victory – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 30 Dec 2021 16:19:12 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png victory – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ঐতিহাসিক ‘বক্সিং ডে’ টেস্ট জয়, টিম ইন্ডিয়ার নাচের ভিডিও ভাইরাল https://ekolkata24.com/sports-news/boxing-day-test-victory-excitement-team-indias-dance-breaking-dance-video-goes-viral Thu, 30 Dec 2021 15:15:09 +0000 https://ekolkata24.com/?p=17229 Sports desk: বৃ্হস্পতিবার, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ভারত ঐতিহাসিক ‘বক্সি ডে’ টেস্টে (২৬-৩০ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ১১৩ রানে জয়লাভ করেছে।

তিন টেস্ট ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতলেও অভেদ্য প্রোটিয়া দুর্গ এখনও ভাঙতে পারেনি টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকা এখনও ভারতের কাছে অপরাজেয় এলাকা, কিন্তু এই জয় মেন ইন ব্লুকে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জয়ের অনন্য নজির রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা ক্রিকেট টিমের নামের সঙ্গে।

জয়ের পরপরই, রবিচন্দ্রন অশ্বিন ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে এবং ওই ভিডিওতে দেখা যাচ্ছে এদিনের জয়ের সাথে কতটা খুশি সকলে। চেতেশ্বর পূজারা এবং মহম্মদ সিরাজের সাথে যে টিম হোটেলে ভারতীয় ক্রিকেট দল অবস্থান করছে তার কর্মীদের সাথে অশ্বিনকে নাচতে দেখা গিয়েছে। যা এই মুহুর্তে সোশাল মিডিয়াতে ভাইরাল।

ভিডিওটির ক্যাপশনে অশ্বিন বলেন ফটো তোলা পুরানো স্কুল এবং নাচ নতুন জিনিস। ক্যাপশনে লেখা “ম্যাচ-পরবর্তী প্রথাগত ছবিগুলি খুব বিরক্তিকর হয়ে উঠেছে, তাই @চেতেশ্বর_পুজারা প্রথমবার @mohammedsirajofficial এবং আপনার সত্যিকারের সাথে পা নাড়িয়ে এটিকে স্মরণীয় করে রাখার সিদ্ধান্ত নিয়েছে। কী জয়”।

দক্ষিণ আফ্রিকা সফরে টিম ইন্ডিয়া সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিন ভালোভাবে শুরু করেছিল এবং সেঞ্চুরিয়নে নিজেদের প্রথম জয় নথিভুক্ত করে। ভারতের এই জয়ের আগে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকাকে হারানো অন্য দলগুলো হল ইংল্যান্ড (২০০০) এবং অস্ট্রেলিয়া (২০১৪)।

https://www.instagram.com/tv/CYG7s3FoG-U/?utm_source=ig_web_copy_link

প্রসঙ্গত, ভারতের কথা আসে, ২০২১ সাল ভারতীয় ক্রিকেটে ব্যতিক্রমী সময়। কেননা দ্বিতীয়বার ভারত এক ক্যালেন্ডার বছরে (ব্রিসবেন, লর্ডস, ওভাল, সেঞ্চুরিয়ন) এশিয়ার বাইরে চারটি টেস্ট জিতেছে। শেষবার ২০১৮ সালে (জোবার্গ, নটিংহাম, অ্যাডিলেড, মেলবোর্ন) এমন ঐতিহাসিক মুহুর্ত ঘটেছিল।

<

p style=”text-align: justify;”>ভারত তথা বিশ্ব ক্রিকেট মহল মহম্মদ সামি, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুরদের কাছ থেকে একটা চ্যালেঞ্জে মোড়া বোলিং আক্রমণ দেখতে চেয়েছিল এবং এই আশা পূরণের সঙ্গে, স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও তার প্রাপ্য উইকেট পেয়েছেন, টেস্টের পঞ্চম দিনে শেষের দিকে প্রোটিয়াদের দুই টেল এন্ডার রাবাদা এবং এনগিদিকে আউট করে।

]]>
INDvzNZ: আজাজ প্যাটেলের এক ইনিংসে ১০ উইকেট, জয়ের দোড়গোড়ায় ভারত https://ekolkata24.com/sports-news/indvznz-ajaz-patels-10-wickets-in-an-innings-india-on-the-verge-of-victory Sat, 04 Dec 2021 15:37:42 +0000 https://ekolkata24.com/?p=13527 Sports desk: ১৯৯৯ সালে ফিরোজ শাহ কোটলাতে অনিল কুম্বলে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন। এরপর আন্তজার্তিক টেস্ট ক্রিকেট অনেক রেকর্ড ভাঙা গড়া হয়েছে। কিন্তু ১০ উইকেট নেওয়া এক ইনিংসে এমন ইতিহাসে গড়ায় এক শূণ্যতা তৈরি হয়েছিল। মুম্বই’তে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের বাহাতি স্পিনার আজাজ প্যাটেলের ১০ নম্বর উইকেটের শিকার মহম্মদ সিরাজ।

