Video – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 01 Jan 2022 15:59:17 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Video – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 SC East Bengal: সমর্থকদের আশ্বস্ত করতে ফুটবলারদের ভিডিও বার্তা https://ekolkata24.com/sports-news/sc-east-bengal-video-message-from-footballers-to-reassure-supporters Sat, 01 Jan 2022 15:59:17 +0000 https://ekolkata24.com/?p=17511 Sports desk: চলতি আইএসএলের লাস্ট বয় এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) শনিবার দলের নতুন হেডকোচ হিসেবে স্প্যানিয়ার্ড মারিও রিভেরাকে নিযুক্ত করেছে। কোভিড-১৯ প্রটোকল মেনে কোয়ারেন্টাইনের মধ্যে দিয়ে দলের কোচিং দেখা যাবে।ততদিন রেনেডি সিং অন্তবর্তীকালীন হেডকোচ হিসেবে দায়িত্ব সামলাবে। লাল হলুদের পরের ম্যাচ ৪ জানুয়ারি, বেঙ্গালুরুর এফসি’র বিরুদ্ধে। নতুন বছরে লাল হলুদ সমর্থকদের প্রত্যাশা একটাই প্রিয় দল জয়ে ফিরুক।

চলতি টুর্নামেন্টের ১১ তম রাউন্ডে এসসি ইস্টবেঙ্গল ৮ ম্যাচ খেলে ফেললেও জয়ের মুখ দেখেনি। নতুন স্প্যানিয়ার্ড হেডকোচের জমানাতে প্রিয় দল জয়ের সরণীতে হাটবে এমন প্রত্যাশার চাপ বিষয়ে অবগত লাল হলুদ শিবিরের ফুটবলারেরা তা এসসি ইস্টবেঙ্গলের করা সংক্ষিপ্ত সময়ের টুইট ভিডিওতে পরিষ্কার।

ওই টুইট ভিডিওতে ড্যানিয়েল চিমা চুকুউ নতুন বছরে লাল হলুদ সমর্থকদের শুভেচ্ছা বার্তায় বলেন,”নতুন বছরে আরোও ভালো অর্জনের অপেক্ষায় আছি”।

গোলকিপার অরিন্দম ভট্টাচার্য ওই টুইট ভিডিও বার্তায় বলেন,”টিমের জন্য আমাদের সকলের একই লক্ষ্য লিগের যতটা ওপরে শেষ করতে পারি,যত ভাল পারফর্ম করতে পারি”। নিজের ইনজুরি প্রসঙ্গে এসসি ইস্টবেঙ্গলের এক নম্বর গোলকিপার বলেন,” ব্যক্তিগত ভাবে আমি চাই ইনজুরির কারণে আমাকে মাঠের বাইরে যেতে না হয় আমাকে,কেননা ওটা খুবই বাজে অভিঞ্জতা, এখান থেকে চেষ্টা করবো সব ম্যাচ খেলার”। গোলকিপার অরিন্দম ভট্টাচার্য লাল হলুদ সমর্থকদের আশ্বস্ত করে এও বলেন,”লিগে যত ওপরে শেষ করতে পারবো, চেষ্টা থাকবে সেমিফাইনালে যাওয়ার”।

লাল হলুদ ফুটবলার অমরজিৎ সিং ওই টুইটের ভিডিও বার্তায় বলেছেন,”এক শতাংশ নিজের যদি উন্নতি করতে পারি,তা আমার জন্যে ভাল হবে।কেননা প্রতিটি দিন আমার কাছে একটা নতুন বছর”।
লাল হলুদের আর এক ফুটবলার আদিল খান “নতুন বছরে সমর্থকদের সমর্থন প্রত্যাশা করে” ওই টুইট ভিডিওতে বলেন,”আমরা ভাল পারফরম্যান্স দিয়ে সকলকে উপহার দিতে চাই লিগ টেবিলে অনেক পয়েন্ট অর্জন করে”।
“নতুন বছরের শুভেচ্ছা” বার্তায় টুইট ভিডিওতে অ্যান্টোনিও পেরোসেভিচের কথায়,”ভাল রেজাল্ট সঙ্গে প্রথম পজিশন”।

২০২২ নতুন বছরের শুভেচ্ছা দিতে গিয়ে ওই টুইট ভিডিওতে লাল হলুদ ফুটবলার ড্যারেন সিডোল বলেন,”আমাদের কঠিন পরিশ্রম করতে হবে। নতুন করে শক্তি সঞ্চয় করতে হবে, যাতে দলের সমর্থকরা গর্বিত বোধ অনুভব করে”।

