World Cup – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 15 Oct 2023 13:41:43 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png World Cup – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 सीवी आनंद बोस ने भारतीय क्रिकेट टीम को राजभवन में आमंत्रित किया https://ekolkata24.com/sports-news/cv-anand-bose-invites-indian-cricket-team-to-raj-bhavan Sun, 15 Oct 2023 13:41:43 +0000 https://ekolkata24.com/?p=46173 भारत-पाकिस्तान मैच में रोहित ब्रिगेड की जीत असमुद्र हिमाचल पर भारी पड़ी। देश-विदेश से हू-हू को नहीं छोड़ा जाता। खुद प्रधानमंत्री भी टीम इंडिया को बधाई दे चुके हैं. केंद्रीय गृह मंत्री अमित शाह भी महरान के अमेज़ गे मख्ते स्टेडियम में मौजूद थे। राजनीतिक और प्रशासनिक नेताओं पर विश्व कप का खुमार चढ़ा हुआ है। इसलिए, बंगाल के राज्यपाल सीवी आनंद बोस ने रोहित और विराट को राजभवन में आमंत्रित किया। वर्ल्ड कप में शनिवार को भारत-पाकिस्तान का आमना-सामना हुआ. टीम इंडिया ने शानदार प्रदर्शन करते हुए मैच जीत लिया है. उन्होंने बॉलिंग-बल्लेबाजी-फील्डिंग तीनों कैटेगरी में दमखम दिखाया है. मैच के बाद प्रधानमंत्री नरेंद्र मोदी ने भी भारतीय टीम को बधाई दी. बंगाल के राज्यपाल सीवी आनंद बोस ने भी एक्स हैंडल पर शुभकामनाएं दीं. बंगाल में राजभवन के एक्स हैंडल में लिखा है, राज्यपाल ने पाकिस्तान के खिलाफ जीत के बाद भारतीय टीम को बधाई दी। उन्होंने बंगाल के क्रिकेट प्रेमियों की ओर से टीम इंडिया को राजभवन में आमंत्रित किया.

]]>
T20 World Cup: মার্কাস স্টয়নিস এবং ম্যাথু ওয়েড জুটিতে ভর করে অস্ট্রেলিয়া ফাইনালে https://ekolkata24.com/sports-news/australia-reached-the-world-cup-final-by-defeating-pakistan-by-5-wickets Thu, 11 Nov 2021 17:57:36 +0000 https://www.ekolkata24.com/?p=11073 Sports desk: দুবাই আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে অস্ট্রেলিয়া বোলিং’র সিদ্ধান্ত নেয়। ২০ ওভারে পাকিস্তান ৪ উইকেটে ১৭৬ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই পাক বোলার সাহিন আফ্রিদির ডেলিভারিতে বেসামাল হয়ে পড়ে, অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ রানের খাতা না খুলেই এলবিডব্লু’র শিকার হয় সাহিনের দুরন্ত ডেলিভারিতে। অস্ট্রেলিয়া ০.৩ ওভারে ১ উইকেট খুঁইয়ে ১ রানের মাথায় সোজা খাদের কিনারায় চলে গিয়েছে। সাহিনের ওই একটা ডেলিভারি, অ্যারন ফিঞ্চের উইকেট হারিয়ে ফেলা অজি টিমের শিরদাঁড়ায় গোড়াতেই আঘাত করে।

কিন্তু শেষ পর্যন্ত দুরন্ত লড়াই অস্ট্রেলিয়ার। শেষ পর্যন্ত মার্কাস স্টয়নিস ৪০ এবং ম্যাথু ওয়েড ৪১ নট আউট জুটি পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং জয়ের লক্ষ্যমাত্রা ১৯ ওভারে ১৭৭ রান তুলে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চলে যায়। ফাইনালে অস্ট্রেলিয়া মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ডের।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এদিন পাকিস্তানের ডানহাতি লেগব্রেক বোলার সাহাদাব খান বল হাতে এককথায় অনবদ্য সঙ্গে অজি শিবিরের কাছে ত্রাস হয়ে ওঠেন। মিচেল মার্শ যখন ২৮ রানে ক্রিজে সেট হয়ে গিয়েছে ডেভিড ওয়ার্নারকে জুটি করে, ঠিক তখনই সাহাদাব খান মিচেল মার্শের উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে দ্বিতীয় ব্রেক থ্রু দেয়।

