথা বলেছে তা পূরণ করা সম্ভব নয়। মানুষকে ভ্যাকসিন নিতে উৎসাহী করতে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ। তাই এখন সরকার নিজেদের দায় ঝেড়ে ফেলতে রেশন ডিলারদের ঘাড়ে দায় চাপাচ্ছে।

]]>
ভ্যাকসিন কাজ করবে না করোনার নতুন স্ট্রেনে, ফাঁস বিস্ফোরক তথ্য https://ekolkata24.com/uncategorized/why-covids-c-1-2-variant-is-worrying-for-india Tue, 31 Aug 2021 08:26:44 +0000 https://www.ekolkata24.com/?p=3520 নিউজ ডেস্ক: করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে নাজেহাল গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে করোনার ‘সুপার ভ্যারিয়্যান্ট’ কোভিড-২২! ২০২২ সালে করোনার এই নতুন ভ্যারিয়্যান্ট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন এক বিশেষজ্ঞ। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা ও বিশ্বের অনেক দেশে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন শনাক্ত করা গিয়েছে। এটি আরও বেশি সংক্রমণযোগ্য এবং ভ্যাকসিন থেকে পাওয়া সুরক্ষাও এড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনাভাইরাসের আরো নতুন স্ট্রেন ভবিষ্যতে আসতে পারে, সেই বিষয়ে আগেই সতর্ক করেছিলেন বিজ্ঞানীরা। তার উপর করোনার নতুন এই স্ট্রেনের বিষয়টি সামনে আসায় চাঞ্চল্য বেড়েছে।

আরও পড়ুন করোনায় বিশ্বে শিশুমৃত্যুর এক তৃতীয়াংশ ভারতেরঃ বিশ্ব ব্যাংক

ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেসের (এনআইসিডি) বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বছরের মে মাসে দেশে প্রথম সি.১.২ ভ্যারিয়েন্টের খোঁজ মেলে। এই ধরনের কোনো স্ট্রেনের ক্ষেত্রে টিকা প্রস্তুতকারী সংস্থাগুলোকে আগে থেকে নতুন ভ্যাকসিন তৈরির জন্য প্রস্তুত থাকতে হবে। যা এই ভ্যারিয়্যান্টটিকে সমূলে উচ্ছেদ করবে। নয়তো এই নতুন ভ্যারিয়্যান্ট বিপদের বড় কারণ হয়ে দাঁড়াবে। এই ভ্যারিয়েন্টের অন্যান্য স্ট্রেনের থেকে আরও বেশি মিউটেশন হয়েছে।

আরও পড়ুন ভারতে ছাড়পত্র পেল ডিএনএ-ভিত্তিক ভ্যাক্সিন জাইকোভ-ডি

এক বিশেষজ্ঞ জানিয়েছেন, “এটি আরও সংক্রমণযোগ্য হয়ে উঠতে পারে। যেহেতু স্পাইক প্রোটিনে অনেকগুলি মিউটেশন রয়েছে, তাই এটি ভ্যাকসিনের ফলে তৈরি হওয়া প্রতিরোধ ক্ষমতা থেকে রক্ষা পেতে পারে।” প্রসঙ্গত, দেশে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমলেও বেড়েছে সক্রিয় কেসের সংখ্যা। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন। মৃত্যু হয়েছে ৩৫০ জনের। আর করোনার কবল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৬ হাজার ২৭৫ জন। তবে অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ছেই। তা নিয়ে নতুন করে চিন্তিত স্বাস্থ্যমহল।

]]>
বাংলার ভাঁড়ার ‘গড়ের মাঠ’ হলেও পর্যাপ্ত করোনা টিকা পাচ্ছে গুজরাত, উত্তরপ্রদেশ https://ekolkata24.com/uncategorized/there-is-no-vaccine-in-bengal-gujarat-and-uttar-pradesh-are-getting-adequate-vaccines Sat, 31 Jul 2021 05:23:13 +0000 https://www.ekolkata24.com/?p=1568 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: দেশজুড়ে করোনার টিকাকরণ কর্মসূচিতে গতি আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে-রাজ্যে টিকাকরণ কর্মসূচি আরও জোরদার করার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে বাংলায় এখনও টিকার জোগান কম। অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে বাংলার চেয়েও বেশি পরিমাণ টিকা পাঠানো হয়েছে। সংসদে খোদ এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী। বাংলার চেয়েও বেশি টিকা পাঠানো হয়েছে গুজরাত, কর্ণাটক, উত্তর প্রদেশ-সহ পাঁচটি রাজ্যে।

পর্যাপ্ত টিকা পাঠানো হচ্ছে না বাংলায়। বারবার এই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র টিকা দিচ্ছে না বলেই রাজ্যের টিকাকরণ কর্মসূচি বাধাপ্রাপ্ত হচ্ছে বলেও অভিযোগ সরকারের। প্রকাশ্যে টিকা নিয়ে বহু বার কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী। এমনকি টিকা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও পাঠিয়েছেন তিনি।

এরপরেও পর্যাপ্ত টিকা পাঠানো হচ্ছে না বাংলায়। তবে বাংলা না পেলেও গুজরাত, কর্ণাটক উত্তরপ্রদেশ সহ পাঁচটি রাজ্যে পর্যাপ্ত পরিমাণে টিকা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। তৃণমূল সাংসদ মালা রায় সংসদে জানতে চেয়েছিলেন,৩০ জুন পর্যন্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে কেন্দ্র কত টিকা পাঠিয়েছে?সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী টিকার বন্টন নিয়ে এই তথ্য তুলে ধরেছেন। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৩০ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গকে ২ কোটি ২৮ লক্ষ ৫৮ হাজার ৭৬০ টিকার ডোজ পাঠানো হয়েছে।

]]>