নতুন বছরের শুভেচ্ছা বার্তায় মোট কথা লাল হলুদ বিগ্রেডের ফুটবলারেরা বুঝে গিয়েছে, আগামী দিনে ফুটবলের বাজারে নিজেদের বাজার দর ধরে রাখতে গেলে মারণ ঝাঁপটা দিতেই হবে। এমন ‘ডু অর ডাই’ সিচুয়েশনে লিগ টেবিলে যতটা ভাল পজিশনে দৌড় শেষ করা যায়, এর ওপর দাঁড়িয়েই পেশাদার ফুটবলার হিসেবে দর কষাকষির রাস্তা অনেকটাই মসৃণ হয়ে থাকবে।

]]>
ঐতিহাসিক ‘বক্সিং ডে’ টেস্ট জয়, টিম ইন্ডিয়ার নাচের ভিডিও ভাইরাল https://ekolkata24.com/sports-news/boxing-day-test-victory-excitement-team-indias-dance-breaking-dance-video-goes-viral Thu, 30 Dec 2021 15:15:09 +0000 https://ekolkata24.com/?p=17229 Sports desk: বৃ্হস্পতিবার, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ভারত ঐতিহাসিক ‘বক্সি ডে’ টেস্টে (২৬-৩০ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ১১৩ রানে জয়লাভ করেছে।

তিন টেস্ট ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতলেও অভেদ্য প্রোটিয়া দুর্গ এখনও ভাঙতে পারেনি টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকা এখনও ভারতের কাছে অপরাজেয় এলাকা, কিন্তু এই জয় মেন ইন ব্লুকে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জয়ের অনন্য নজির রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা ক্রিকেট টিমের নামের সঙ্গে।

জয়ের পরপরই, রবিচন্দ্রন অশ্বিন ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে এবং ওই ভিডিওতে দেখা যাচ্ছে এদিনের জয়ের সাথে কতটা খুশি সকলে। চেতেশ্বর পূজারা এবং মহম্মদ সিরাজের সাথে যে টিম হোটেলে ভারতীয় ক্রিকেট দল অবস্থান করছে তার কর্মীদের সাথে অশ্বিনকে নাচতে দেখা গিয়েছে। যা এই মুহুর্তে সোশাল মিডিয়াতে ভাইরাল।

ভিডিওটির ক্যাপশনে অশ্বিন বলেন ফটো তোলা পুরানো স্কুল এবং নাচ নতুন জিনিস। ক্যাপশনে লেখা “ম্যাচ-পরবর্তী প্রথাগত ছবিগুলি খুব বিরক্তিকর হয়ে উঠেছে, তাই @চেতেশ্বর_পুজারা প্রথমবার @mohammedsirajofficial এবং আপনার সত্যিকারের সাথে পা নাড়িয়ে এটিকে স্মরণীয় করে রাখার সিদ্ধান্ত নিয়েছে। কী জয়”।

দক্ষিণ আফ্রিকা সফরে টিম ইন্ডিয়া সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিন ভালোভাবে শুরু করেছিল এবং সেঞ্চুরিয়নে নিজেদের প্রথম জয় নথিভুক্ত করে। ভারতের এই জয়ের আগে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকাকে হারানো অন্য দলগুলো হল ইংল্যান্ড (২০০০) এবং অস্ট্রেলিয়া (২০১৪)।

https://www.instagram.com/tv/CYG7s3FoG-U/?utm_source=ig_web_copy_link

প্রসঙ্গত, ভারতের কথা আসে, ২০২১ সাল ভারতীয় ক্রিকেটে ব্যতিক্রমী সময়। কেননা দ্বিতীয়বার ভারত এক ক্যালেন্ডার বছরে (ব্রিসবেন, লর্ডস, ওভাল, সেঞ্চুরিয়ন) এশিয়ার বাইরে চারটি টেস্ট জিতেছে। শেষবার ২০১৮ সালে (জোবার্গ, নটিংহাম, অ্যাডিলেড, মেলবোর্ন) এমন ঐতিহাসিক মুহুর্ত ঘটেছিল।

<

p style=”text-align: justify;”>ভারত তথা বিশ্ব ক্রিকেট মহল মহম্মদ সামি, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুরদের কাছ থেকে একটা চ্যালেঞ্জে মোড়া বোলিং আক্রমণ দেখতে চেয়েছিল এবং এই আশা পূরণের সঙ্গে, স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও তার প্রাপ্য উইকেট পেয়েছেন, টেস্টের পঞ্চম দিনে শেষের দিকে প্রোটিয়াদের দুই টেল এন্ডার রাবাদা এবং এনগিদিকে আউট করে।

