ইতিমধ্যেই করিশ্মা কাপুরের করা এই পোস্ট নেটদুনিয়ায় ব্যপক ভাইরাল হয়েছে। করিশ্মার এই ছবিতে দেখা যাচ্ছে শাহরুখ খান, গৌরি খান, করণ জোহর, করিনা কাপুর খান, অমৃতা আরোরা, মনীষ মালহোত্রা সহ আরও কয়েকজনকে। একই ছবি করণ জোহর এবং মনীষ মালহোত্রাকেও শেয়ার করতে দেখা যায়। তবে ঠিক কোন বিষয়ে পার্টি চলছে তা স্পষ্ট করে জানাননি কেউই।
View this post on Instagram
তবে সূত্রের খবর অনুযায়ী, অনুমান করা যাচ্ছে ইতিমধ্যেই ‘বিগ বস ১৫’ শুরু হয়েছে । এই প্রথম বার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে এই জনপ্রিয় রিয়্যালিটি শো। যার সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন করণ জোহর। আর ঠিক সেই কারনেই করণের তরফ থেকে ঘরোয়া পার্টির ব্যবস্থা করা হয়েছিলো বলে মনে করা হচ্ছে। ছবিতে একাধিক কমেন্ট আসতে থাকে। অনেকেই এই চাঁদের হাটের ফ্রেমের তারিফ করেছেন। তবে এই অতিমারি পরিস্থিতিতে এইভাবে একসঙ্গে পার্টি করার বিষয়টি মেনে নিতে পারেননি অনেক নেটাগরিকরা।
]]>পেট্রোল এখন লিটার প্রতি ১০২ টাকা দরে বিক্রি হচ্ছে। মধ্যবিত্তের মুখের হাসি কেড়েছে এই চড়া দাম। জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ- প্রতিবাদ। এই সময়ে ট্যাক্সি চালকরাও দাম হাকাচ্ছেন মিটারের থেকে ১০০ টাকা বেশি। বারবার অভিযোগ করলেও হতাশা ছাড়া মিলছে না কিছুই আমজনতাদের। চরম ভোগান্তিতে রাজ্যবাসী।

এমন সময় ইনস্টাগ্রাম এ ভিডিও পোস্ট করেছেন শ্রীমা। মেঘলা দিনে খোলা চুলে শহরের রাস্তায় সাইকেল চালাচ্ছেন অভিনেত্রী। হলুদ রঙের একটি ব্যাগও রয়েছে পিঠে। এর আগেও পেট্রোলের দাম বেড়ে যাওয়া নিয়ে বহু পোস্ট দেখা গেছে নানা সেলিব্রিটিদের একাউন্ট এ। এবার সেই তালিকায় যোগ দিলেন অভিনেত্রী শ্রীমা। জানালেন এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়।
শ্রীমা পোস্টের ক্যাপশনে লিখেছেন,’ যখন পেট্রোলের দাম ১০২ টাকা… সাইকেল চালকদের বলতে ইচ্ছে করে, কী মজা আসছে তো?’ অভিনেত্রীর এই পোস্টের সঙ্গে সহমত নেটিজেনরাও। কমেন্ট বক্সে অনেকেরই বক্তব্য শ্রীমা একবারে সঠিক কথা বলেছেন। অভিনেত্রী শ্রীমার এক ভক্তের মতে, ‘ সাইকেলই এখন বিএমডাব্লিউ’।
]]>মন ভাল করতে স্মৃতির পাতায় চোখ রাখেন ঋতাভরীয়। এবারও তেমনটাই করেছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় থ্রো-ব্যাক ভিডিও শেয়ার করেই সাইবারবাসীর ঘুম উড়িয়েছেন বঙ্গতনয়া। হট প্যান্ট- প্রিন্টেড বিকিনিতে বিচ লুকে টলি ফ্যাশনিস্তা যেন বলিউডকেও টেক্কা দিতে প্রস্তুত।

ঋতাভরী চক্রবর্তীকে নিয়ে সর্বদাই সরগরম টলিপাড়া। সোশ্যাল মিডিয়ার উত্তাপ বাড়াতে বেশ সিদ্ধহস্ত টলি কুইন। একের পর এক সাহসী ছবিতে ঘায়েল হয়েছে সাইবারবাসী অন্তর্বাসের উপর দিয়ে বেরিয়ে এসেছে ক্লিভেজের খাঁজ। ঝড়ের গতিতে ভাইরাল ঋতাভরীর বোল্ড লুক। ইনস্টাগ্রামে স্লো মোশন ভিডিও দেখেই ঘাম ঝরছে ভক্তদের। ব্যক্তিগত জীবন হোক কিংবা ফ্যাশন সবসময়েই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন ঋতাভরী চক্রবর্তী। টলিপাড়ার বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী যেন নেটদুনিয়ার হটকেক।
]]>বিষয়টা ঠিক কেমন, দিলীপ কুমারের সোশ্যাল পাতায় ভক্তেদর সংখ্যা বিপুল। বেশ কিছুদিন ধরে শরীরস্বাস্থ্য ভালো ছিল না অভিনেতার। তাই সব আপডেট খবর পেতে সকলেই চোখ রেখে চলেছিল প্রবীণ স্টারের সোশ্যাল পাতায়। তবে বুধবার সকালে হঠাৎই চকমে ওঠা। দিলীপ কুমারের প্রোফাইলেই শেয়ার হল মৃত্যু সংবাদ! না, এই পোস্ট অভিনেতা প্রয়াণের বেশ কিছুটা সময় পর করা। খবর চটজলদি যাতে সকলের কাছে পৌঁছে যায় তাই পরিবারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ফইজল ফারুক এদিন সকাল আটটা নাগাদ লেখেন, দুঃখের সঙ্গে জানানো হচ্ছে প্রবীণ অভিনেতা দিলীপ কুমার আমাদের মধ্যে আর নেই। কয়েক মিনিট আগেই তিনি চিরনিদ্রায় মগ্ন হয়েছেন। এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে নেট দুনিয়ায়।
]]>