এরপর সাহাদাবের শিকার স্টিভ স্মিথ। মাত্র ৫ রান করে স্মিথ প্যাভিলিয়ন ফিরে আসে। অস্ট্রেলিয়া ৮.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ৭৭ রান স্কোরবোর্ডে তুলতে পেরেছে।

ধারাবাহিক ভাবে অস্ট্রেলিয়ার উইকেট পড়তে থাকলেও ওপেনার ডেভিড ওয়ার্নার উইকেটের একদিক ধরে রেখেছিলেন। কিন্তু প্রতিকূল স্রোতে কতক্ষণ সাঁতার কাটা যায়! ব্যক্তিগত ৪৯ রানে সাহাদাব খানের বলে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফিরে আসেন। অস্ট্রেলিয়া ১০.১ ওভারে ৪ উইকেটে ৮৯ রান তুলেছে তখন।

মাত্র সাত রানের ব্যক্তিগত স্কোরে গ্লেন ম্যাক্সওয়েল সাহাদাব খানের শিকার হয়,হারিস রউফের হাতে ক্যাচ দিয়ে।১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ১০৩ রান স্কোরবোর্ডে তুলেছে।

এমন পরিস্থিতিতে মার্কাস স্টয়নিস ক্রিজে আসেন, ম্যাথু ওয়েডকে সঙ্গে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে মারণ কামড় দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েন। অস্ট্রেলিয়া ১৪৯ রান ৫ উইকেট হারিয়ে। জয়ের জন্য ১৫ বলে ২৮ রান দরকার। এই দুই জুটি ক্রমেই ক্রিজে জমে যেতে শুরু করে। অন্যদিকে বাবর আজমের পাকিস্তান উইকেটের জন্যে হন্যে হয়ে ওঠে। ১৮ ওভার শেষে মার্কাস স্টয়নিস ২৯ বলে ৪০ এবং ম্যাথু ওয়েড ১৩ বলে ২১ রানে ক্রিজে। অস্ট্রেলিয়া ১৫৫ রান, ৫ উইকেটের বিনিময়।

৯ বলে ১৮ রান দরকার অস্ট্রেলিয়ার। ক্রিজেমার্কাস স্টয়নিস এবং ম্যাথু ওয়েড। পাক অধিনায়ক বাবর আজম সাহিন আফ্রিদির হাতে বল তুলে দেয়, ব্রেক থ্রু পাওয়ার আশায়, ১৮.৪ ওভার সাহিনের হাতে বল।
৭ বলে ৬ রান দরকার অজিদের জেতার জন্য।মার্কাস স্টয়নিস ৪০ এবং ম্যাথু ওয়েড ৪১ রানে ক্রিজে রয়েছে। শেষ পর্যন্ত মার্কাস স্টয়নিস এবং ম্যাথু ওয়েড জুটি পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং জয়ের লক্ষ্যমাত্রা ১৯ ওভারে ১৭৭ রান তুলে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চলে যায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাহাদাব খান ৪, সাহিন আফ্রিদি একটি উইকেট নিয়েছে।

]]>
অশ্বিনের পারফরম্যান্সে বিশ্বকাপের শেষ চারে যাওয়ার ক্ষীণ আশা অটুট https://ekolkata24.com/sports-news/ashwins-performance-has-little-hope-of-making-it-to-the-last-four-of-the-world-cup Thu, 04 Nov 2021 12:03:01 +0000 https://www.ekolkata24.com/?p=10267 Sports desk: সিনিয়র অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ashwin) আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সুপার ১২ ম্যাচে সাদা বলে প্রত্যাবর্তন করেছেন। এই ম্যাচে ১৪ রানে ২ উইকেট নিয়েছেন অশ্বিন। ভারত অধিনায়ক বিরাট কোহলি এই প্রসঙ্গে বলেছেন, দুর্দান্ত পারফরম্যান্সের ছাপ রেখেছেন, টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের বিরাট জয়ের মধ্যে অশ্বিনের পারফর্ম সেরা জিনিস।

