visit – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 21 Dec 2021 09:12:44 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png visit – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 পুরভোটের ফলাফল প্রকাশের পরেই কামাখ্যা দর্শনে অসমে মমতা https://ekolkata24.com/uncategorized/west-bengal-cm-mamata-banerjee-to-visit-kamakhya-temple-today Tue, 21 Dec 2021 09:12:44 +0000 https://ekolkata24.com/?p=15672 NEWS DESK: ঝটিকা সফরে অসমে (ASSAM) মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরভোটের ফলপ্রকাশের দিনই অসমে গেলেন মুখ্যমন্ত্রী। উপলক্ষ্য, কামাখ্যা মন্দিরে পুজো ও মাতৃদর্শন। গুয়াহাটি (GUWAHATI) থেকে কামাখ্যা রওনা মুখ্যমন্ত্রীর।

পূজার্চনা সেরে ৫টায় কলকাতার উদ্দেশে রওনা তৃণমূল সুপ্রিমোর। প্রসঙ্গত, গত বিধানসভা ভোটে বাংলায় বিজেপিকে পর্যুদস্ত করার পর জাতীয় স্তরের মাটি শক্ত করতে চাইছে তৃণমূল। মেঘালয়ে কংগ্রেসের ১২ জন বিধায়ককে নিয়ে ঘাসফুল পতাকা হাতে তুলে নিয়েছেন মুকুল সাংমা। সে রাজ্যে এখন তৃণমূলই বিরোধী দল। এর আগে অসমে পঞ্চায়েত ভোটে তৃণমূল লড়াই করলেও বিশেষ সুবিধা করতে পারেনি। 

আবার অন্যদিকে, কয়েক মাস আগে কলকাতায় (KOLKATA) এসে তিনি তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন শিবসাগর কেন্দ্রের বিধায়ক অখিল গগৈ।  চলতি বছর অগস্টে অখিল নিজেই বলেছিলেন,’তৃণমূলের তিন দফায় বৈঠক হয়েছে। রাইজর দলকে তৃণমূলে মিশিয়ে দেওয়ার কথা হয়েছে। আমাকে অসম তৃণমূলের রাজ্য সভাপতি করা হবে আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ মমতার নেতৃত্বেও যে তাঁর আস্থা রয়েছে সেটাও বুঝিয়ে দিয়েছিলেন অসমের বিধায়ক। স্বাভাবিকভাবেই তারপরই কলকাতা পুরভোটের ফলপ্রকাশের দিন মমতার অসমে ঝটিকা সফরের পিছনে উদ্দেশ্য কি শুধুই ক্যামাখ্য়া দর্শন নাকি রয়েছে রাজনৈতিক সমীকরণও। মুখ্যমন্ত্রীর অসমে ঝটিকা সফরের খবর প্রকাশ্যে আসার পরই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

]]>
India-Russia Annual Summit: ঝটিকা সফরে আসছেন পুতিন, সোমবার বৈঠক মোদীর সঙ্গে https://ekolkata24.com/uncategorized/russian-president-putin-to-visit-india-on-monday-will-attend-21st-india-russia-annual-summit Sun, 05 Dec 2021 14:25:54 +0000 https://ekolkata24.com/?p=13684 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: সোমবার এক ঝটিকা সফরে ভারতে আসছেন রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। সম্প্রতি লাদাখ, অরুণাচলের (ladakh and arunachal) সীমান্ত এলাকায় চিনের (chin) দাদাগিরি অনেকটাই বেড়েছে। সীমান্ত এলাকায় ক্রমশই বাড়ছে লালফৌজের (pla) সংখ্যা। শুধু ফৌজের সংখ্যা বাড়াই নয়, সীমান্তবর্তী এলাকায় রীতিমতো সামরিক পরিকাঠামো গড়ে তুলেছে বেজিং (beijing )। পাশাপাশি রয়েছে আফগানিস্তানের চলতি পরিস্থিতি। সবকিছু মিলিয়ে পুতিনের এই ভারত সফর কূটনৈতিক মহলের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই ঝটিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট। ভারত-রাশিয়া বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ের পাশাপাশি চিন ও আফগানিস্তানের বিষয়টিও গুরুত্ব পেতে চলেছে। কূটনৈতিক মহল মনে করছে, চলতি পরিস্থিতিতে পুতিনের এই ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য প্রায় দুই বছর পর মোদীও পুতিন মুখোমুখি হচ্ছেন। ২০১৯ সালের নভেম্বর মাসে ব্রিকস সম্মেলনের মঞ্চে এই দুই নেতার বৈঠক হয়েছিল। আফগানিস্তান পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে মোদীর সঙ্গে পুতিনের একাধিকবার টেলিফোনে কথা হলেও দু’বছর পর এই প্রথম তাঁরা মুখোমুখি হতে চলেছেন।