এরপরেই প্রাক্তন ভারতীয় স্পিনার অনিল কুম্বলের টুইটার পোস্ট, “স্বাগতম ক্লাবে #AjazPatel #Perfect10 ভাল বোল্ড! টেস্ট ম্যাচের 1 ও 2 দিনে এটি অর্জনের জন্য একটি বিশেষ প্রচেষ্টা। #INDvzNZ।”

ক্রিকেটের ইতিহাসে এমন অনন্য নজির প্রথম ১৯৫৬ সালে ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন জিম লেকর করেছিলেন। ওই বছর চতুর্থ অয়্যাসেজ টেস্টে ১০ উইকেট নেওয়ার মাইলস্টোন প্রথম গেঁথে ছিলেন লেকর। মোট ১৯ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ওই সিরিজে।

অস্ট্রেলিয়ার স্পিনার জিম লেকর ভারতের বিরুদ্ধেও ১০ উইকেট নেওয়ার রেকর্ড বুকে নাম রয়েছে। মুম্বই’তে প্রথম দিনে ৪ উইকেট এবং দ্বিতীয় দিনে ভারতের ৬ উইকেটে শিকার করেছিলেন।নিউজিল্যান্ডের বাহাতি স্পিনার আজাজ প্যাটেলের ১০ নম্বর উইকেটের শিকার মহম্মদ সিরাজ।

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি আজিজ প্যাটেলের অনন্য নজিরকে সম্মান জানিয়ে টুইট পোস্ট করেছে।”টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র তৃতীয় বোলার যিনি এক ইনিংসে সবকটি 10 ​​উইকেট লাভ করেন 🔥
ধনুক নাও আজাজ প্যাটেল!”
কিংবদন্তী ভারতীয় ব্যাটসম্যান ভি ভি এস লক্ষণ টুইট করে আজাজের কৃতিত্বকে কুর্নিশ জানিয়ে পোস্ট করেন,”চাঞ্চল্যকর ! শুধু চাঞ্চল্যকর!! টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়াই স্বপ্নের জিনিস। একটি নম নিন, আজাজ প্যাটেল, আপনি জিম লেকার এবং অনিল কুম্বলের অভিজাত কোম্পানিতে আছেন। আর তোমার জন্মের শহরে এটা করতে, বাহ!!”

আজাজ প্যাটেলের বিধ্বংসী স্পেলের মাঝেও মায়াঙ্ক আগরওয়াল বুক চিতিয়ে ক্রিজে পড়ে থেকে ৩১১ বল ফেস করে ১৫০ রানের দুরন্ত ইনিংস খেলে আজাজ প্যাটেলের শিকার হন। পূজারা, কোহলি, অশ্বিনকে রানের খাতা খোলার সুযোগ না দিয়েই আজাজ প্যাভিলিয়নে পাঠিয়ে দেয়। যদিও ভারত অধিনায়ক বিরাট কোহলির আউট নিয়ে ক্রিকেট ভক্তরা ভারতীয় আম্পায়ারদের মান এবং বিসিসিআই’কে তুলোধোনা করে চলেছে। সঙ্গে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের যোগ্যতা নিয়েও সামাজিক মাধ্যমে সমালোচনা অব্যাহত।

তবে ৪৭.৫ ওভার হাত ঘুরিয়ে নিউজিল্যান্ডের অর্থোডক্স স্পিনার আজাজ প্যাটেল ১২ মেডেন ওভার দিয়ে ১১৯ রানে ১০ উইকেট নেওয়ার কৃতিত্বকে কখনই খাটো করে দেখা উচিত নয়। ভারত প্রথম ইনিংসে ৩২৫ রান ১০ উইকেটে।

জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৮.১ ওভারে ১০ উইকেটে ৬২ রানে অল আউট। ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিন ৪,মহম্মদ সিরাজ ৩,অক্ষর প্যাটেল ২ এবং জয়ন্ত যাদব ১ টি উইকেট নিয়েছে।

ব্ল্যাক ক্যাপসরা ভারতীয় বোলিং লাইন আপের মুখে পড়ে দাঁড়াতেই পারেনি। ভারত দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় ইনিংসে ৬৯ রান তুলেছে, উইকেট না হারিয়ে। ক্রিজে মায়াঙ্ক আগরওয়াল ৩৮ এবং চেতেশ্বর পূজারা ২৯ রানে দিনের শেষে নট আউট। জয়ের দোড়গোড়ায় ভারত দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

