Virat – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 16 Dec 2021 12:07:55 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Virat – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Virat-Sourav controversy: প্রাক্তন পাকিস্তান অধিনায়কের বিতর্কিত মন্তব্যে চাঞ্চল্য https://ekolkata24.com/sports-news/former-pakistan-captain-salman-butts-controversial-statement-has-sparked-controversy-in-the-virat-sourav-controversy Thu, 16 Dec 2021 12:07:55 +0000 https://ekolkata24.com/?p=15132 Sports desk: বিরাট-সৌরভ বিতর্কে (Virat-Sourav controversy) পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমান বাটের বিতর্কিত বয়ান চাঞ্চল্য ছড়িয়েছে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই বিতর্কিত বয়ান রেখেছে।

প্রতিবেশী দেশের প্রাক্তন অধিনায়ক নিজের ইউটিউব চ্যানেলে বিতর্কিত বয়ানে বলেন, “ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য, গাঙ্গুলিকে এগিয়ে আসা উচিত এবং তাদের উত্তর দিয়ে এই জন্মগত বিতর্কের অবসান ঘটানো উচিত”।

৩৭ বছর বয়সী প্রাক্তন পাক অধিনায়ক সলমান বাটের ইউটিউব চ্যানেলে দেওয়া বয়ানের মূল বক্তব্য যা এখন বিতর্কিত এবং ওই বিতর্কিত বয়ানে বাটের অযাচিতভাবে হস্তক্ষেপ হল এরকম,” বিরাট কোহলি সবার সামনে যা বলেছেন তা ছোট কথা নয়। একদিকে গাঙ্গুলি বলছেন যে তিনি বিরাটকে টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়তে নিষেধ করেছিলেন, অন্যদিকে কোহলি বলেছেন যে বিসিসিআই পক্ষের কোনও কর্মকর্তা এই বিষয়ে তাঁর সাথে কখনও কথা বলেননি। এই গুরুতর বিষয়ে উভয় খেলোয়াড়েরই ভিন্ন বক্তব্য রয়েছে। এই সমস্যা উপেক্ষা করা যাবে না”। প্রাক্তন পাক অধিনায়ককের এমন বিতর্কিত বয়ানকে ভারতের ক্রিকেট মহল মোটেও পচ্ছন্দ করছে না।

এখানেই থেমে না থেকে ইউটিউব চ্যানেলে সলমান বাট স্টেপ আউট করে বিতর্কে আরও বেশি করে ঘি ঢেলে দিয়ে বয়ানে বলতে থাকেন, “বিষয়টি শুধু অধিনায়কত্বের নয়। অবশ্যই, অধিনায়ক হিসাবে রোহিতের আরও ভাল রেকর্ড রয়েছে। কিন্তু যেভাবে একজন সিনিয়র খেলোয়াড়কে হঠাৎ করেই অন্য একজন খেলোয়াড়ের হাতে অধিনায়কত্ব দেওয়া হয়, সে মনোভাব ঠিক নয়। সৌরভকে এই বিষয়ে আলোচনা করে সমাধান বের করতে হবে। নইলে তার ও কোহলির মধ্যে আস্থা ভেঙে যেতে পারে”। ভারতীয় ক্রিকেটে এখন “ফিল গুড ফ্যাক্টর” মানে মুক্ত ফুরফুরে বাতাস বয়ে চলেছে, টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্ট এবং তিন ওডিআই ম্যাচের সিরিজ খেলতে উড়ে গিয়েছে,বৃ্হস্পতিবার সকালে।

এমন আবহে ‘রুটি করার চাটু গরম’ করতে উদ্দ্যেশ্যপ্রণোদিত ভাবে বিতর্কিত বয়ান করেছে প্রাক্তন পাকিস্তান অধিনায়ক সলমান বাট।

]]>
#indvpak: ‍‘বিরাট’ তাস খেলবে টি-২০ বিশ্বকাপের মাস্ট উইন ম্যাচে https://ekolkata24.com/sports-news/indvpak-virat-kohli-kowill-play-cards-in-the-must-win-match-of-t20-world-cup Sun, 24 Oct 2021 07:31:32 +0000 https://www.ekolkata24.com/?p=8924 Sports Desk: কয়েক ঘন্টার অপেক্ষা! টি-২০ বিশ্বকাপের নক আউট স্টেজ সুপার ১২ মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান,দুবাই’র মাটিতে। এমন হাইভোল্টেজ ম্যাচের আবহে বরুণ চক্রবর্তীর পুরোপুরি ফিট না হওয়ার খবর গত কয়েক সপ্তাহ ধরে ভেসে আসছিল। এখন জানা গিয়েছে যে তিনি টি -২০ বিশ্বকাপের সব খেলায় অংশ নেবেন না। 

বরুণ চক্রবর্তী ভারতের বোলিং আক্রমণে নিখুঁত ধার এনেছেন এবং আইপিএল ২০২১ দুর্দান্ত ফর্মে ছিলেন। কেকেআরে’র হয়ে খেলতে গিয়ে হাঁটুর চোটের সমস্যার কবলে পড়েন।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে খবর আসছে, টি-২০ বিশ্বকাপে ভারতের হয়ে সব খেলায় বরুণ চক্রবর্তী অংশ নেবেন না, কারণ এতে চোট আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সূত্রে খবর,তিনি কেবলমাত্র টুর্নামেন্টে মাস্ট উইন ম্যাচ, কিংবা বড় ম্যাচে খেলবেন।

হ্যাঁ, ঠিক এটাই ধারণা ( টুর্নামেন্টে তাকে দলের বাইরে রাখার বিষয়ে)। দল যতটা সম্ভব তার পরিষেবা পেতে চাইছে, এটা স্পষ্ট যে তার হাঁটু ১০০ শতাংশ ফিট নয়। তাই টুর্নামেন্টের চাহিদা অনুযায়ী তাকে ব্যবহার করা হবে। “যদি মাস্ট উইন বা বড় ম্যাচ হয়, তাহলে আপনি বল হাতে (বরুণ চক্রবর্তী) তার জাদু দেখবেন। টুর্নামেন্টে দল যদি ভাল পজিশনে থাকে, সেক্ষেত্রে তার হাঁটুকে কিছুটা বিশ্রাম দেওয়ার সাহস দল করতে পারে। তবে হ্যাঁ, এমএস ধোনি এবং রবি শাস্ত্রী এমন পরিস্থিতিতে কোহলি এবং রোহিত শর্মাকে গাইড করার জন্য ঠিক সেখানে থাকবেন,” সূত্রে এমনই খবর উঠে এসেছে।

“তিনি নি:সন্দেহে এই ফর্ম্যাটে একজন ম্যাচ-বিজয়ী(Match winner) এবং নেতৃত্ব জানে টি-২০ বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে চার ওভার বলতে কী বোঝায়। মেডিকেল টিম তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং বরুণকে নিবিড় পর্যবেক্ষণ করে ব্যবহার করা হবে। তিনি একটি তুরুপের তাস এবং বিরাট কোহলি এবং দলের থিঙ্ক ট্যাঙ্ক তাকে ঠিক সেভাবেই ব্যবহার করতে চাইছে, ” সূত্র মারফৎ জানা গিয়েছে।

]]>