Vicky Kaushal – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 02 Jan 2022 16:28:49 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Vicky Kaushal – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Vicky Kaushal: ফের ভিকির বিরুদ্ধে থানায় অভিযোগ, কিন্তু কেন ? https://ekolkata24.com/entertainment/vicky-kaushal-again-on-trouble-after-an-allegation Sun, 02 Jan 2022 16:28:49 +0000 https://ekolkata24.com/?p=17695  বিপত্তি যেন পিছু ছাড়ছে না ভিকি কৌশলের (Vicky  kaushal )। নতুন বছরের শুরুতেই বিপাকে পড়লেন ভিকি কৌশল। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ইনদওরের বাসিন্দা জয় সিংহ যাদব।

কিন্তু কেন হঠাৎ জয় সিংহ অভিযোগ করলেন ভিকির বিরুদ্ধে ? জানা গিয়েছে, তাঁকে না জানিয়ে ভিকির ছবিতে তাঁরই বাইকের নম্বর প্লেট ব্যবহার করা হয়েছে । দিন কয়েক আগেই নেটমাধ্যমে ঘুরপাক করছিল একটি সিনেমার শ্যুটিংয়ে বাইকে চড়ে ভিকির ঘুরে বেড়ানোর ছবি। সেখান থেকেই সেই ব্যক্তির বিষয়টি নজরে আসে ।

ইতিমধ্যেই, জয় সিংহের তরফে বলা হয়েছে যে, ভিকির বাইকে যে নম্বরটি ব্যবহার করা হয়েছে, তা আসলে তার বাইকের। ছবির নির্মাতা কথাটি জানেন কি না সেই ব্যাপারেও নিশ্চিতভাবে কিছু বলতে পারেন নি জয় । কিন্তু তার অনুমতি ছাড়া এ ভাবে তার বাইকের নম্বর ব্যবহার করা যেতে পারে না বলেই উল্লেখ করেন তিনি। এর পাশাপাশি তিনি আরও জানান,তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। থানা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও আশাবাদী তিনি।

ইনদওরের বনগঙ্গা থানার সাব ইনস্পেক্টর রাজেন্দ্র সোনি জানিয়েছেন, তাঁরা খতিয়ে দেখছেন পুরো বিষয়টি । ভিকির বাইকে নম্বর প্লেট বেআইনি ভাবে ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করা হবে। ছবির ইউনিট ইনদওরে থাকলে, তাদের ডেকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

]]>
ভিকির অ-মতেই কি বিয়ে, কেন ক্যাটরিনা এমন সিদ্ধান্ত নিলেন https://ekolkata24.com/entertainment/why-katrina-kaif-force-vicky-kaushal-to-marry-in-december Thu, 11 Nov 2021 15:05:09 +0000 https://www.ekolkata24.com/?p=11032 বায়োস্কোপ ডেস্ক, মুম্বই- কোথাও গিয়ে কি ভিকির প্রতি ভরসা হারিয়ে ফেলছেন ক্যাটরিনা কাইফ, তবে তড়িঘড়ি এরকম সিদ্ধান্ত কেন নিলেন বলিউড কুইন। চলতি বছর মাঝখান থেকেই ভাইরাল হয়ে উঠেছিল একটাই সংবাদ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ক্যাটরিনা কাইফ। তবে সেইসময় ভিকি কৌশলের ভাই সানি কৌশল জানিয়েছিলেন এই সংবাদ সম্পূর্ণ অর্থে ভিত্তিহীন। এই খবর শোনা মাত্রই নাকি ভিকির বাড়ির লোকেরা চমকে উঠেছিলেন।

এমনকি ভিকির মাও জানিয়েছিলেন- যদি বিয়ে হয় আমাকে মিষ্টি খাইও। কিন্তু সেই সকল তর্ক বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে অবশেষে ফাঁস হলো সত্য ঘটনা। কোন লুকোচুরি নয়, সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে বসতে চলেছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানে ডেস্টিনেশন ওয়েডিং, স্থির করা হয়েছে ভেনু। তবে চলতি বছর না, ভিকির ইচ্ছে ছিল পরের বছরই বিয়েটা সারবেন তিনি। কিন্তু বেঁকে বসলেন ক্যাটরিনা কাইফ।

