Viral Video – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 20 Jun 2024 10:50:15 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Viral Video – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 जींस वाली से भिड़ सूट वाली, पसंदीदा मर्द के लिए हो गई लड़ाई https://ekolkata24.com/uncategorized/the-one-in-jeans-clashed-with-the-one-in-suit Thu, 20 Jun 2024 10:50:15 +0000 https://ekolkata24.com/?p=48391 मुंबई : सोशल मीडिया पर एक वीडियो वायरल हो रहा है, जिसमें दो लड़कियां एक-दूसरे से झगड़ा करती हुई नजर आ रही हैं. कभी एक-दूसरे को धक्का देती हैं तो कभी बाल को नोच-नोचकर अटैक करती हैं। पास में ही एक एम्बुलेंस भी खड़ी है, जिसे देखकर ऐसा लगता है मानो ड्राइवर इनके लड़ाई के खत्म होने का इंतजार कर रहा हो। अगर इन दोनों में से किसी को चोट लग जाए, तो उसे एम्बुलेंस से ले जाकर तुरंत अस्पताल में भर्ती कराया जा सके।

वीडियो को इंस्टाग्राम पर एलेक्स तिवारी ने शेयर किया है, वीडियो काफी वायरल हो रहा है। यह वीडियो दिल्ली यूनिवर्सिटी का बताया जा रहा है। वीडियो में देखा जा सकता है कि दो लड़कियां आपस में लड़ रही हैं. पीले सूट वाली लड़की ने काले टी शर्ट और जींस वाली लड़की को धक्का देकर नीचे गिरा दिया है।

गुस्से में जींस वाली लड़की तेजी से दौड़ती हुई आती है और पीले सूट वाली लड़की के बाल नोचने लगती है। देखते ही देखते दोनों लड़कियां एक-दूसरे का बाल नोचना शुरू कर देती है। ये लड़ाई शायद पसंदीदा मर्द के लिए है, क्योंकि जैसे ही इन दोनों के बीच एक लड़का बीच-बचाव करने आता है, झगड़ा रुकने लगता है. हालांकि, इस लड़के को छोड़ दें, तो वहां पर काफी लोग मौजूद थे. लेकिन इन दोनों लड़कियों को छुड़ाने के लिए कोई सामने नहीं आया।

वहीं, जहां ये लड़कियां लड़ रही हैं, ठीक उनके पीछे एक एम्बुलेंस भी खड़ी है। उसे देखकर ऐसा लगता है कि एम्बुलेंस का ड्राइवर भी इनके झगड़े के रुकने का इंतजार कर रहा है, ताकि अगर किसी को चोट लगे, तो उन्हें तुरंत अस्पताल पहुंचा सकें।

हालांकि, वहां पर पहले से मौजूद लड़के इन लड़कियों के आपसी झगड़े में मुस्कुरा रहे हैं, लेकिन कोई बचाने के लिए सामने नहीं आता है। सोशल मीडिया पर इस वीडियो को अब तक 55 लाख से ज्यादा बार देखा जा चुका है। वहीं, 71 हजार से ज्यादा लोगों ने इस वीडियो को लाइक किया है, हजारों लोगों ने इसे शेयर किया है। वीडियो पर अब तक 2 हजार से ज्यादा कमेंट्स आ चुके हैं।

कमेंट करते हुए बलराम नाम के यूजर ने लिखा है कि एम्बुलेंस किसी एक के घायल होने का इंतजार कर रही है। दूसरे यूजर सनी ने लिखा है कि टेंशन लेने का नहीं है, जमकर लड़ो, क्योंकि एम्बुलेंस हॉस्पिटल पहुंचाने के लिए पहले से खड़ी है. वहीं, सज्जू ने लिखा है कि झगड़ा ऐसी ही जगह करना चाहिए, जहां या तो पहले से हॉस्पिटल हो या फिर एम्बुलेंस खड़ी हो। लेकिन शहर और गांव की छोरी में झगड़ा होगा तो जीतेगी गांव की लड़की ही। फलक नाम की महिला यूजर ने कमेंट किया है कि ये लड़ाई बॉयफ्रेंड की वजह से हुई है। शायद इनका बॉयफ्रेंड बीमार है और उसके पास जाने के लिए एक-दूसरे से झगड़ रही हैं।