বুধবার বিরাটের কথায়, অশ্বিন চার বছর পর সাদা বলের ম্যাচ খেলেছেন এবং তিনি আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ৬৬ রানের জয়ের একজন কারিগর, যা তাদের সেমিফাইনালে পৌঁছানোর ক্ষীণ সম্ভাবনাকে বাঁচিয়ে রেখেছিল।

ভারত অধিনায়ক বলেন “অ্যাশের প্রত্যাবর্তন সবচেয়ে বড় ইতিবাচক ছিল, এটি এমন একটি জিনিস যার জন্য তিনি সত্যিই কঠোর পরিশ্রম করেছেন।” ম্যাচের পরে সাংবাদিকরা কোহলিকে জিজ্ঞাসা করেছিল জয়ের সবচেয়ে বড় হাতিয়ার কী ছিল। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি বলেন, “তিনি (অশ্বিন) আইপিএলেও এই নিয়ন্ত্রণ এবং ছন্দ দেখিয়েছেন। তিনি একজন উইকেট-টেকার এবং একজন স্মার্ট বোলারও।”

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জুনে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন অশ্বিন। অবশেষে প্রায় সাড়ে চার মাস পর প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে মাঠে নামেন। রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর বাঁ-কাফের পেশিতে সমস্যা তৈরি হওয়ার পরে তাকে(অশ্বিন) প্রথম একাদশে রাখা হয়েছিল।

]]>
বাংলার কৃতি সন্তান গির্বন চক্রবর্তী বিশ্বকাপে আইসিসি’র বায়ো বাবল ম্যানেজার https://ekolkata24.com/sports-news/girvan-chakraborty-is-the-iccs-bio-bubble-manager-at-the-world-cup Sat, 23 Oct 2021 12:52:30 +0000 https://www.ekolkata24.com/?p=8860 স্পোর্টস ডেস্ক: এই বাংলার ছেলে!কৃতি সন্তান গির্বন চক্রবর্তী টি-২০ বিশ্বকাপে বায়ো বাবল ম্যানেজার, ধারাভাষ্যকারদের।এবারের বিশ্বকাপের ক্ষুদ্র সংস্করণে ধারাভাষ্যকারের তালিকা দীর্ঘ।

সুনীল গাভাসকর দীপ দাশগুপ্ত, মাইক আথারটন, নাসের হুসেন,সাইমন ডুল। তালিকায় ছিলেন ম্যাথিউ হেডেন। এখন পাকিস্তানের ব্যাটিং পরামর্শদাতা হেডেন। কেমনভাবে কাটছে বঙ্গ সন্তানের বায়ো বাবল টু বাবল অভিযান ধারাভাষ্যকারদের নিয়ে। নিজেই জানিয়েছেন গির্বন সামাজিক মাধ্যমে।

“সবচেয়ে অপ্রচলিত ইংলিশ ক্যাপ্টেনের সাথে পুলের সাথে সকালের প্রাতরাশ..সাধারণত ইংল্যান্ড ক্রিকেট খুব কপি বই, কিন্তু মাত্র কয়েকজন লোক ভিন্নভাবে গেমটি খেলতে পেরেছিল, নাসির হুসেন তাদের মধ্যে একজন। অস্বাভাবিক টিম কম্বিনেশন এবং এমনকি অ্যাসেজেও খুব অনন্য বোলিং পরিবর্তন করতে দেখা গিয়েছে কিন্তু তবুও তিনি সর্বদা সবচেয়ে সফল ইংলিশ অধিনায়কের মধ্যে থাকবেন।”

সকালে নাসেরের সঙ্গে একটু কথা হচ্ছিল,”আমি ৪ টি অ্যাসেজ সিরিজ খেলেছি, কিন্তু যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি ম্যাচ হবে তখন কোন কিছুরই তুলনা করা যাবে না, এমনকি রাস্তার পাশে সবজি বিক্রেতাও যখন এই দুই দেশ একে অপরের বিপক্ষে খেলবে তখন আপনার কাছে স্কোর চাইবে” ..

