worship – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 25 Oct 2023 17:00:46 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png worship – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 राजनाथ सिंह ने अरूणाचल प्रदेश में की शस्त्र पूजा https://ekolkata24.com/uncategorized/rajnath-singh-in-arunachal-pradesh-weapons-worship Wed, 25 Oct 2023 17:00:46 +0000 https://ekolkata24.com/?p=46300 रक्षा मंत्री राजनाथ सिंह ने विजयादशमी पर अरुणाचल प्रदेश के तवांग में शस्त्र पूजा की और सैनिकों के साथ दशहरा पर्व मनाया। उन्होंने सीमा पर तैनात जवानों का हौसला बढ़ाते हुए कहा कि आपने सीमाओं को सुरक्षित रखा है, इसीलिए दुनिया के सामने भारत का कद तेजी से बढ़ रहा है। अगर आपने देश की सीमा को सुरक्षित नहीं रखा होता, तो यह कद संभव नहीं होता।रक्षा मंत्री हर साल सैनिकों के साथ दशहरा पर्व मनाने और शस्त्र पूजा करने के लिए देश की किसी न किसी सीमा पर जाते हैं।

उन्होंने कहा कि अगर भारत का कद बढ़ा है और भारत ने आर्थिक विकास किया है, तो यह वास्तव में महत्वपूर्ण है। अगर आपने देश की सीमा को सुरक्षित नहीं रखा होता, तो यह कद संभव नहीं होता। रक्षा मंत्री राजनाथ सिंह का कहना है कि जिस कठिन परिस्थिति में आप देश की सीमाओं की रक्षा की जिम्मेदारी निभा रहे हैं, उसकी जितनी सराहना की जाए, उतनी कम है। मैं आपको बताना चाहूंगा कि देशवासियों को आप पर गर्व है।

]]>
Delhi court: কুতুবমিনার চত্বরে পূজার্চ্চনার আবেদন উড়িয়ে দিল আদালত https://ekolkata24.com/uncategorized/monuments-not-fit-as-place-of-worship-delhi-court Fri, 10 Dec 2021 16:44:42 +0000 https://ekolkata24.com/?p=14383 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: দিল্লির কুতুবমিনার (kutub Minar ) চত্বরে পূজার্চ্চনা করতে চেয়ে দিল্লি কোর্টে (Delhi court) একটি আবেদন করেছিলেন বিষ্ণু জৈন (bishnu jain) নামে এক আইনজীবী। শুক্রবার আবেদনটি শুনানির জন্য উঠলে আদালত তৎক্ষণাৎ আবেদনটি খারিজ করে দেয়।

আইনজীবী বিষ্ণু দাবি করেছিলেন, কুতুবমিনার চত্বরে এক সময় হিন্দুদের ২৭টি মন্দির (hindu temple) ছিল। ওই সব মন্দিরে শিব, পার্বতী, গনেশ, বিষ্ণু, হনুমানের মত দেব-দেবীর পূজা হত। একই সঙ্গে সেখানে ছিল জৈন তীর্থঙ্কর ঋষভ দেবের উপাসনা গৃহ। কিন্তু একসময় সম্রাট কুতুবউদ্দিন ওই সমস্ত মন্দিরগুলি ধ্বংস করে সেখানে তাঁর বিজয়স্তম্ভ হিসেবে কুতুবমিনার গড়ে তোলেন। তাই কুতুব মিনার চত্বরে পুনরায় মন্দিরগুলি প্রতিষ্ঠিত করার এবং পূজার্চ্চনা শুরু করার অনুমতি দেওয়া হোক। কিন্তু আইনজীবী বিষ্ণুর ওই আবেদনকে ধর্তব্যের মধ্যে আনেননি শীর্ষ আদালতের বিচারপতি নেহা শর্মা।

বিচারপতি শর্মা এদিন বলেন, ভারতের সাংস্কৃতিক ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। ভারতবর্ষ একসময় ছিল বিপুল সম্পদের আখর। সেই জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সাম্রাজ্যবাদী শাসক এদেশে লুটপাট চালাতে ছুটে এসেছেন। অনেকে এদেশে থেকে গিয়েছেন। অতীতে ওই সমস্ত আগ্রাসনকারীরা নিশ্চিতভাবেই কিছু অন্যায় বা ভুল করেছে, এটা ঠিক। কিন্তু সেই ভুলের সংশোধন করতে বর্তমান ও ভবিষ্যতের শান্তি কখনওই বিঘ্নিত করা যায় না। বিচারপতির এদিনের পর্যবেক্ষণে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, রাম মন্দির মামলার রায় দানের পর যে সমস্ত হিন্দু সংগঠন মসজিদ ভেঙে মন্দির নিয়ে উৎসাহী হয়ে উঠেছিলেন তাদের ক্ষেত্রে এটা এক বড় ধাক্কা।