Katrina Kaif hot navel in bollywood magazine cover page

ক্যাটের কথায় তিনি মোটেই গরমকালে বিয়ে করতে রাজি নন। তার উপর যখন ডেস্টিনেশন স্থির করা হয়েছে রাজস্থান, তখনই শীতকালে আদর্শ। আর ঠিক সেই কারণেই ক্যাটরিনা এবার ভিকির ওপর একপ্রকার চাপ সৃষ্টি করে ডিসেম্বরে দিনক্ষণ ফাইনাল করে ফেললেন। যার ফলে তড়িঘড়ি আয়োজন শুরু হয়ে গেল দুই পরিবারেই। হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপর বেজে উঠবে বিয়ের সানাই।

<

p style=”text-align: justify;”>টানা দুই বছরের প্রেমের সম্পর্কে অবশেষে পরিণতি। প্রথম প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার না করলেও পরবর্তীতে এই দুই তারকাকে মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যেত বিভিন্ন পার্টি থেকে শুরু করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। আর চলতি বছর বিয়ের খবর রটে যায় আর ওই যেন আগুনে ঘি ঢালার মতো সবটাই ফাঁস হয়ে গেল তড়িঘড়ি। এখন কেবল অপেক্ষার পালা, কবে রাজস্থান সেজে উঠবে রাজকীয় বিয়ের আসরে।

]]>
Sardar Udham Singh: অস্কারের দৌড় থেকে বাদ পড়ল ‘সর্দার উধাম সিং’ https://ekolkata24.com/entertainment/sardar-udham-singh-dropped-from-oscars Tue, 26 Oct 2021 19:29:24 +0000 https://www.ekolkata24.com/?p=9295 EntertainmentDesk: ভিকি কৌশল অভিনীত এবং সুজিত সিরকার পরিচালিত উধম সিং (Sardar Udham Singh) ভারতের তামিল চলচ্চিত্র কোজহঙ্গল এবং অন্যান্য চলচ্চিত্রের মধ্যে শের্নিকে পরাজিত করার পর অস্কারে ভারতের আনুষ্ঠানিক প্রবেশের দৌড়ের বাইরে। ফোরামের সদস্যদের বক্তব্য যে ব্রিটিশদের বিরুদ্ধে ছবিতে বিদ্বেষমূলক মনোভাব প্রচার করা হয়েছে। সেকারণেই অস্কারের তালিকায় আর নাম জুড়লোনা ‘সর্দার উধাম সিং’ এর।

কংগ্রেস নেতা শশী থারুর সাম্প্রতিক ইন্ডিয়া টুডে কনক্লেভে ভারতীয় ইতিহাস নিয়ে কথা বলার সময় বলেছিলেন, “আমরা সেই ক্ষতগুলিতে আঁচড় দিচ্ছি যা ইতিমধ্যেই সেরে গেছে।” এই অনুভূতির সাথে সামঞ্জস্য রেখে, ইন্দ্রদীপ দাশগুপ্ত, যিনি জুরিদের অংশ ছিলেন, যিনি সর্দার উধমের ভারত থেকে অস্কারে প্রবেশ প্রত্যাখ্যান করেছিলেন, মন্তব্য করেন, “.. এটি (চলচ্চিত্র) আবার ব্রিটিশদের প্রতি আমাদের বিদ্বেষকে তুলে ধরে। বিশ্বায়নের এই যুগে এই বিদ্বেষ ধরে রাখা ঠিক নয়”।

