web series – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 04 Oct 2021 12:39:38 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png web series – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Hyderabad encounter: ওয়েব সিরিজে হায়দরাবাদ এনকাউন্টারের গল্প https://ekolkata24.com/entertainment/hydrabad-encounter-case-in-bengali-web-series Mon, 04 Oct 2021 12:39:38 +0000 https://www.ekolkata24.com/?p=6558 অনলাইন ডেস্ক: মনে পড়ে হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের এনকাউন্টারের ঘটনা? সেই ঘটনার অবলম্বনেই Haalum Digital Media Pvt Ltd এর আগামী প্রযোজনায় আসতে চলেছে। বলবে সমাজের কঠিন ব্যাধির বিরুদ্ধে কথা।

একটি মেয়ে আজকের সমাজে ততটাই সাবলম্বী যতটা একটি ছেলে। তবু আজ ও প্রতিদিন শুনতে হয় মেয়েদের ওপর ঘটে যাওয়া নানাধরণের পাশবিক , নারকীয় ঘটনার কথা। সেরকমই একটি মেয়েরসাথে ঘটে যাওয়া নারকীয় ঘটনা তুলে ধরা হয়েছে তাদের আগামী প্রযোজনা অফিসার’স চয়েস এ। মূল গল্পে বলা হয়েছে মেয়েটির সাথে হয়ে একটি নারকীয় ধর্ষণ ও তারপর তাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টার ঘটনা । তারপর পুলিশ কি করে? তৎপরতার সাথে পুলিশ ধরে ফেলে দোষীদের ও শাস্তি দেয় তাদের এনকাউন্টার করে ।

সমাজের বিভিন্ন স্তরে পুলিশ এর বিরুদ্ধে ওঠে আওয়াজ । বসে ইনভেস্টিগেশন ? তারপর?।পুলিশের এই ভূমিকা, নাকি ধর্ষকদের শাস্তির জন্য বিচার ব্যবস্থার ওপর ভরসা ? কি চায় সমাজ? এটাই কি সত্যিকারের মেয়ের প্রতি হয়ে যাওয়া অন্যায়ের প্রতিকার? এরকম নানা প্রশ্নের উত্থাপন করে এই ৬এপিসোড এর ওয়েব সিরিজ টি। Hydrabad encounter

এই ওয়েব সিরিজ টির পরিচালনা করেছেন অয়ন মুখার্জী। সংগীত ও আবহ পরিচালনা করেছে গোগোল। অভিনয় করেছেন তরী আচার্য্য , স্পন্দন ব্যানার্জী , সুমন চক্রবর্তী, দেবলীনা মুখার্জী , অয়ন মুখার্জী, সুমনেশ জালুই, সুমৌলি বসু এবং আরও একঝাঁক থিয়েটার কর্মীর। সিরিজা টি প্রযোজনা করেছে Haalum Digital Media Pvt Ltd ওয়েব সিরিজটি মুক্তি পাবে হালুম youtube চ্যানেলে।

এদের আগের প্রযোজনা বীরেন্দ্র প্রভূত সারা ফেলেছিলো। আগামী প্রযোজনার ব্যাপারে ও সবাই ভীষণ আশাবাদী। ওয়েব সিরিজ টি মুক্তি পাবে আগামী নভেম্বরে দিওয়ালি র সময়।

এই প্রসঙ্গে পরিচালক অয়ন মুখার্জি জানিয়েছেন , “বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র (the voice since 1936) এর পর ভাবনা চিন্তায় ছিলাম যে কোন সাবজেক্টকে মানুষের সামনে আনা যায়। কারন ওই ছবির পর স্বাভাবিক ভাবেই মানুষের প্রত্যাশা বেশি থাকবেই। ভয় লাগছিল যদি না পারি..ঠিক সেই সময় হায়দ্রাবাদ তেলেঙ্গানা তে ঘটে যাওয়া একটি নারকীয় ঘটনা নাড়া দিয়ে গেছিলো মনকে। একজন ডাক্তারকে গনধর্ষণ করা হয়, প্রমান লোপাটের জন্যে তাকে পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার নারকীয়তা হয়তো নির্ভয়া কাণ্ডের চেয়ে কম কিন্তু তাও নিউজ চ্যানেলগুলো শোনার পর সত্যি মনে হয়ে ছিল যে এর শেষ কবে? আদৌ কি সম্ভব!”