]]>
হাসির পেছনে লুকোনো কান্না, সিদ্ধার্থ নাম শুনেই প্রকাশ্যে ভেঙে পড়লেন শেহনাজ https://ekolkata24.com/entertainment/shehnaaz-gill-video-goes-viral-on-internet Tue, 16 Nov 2021 17:02:51 +0000 https://ekolkata24.com/?p=11564 বায়োস্কোপ ডেস্ক, মুম্বই- শেহনাজ গিল, বর্তমানে এই নামটার সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার মানুষের কেবলই আবেগ। চোখের জলে এই জুটিকে ভাঙতে দেখেছে প্রতিটা মানুষ। সিদ্ধার্থ শুক্লা, হঠাৎই জীবনের পাঠ চুকিয়ে সকলকে কাঁদিয়ে বিদায় নিয়েছেন। ফেলে গিয়েছেন একরাশ ভালোবাসা, সঙ্গে শেহনাজের অসমাপ্ত প্রেম কাহিনি। এই কঠিন বাস্তব মেনে নিতে রীতিমতো বেগ পেতে হচ্ছে শেহনাজকে।

সিদ্ধার্থ শুক্লা আর নেই, খবর পাওয়ার পর ভক্তদের প্রথম প্রশ্ন ছিল কেমন আছে শেহনাজ গিল! উত্তর মিলেছিল নাওয়া-খাওয়া বন্ধ, উত্তর মিলেছিল কেবল চোখের জলে ভাসছে বলিউডের এই সুইট লেডি। সিদ্ধার্থ শুক্লা মুখের দিকে তাকিয়ে নিজেকে আমূল বদলে তিলে তিলে তৈরি করেছিলেন এক সুন্দর পৃথিবীর জন্য। স্বপ্ন দেখেছিলেন সিদ্ধার্থের সঙ্গে বাকিটা পথ চলার। বুঝতে পারেননি কয়েক মাস পরই থেমে যাবে সেই পথ চলা।

বলিউডের সবে মাত্র পা রাখা শুরু হয়েছে শেহনাজের। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তার প্রথম ছবি হসলা রাখ। সিদ্ধার্থের মৃত্যুর পর নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু ছবির প্রমোশনের স্বার্থে অবশেষে প্রকাশ্যে আসতে বাধ্য হন এই সেলেব। হাসিমুখে যতটা সম্ভব সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া, বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন সমানতালে। কিন্তু সিদ্ধার্থ এই নামটা এড়িয়ে শেহনাজ যেন অসম্পূর্ণ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Memories of sidnaazz 💔💔❤ (@memoriesofsidnaazz_)

আর তাই কথার প্রসঙ্গে সিদ্ধার্থের নাম উঠলেই অঝোরে কান্নায় ভেঙ্গে পড়ছেন শেহনাজ গিল। মেনে নিতে পারছেন না সিদ্ধান্ত নেই, সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়া পাতায়। এক সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে সিদ্ধার্থের নাম উঠলেই নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে সকলের সামনে অঝোরে কেঁদে ফেলেন শেহনাজ। ভিডিও দেখা মাত্রই সকলের সামনে আরো একবার স্পষ্ট হয়ে যায়, হাসি মুখের পেছনে লুকানো কষ্ট গুলো ঠিক কতটা গভীর।

