vaishnodevi – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 03 Jan 2022 10:04:25 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png vaishnodevi – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Vaishno Devi: পদপিষ্টে মৃত্যুর জেরে বৈষ্ণোদেবী মন্দিরে অনলাইনে পুজো https://ekolkata24.com/uncategorized/vaishnodevi-worship-have-to-do-online Mon, 03 Jan 2022 09:52:35 +0000 https://ekolkata24.com/?p=17773 ২০২২-এর প্রথম দিনেই বৈষ্ণোদেবী মন্দিরে (Vaishno Devi temple) পদপিষ্ট হয়ে ১২ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছিলেন। তার জেরে পুজো দেওয়ার নিয়মে এবার বড়সড় রদবদল হচ্ছে। সোমবার (monday) বৈষ্ণোদেবী মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে পুজো দিতে গেলে অনলাইনে (online) বুকিং করতে হবে। মন্দির চত্বরে অযথা ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত। 

উল্লেখ্য, নববর্ষের (newyears) প্রথম দিন শনিবার জম্মু-কাশ্মীরের এই মন্দিরে পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ২০ জনেরও বেশি। আহতদের মধ্যে এখনও চারজন আইসিইউতে ভর্তি আছেন। ইতিমধ্যেই ওই ঘটনার তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ইতিমধ্যেই পুণ্যার্থীদের কাছে অযথা ভিড় না করার আবেদন করেছেন। তারপরই বৈষ্ণোদেবী মন্দির কর্তৃপক্ষ নিয়মকানুনে বড়সড় রদবদল করল।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে আর কোনও অফলাইন পুজো দেওয়া যাবে না। পুজো দিতে গেলে ১০০ শতাংশ অনলাইন বুকিং করতে হবে। অগ্রিম বুকিং করার সময়ই ভক্তকে কোন সময় মন্দিরে আসতে হবে সে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। সেই নিয়ম মেনেই ভক্তকে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরে আগের মত আর দীর্ঘ সময় ভক্তদের থাকতে দেওয়াও হবে না।

সাধারণত প্রতি বছরই বৈষ্ণোদেবী দেবীর মন্দিরে বছরের শুরুতে প্রচুর ভিড় হয়ে থাকে। কাটরা থেকে ভক্তরা প্রায় ১৫ কিলোমিটার পাহাড়ি পথ পায়ে হেঁটে মন্দিরে পৌঁছন। কিন্তু নতুন নিয়মে মন্দিরে যেতে হলে আগেই থাকতে অনলাইনে বুকিং করতে হবে। অনলাইনে বুকিং ছাড়া কেউই মন্দিরে প্রবেশ করতে পারবেন না।

]]>