]]>
সাহবাজ আহমেদের অলরাউন্ড পারফরম্যান্সে বরোদার বিরুদ্ধে বাংলা’র জয় https://ekolkata24.com/sports-news/shahbaz-ahmeds-all-round-performance-is-bengals-victory-against-baroda Fri, 05 Nov 2021 12:25:03 +0000 https://www.ekolkata24.com/?p=10385 Sports desk: বিসিসিআই পরিচালিত সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টে দ্বিতীয় জয় পেল বাংলা(Bengal), বরোদার (Baroda) বিরুদ্ধে। শেষ ওভারে বাংলার (Bengal) বোলার মুকেশ কুমারের হাতে বাংলার (Bengal) জয়ের ভবিষ্যৎ তুলে দিয়েছিলেন অধিনায়ক সুদীপ চ্যাটার্জী। শেষ ওভারে বরোদার (Baroda) ১২ রান দরকার ছিল জয়ের জন্য।

কিন্তু মুকেশ কুমার লাইন এবং লেহ্নে নিয়ন্ত্রণ রেখে সঙ্গে বোলিং ভেরিয়েশনে বরোদার (Baroda)বিরুদ্ধে ডট বল; শেষ ওভারের চতুর্থ বলে বরোদার (Baroda) জয়ের আশায় জল ঢেলে দেয়। ২০ ওভারে বরোদাকে (Baroda) ৬ উইকেট হারিয়ে ১৪৪ রানে থেমে যেতে হয়। বাংলা (Bengal) ২ রানে জয় পায়। টুর্নামেন্টের প্রথম ম্যাচে গত বৃ্হস্পতিবার ছত্তিসগড়ের (Chhattisgarh) বিরুদ্ধে বাংলা (Bengal) ৭ উইকেটে জয় পেয়েছিল।

১০.৩ ওভারে ৬৫ রানের মাথায় ৪ উইকেট বাংলার (Bengal) ঋদ্ধিমান সাহা (৭) প্যাভিলিয়নে রাস্তা ধরেন। বরোদার (Baroda) বিরুদ্ধে ম্যাচে কোণঠাসা বাংলা (Bengal)।এমন সময়ে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে হয়ে খেলে আসা সাহবাজ আহমেদ বাংলার (Bengal) হাল ধরেন।

সাহবাজ ঋতিক রায়চৌধুরী (২১) এবং আকাশ দীপ (১২) সঙ্গে জুটি বেঁধে ইনিংস গোছানোর কাজে মন দেন। ২৫ বলে ৩৪ রান করেন সাহবাজ আহমেদ। আইপিএলের অভিঞ্জতাকে কাজে লাগিয়ে বাংলাকে (Bengal) কোণঠাসা অবস্থা থেকে টেনে বের করেন। অতীত শেঠের বলে ক্যাচ দিয়ে ফিরে আসেন সাহবাজ, আকাশ দীপ নট আউট ছিলেন, বাংলা ২০ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান তোলে।
দ্বিতীয় ইনিংসে বরোদা (Baroda) ব্যাট করতে নামে। বল হাতেও সাহবাজ আহমেদ ৬.৫০ ইকোনমি রেটে ৪ ওভার হাত ঘুরিয়ে, মাত্র ২৬ রান দিয়ে বরোদার (Baroda) দুই অভিজ্ঞ ওপেনিং ব্যাটসম্যান কেদার দেওধর (১৮) এবং শাশ্বত রাওয়াতের(৮) উইকেট তুলে নিয়ে গোড়াতেই বরোদাকে (Baroda) ধাক্কা দিয়ে বসেন। বরোদা (Baroda) ৬.৬ ওভারে ৩৫ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছে।

এদিনের ম্যাচে পাওয়ার প্লে ওভারে দুরন্ত হয়ে ওঠেন ঋত্বিক চ্যাটার্জী। নিয়ন্ত্রিত বোলিং এবং ধারাবাহিতা বজায় রেখে ৪ ওভারে ১৪ রানে ১ উইকেট, ইকোনমি রেট ৩.৫০।

শেষ ওভারে রুদ্ধশ্বাস ম্যাচে বাংলার (Bengal) মুকেশ কুমারের আটোসাটো বোলিং বাংলাকে জয় এনে দিল দুই রানে বরোদার (Baroda) বিরুদ্ধে। আগামী শনিবার বাংলা (Bengal) খেলতে নামবে অপর শক্তিশালী দল মুম্বই’র(Mumbai) বিরুদ্ধে। পৃথ্বী শাহ-অজিঙ্ক রাহানের মুম্বই’র কড়া হাডল টপকানোই এখন চ্যালেঞ্জ বাংলার
(Bengal) কোচ অরুণলালের ছেলেদের সামনে।