]]>
Lakhimpur Kheri: ভিডিও প্রমাণ দিল যোগীর রাজ্যে গাড়ির চাকায় পিষে মরলেন কৃষকরা https://ekolkata24.com/uncategorized/lakhimpur-kheri-video-proved-that-the-farmers-were-crushed-to-death-by-the-wheel-of-the-car Tue, 05 Oct 2021 06:34:05 +0000 https://www.ekolkata24.com/?p=6624 নিউজ ডেস্ক: কৃষকদের গাড়ি চাপা দিয়ে খুন এই অভিযোগে উত্তরপ্রদেশ (Uttar Pradedsh) সরকারের তথৈবচ অবস্থা। আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা ও সরকারি চাকরি দেওয়ার বার্তা দিলেও প্রবল বিতর্কে মুখে পড়েছেন বিজেপি শাসিত সরকারের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লখনউ সরগরম। নয়াদিল্লি থেকে গোটা দেশ জুড়ে বিতর্ক প্রবল। আর কৃষক ‘খুন’ ঘটনাস্থল লখিমপুর খেরিতে কী ঘটেছিল তার ফুটেজ ভাইরাল হয়েছে।

video proved that the farmers were crushed to death by the wheel of the car

 

সেই ফুটেজ একের পর এক বিজেপি বিরোধী নেতা নেত্রীরা টুইট করছেন। কেউ ফেসবুকে দিতে শুরু করেছেন। কংগ্রেস (INC) নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী টুইট করেন গাড়ি চাপা দিয়ে কৃষকদের পিষে মেরে ফেলার ভিডিও। তাঁর অভিযোগ, কেন অভিযুক্ত আশিস মিশ্রকে গ্রেফতার করছে না সরকার। অভিযুক্ত আশিস স্বরাষ্ট্রমন্ত্রের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের পুত্র।

video proved that the farmers were crushed to death by the wheel of the car

সর্বভারতীয় কৃষক নেতা তথা সারা ভারত কৃষকসভার (AIKS) সাধারণ সম্পাদক হান্নান মোল্লার দাবি, অবিলম্বে আশিস মিশ্রকে গ্রেফতার করতে হবে। ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত অভিযোগ করেন, যোগী সরকার ও বিজেপি (BJP) সবকিছু ধামাচাপা দিতে চাইছে।

আরও অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সহকারি তথা স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর পুত্র বলেই আশিসকে এখনও গ্রেফতার করেনি পুলিশ। অভিযোগ আশিস মিশ্র ও তার বন্ধুরা কৃষকদের পিষে মারে।
কেন্দ্রের কৃষি নীতির বিরুদ্ধে লখিমপুর খেরিতে জমায়েত করা কৃষদের উপর এসইউভি গাড়ি চালিয়ে দেওয়া হয়। পিষে মারা যান কয়েকজন। পরে জখম আরও কয়েকজনের মৃত্যু হয়। এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। মোট ৯ জন মৃত। এদের ছয় জন কৃষক।

এই ভিডিও এখন বিজেপি বিরোধী রাজনৈতিক মহলের প্রধান অস্ত্র। তবে এই ভিডিওর সত্যতা www.ekolkata24x7 যাচাই করেনি। দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীর টুইট থেকে ক্রমাগত ভিডিওর লিংকটি রি টুইট করা হচ্ছে। এছাড়াও সমাজবাদী পার্টি, বিএসপি, আরজেডি, সিপিআই, সিপিআইএম সমর্থকরা এই ভিডিও পোস্ট করছেন। বিভিন্ন কৃষক সংগঠন সরাসরি অভিযোগ তুলেছে, গাড়ি চালিয়েছিল আশিস মিশ্র।

