World Health Organization – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 24 Jul 2024 05:59:44 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png World Health Organization – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Paris Olympics 2024 शुरू होने से पहले ही दो एथलीट हुए कोरोना पॉजिटिव https://ekolkata24.com/sports-news/two-athletes-were-found-corona-positive-even-before-the-start-of-paris-olympics-2024 Wed, 24 Jul 2024 05:59:44 +0000 https://ekolkata24.com/?p=48999 नई दिल्ली :  पेरिस ओलंपिक का आगाज 26 जुलाई से हो रहा है।  26 जुलाई से 11 अगस्त तक इस खेल का महाकुंभ चलेगा। इस बार भारत के तरफ से खेले जा रहे ओलंपिक में कुल 117 एथलीटों ने हिस्सा लिया है। सभी भारतीयों को इन खिलाड़ियों से पदक की उम्मीद है। वहीं अब ओलंपिक पर कोरोना का खतरा मंडरा रहा है।

जानकारी के लिए बता दें, ऑस्ट्रेलियाई टीम की दो महिला खिलाड़ी कोरोना पॉजिटिव पाई गई हैं। ये खिलाड़ी ओलंपिक में वाटर पोलो खेल में भाग लेने के लिए आई थी। पॉजिटिव पाए जाने के बाद उसे अलग कर आइसोलेट कर दिया गया है. कोरोना के कारण ही 2020 टोक्यो ओलंपिक को एक साल के स्थगित कर दिया गया था।

ऑस्ट्रेलिया की ओलंपिक टीम की प्रमुख एना मेयर्स ने कहा, साथी खिलाड़ी मास्क पहनेंगे और सामाजिक दूरी के नियमों का पालन करेंगे। उसके साथ सभी साथियों का भी परीक्षण किया गया। खिलाड़ी के अंदर कई लक्षण दिखाई दिए थे और अच्छी बात यह है कि हमारे पास अपने परीक्षण उपकरण थे जिससे जांच का पता चल सका। वहीं ऑस्ट्रेलियाई ओलंपिक समिति ने कहा कि एक दूसरे ऑस्ट्रेलियाई खिलाड़ी का भी कोविड परीक्षण पॉजिटिव आया जो उसके निकट संपर्क में था, लेकिन देश की टीम में किसी अन्य एथलीट का कोविड टेस्ट पॉजिटिव नहीं आया।

कोविड पॉजिटिव एथलीट ने मंगलवार दोपहर को अपने साथियों के साथ अभ्यास नहीं किया, लेकिन दूसरी खिलाड़ी भाग लेने के लिए स्वस्थ थी। कोविड पॉजिटिव हुई दोनों ऑस्ट्रेलियाई खिलाड़ियों के नाम नहीं बनाए गए हैं।

वहीं, रिपोर्ट के जरिए फ्रांस सरकार और विश्व स्वास्थ्य संगठन ने कहा कि हां ये सच है कि देश में कोविड मामलों में मामूली वृद्धि हुई है। स्वास्थ्य मंत्री फ्रेडरिक वैलेटौक्स ने कहा, कोई बड़ा जोखिम नहीं है। अभी भी यहां पर कई जगहों पर कोरोना के लक्षण देखने को मिलते हैं. मगर ये भी सच है कि हमने 2020, 2021, 2022 में जो देखा, उससे अब हम सभी बहुत दूर हैं।

]]>
Omicron: পিসিআর পরীক্ষাতেও ধরা পড়ছে ওমিক্রনের সংক্রমণ, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা https://ekolkata24.com/uncategorized/pcr-tests-also-show-omicron-infection-according-to-the-world-health-organization Mon, 29 Nov 2021 09:45:14 +0000 https://ekolkata24.com/?p=12760 News Desk: করোনার সংক্রমণ চিহ্নিত করতে গোটা বিশ্বেই পিসিআর পরীক্ষাকে (PCR test) সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের মত পিসিআর পরীক্ষার মাধ্যমে ওমিক্রনের (Omicron) সংক্রমণও চিহ্নিত করে যাচ্ছে বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation)। পিসিআর টেস্ট ছাড়াও অন্যান্য ধরনের পরীক্ষা বিশেষ করে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়ে কি না তা নিয়ে এই মুহূর্তে গবেষণা চলছে।

মাত্র কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকায় (south africa) প্রথম করোনার এই নতুন প্রজাতি ওমিক্রনের সন্ধান মিলেছে। ইতিমধ্যেই ওমিক্রন ভাইরাসকে অত্যন্ত উদ্বেগজনক বলে চিহ্নিত করেছে হু। ওমিক্রনের হাত থেকে রক্ষা পেতে ইতিমধ্যেই বিশ্বের বেশ কয়েকটি দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। নতুন এই ভাইরাসটির চরিত্র সম্পর্কে বিশেষজ্ঞরাও খুব একটা পরিচিত নন। যে কারণে কিভাবে এই ভাইরাসকে প্রতিরোধ করা যাবে তা নিয়েও উদ্বেগ বেড়েছে। এই ভাইরাসটির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে গবেষকরা নিরন্তর পরিশ্রম করে চলেছেন। করোনার অন্য প্রজাতিগুলির তুলনায় ওমিক্রন আরও বেশি মারাত্মক কিনা সেটাও এখনও হুর বিজ্ঞানীদের কাছে স্পষ্ট নয়।

রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা বলেছেন, এই মুহূর্তে তাঁদের হাতে এমন কোনও তথ্য নেই যার মাধ্যমে ওমিক্রনের উপসর্গকে করোনার অন্য প্রজাতির ভাইরাসের উপসর্গ থেকে আলাদা হিসেবে চিহ্নিত করা যায়। তবে যারা আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তারাও নতুন করে ওমিক্রন ভাইরাসে সংক্রামিত হতে পারেন। ওমিক্রনের প্রভাব কতটা সুদুরপ্রসারী তা জানতে নিরন্তর গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। অভিজ্ঞতা বলছে, ভ্যাকসিন এই নতুন প্রজাতিকে ঠেকাতে পারছে না। তাই কীভাবে ওমিক্রনের হাত থেকে রক্ষা পাওয়া যায় তা নিয়ে গবেষণা শুরু হয়েছে।

সাধারণত করোনার সংক্রমণে গুরুতর অসুস্থ হয়ে পড়া মানুষের চিকিৎসায় ব্যবহার করা হয় কর্টিকস্টেরয়েড ও আইএল-৬ রিসেপটর ব্লকার। বিজ্ঞানীরা আশা করছেন, ওমিক্রন আক্রান্তদের চিকিৎসাতেও এই দুই ওষুধ কাজ দেবে। করোনা রুখতে বর্তমানে বাজারে যে সমস্ত ওষুধ চালু রয়েছে সেগুলি ওমিক্রনকে ঠেকাতে পারে কিনা তা নিয়েও গবেষণা চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, তাঁরা এখনও পর্যন্ত নতুন এই ভেরিয়েন্টের বৈশিষ্ট্য সম্পর্কে বুঝে উঠতে পারেননি। ওমিক্রন সম্পর্কে বিস্তারিত জানতে তাঁদের আরও কিছুটা সময় লাগবে। এই ভাইরাসের বৈশিষ্ট্য বা চরিত্রগত গুণাবলী একবার জানা গেলে সে ক্ষেত্রে রোগ প্রতিরোধ করার বিষয়টি কিছুটা সহজ হবে।

]]>
Covaxin: শেষ মুহূর্তে কোভ্যাকসিনকে অনুমোদন দিল না বিশ্ব স্বাস্থ্য সংস্থা https://ekolkata24.com/uncategorized/covaxin-was-not-approved-by-the-world-health-organization Wed, 27 Oct 2021 09:44:23 +0000 https://www.ekolkata24.com/?p=9341 News Desk, New Delhi: আশা জাগিয়েও শেষ পর্যন্ত কোভ্যাকসিনকে (Covaxin ) ছাড়পত্র দিল না বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। বিশ্ব স্বাস্থ্য জানিয়েছে, কোভ্যাকসিনের বিষয়ে আরও কিছু নিশ্চয়তা দরকার। যতক্ষণ না সেই নিশ্চয়তা মিলছে ততক্ষণ কোভ্যাকসিন ব্যবহারে ছাড়পত্র মিলবে না।

মঙ্গলবার হু-র এক আধিকারিকের কথায় অনেকেই আশার আলো দেখেছিলেন। জানা গিয়েছিল, সবকিছু ঠিকঠাক থাকলে ২৪ ঘন্টার মধ্যেই কোভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হবে। কিন্তু বুধবার সেই আশায় জল ঢেলে দিল হু। মঙ্গলবার হু-র এক বিশেষজ্ঞ দল কোভ্যাকসিনের কার্যকারিতা যাচাই করে দেখেন। কিন্তু ওই পরীক্ষায় তাঁরা সন্তুষ্ট হতে পারেননি। কোভ্যাকসিন নিয়ে আরও একটি পরীক্ষা বাকি রয়েছে। সেই চূড়ান্ত পরীক্ষায় যদি পাশ করতে পারে তবেই কোভ্যাকসিনকে ছাড়পত্র দেবে হু।