সুজিত সিরকার পরিচালিত সর্দার উধাম একটি বিপ্লবী মুক্তিযোদ্ধা সর্দার উধম সিংহের জীবনের গল্প। অমৃতসরে ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে তিনি লন্ডনে মাইকেল ও’ডায়ারকে হত্যা করার জন্য উদ্যত হন। চলচ্চিত্রটি ব্যাপক সাধুবাদ এবং ৯.২ এর একটি IMDb রেটিং পেয়েছে। বলিউড অভিনেতা ভিকি কৌশল অভিনীত, চলচ্চিত্রটি অস্কারে ভারতের আনুষ্ঠানিক প্রবেশের জন্য ১৪ টি বাছাইকৃত তালিকার মধ্যে একটি ছিল। অসাধারণ সাফল্যের সত্ত্বেও ‘ঘৃণার প্রচার’ করার যুক্তিতে বাদ পরে যায় অস্কারের দৌড় থেকে।

ইন্দ্রদীপ দাশগুপ্ত আরো বলেছেন,”ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন অমিমাংসিত নায়কের উপর একটি মহৎ চলচ্চিত্র নির্মাণের এটি একটি সৎ প্রচেষ্টা। কিন্তু প্রক্রিয়ায়, এটি আবার ব্রিটিশদের প্রতি আমাদের বিদ্বেষ প্রকাশ করে। বিশ্বায়নের এই যুগে এই ঘৃণাকে ধরে রাখা ঠিক নয়।” অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ২০২২ -এর জন্য তামিল চলচ্চিত্র কোজহঙ্গলের নির্বাচনকে ন্যায্যতা দিয়ে দাশগুপ্ত দাবি করেন, “কোজহঙ্গল এর বিপরীতে (সর্দার উধমের) একটি সত্যিকারের ভারতীয় চলচ্চিত্র যা বিশ্বব্যাপী আবেদন করে। এটার সাথে কোন এজেন্ডা যুক্ত নেই। এটি সব প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে সৎ চলচ্চিত্র। ”

]]>
Vicky Kaushal: ক্যাটরিনার সঙ্গে এনগেজমেন্ট সম্পর্কে বিস্ফোরক তথ্য ফাঁস ভিকির https://ekolkata24.com/entertainment/vicky-kaushal-on-rumours-about-roka-with-katrina-kaif-i-will-get-engaged-soon-enough Sun, 17 Oct 2021 16:49:08 +0000 https://www.ekolkata24.com/?p=8039 বায়োস্কোপ ডেস্ক: দীর্ঘদিন ধরে বি টাউনে গুজব শোনা যাচ্ছিল চুটিয়ে প্রেম করছেন ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল (Vicky Kaushal)। চুপি চুপি নাকি এনগেজমেন্ট ও সেরে নিয়েছেন তারা এমনটাও শোনা গিয়েছিল মাঝে। জোর গুঞ্জন ছিল যে সামনের বছরেই হয়ত সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ক্যাট আর ভিকি। তবে সেই সব গুজব নিমেষেই উড়িয়ে দিলেন অভিনেতা। জানালেন তার বহুচর্চিত প্রেমিকা ক্যাটরিনা কাইফের সাথে মোটেই এনগেজমেন্ট হয়নি তার। বিয়ের সম্ভবনাও নিছকই গুজব বলে দাবি করেছেন উরি-দ্য সার্জিক্যাল স্ট্রাইক খ্যাত অভিনেতা।

সম্প্রতি ভিকি কৌশলের বর্তমান প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে তার এনগেজমেন্ট হয়ে যাওয়ার খবর শোনা যায় বি টাউনে। এতে ভিকির বহু মহিলা অনুরাগীদের মন ভেঙে গিয়েছিল। তবে সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিকি জানিয়েছেন এখনই বিয়ের কথা ভাবছেন না দুই তারকা। তিনি বলেছেন, “খুব তাড়াতাড়িই এনগেজমেন্ট সারতে চাই আমরা। তবে এখনই এসবের সময় আসেনি।” বিয়ে বা এনগেজমেন্ট অনেক গুরুতর সিদ্ধান্ত, তাই প্রেমিকাকে আরো খানিকটা সময় দিতে চান বলে জানিয়েছেন তারকা অভিনেতা। রসিকতা করে সাংবাদিককে তিনি এও বলেছেন,”আপনাদের বন্ধুরাই তো বিয়ের গুজব রটিয়েছে।” সম্প্রতি অভিনেতার দাদা সানি কৌশলের এনগেজমেন্ট হয়েছে। সেই প্রসঙ্গে রসিকতা করতেও দেখা যায় অভিনেতাকে।