]]>
viral video: তৃষ্ণা মেটাতে শুঁড় দিয়ে কল চালিয়ে জলপান হাতির https://ekolkata24.com/offbeat-news/elephant-uses-hand-pump-in-viral-video-jal-shakti-ministry Sun, 05 Sep 2021 08:41:53 +0000 https://www.ekolkata24.com/?p=3897 নিউজ ডেস্ক: জল সংরক্ষণের গুরুত্ব বোঝাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে। ভারত সরকারের জল ও শক্তি মন্ত্রকের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটি সঙ্গে ক্যাপশনে লেখা আছে, “একটি হাতিও (elephant) জানে এবং বুঝতে পারে, এক ফোঁটা জলের গুরুত্ব, তাহলে কেন আমরা মানুষ এই মূল্যবান রত্ন নষ্ট করব? আসুন আজ এই প্রাণী থেকে শিখি এবং #जल_संरक्षण” (জল সংরক্ষণ) করি।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, হাতিটি হ্যান্ড পাম্প থেকে শুঁড় দিয়ে জল পান করেছিল। সে তার শুঁড় দিয়ে একটি হ্যান্ড পাম্প চালিয়ে ট্যাপ থেকে জল বের করে এবং তারপর তার তৃষ্ণা মেটায়৷ ভিডিওতে দেখা যায়, হাতি যতটা তৃষ্ণার্ত ছিল, ততটুকু ট্যাপ থেকে ততটুকুই জল বের করে৷

এই ভিডিওটি দেখে বোঝা যায়, কাছাকাছি কোথাও প্রাকৃতিক জলের উৎস না পাওয়ার কারণে হাতিটিকে কেবল ট্যাপের জল পান করতে হয়েছিল। এই সংগ্রাম করতে গিয়ে হাতিটিও জলের প্রতিটি ফোঁটা গুরুত্ব অনুভব করিয়েছিল।

এই ভিডিওটি এখন পর্যন্ত ১৭ হাজারেরও বেশি মানুষ দেখেছেন। এছাড়াওও মানুষ এই ভিডিওটিকে খুবই পছন্দ করছে৷ তাই তারা ভিডিও ব্যাপকহারে শেয়ার করছেন৷ নেট নাগরিকরা বলছেন, এই হাতিটি মানুষেও থেকে অনেক বুদ্ধিমান৷ যে জলের গুরুত্ব জানে।

]]>
মা নাচছে ‘বাম চিকি চিকনি চিকি’, মামা জিৎ-এর পাশে চুপটি করে বসে মশগুল ছোট্ট ইউভান https://ekolkata24.com/entertainment/yuvaan-watch-mother-subhasree-ganguly-dance-video Mon, 30 Aug 2021 15:39:08 +0000 https://www.ekolkata24.com/?p=3477 দিনে দিনে ছোট্ট ইউভানের জনপ্রিয়তা যেন বেড়েই চলেছে। বাবা-মা টলিউডের তারকা হলেও ইউভানের জনপ্রিয়তাও কম নয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি কিংবা ভিডিও প্রায়ই ভাইরাল হয়। এবারে এমনই এক ভিডিও সামনে এলো। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন জিৎ গঙ্গোপাধ্যায়। ইউভানের ইন্ডাস্ট্রির মামা জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক খুবই গভীর। সময় পেলেই মামার সঙ্গে গান গুনতে দেখা যায় ইউভানকে। আবার কখনও মামার কাছ থেকে বাজনার তালিম নিতেও দেখা যায় তাঁকে।

এই ছোট্ট বয়েসেই মামা জিৎ-এর কাছে মিউজিকের হাতেখড়ি দিয়ে ফেলেছে ইউভান। মামা জিৎ-এরও খুবই আদরের ইউভান। সবসময় ভাগ্নেকে আদরে ভরিয়ে দেন জিৎ। এবারে ছোট ইউভানকে দেখা গেলো মামার পাশে বসে মা শুভশ্রীর নাচ দেখতে। মাকে নাচতে দেখে বড় বড় চোখে চুপ করে তাকিয়ে রয়েছে ইউভান। ২০১৪ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘গেম’-এর জনপ্রিয় গান ‘বাম চিকি চিকনি চিকি’-তে জিৎ এবং তাঁর মায়ের নাচ দেখছেন ইউভান। জিৎ গঙ্গোপাধ্যায়ের এই পোস্ট ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeet Gannguli (@jeetganngulimusic)