৩ নভেম্বর কোভ্যাকসিন নিয়ে সেই চূড়ান্ত পরীক্ষা হবে। ওইদিনই কোভ্যাকসিনের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। অর্থাৎ সেদিনই জানা যাবে কোভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হবে কিনা। কোভ্যাকসিন যারা নিয়েছেন এদেশে তারা কোনও সমস্যায় পড়ছেন না এটা ঠিক। কিন্তু বিদেশযাত্রার ক্ষেত্রে তাঁরা প্রবল সমস্যায় পড়ছেন। হু-র অনুমতি না মেলায় যারা কোভ্যাকসিন নিয়েছেন তারা কোনওভাবেই বিদেশ যেতে পারবেন না।

হু-র অনুমোদন মিললে যারা কোভ্যাকসিন নিয়েছেন তাদের বিদেশযাত্রায় আর কোনও বাধা থাকবে না। কোভ্যাকসিন নির্মাণ করেছে ভারত বায়োটেক। এই সংস্থা দীর্ঘদিন ধরেই জরুরি ভিত্তিতে কোভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার জন্য হু-র কাছে আবেদন জানিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ভারত বায়োটেকের তৈরি এই ভ্যাকসিনকে অনুমোদন দিল না হু। হু-র এদিনের সিদ্ধান্তে এদেশে যারা কোভ্যাকসিন নিয়েছেন তারা কিছুটা দ্বিধায় পড়েছেন।

অনেকেই প্রশ্ন তুলেছেন, যারা কোভ্যাকসিন নিয়েছেন তাদের দেহে কি তাহলে অ্যান্টিবডি তৈরি হয়নি? তাদের কি নতুন কোন ভ্যাকসিন নিতে হবে? হু যেখানে ছাড়পত্র দেয়নি সেখানে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া কিভাবে ছাড়পত্র দিল, তা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন। সবচেয়ে বড় কথা অনেকেই মনে করছেন, কোভ্যাকসিনের কার্যকারিতা নেই। তাই এই ভ্যাকসিন নেওয়া আর না নেওয়ায় দুই সমান।

যদিও কোভ্যাকসিন নির্মাতা সংস্থা ভারত বায়োটেক জানিয়েছে, তাদের তৈরি ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই।

]]>
ঝড়ের গতিতে বাড়ছে করোনার নয়া সংস্করণ ‘লামডা’ https://ekolkata24.com/uncategorized/lambda-covid-variants-unusual-mutations-puzzle-scientists Thu, 29 Jul 2021 15:35:18 +0000 https://www.ekolkata24.com/?p=1490 নিউজ ডেস্ক: ডেল্টা, ডেল্টা প্লাসের পর এবার লামডা। করোনা আবহে এখন এল আরও এক নতুন আতঙ্ক। বিজ্ঞানীরা জানিয়েছেন, লাতিন আমেরিকায় পাওয়া করোনার এই নতুন সংস্করণ দক্ষিণ আমেরিকাতে তো বটেই, উত্তর অ্যামেরিকাতেও ছড়িয়ে পড়েছে। এই সংস্করণ কতটা ভয়ঙ্কর, তার গবেষণা শুরু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, এখনও পর্যন্ত ২৯টি দেশে এই নতুন সংস্করণের ভাইরাস মিলেছে। তবে দ্রুত ছড়াচ্ছে করোনার এই নয়া সংস্করণ লামডা৷ ২০২০ সালে পেরুতে প্রথম এই সংস্করণের ভাইরাস পাওয়া যায়। তবে তখনও বিশেষজ্ঞরা এই নতুন সংস্করণটিকে ততটা গুরুত্ব দেননি। গত কয়েকমাসে লামডা ছড়াতে শুরু করেছে।

বিশেষজ্ঞরা বলেছিলেন, কয়েকমাসের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে। বহু দেশ এখনও দ্বিতীয় ঢেউয়ের রেশ কাটিয়ে উঠতে পারেনি। তারই মধ্যে এশিয়ায় ডেল্টা এবং ডেল্টা প্লাস সংস্করণের হদিশ মেলে। এই দুইটি ভ্যারিয়েন্ট নিয়েই আশঙ্কা প্রকাশ করেছিলেন গবেষকরা। এই সংস্করণ দ্রুত ছড়ায় এবং ভয়ঙ্কর। লামডা যে দ্রুত ছড়াচ্ছে, বিজ্ঞানীরা তা বুঝতে পারছেন। তবে এই সংস্করণটি কতটা ভয়ঙ্কর, তা এখনও স্পষ্ট নয়৷

দক্ষিণ আমেরিকা এবং আমেরিকায় লামডাই তৃতীয় ঢেউ নিয়ে আসবে বলে কোনও কোনও বিশেষজ্ঞ মনে করছেন। আমেরিকায় নতুন করে করোনা ছড়াতে শুরু করেছে। নতুন করে কড়াকড়িও শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ জানিয়েছে, সারা পৃথিবীতে ৮০ শতাংশ মানুষের টিকাকরণ না হওয়া পর্যন্ত করোনার আতঙ্ক কাটবে না। একের পর এক ঢেউ আসতেই থাকবে।

]]>