বিদেশমন্ত্রক জানিয়েছে, রবিবার রাতেই দিল্লি এসে পৌঁছবেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ। আসছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার্গে শোয়াগু। রাশিয়ার এই দুই মন্ত্রী বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে যেমন চিন ও আফগানিস্তানের মত আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে তেমনই কথা হবে সন্ত্রাস দমন নিয়েও। কাশ্মীর সীমান্তে পাক জঙ্গিদের বাড়বাড়ন্ত নিয়েও রুশ বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে কথা বলবেন রাজনাথ ও জয়শঙ্কর।

সোমবার ভোরে পুতিনের দিল্লি পৌঁছানোর কথা। বিদেশমন্ত্রক জানিয়েছে, সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন পুতিন। বিকেল ৫টা নাগাদ এই বৈঠক হবে। ভারত ও রাশিয়া দ্বিপাক্ষিক, বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার পাশাপাশি সীমান্ত সংলগ্ন এলাকায় চিনের সাম্প্রতিক আগ্রাসন নিয়েও আলোচনা হবে। আলোচনা হবে চলতি আফগান পরিস্থিতি নিয়েও।

মোদীর সঙ্গে পুতিন প্রায় ঘন্টা ২ সময় কাটাবেন। এই বৈঠকে মোদী রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ড্রোন প্রতিরোধকারী মিসাইল কেনার বিষয়েও আলোচনা করবেন। বৈঠক শেষে মোদী ও পুতিন যৌথ সাংবাদিক সম্মেলনও করতে পারেন। রাত ৯ টা নাগাদ দিল্লি থেকে মস্কোর উদ্দেশ্যে রওনা দেবেন পুতিন।

]]>
Sundarbans in Duars: ঘুরে আসুন ডুয়ার্সের সুন্দরবন সিকিয়াঝোরা থেকে https://ekolkata24.com/offbeat-news/visit-the-sundarbans-sikiajhora-in-duars Thu, 02 Dec 2021 17:00:59 +0000 https://ekolkata24.com/?p=13248 অরুণাভ রাহারায়: বেশ কয়েক বছর ধরেই ডুয়ার্সের (Duars) পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে সিকিয়াঝোরা (Sikiajhora)। আলিপুরদুয়ার থেকে সামান্য দূরে সিকিয়াঝোরাকে বলা যায় সুন্দরের মনোরম ঠিকানা।

Sikiajhora

হলদিবাড়ি থেকে আমাদের বন্ধু ব্রহ্মজিৎ হঠাৎ একদিন আলিপুরদুয়ারে এসে হাজির। কাছের বন্ধুকে কাছে পেয়ে অন্যান্য বন্ধুরা ঠিক করলাম সিকিয়াঝোরায় যাব। শৌভিক বণিকের গাড়িতে আমাদের যাত্রা শুরু হল। ড্রাইভার গাড়ি সার্ট দিতেই এফ এম-এ বেজে উঠল শ্রেয়া ঘোষালের গান– বারশো রে মেঘা মেঘা…। আমরা সেই গান শুনতে ডুয়ার্সের রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। শুভেন্দু লাহিড়ী আমাদের আরেক সফর সঙ্গী।

Sikiajhora

সিকিয়াঝোরাকে বলা হয় ডুয়ার্সের সুন্দরবন। সুন্দরবনে যেমন দুদিকের জঙ্গল দেখতে দেখতে নদীতে বোটিং করা যায়, এখানেও সেরকম ব্যবস্থা আছে। পৌঁছেই বোটে চেপে বসলাম আমি ব্রহ্মজিৎ শৌভিক আর শুভেন্দু লাহিড়ী। বোট চলতে শুরু করল। শুরু হল অ্যাডভেঞ্চার। বোটের মঝি দুজন। তাদের সঙ্গে গল্প জুড়লাম। তারা জানালেন ‘আমরা দুজন মাঝে মাঝেই খানিক রাম নিয়ে নৌকো চালিয়ে মাঝ নদীতে গিয়ে মদ খাই, তারপর শুয়ে শুয়ে আকাশ দেখি।’ এই কথা শুনে আমাদের লোভ হল। কিন্তু আমরা আজ বিয়ারও আনিনি। অতএব আরেক দিন!