ভিডিওতে দেখা যাচ্ছে মামার হাঁটুতে একটি হাত রেখে খুবই মন দিয়ে মায়ের নাচ দেখছে ছোট ইউভান। পাশে মামা জিৎ গঙ্গোপাধ্যায় গানের তালে তাল দিচ্ছেন। মাঝেমধ্যে গানের কিছু লাইন গেয়েও উঠছেন জিৎ। তবে মামা কি করছে তাতে কোনও হুস নেই ইউভানের। সে চুপটি করে বসে এক দৃষ্টে তাঁর মায়ের নাচ দেখে চলেছে। মাথায় ঝাঁকড়া চুল নিয়ে একেবারে বড়দের মতো মন দিয়ে মাকে দেখছে ইউভান। ছোট্ট ইউভানের এই কাণ্ড দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা।

]]>
ক্যামেরার সামনে নিজের পোশাক নিজেই খুলে ছুঁড়ে ফেললেন মিমি, ভাইরাল ভিডিও https://ekolkata24.com/entertainment/viral-video-of-mimi-chakraborty Thu, 12 Aug 2021 17:24:51 +0000 https://www.ekolkata24.com/?p=2322 মিমি চক্রবর্তী, টলিউডে যাঁর দাপট এক কথায় বলতে গেলে সেরার সেরা। সেলেব দুনিয়ায় ঝড় তোলা এই হট টলি ডিভা নিজের রূপে ও অভিনয় গুণে কাবু করে রেখেছেন আট থেকে আশিকে। লোকসভার সদস্য হওয়ার পাশাপাশি নিজের এলাকার সকলের পাশে বিপদে দাঁড়ানো, আবার পাল্লা দিয়ে লাইট-ক্যামেরা অ্যাকশন শব্দের সঙ্গে তাঁর সম্পর্ক, সব মিলিয়ে যাকে বলে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। 

এরই সুবাদে নেট দুনিয়ায় নিত্য লক্ষ্য লক্ষ্য ভক্তের ভিড় জমে। মিমি একটি ভিডিও হোক বা ছবি, শেয়ার করা মাত্রই হয়ে ওঠে পলকে ভাইরাল। তবে এবার এ কি কাণ্ড ঘটালেন মিমি চক্রবর্তী! সোজা ক্যামেরার সামনেই বদলে ফেললেন পোশাক, মুহূর্তে এই ভিডিও ছড়িয়ে পড়ে, না তেমন কিছু নয়, বরং টিকটক ট্রেন্ড বা রিল ফলো করেই এই ভিডিও তৈরি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi (@mimichakraborty)

বেশ কয়েকদিন ধরেই মিমি চক্রবর্তী কালো পোশাকে ছবি শেয়ার করে ভক্তদের মনে ঝড় তুলেছেন। সেই পোশাকেই এবার এক মজার ভিডিও শেয়ার করে নিলেন। যেখানে প্রথমে তাঁকে দেখা যায় একটি সাদা পোশাক পরে থাকতে, পরবর্তীতে তিনি তা পলকে পাল্টে কালো পোশাকে চেনা লুকে ধরা দিলেন, আর এতেই এখন দিব্যি মজে রয়েছে নেট দুনিয়া। 

