Viral Picture – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 07 Aug 2021 08:21:40 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Viral Picture – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 তবে কী বিয়ের পিঁড়িতে যশ-মধুমিতা, এ কোন সাজে প্রকাশ্যে ছবি https://ekolkata24.com/entertainment/yash-and-madhumita-sarcar-marriage-looks-goes-vira Sat, 07 Aug 2021 08:06:23 +0000 https://www.ekolkata24.com/?p=1990 তবে কী বিয়ে করে ফেললেন যশ এবং মধুমিতা? বিয়ের সাঁজে ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তোলপাড় নেটদুনিয়া। লাল বেনারসি, কপালে টিপ, গয়াল মালা। একেবারে নববধূ সাজে মধুমিতা। তবে যশ-এর পরনে প্যান্ট-শার্ট। বিষয়টি ঠিক কী? আসলে এসভিএফ-এর ব্যনারে একটি মিউজিক ভিডিওতে আবারও একসঙ্গে জুটি বাঁধতে দেখা গেলো যশ এবং মধুমিতাকে। ‘ও মন রে’ বলে একটি গানে একসঙ্গে দেখা যাবে তাঁদের।

২০১৩ সালের ব্লকব্লাস্টার ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-তে জুটি বাঁধতে দেখা গেছিলো যশ এবং মধুমিতাকে। সেই সময় ধারাবাহিকটি ব্যপক জনপ্রিয়তা পেয়েছিল। যশ এবং মধুমিতার জুটি বহু দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত টানা ৩ বছর সফলভাবে স্টার জলসায় সম্পচারিত হয়েছিলো এই ধারাবাহিক। বহুদিন ধরেই অনুরাগীরা অপেক্ষা করছিলেন কবে আবারও ছোটপর্দার সেই সুপারহিট জুটিকে একসঙ্গে দেখা যাবে। এবারে তাঁদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এসভিএফ-এর ব্যনারে মিউজিক ভিডিওতে জুটি বাঁধছেন তাঁরা।

এই মিউজিক ভিডিওটি কোরিওগ্রাফ করেছেন বাবা যাদব। গানটি গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক তনবীর ইভান। ‘ও মন রে’ গানে মধুমিতা এবং যশের রসায়ন দেখার জন্য মুখীয়ে রয়েছেন অনেকেই। দুজনেই ছোট পর্দা থেকে কেরিয়ার শুরু করে বড় পর্দাতেও নিজেদের প্রমাণ করেছেন। উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই নিজের ব্যক্তিগত জীবনে নুসরতকে নিয়ে খবরের শিরনামে থাকছেন যশ। অন্যদিকে সৌরভ দাসের সঙ্গে মধুমিতার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে টলি-পাড়ায়। তবে আপাতত ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-এর অরণ্য এবং পাখিকে আবারও একসঙ্গে জুটি বাঁধতে দেখে খুশি ভক্তরা।

]]>
গোপন রোম্যান্স মলদ্বীপে, একের পর এক হটছবিতে ভাইরাল দিশা https://ekolkata24.com/entertainment/hot-photoshoot-of-disha-patani-from-maldives Mon, 05 Jul 2021 13:27:26 +0000 https://ekolkata24x7.com/?p=224 বলিউড সেলেবদের অধিকাংশেরই পছন্দের আস্তানা বা ডেস্টিনেশন মলদ্বীপ। মাঝে মধ্যেই সেলেবদের সেখানে উড়ে যেতে দেখা যায়। কেউ গোপনে রোম্যান্সের খোঁজে, কেউ আবার সেলিব্রেশনের খোঁজে বেছে নেন এই স্পট। দিশা পাটানি তাঁদের মধ্যে অন্যতম, যাঁকে মাঝে মধ্যেই দেখা যায় মলদ্বীপের বিচে। সমুদ্র সৈকতে নমকিন দিশার হট লুকে কাবু দর্শকমহল।

সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি শেয়ার করেন দিশা। বিকিনি হোক বা মনোকিনি, পার্ফেক্ট বডি সেপে দিশা ভাইরাল চোখের পলকে। সম্প্রতি সেই সকল ছবিতেই ঝড় উঠেছে নেট দুনিয়ায়। টাইগারের সঙ্গে গোপনে দিশা উড়ে গিয়েছিলেন মলদ্বীপ। সেখানেই একসঙ্গে সময় কাটানোর বিভিন্ন মুহূর্ত ফ্রেমবন্দি।

disha patani

তবে এক ফ্রেমে দুই সেলেবের দেখা মেলেনি। কিন্তু গোয়েন্দা নেটপাড়া রিসর্ট, বিচ, লোকেশন ও সময় পাই-টু-পাই মিলিয়ে তবেই ছেড়েছে। একসঙ্গে দুজনের এই সময় কাটানোর মুহূর্তই এখন জল্পনার তুঙ্গে। দুজনের মধ্যে ভালোই সম্পর্ক, মাঝে বিচ্ছেদের ইঙ্গিত মিললেও বর্তমানে তা অতীত। এখন একে অন্যের প্রেমেই বুঁদ এই দুই স্টার।

তবে দিশার বাজার এখন বেশ গরম, একের পর এক ছবি থেকে ডাক, সদ্য মুক্তি পেয়েছে রাধে। সেখানে তাঁর অভিনয়ের তেমন সুযোগ না থাকলেও পুনরায় প্রশংসিত হয়েছে তাঁর লুক, ফিগার ও হটনেস। চরিত্রের উপস্থাপনার পাশাপাশি দিশার হটমুভ বর্তমানে ভক্তদের বেশ আকর্ষিত করে। আর তাই একের পর এক সেই বোল্ডনেসের যোগানই দিয়ে চলেছেন দিশা তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়। 

]]>