অয়ন বলেন, ” তারপর এই ঘটনা নিয়ে রিসার্চ শুরু করি। মিডিয়াতে আসা ঘটনার বিস্তারিত বিবরণ ছাড়াও কিছু কেস সম্পর্কিত ডকুমেন্ট আমার হাতে আসে।শুধু এই কেস নয় এই ধরনের রিলেটেড বেশ কিছু কেসের নথি আমার হাতে আসে। খুব অবাক হই এর মধ্যে একটি পাঁচ বছরের ছোট্ট বাচ্চা মেয়েও ছিল! হাতে পাই এমন কিছু ঘটনা যা গায়ে কাঁটা দিয়ে দেয়। একবার এর জন্যে ভাবতে বাধ্য করে যে আমার বাড়ির ছোট বোনটা নিজের ঘরে সুরক্ষিত তো! নাকি সেও কোনো ভয়ঙ্কর ঘটনার শিকার হচ্চে প্রতি নিয়ত.. ঠিক তার পরের মাসেই আর এক চমক লাগল। একদিন সকালে শুনলাম এই কেস এ জড়িত চার অভিযুক্তের পুলিশ একাউন্টারে মৃত্যু হয়েছে। গোটা দেশ আনন্দে উৎসবে মেতেছে। ফিল্মি কায়দায় বরণ করা হচ্ছে গোটা টিমকে। এই ঘটনার উপর এনালাইসিস এবং কিছুটা বিবেক বোধ দিয়ে এই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি ছয় এপিসোডের এই ওয়েব সিরিজে”।

]]>
ওয়েব সিরিজে অভিনয় করতে কি ভয় পাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া https://ekolkata24.com/entertainment/popular-actress-ditipriya-roy-is-afraid-to-act-in-the-web-series Wed, 28 Jul 2021 07:40:40 +0000 https://www.ekolkata24.com/?p=1380 বায়োস্কোপ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় মুখ দিতিপ্রয়া এবার ওয়েব সিরিজে আস্তে চলেছেন। এতকাল তিনি রানী রাসমণির চরিত্রে মন কেড়েছে দর্শকদের। তবে যে কনফিডেন্স নিয়ে তিনি ছোটপর্দায় কাজ করেছেন সেই আত্মবিশ্বাস একটু হলেও টলোমলো হয়েছে বড় টিমের সঙ্গে কাজ করার ক্ষেত্রে। অভিনেত্রী নিজের নিজের শৈশব সাইটে লিখেছেন “চিন্তা হচ্ছে”। পারি পোস্ট ঘিরে শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনরা ভাবছেন অভিনেত্রী কোথায় ভয় পাচ্ছেন বড় প্রজেক্টে কাজ করার বিষয়।

ফিসফাস শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। এবারে তাতে পড়ল সিলমোহর। ওয়েবে ডেবিউ করছেন ‘রানিমা’ ওরফে দিতিপ্রিয়া রায়। ছোটপর্দা এবং ‘রানিমা’ দুইই ছেড়ে একেবারে নতুন অবতারে, নতুন প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন তিনি। চলতি মাসেই ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে মহাপ্রয়াণ পর্বের মাধ্যমে এই জনপ্রিয় শো-কে বিদায় জানিয়েছেন দিতিপ্রিয়া। এরপর নিজের লুক পাল্টানোর ব্যাপারেও ইচ্ছেপ্রকাশ করেছিলেন। সেইমতো নিজের একঢাল চুল ‘চপি’ স্টাইলে কাটিয়ে নিজের ভোল বদলে ফেলেছিলেন ‘রানিমা’.

ছোট করে কাটা চুলের সঙ্গে ওয়েস্টার্ন পোশাকের সঙ্গতে এই মর্ডান লুকে এই অভিনেত্রী নিশ্চিতভাবে বর্তমানের ‘টক অফ দ্য টাউন’. জানা গেছে, হইচইয়ের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা’র তিন নম্বর সিজনের শুটিং। এই সিরিজেই ‘রানিমা’-র ইমেজ ভেঙেচুরে একেবারে নতুন লুকে, নতুনভাবে হাজির হবেন দিতিপ্রিয়া।

‘তানসেনের তানপুরা’-র এই তিন নম্বর সিজনের নাম এখনও পাকাপাকিভাবে ঠিক না হলেও ওয়ার্কিং টাইটেল হিসেবে রাখা হয়েছে ‘রুদ্রবীণার অভিশাপ’. নাম থেকেই স্পষ্ট এই সিজনেরও পরতে পরতে জড়িয়ে থাকবে থ্রিলার এবং অ্যাডভেঞ্চার। থাকবে ফেলে আসা ইতিহাসের গন্ধ। তবে এই সিরিজে বিক্রম চট্টোপাধ্যায় আর রূপসা চট্টোপাধ্যায়ের পাশাপাশি দিতিপ্রিয়ার চরিত্রটি ঠিক কী সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন নির্মাতা সংস্থা থেকে শুরু করে স্বয়ং অভিনেত্রী।
তবে ওটিটি প্ল্যাটফর্মে তাঁর এই যাত্রা যে এক্কেবারে ‘নিউ এজ গার্ল’ এর অবতারেই হতে চলেছে এ বিষয়ে কোনও সন্দেহ নেই। এতদিনের মাথায় ঘোমটা দেওয়া পরিচিত অবতারে নন, বরং ওয়েস্টার্ন এবং ইন্দো-ওয়েস্টার্ন পোশাকেই দাপিয়ে বেড়াবেন রহস্য,অ্যাডভেঞ্চারে মোড়া এই অভিযান সিরিজ। সূত্রের খবর, চলতি সিজনের অন্যতম কেন্দ্রীয় চরিত্র হিসেবেই দর্শকদের সামনে হাজির হবেন ‘রানিমা’।

]]>