]]>
Viral Video: হাতে সাপ জড়িয়ে ঠোঁটে চুমু খেয়ে ভাইরাল তরুণী https://ekolkata24.com/offbeat-news/viral-video-girl-wearing-snake-in-fingures-shocking-video Wed, 04 Aug 2021 16:56:40 +0000 https://www.ekolkata24.com/?p=1858 নিউজ ডেস্ক: কেউ কেউ ছোট পোকামাকড় দেখেও ভয় পায়৷ আবার কেউ বাচ্চাদের মতো সাপ নিয়ে খেলতে থাকে। সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও আছে৷ যাতে দেখা যায়, মানুষকে সাপের সঙ্গে খেলতে৷ এই ভিডিওগুলি দেখার পর সাধারণ মানুষ ঘাবড়ে যায়। সম্প্রতি, একটি মেয়ের এমন অদ্ভুত ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে৷ তাতে দেখা যাচ্ছে, সে তার আঙ্গুলে সাপে জড়িয়ে আছে।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হচ্ছে৷ যেখানে মেয়েটির হাত সবুজ রঙের একটি সাপ জড়িয়ে আছে৷ মেয়েটি সাপের সঙ্গে বেশ সাবলীল দেখাচ্ছে। দুজনেই খুব মজা করছে। পুরো ভিডিও মেয়েটির মুখ এক মুহূর্তের জন্যও দেখা যায় না।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Snakes Mania (@snakes.mania)

এই ভিডিওতে মেয়েটির সাহস দেখে মানুষ অবাক। সাপটি শুধু আঙুলে মোড়ানো নয়, মেয়েটি ঠোঁটে সাপের মুখ চুমু দিয়ে সবাইকে অবাক করে। পুরো ভিডিও জুড়ে মেয়েটি এক সেকেন্ডের জন্যও আতঙ্কিত হয়নি এবং আনন্দের সঙ্গে সাপের সাথে খেলতে থাকে।

এই ভিডিওটি এখনও পর্যন্ত ১০ লক্ষেরও বেশি মানুষ দেখেছে৷ তাতেই ভাইরাল হয়েছে ভিডিওটি। মেয়ে এবং সাপের এমন অসাধারণ বন্ধন দেখে সবাই অবাক। কেউই তাদের চোখকে কেউ বিশ্বাস করতে পারছে না।

]]>
উন্মুক্ত বক্ষে আলু-পোস্ত রেঁধে রাতারাতি Super Hot রিম্পি https://ekolkata24.com/lifestyle/super-hot-rimpi-cooked-potatoes-and-poppy-seeds-in-the-open-overnight Sun, 01 Aug 2021 06:03:15 +0000 https://www.ekolkata24.com/?p=1629 নিউজ ডেস্ক: আলুপোস্ত, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, ডিম কষা, ডিমের কারি, টমেটোর চাটনি। বাঙালি বাড়িতে রান্না হলে, তাতে সাধারণত এই পদগুলি থাকেই। খোলা আকাশের নীচে বসে এগুলিই রান্না করছেন এক যুবতী। তারপর তা আপলোড করছেন তার ইউটিউব চ্যানেল ‘Unique Village Food’-এ। আর তাতেই মজেছেন নেটিজেনরা৷ আপলোড করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।

সম্প্রতি আলু পোস্ত’র রেসিপি ইউটিউবে আপলোড করে ভাইরাল হয়েছেন রিম্পি। প্রায় পাঁচ মাস আগে থেকেই শুরু করেছিলেন চ্যানেলে নিজের রান্নার ভিডিও আপলোড করা। যদিও মাত্র তিন সপ্তাহ আগে করা তাঁর আলু-পোস্ত এবং টমেটোর চাটনির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই সেই ভিডিওর ভিউয়ার্সের সংখ্যা পেরিয়েছে সাড়ে ৬ লক্ষ। টমেটোর চাটনির রেসিপি দেখেছেন প্রায় ১০ লক্ষ নেটিজেন।

Aloo Posto Recipe by Rimpi

কিন্তু কোন জাদুতে ভাইরাল হচ্ছে এই সাধারণ রেসিপি? উত্তর লুকিয়ে রয়েছে রিম্পির করা ভিডিওতেই। শুধু খোলা জায়গায় বসে রান্নাই করেন না তিনি, তার পোশাকও যথেষ্ট খোলামেলা। প্রায় খোলা ব্লাউজের মধ্যে দিয়ে উপচে পড়ছে যৌবন! আর তাতেই মাত নেটনাগরিকরা। প্রায় প্রতিটি ভিডিওতেই রিম্পির হট অবতার দেখতে হামলে পড়ছেন প্রত্যেকে।