অনেক দিন ধরেই কৃতি এই বঙ্গ সন্তান দুবাই থাকেন। স্পোর্টস ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত। টি-২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচের আগে দম ফেলার সময় নেই, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি নিযুক্ত ধারাভাষ্যকারদের বায়ো বাবল ম্যানেজার গির্বন চক্রবর্তী’র।

]]>
Warm-up Match T20 World Cup: শামির দাপট প্রস্তুতি ম্যাচে, ইংল্যান্ড ছুঁড়ে দিল কড়া চ্যালেঞ্জ ভারতকে https://ekolkata24.com/sports-news/india-vs-england-warm-up-match-t20-world-cup Mon, 18 Oct 2021 16:21:38 +0000 https://www.ekolkata24.com/?p=8179 স্পোর্টস ডেস্ক: কোচ রবি শাস্ত্রী আর মেন্টর মহেন্দ্র সিং ধোনির জোড়াফলা আর ভারত অধিনায়ক বিরাট কোহলির আগ্রাসী মানসিকতা নিয়ে টিম ইন্ডিয়া দুবাই’র আইসিসি আকাদেমি গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে পড়েছে,ইংল্যান্ডের বিরুদ্ধে।

আইসিসি টি২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে সোমবার ভারতের এই প্রস্তুতি ম্যাচ অস্ত্রে শান দেওয়া র সামিল । ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচে ক্যাপ্টেন কোহলি টসে জিতে বোলিং’র সিদ্ধান্ত নেয়। ২৪ অক্টোবর ভারত মুখোমুখি হচ্ছে বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে, দুবাই’র মাটিতে।

ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড শুরুটা ভালো করেছিল।জেসন রয় এবং জোস বাটলার জুটি সেট হয়ে গিয়েছিল। ইংলিশম্যানদের প্রথম ধাক্কা দেয় ভারতীয় জোরে বোলার মহম্মদ শামি ইংল্যান্ড অধিনায়ক জোস বাটলারকে (১৮) আউট করে। এরপর শামির শিকার জেসন রয়(১৭)। ইংল্যাণ্ড দুই উইকেট খুইয়ে ধুঁকছে ৪৭ রানে। এরই মধ্যে মালান রাহুল চাহালের শিকার হয় ১৮ রানে।

মিডল অর্ডারে হাল ধরে জনি ব্যারিস্টো এবং লিয়াম লিভিংস্টোন। ১৪.৫ ওভারে ইংল্যান্ডের ১২৯ রানের মাথায় লিভিংস্টোন প্যাভিলিয়নের পথে হাটা লাগান শামির বলে বোল্ড আউট হয়ে, ব্যক্তিগত ৩০ রান করে। ১৮.২ ওভারে জসপ্রীত বুমরাহের বলে জনি ব্যারিস্টো ৩৬ বলে ৪৯ রান করে বোল্ড আউটের শিকার হয়, ইংল্যান্ডের ৫ উইকেট খুইয়ে ১৬৩ রান।

মঈন আলি এই সময়ে ঝড়ো ইনিংস খেলে,২০ বলে অপরাজিত ৪৩ রান এবং ক্রিস ওয়কস এক রান করে নট আউট থেকে যায়। নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড তোলে ১৮৮ রান,৫ উইকেট হারিয়ে। ভারতের হয়ে মহম্মদ শামি ৩,বুমরাহ ১ এবং চাহার ১ টি করে উইকেট নিয়েছে। ভারতে টার্গেট ১৮৯, ২০ ওভারে। রবিচন্দ্রন অশ্বিন উইকেট পায়নি।