]]>
J&K: কাশ্মীরে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান, উদ্ধার হওয়া মোবাইলে চাঞ্চল্যকর ভিডিও https://ekolkata24.com/uncategorized/video-reveals-pakistan-connection-to-jk-terror Fri, 22 Oct 2021 11:43:33 +0000 https://www.ekolkata24.com/?p=8682 নিউজ ডেস্ক: তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর জম্মু কাশ্মীরের জঙ্গিদের সক্রিয়তা বেড়েছে। চলতি মাসে প্রায় প্রতিদিনই সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে জঙ্গিদের। এই সংঘর্ষে যেমন বেশকিছু জঙ্গি মারা পড়েছে, তেমনই শহিদ হয়েছেন সেনা জওয়ানরাও। এই অবস্থায় গোটা ভূস্বর্গ জুড়ে জঙ্গিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। শুক্রবার সকাল থেকেই জম্মু-কাশ্মীরে জেলায় জেলায় তদন্তকারী সংস্থার একাধিক টিম অভিযান শুরু করে।

এই তল্লাশি অভিযানে পাওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে পাক মদতপুষ্ট এক জঙ্গি কাশ্মীরি জঙ্গিদের রীতিমত অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। কাশ্মীরে নাশকতার পিছনে যে পাকিস্তানের হাত রয়েছে তা স্পষ্ট প্রমাণ হল এই ভিডিয়োয়।

এই মুহূর্তে মূলত অকাশ্মীরিদের নিশানা করেছে জঙ্গিরা। ১৫ দিনের মধ্যে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে প্রায় ১১ জন ভিন রাজ্যের শ্রমিকের। এরপরই প্রবল আতঙ্কের কারণে ভিন রাজ্যের শ্রমিকরা কাশ্মীর ছাড়তে শুরু করেছেন। এরই মধ্যে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে এনআইএ। উদ্ধার হয়েছে প্রচুর ইলেকট্রনিক যন্ত্রপাতি, জেহাদি প্রচারপত্র, পোস্টার, বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র। ধৃতরা মূলত অস্ত্র, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস জঙ্গিদের কাছে পৌঁছে দিত। ভারতীয় সেনা বারবার অভিযোগ করেছে, পাক মদতপুষ্ট জঙ্গিরাই কাশ্মীরে সন্ত্রাস চালাচ্ছে। ভূস্বর্গে সাম্প্রতিক নাশকতামূলক ঘটনার পিছনে রয়েছে পাক মদত। পাক জঙ্গিরাই যে ভারতীয় জঙ্গিদের উস্কানি দিচ্ছে, তার প্রমাণ মিলল এই ভিডিয়োতে।

সম্প্রতি ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে এক পাক জঙ্গি কাশ্মীরি জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে। সম্প্রতি এনআইএর তল্লাশি অভিযানে ধৃত এক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল পাওয়া যায়। সেই মোবাইলেই ওই ভিডিয়োটি ছিল।

যে ব্যক্তির কাছ থেকে এই মোবাইলটি পাওয়া গিয়েছে তার নাম আরিফ। আরিফের মোবাইলে থাকা ভিডিয়োতে যে ব্যক্তিকে জঙ্গি প্রশিক্ষণ দিতে দেখা গিয়েছে সে জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সদস্য। ওই ব্যক্তি পাকিস্তানের নাগরিক। এনআইএ তল্লাশি অভিযানে বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরকও উদ্ধার করেছে।

এই উত্তপ্ত পরিস্থিতিতে শনিবার ৩ দিনের সফরে জম্মু-কাশ্মীর আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের চোখে গোটা রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখবেন। বৈঠক করবেন সেনাকর্তা থেকে শুরু করে রাজ্য প্রশাসনের বিভিন্ন শীর্ষ কর্তাদের সঙ্গে। কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজেও উদ্বেগ প্রকাশ করেছেন।

গত সোমবার কাশ্মীর নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে ও বিস্তারিত জানিয়েছেন। কাশ্মীরে পরিস্থিতির অবনতি হওয়ায় সম্প্রতি এই রাজ্যে সেনা সংখ্যাও প্রচুর বাড়ানো হয়েছে। গোটা উপত্যকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবত করা হয়েছে। শীতের আগেই ভূস্বর্গে আরি ২৫ কোম্পানি সেনা পাঠানো হবে বলে জানা গিয়েছে।

]]>