সম্প্রতি ‘ভেগানস অফ বেঙ্গল’- ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছে রিম্পির ভিডিওর স্ক্রিনশট। সঙ্গে লেখা হয়েছে, ‘এটা ভাবলেই খারাপ লাগে, বাংলায় আমিশ খাবারের ভিডিয়োই বেশি জনপ্রিয়তা পায়। তবে, সম্প্রতি এই ভেগান ডিশ আলু পোস্ত ভাইরাল হয়েছে কয়েক সপ্তাহের মধ্যে। এর জন্য সবটুকু প্রশংসা প্রাপ্য সেইসব ভেগানদের, যারা ভেগান রেসিপি ছড়িয়ে দিতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ যা নিয়েও ট্রোল শুরু করেছেন একদল লোক। এরকম ভেগান হতে আমিও রাজি থেকে শুরু করে এ তো স্বর্গ! কোন দিকে তাকাব-র মতো মন্তব্যে উপচে পড়েছে কমেন্টবক্স।

]]>
ঘরের দরজা বন্ধ হতেই একেবারে পাল্টে গেলেন কোয়েল, দেখে হতবাক ভক্তমহল https://ekolkata24.com/entertainment/look-change-of-bengali-actress-koel-mallick Sun, 11 Jul 2021 12:49:16 +0000 https://ekolkata24x7.com/?p=646 প্রথমে হাত নেড়ে সঙ্গে আসার জন্য ইশারা করলেন কোয়েল। তারপর ধীরে ধীরে একটি ঘরের দিকে এগিয়ে গেলেন। তার চোখে-মুখে যেন আলাদাই এক উচ্ছ্বাস। সেই ঘরে ঢুকেই ঘরের দরজা বন্ধ করে দিলেন অভিনেত্রী। এরপরই সব বদলে গেলো। কোয়েলকে এভাবে দেখে হতবাক তার ফ্যান থেকে সকলেই। দ্রুত নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়লো সেই ভিডিও।

টলিউডের একেবারে প্রথম সারির অভিনেত্রী তিনি। একাধিক বাণিজ্যিক সিনেমাতে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি। জিৎ এবং দেবের সঙ্গে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন সকলকে। বাণিজ্যিক সিনেমার পাশাপাশি বেশ কিছু অন্য ধারার সিনেমাও করেছেন। গোয়েন্দা মিতিনি মাসি এবং রক্তরহস্যের স্বর্ণজা ছবিতে কোয়েল তার অভিনয় দক্ষতার প্রমাণ দেন। তবে মা হওয়ার পর এখন কাজে কিছুটা বিরতি নিয়েছেন। আপাতত ছেলের সঙ্গেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন।

koel mallick

সচরাচর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে জনসমক্ষে খুব একটা কথা বলতে পছন্দ করেন না। তবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় কোয়েল। নিয়মিত ছবি পোস্ট করেন তিনি। কখনও কাজের ছবি আবার কখনও বেড়াতে যাওয়ার ছবি। নেটমাধ্যমে পোস্টগুলি ভালো সাড়াও পায়। তবে হঠাৎ এমন একটি ভিডিও পোস্ট করলেন যা নিমেষে ভাইরাল হয়েছে। ঘরের দরজা বন্ধ করার পর সকলেই চরম উৎসাহ নিয়ে অপেক্ষা করছিল এরপর কী হবে তা দেখার জন্য। অভিনেত্রী নিজেই তা প্রকাশ করলেন। ঘরের ভিতরে চলছে তাঁর মেকআপ। এরপরই সম্পূর্ণ বদলে গেলেন কোয়েল। মেকআপ শেষে নতুন ড্রেসে এক কথায় অতুলনীয় সুন্দর লাগছে কোয়েলকে। সেই ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।

]]>