]]>
বিশ্বকাপের বাছাই পর্বে নেইমারদের দল ঘোষণা https://ekolkata24.com/sports-news/neymars-team-announced-in-the-world-cup-qualifiers Sat, 25 Sep 2021 10:11:24 +0000 https://www.ekolkata24.com/?p=5553 স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকার মাঠে বল গড়াতে চলেছে। অক্টোবর মাসে ভেনেজুয়েলা, কলম্বিয়া এবং উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল। এরই লক্ষ্যে ২৫ সদস্যের দল ঘোষণা করে দিল সেলেকাওরা।

চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল কোচ তিতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বেশ কিছু খেলোয়াড়কে দলে ডেকেও পাননি। তবে ঘোষিত দলে সেই ফুটবলরাদের আবারও দলে ডেকেছেন কোচ তিতে। ডাক দিয়েও না পাওয়া খেলোয়াড়রা হলেন অ্যালিসন, ফ্যাবিনিও, গ্যাব্রিয়েল জেসুস, এদেরসন, এমারসন রয়্যাল, থিয়াগো সিলভা, ফ্রেদ, ও রাফিনিয়া।

এর আগে কোভিড-১৯ অতিমারির জেরে তাদের ক্লাব চায়নি খেলোয়াড়েরা করোনার লাল তালিকভুক্ত দেশে যাতায়াত করুক। কেননা তা হলেই করোনা প্রটোকল মেনে বায়ো বাবোল পদ্ধতির সঙ্গে ১০ দিনের কোয়ারেন্টাইন! এই অবস্থার এখনো পরিবর্তন হয়নি। তবু এই ৮ জনকে নিয়েই দল ঘোষণা করল ব্রাজিল।

দলের কো অর্ডিনেটর পাওলিস্তা আশা প্রকাশ করে বলেন, পরিস্থিতিতে পরিবর্তন আসবে দ্রুত। এরই সঙ্গে তিনি বলেন, ‘ফিফা, ইপিএল আর ইংল্যাণ্ড সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আশা করছি আগামী সপ্তাহে একটা সমাধান সূত্র বের হবে। এও জানানো হয়েছে, ‘আলোচনা এখনও বাকি রয়েছে। নিজেদের দেশের স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে। চলতি মাসে আর্জেন্টিনার বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচটা বাতিল হয়ে গিয়েছিল তাদের ব্রাজিলের স্বাস্থ্য প্রশাসনের হস্তক্ষেপে। তাই এমন কিছু এবারও এড়াতে চাইলে আলোচনায় বসতেই হতে পারে দুই পক্ষকেই।

আগামী ৭ অক্টোবর ভেনেজুয়েলায় ম্যাচ ব্রাজিলের। এর তিন দিন পর আবারও তাদের এক ‘অ্যাওয়ে’ ম্যাচ। সেদিন তারা খেলবে কলম্বিয়ার মাঠে। অবশেষে ১৪ অক্টোবর ঘরের মাঠে ব্রাজিল খেলবে উরুগুয়ের বিরুদ্ধে। বাছাইপর্বে ৮ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট অর্জন করেছে ব্রাজিল। আর্জেন্টিনা আছে তাদের চেয়ে ৬ পয়েন্ট পিছনে।
ব্রাজিল দল:
গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যান সিটি), ওয়েভারতন (পালমেইরাস)
ডিফেন্ডার: ডানিলো (জুভেন্টাস), এমারসন রয়াল (টটেনহাম), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), গিয়ের্মে আরানা (আতলেতিকো মিনেইরো), থিয়াগো সিলভা (চেলসি), মারকিনিওস (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা)।
মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিও (লিভারপুল), ফ্রেদ (ম্যান ইউনাইটেড), এডেনিলসন (ইন্তারনাসিওনাল), গেরসন (অলিম্পিক মার্শেই), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), এভারতন রিবেইরো (ফ্লামেঙ্গো)।
ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), আন্তনি (আয়াক্স), রাফিনিয়া (লিডস ইউনাইটেড), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল জেসুস (ম্যান সিটি), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), মাতেউস কুনিয়া (আতলেতিকো মাদ্রিদ)।