উল্লেখ্য, ২০১৯ সালের ৯ নভেম্বর রাম মন্দির মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পর দেশের বিভিন্ন মুসলিম স্থাপত্যগুলির অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে। একাধিক হিন্দুত্ববাদী সংগঠন দাবি করে, বেশ কিছু জায়গায় হিন্দু স্থাপত্যকে ধ্বংস করে মুসলিম সম্প্রদায় তাদের ধর্মস্থান, বিজয়স্তম্ভ গড়ে তুলেছে। ওই সমস্ত জায়গাগুলি হিন্দুদের হাতে ফিরিয়ে দেওয়া হোক। বেশ কিছু জায়গায় মসজিদ ভেঙে মন্দির তৈরির দাবি জানিয়ে ইতিমধ্যেই আবেদন করেছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। এরইমধ্যে আইনজীবী বিষ্ণু কুতুবমিনার নিয়ে দিল্লি কোর্টে মামলা করে বসেন।

উল্লেখ্য, ১১৯৩ সালে তুঘলক বংশের সম্রাট কুতুবউদ্দিন আইবক দিল্লিতে তাঁর বিজয়ের স্মারক হিসেবে কুতুবমিনার গড়ে তুলেছিলেন। ৭২.৫ মিটার উচ্চতা বিশিষ্ট সম্পূর্ণ ইটের তৈরি কুতুবমিনার হল পৃথিবীর সবথেকে উঁচু ইটের স্তম্ভ। বর্তমানে দিল্লির অন্যতম পরিচিতি এই কুতুবমিনার।

]]>
তন্ত্রমতে পালিত হয় এই রাস, হয় শক্তির পূজা https://ekolkata24.com/uncategorized/this-ras-festival-is-celebrated-in-tantra-is-the-worship-of-shakti Thu, 18 Nov 2021 09:57:29 +0000 https://ekolkata24.com/?p=11694 নিউজ ডেস্ক: বলা হয় ‘রস’ থেকেই রাস। রস অর্থে সার, নির্যাস, আনন্দ, হ্লাদ, অমৃত ও ব্রহ্ম বোঝায়। ‘তৈত্তিরীয়’ উপনিষদে (২/৭) রস সম্পর্কে বলা হয়েছে “রসো বৈ সঃ। অর্থাৎ ব্রহ্ম রস ছাড়া আর কিছুই নন। বৈষ্ণব দর্শনে এই রস বলতে মধুর রসকেই বোঝানো হয়েছে। আর পুরুষোত্তম শ্রীকৃষ্ণ হলেন মধুর রসের ঘনীভূত আধার। তাঁকে ঘিরেই রাস।

বৈষ্ণবদর্শনে রাসের যে ব্যাখ্যাই থাকুক না কেন, বৈষ্ণব আখড়ায় যে ভাবেই রাস পালিত হোক না কেন, শহর নবদ্বীপ, চৈতন্যজন্মভূমি নবদ্বীপে রাসের চেহারা ঠিক এর ‘বিপরীত’। পূর্ণিমার ভরা রাতে, বিশুদ্ধ তন্ত্রমতে শতাধিক শক্তিমূর্তির সাড়ম্বর পুজো, সঙ্গে আদ্যন্ত তামসিকতায় ভরা এক দামাল উৎসবের উদযাপন—

সংক্ষেপে এটই হল নবদ্বীপের রাসের সংজ্ঞা। পূর্ণিমার রাতে তিনশোর বেশি বিরাট বিরাট শক্তিমূর্তির পুজোর কারণে নবদ্বীপের রাসকে অনেকে ‘শাক্ত রাস’ বলেও অভিহিত করেন।

ras-utsab

<

p style=”text-align: justify;”>উনবিংশ শতাব্দীর প্রারম্ভে রাজা গিরীশচন্দ্রের পোষকতায় প্রবর্তন হয় রাস উৎসবের। সূচনাপর্বে পুজো হতো পটে, নাম ছিল পট-পূর্ণিমা’। পরবর্তী পর্যায়ে মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে পূজো অনুষ্ঠিত হতো। এই সময় রাজা কৃষ্ণচন্দ্র ও ঈশ্বরচন্দ্রের আমলে প্রবর্তিত কালীমূর্তিগুলির পূজার কাল পরিবর্তিত হয়ে কার্তিকী পূর্ণিমায় হয়েছিল এবং রাস উৎসবকে প্রাচীনত্ব প্রদান করেছিল।

]]>