]]>
পাকিস্তানের জয়ে উল্লাসকারীদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়েরের নির্দেশ যোগীর https://ekolkata24.com/uncategorized/yogi-directed-to-file-a-case-under-the-uapa-section-against-those-celebrating-pakistans-victory Thu, 28 Oct 2021 14:09:24 +0000 https://www.ekolkata24.com/?p=9516 News Desk Kolkata: টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচে পাকিস্তানের জয়ের পর যারা উল্লাস প্রকাশ করেছিলেন তাদের বিরুদ্ধে দেশদ্রোহীতা বা ইউএপিএ ধারায় মামলা করার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর উত্তরপ্রদেশের পাঁচ জেলায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সাতজনের বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা দায়ের করেছে পুলিশ।

অভিযুক্তদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে পাকিস্তানপন্থী স্লোগান দেওয়া এবং পাকিস্তানের জয় উদযাপন করার মতো অভিযোগ উঠেছে। এই ৫ জনকে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। পুলিশের দাবি ওই পাঁচজন সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক প্রচার চালিয়ে ছিল। এখনও পর্যন্ত পুলিশ যে পাঁচজনকে নিজেদের হেফাজতে নিয়েছে তারা আগ্রা, সীতাপুর, লখনউ ও বরেলির বাসিন্দা ।

পুলিশে জানিয়েছে, বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের কাছে ভারতের হারের পর কিছু সমাজবিরোধী বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উস্কানি মূলক প্রচার চালিয়েছে। দেশ বিরোধী স্লোগান দিয়েছে। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এ ধরনের মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত- পাকিস্তানের খেলার পরে গোটা দেশজুড়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। ওই ম্যাচের পর বেশ কিছু পাকিস্তান সমর্থক উল্লাস প্রকাশ করেন। যদিও তারা ভারতের নাগরিক।

পাশাপাশি বেশ কিছু পাকিস্তান সমর্থককে মারধর ও হেনস্থা করার অভিযোগও ওঠেছে। দোষারোপ ও পাল্টা দোষারোপের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি। এর আগে জম্মু-কাশ্মীরে দুটি মেডিক্যাল কলেজের কয়েকজন ছাত্র পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। ওই ডাক্তারি ছাত্রদের বিরুদ্ধে ও ইউএপিএ ধারায় মামলা দায়ের হয়েছে।

অন্যদিকে পাকিস্তানের জয়ে কয়েকজন মেডিক্যাল পড়ুয়ার উল্লাস প্রকাশের ঘটনার প্রতিবাদ করেছিলেন ডাক্তারি পড়ুয়া এক তরুণী। অনন্যা জয়সোয়াল নামে ওই তরুণীকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। অনন্যার অভিযোগ, আবদুল্লা গাজী নামে এক ব্যক্তি টুইট করে তাঁকে কালপ্রিট, পুলিশ ও আরএসএসের চর বলে কটাক্ষ করেছেন।

অনন্যার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের হয়েছে। অনন্যা বলেছেন, পাকিস্তানের জয়ের পর কয়েকজন উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। তিনি তার প্রতিবাদ করেছিলেন। কিন্তু ওই ঘটনার পর তাঁকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। অনন্যার দাবি, তিনি পুলিশ বা সংঘ পরিবার কারও চর নন।

]]>
Bankura: মমতার জয়ে টিএমসি উল্লাসে অকাল হোলি https://ekolkata24.com/uncategorized/bankura-premature-holi-in-tmc-rejoicing-over-mamatas-victory Sun, 03 Oct 2021 09:21:03 +0000 https://www.ekolkata24.com/?p=6452 নিউজ ডেস্ক, বাঁকুড়া: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের খবরে উল্লসিত বাঁকুড়ার তৃণমূল কর্মী সমর্থকরা। বাঁকুড়া শহর থেকে বিষ্ণুপুর এমনকি জঙ্গলমহলের সিমলাপালেও উল্লসিত তৃণমূল কর্মীরা অকাল হোলিতে অংশ নিলেন। সবুজের আবীরে একে অপরকে রাঙিয়ে দেওয়ার পাশাপাশি চললো দেদার লাড্ডু বিলি।

বাঁকুড়া শহরের রাসতলা মোড়ে জেলা তৃণমূল মুখপাত্র দিলীপ আগরওয়ালের নেতৃত্বে বাজি পোড়ানো হয়। সঙ্গে পথ চলতি মানুষকে মিষ্টি খাওয়ান তারা।

বিষ্ণুপুরের আকাশে এদিন সবুজ আবিরের ছড়াছড়ি। স্থানীয় তৃণমূল নেতৃত্ব আবির খেলার মধ্য দিয়েই দলনেত্রীর জল ‘সেলিব্রেট’ করলেন।

একই ছবি জঙ্গল মহলের সিমলাপালেও। স্কুল মোড়ে এম.এল.এ অফিসের সামনে আবির খেলা আর লাড্ডু বিলির মাধ্যমেই ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ে উচ্ছাস প্রকাশ তৃণমূল নেতা কর্মী থেকে সমর্থকদের। 

]]>