প্রসঙ্গত সম্প্রতি অ্যামাজন প্রাইম এ মুক্তি পেয়েছে ভিকি কৌশলের নতুন ছবি উধাম সিংহ। ছবিটি বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী উধম সিং এর জীবনী নিয়ে তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার ভিকি কৌশল কে ছবির প্রিমিয়ারে বান্ধবী ক্যাটরিনা কাইফের সাথে দেখা যায়। ছবিতে ভিকি কৌশলের কর্মক্ষমতার প্রশংসায় মুখর হয়েছেন কাটরিনা কাইফ এবং এই নিয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট ও করেছেন অভিনেত্রী। এর আগেও বলিউডের একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় দুই তারকাকে। সম্পর্কের খবর নিয়ে সরাসরি কিছু না বললেও সূত্রের খবর চুটিয়ে প্রেম করছেন তারা।

]]>
এ কী কাণ্ড সলমনের সামনেই ক্যাটকে বিয়ের প্রস্তাব দিলেন ভিকি https://ekolkata24.com/entertainment/katrina-kaif-and-vicky-kaushal-relationship-gossip Thu, 08 Jul 2021 15:04:22 +0000 https://ekolkata24x7.com/?p=371 প্রেমিকাদের নিয়ে সলমন বরাবরই পজেসিভ। এক সময় ঐশ্বর্য-এর জন্য বিবেক ওবেরয়ের কেরিয়ারে জল ঢেলে দিয়েছিলেন তিনি। এবারে সলমনের সামনেই ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিলেন ভিকি কৌশল। তবে কী কেরিয়ারের শুরুতেই ভুল করে বসলেন এই অভিনেতা?

বেশ কিছুদিন ধরেই ভিকি এবং ক্যাটরিনার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল চারিদিকে। একে অপরের ছবি ও ভিডিও পছন্দ করা, একই রঙের ড্রেস পরে ছবি দেওয়া, এক সঙ্গে সময় কাটানো এ সব কিছুই নেটিজেনদের সন্দেহকে উস্কে দিচ্ছিল। এছাড়াও পরিচালক করণ জোহর তাঁদের দুজনকে নিয়ে সর্বসমক্ষে খুনসুটিও করেছেন। তবে ভিকি বা ক্যাটরিনা কেউই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন ভিকি। সলমনও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। এক সময় ক্যাটরিনাকে ভিকি বলে বসেন “তোমার ভিকির মতো কোনও ছেলেকে খুঁজে বিয়ে করে নেওয়া উচিৎ”। ঠিক সেই সময় আলো গিয়ে পড়ে ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক সলমনের উপর। এখানেই শেষ নয় ভিকি আরও বলেন ‘বিয়ের মরসুম চলছে, তাই ভাবলাম তুমিও বিয়ের কথা ভাবছো’। কথা বলার সময় রীতিমতো লজ্জা পাচ্ছিলেন ভিকি।

এরপর আরও এক ধাপ এগিয়ে ভিকি সলমনের ছবির একটি গান করে বসেন ‘মুঝসে শাদি করোগি’। তবে সলমন বিষয়টি মজার ছলেই নিলেন। প্রথমে হাসছিলেন। তবে ভিকির কণ্ঠে গান শোনার পর আর নিজেকে সামলাতে পারলেন না। পাশে বসে থাকা বোন অর্পিতার কাধে হতাশ হয়ে মাথা রাখলেন। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে এর পরিপ্রেক্ষিতে ক্যাটরিনা কি বলেছেন? তিনি কেবল ধীরে ধীরে বলেছেন ‘সাহস নেই’। আর ঠিক তখনই সলমন কে দেখা গেলো আবার চনমনে হয়ে সোজা হয়ে বসতে।

]]>