Sikiajhora

বোট যতই এগিয়ে যাচ্ছে ঝঁঝির শব্দ প্রখর হয়ে প্রবেশ করছে কানে। নদীটির দুপাড়ে দেখতে পাচ্ছি হাতির পায়ের ছাপ। হাতি এখানে জল খতে আসে– মাঝিদ্বয় জানালেন। আমারা একটু ভয় পেলাম ঠিকই কিন্তু মুষড়ে পড়লাম না। বরং চোখ ভরে দেখলাম সুদূর-সবুজ।

বোটটা এবার যেখনে পৌঁছল সেই জায়গাটাকে মাঝিরা বলেন- ‘এসি ঘর’। কারণ জায়গাটা বেশ ঠাণ্ডা। ওপরে গাছগাছালির ডালপালা আর দুদিকে মোটা মোটা গাছ। তাই একটা ঘরের আকার নিয়েছে যেনবা। এখানে কিছুক্ষণ থেমে রইলাম। তারপর আবার চলা। কিছুটা যাওয়ার পরেই নদীভ্রমণের শেষ সীমানা এল। কিন্তু তার বাইরেও তো নদী আছে, তাহলে সীমানা কেন? মাঝিরা জানালেন– ওই পথ বিপদ সংকুল, সাপ খোপ ইত্যাদি। অতএব ওদিকে নয়। সুতরাং ফেরা! আবার একই রকম ভাবে ধীরে ধীরে ফেরা। তবে, ঘণ্টা খানিকের এই সফর মন ভরিয়ে দিয়েছিল। আপনিও ঘুরে আসতে পারেন।

]]>
মোদির ৪ ঘন্টার সফরের জন্য ২৩ কোটিরও বেশি টাকা খরচ করছে শিবরাজ সিং চৌহান সরকার https://ekolkata24.com/uncategorized/shivraj-singh-chauhan-government-is-spending-more-than-rs-23-crore-for-modis-four-hour-visit Sat, 13 Nov 2021 07:59:09 +0000 https://ekolkata24.com/?p=11157 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে ১৫ নভেম্বর দিনটি ‘জনজাতি গৌরব দিবস’ হিসেবে পালন করা হবে। যে সমস্ত আদিবাসী যোদ্ধা দেশের জন্য আত্মবলিদান দিয়েছিলেন এই উৎসব তাদের উদ্দেশ্যে সমর্পণ করা হবে।

মধ্যপ্রদেশে জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মধ্যপ্রদেশের মাত্র ৪ ঘন্টা থাকবেন তিনি। মোদির চার ঘণ্টার সফরের জন্য রাজ্যের বিজেপি সরকার খরচ করছে ২৩ কোটির বেশি টাকা।

করোনাজনিত কারণে বহু মানুষ কাজ হারিয়েছেন। অধিকাংশ মানুষের আয় তলানিতে এসে ঠেকেছে। রেশনে দেওয়া বিনামূল্যের চাল ও গম বহু পরিবারের একমাত্র সম্বল হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে কেন্দ্র হুমকি দিয়েছে, তারা আর বিনামূল্যে রেশনে (ration) চাল গম সরবরাহ করবে না। কারণ তারা অযথা পয়সা খরচা করতে রাজি নয়। কিন্তু সেই মোদির জন্যই দু হাত উপুড় করে পয়সা ঢালছে মধ্যপ্রদেশের শিবরাজ সিং (shibraj ging chouhan) চৌহান সরকার।

জানা গিয়েছে, ১৫ নভেম্বর ৪ ঘন্টার জন্য ভোপালে (bhopal) আসছেন প্রধানমন্ত্রী। তবে ভোপালের জামবোরী ময়দানের মূল মঞ্চে মোদি থাকবেন মাত্র ১ ঘন্টা ১৫ মিনিট। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী জনগোষ্ঠীর মানুষকে এই অনুষ্ঠানে নিয়ে আসা হচ্ছে। তার জন্য তৈরি করা হয়েছে বেশ কয়েকটি বিশালাকার প্যান্ডেল। এক সপ্তাহ ধরে ৩০০ জনের বেশি কর্মী এই কাজ করছেন। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর মানুষকে তুলে আনতে শুধুমাত্র পরিবহণের (transportation) জন্য খরচ করা হচ্ছে ১৩ কোটিরও বেশি টাকা। এরপর রয়েছে তাদের খাওয়া-দাওয়ার খরচ। এক সপ্তাহ ধরে জনজাতি গৌরব উৎসব চলবে।

এহেন পরিস্থিতিতে রাজনৈতিক মহল প্রশ্ন তুলেছে, মোদি সরকার একদিকে যখন মানুষের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে তখন এভাবে রাজ্যের বিজেপি সরকারের মুঠো মুঠো টাকা খরচ করছে কিভাবে? অকারণে অর্থ জলে ফেলার কারণ কী? তবে মোদি বা তাঁর দলের পক্ষ থেকে এই প্রশ্নের কোনও উত্তর দেওয়া হয়নি।

উল্লেখ্য, ১৫ নভেম্বর ভোপালের হাবিবগঞ্জ (habibgang) স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হাবিবগঞ্জ স্টেশনটিকে একটি বিশ্বমানের স্টেশন হিসেবে গড়ে তোলা হয়েছে। বিশ্বের যেকোনও উন্নত দেশের অত্যাধুনিক স্টেশনকে চ্যালেঞ্জ দিতে পারবে হাবিবগঞ্জ স্টেশন।

]]>