]]>
প্রয়াত গার্ড মুলার, শোকের ছায়া ফুটবলবিশ্বে https://ekolkata24.com/sports-news/gerd-muller-bayern-munichs-german-legend-dies-aged-75 Sun, 15 Aug 2021 15:50:15 +0000 https://www.ekolkata24.com/?p=2464 স্পোর্টস ডেস্ক: ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফরোয়ার্ড মুলার পরিচিত ছিলেন ‘ডের বোম্বার’ নামে। আজ সন্ধ্যায় প্রয়াত হন জার্মানির এই প্রবাদপ্রতিম ফুটবলার। তাঁর ক্লাব বায়ার্ন মিউনিখের তরফে টুইটে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘গার্ড মুলারের মৃত্যুতে শোকস্তব্ধ এফসি বার্য়ান মিউনিখ। এফসি বার্য়ানের বিশ্বটাই যেন থেমে গিয়েছে। ক্লাব এবং গোটা বিশ্বের তাঁর সমর্থকেরা গার্ড মুলারের মৃত্যুতে শোকস্তব্ধ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর।’

আরও পড়ুন সমর্থকদের উদ্বেগ বাড়িয়ে আইএসএলে এখনও অনিশ্চিত লাল-হলুদ

১৯৭২ সালে জার্মানিকে ইউরো কাপ দেওয়া মুলার ১৯৭৪ সালে দেশকে ফুটবল বিশ্বকাপ জেতান। ১৯৭০ এবং ১৯৭৪— এই দু’টি বিশ্বকাপে তিনি অংশগ্রহণ করেছেন। মোট ১৩টি ম্যাচে তাঁর ১৪টি গোল করেছিলেন। দীর্ঘ ৩২ বছর তাঁর এই রেকর্ড বজায় ছিল। ২০০৬ বিশ্বকাপে তাঁকে টপকে যান ব্রাজিলের রোনাল্ডো। ২০১৪ বিশ্বকাপে রোনাল্ডোর রেকর্ড টপকে যান জার্মানিরই মিরোস্লাভ ক্লোজে। শুধু তাই নয়, মুলারই ছিলেন বায়ার্নের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ৬০৭ ম্যাচে ৫২২টি গোল এসেছিল তাঁর পা থেকে।

৭৫ বছর বয়সে থেমে গেলেন জার্মান কিংবদন্তি গার্ড মুলার

বায়ার্ন মিউনিখে রীতিমতো কিংবদন্তির মর্যাদা পান তিনি। ক্লাবের হয়ে ৬০৭ ম্যাচে ৫৫২ গোল করেছেন। জার্মানির হয়ে ৬২ ম্যাচে ৬৮ গোল করেছেন। গোটা কেরিয়ারে ৭৮০ ম্যাচে ৭১১ গোল রয়েছে তাঁর। ১৯৭২ সালে এক মরশুমে ৮৫টি গোল করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন মুলার। সেই রেকর্ড টানা ৪০ বছর অক্ষত থাকার পর ২০১২ সালে সেটি ভাঙেন লিওনেল মেসি। দু’টি বিশ্বকাপ খেলে মুলার মোট ১৪টি গোল করেছেন। যেই রেকর্ড অক্ষত ছিল প্রায় ৩২ বছর। বুন্দেশলিগায় এক মরশুমে তাঁর করা ৪০টি গোলের রেকর্ডও টিকে ছিল দীর্ঘদিন। গত মরশুমে রবার্ট লেয়নডস্কি সেই রেকর্ড ভেঙে দেন।

৭৫-এ জীবনাবসান! প্রয়াত জার্মান ফুটবল কিংবদন্তি গার্ড মুলার - FC Bayern  munich star & Germany Footballer 1974 World Cup winner Gerd Muller dies asr  - AajTak

১৯৮২ সালে ফুটবল ক্যারিয়ার শেষ হওয়ার পরে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন গার্ড মুলার। বায়ার্ন মিউনিখের ক্লাবের তরফে রিহ্যাব করানো হয়। ২০১৫ সালে বায়ার্নের দ্বিতীয় দলের কোচ থাকাকালীন অ্যালঝাইমার্স রোগেও আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে সত্যি হঠাৎ করেই থমকে গিয়েছে ফুটবল বিশ্ব।

]]>