writes – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 18 Dec 2021 12:11:00 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png writes – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ১২ বছর আগে নিখোঁজ ‘মৃত’ যুবক পরিবারকে চিঠি লিখল পাকিস্তানের জেল থেকে https://ekolkata24.com/uncategorized/presumed-dead-bihar-man-writes-to-family-from-pakistan-jail-after-12-years Sat, 18 Dec 2021 12:11:00 +0000 https://ekolkata24.com/?p=15346 নিউজ ডেস্ক: একযুগ আগে বিহারের বক্সার জেলার (baxer district) খিলাফতপুরের ১৮ বছরের যুবক ছাভি (chavi) নিখোঁজ হয়ে গিয়েছিলেন। ওই যুবকের পরিবার স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। কিন্তু দীর্ঘ খোঁজাখুঁজির পরেও ছাভির কোন খোঁজ মেলেনি। পরিবারের সদস্যরা মনে করেছিলেন, কোন দুর্ঘটনায় ছাভির মৃত্যু ঘটেছে। শুধু তাই নয়, মৃত্যু হয়েছে ধরে নিয়ে তাঁর পারলৌকিক ক্রিয়াও (funeral) সম্পন্ন হয়েছিল।

কিন্তু দীর্ঘ ১২ বছর পর ছাভির বাড়িতে যেন বিনা মেঘে বজ্রপাত ঘটল। এই বজ্রপাতের কারণ একটি চিঠি। সেই চিঠিটি এসেছে পাকিস্তানের (pakistan) জেল থেকে। চিঠিটি লিখেছে ছাভি স্বয়ং।

নিখোঁজ হয়ে যাওয়া ছাভি কিভাবে পাকিস্থানে গিয়ে পৌঁছল সে ব্যাপারে কোনও হদিশ করতে পারছে না তাঁর পরিবার। পুলিশ মারফত পাকিস্তান থেকে আসা ওই চিঠিটি পেয়েছে ছাভির পরিবার।

জানা গিয়েছে, ছাভি ছিল মানসিক ভারসাম্যহীন। মাঝেমাঝেই সে বাড়ি থেকে বেরিয়ে যেত। সে সময় তার বয়স ছিল মাত্র ১৮। এরকমই একদিন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর তার খোঁজ মেলেনি। অনেক খোঁজাখুঁজির পর ছাভির বাড়ির লোকজনও হাল ছেড়ে দিয়েছিলেন। এমনকি নিয়মকানুন মেনে পারলৌকিক ক্রিয়াও সেরে ফেলেন তাঁরা।

তবে ওই চিঠি ইতিমধ্যেই ছাভির পরিবারে এনেছে খুশির ছোঁয়া। যদিও পাকিস্তানের কোন জেলে ছাভি বন্দি আছে তা এখনও পর্যন্ত জানতে পারেনি তার পরিবার। তবে ছেলে বেঁচে আছে শুনে ছাভির মা-বাবা যথেষ্ট উচ্ছ্বসিত। কিভাবে ছাভি একেবারে পাকিস্তান পৌঁছে গেল সে ব্যাপারে তারা কোনও কূলকিনারা করতে পারছেন না। তবে যেখানেই থাকুক না কেন, ছাভিকে দ্রুত বাড়ি ফেরানোর চেষ্টা শুরু করেছে তার পরিবার। ইতিমধ্যেই ছাভির মা-বাবা ও পরিবারের অন্য সদস্যরা পুলিশের কাছে তাঁদের ছেলেকে দ্রুত দেশে ফেরানোর আর্জি জানিয়েছেন।

]]>
তীব্র অন্তর্দ্বন্দ্বের জেরে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে মোদিকে চিঠি সিবিআই কর্তার https://ekolkata24.com/uncategorized/want-to-quit-give-retirement-funds-to-ips-officers-who-need-more-money-cbi-cop-writes-to-pm Sat, 13 Nov 2021 11:27:33 +0000 https://ekolkata24.com/?p=11181 News Desk: সিবিআইয়ের পদস্থ কর্তাদের মধ্যেও অন্তর্দ্বন্দ্ব ক্রমশই বাড়ছে। বিষয়টি এতদূর গড়িয়েছে যে, তা পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রীর কানে। নিজেদের মধ্যে এই কলহের জেরে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখেছেন সিবিআইয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট নমো প্রকাশ মিশ্র (Namo Prakash Mishra)। সিবিআই প্রধানমন্ত্রীর দফতরের অধীনে কাজ করে। সেজন্যই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই সিবিআই আধিকারিক।

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে প্রকাশ যা লিখেছেন সেটা জানলে অবাক হতে হবে। ওই চিঠিতে তিনি লিখেছেন, আমাদের দফতর নরকে পরিণত হয়েছে। শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশের জন্যই শেষ তিন বছর আমাকে কোনও কাজের দায়িত্ব দেওয়া হয়নি। এভাবে বসে বসে আমি বেতন নিতে চাই না। তাই আমি পদত্যাগ করতে চাই। তবে আমার আর্থিক পাওনাগন্ডার কোনও প্রয়োজন নেই। পেনশন, গ্রাচুইটির মতো কোনও আর্থিক সুবিধাও আমাকে দিতে হবে না। আমার গ্র্যাচুইটির টাকা আইপিএস অফিসার রাম গোপাল গর্গ (gopal garg) ও অমিত কুমার (amit kumar) এবং পেনশনের টাকা অজয় ভাটনগরকে (ajay bhatnagar) দিয়ে দিন। কারণ আমার চেয়ে ওঁদের অনেক বেশি অর্থের প্রয়োজন আছে। আমাকে শুধুমাত্র পদত্যাগ করার অনুমতি দিন।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছিলেন প্রকাশ মিশ্র। প্রকাশ ওই চিঠিতেও ভাটনগরের বিরুদ্ধে ভুয়ো সংঘর্ষের অভিযোগ জানিয়ে ছিলেন।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, শুধু প্রধানমন্ত্রীর দফতরে নয়, একাধিক সরকারি অফিসেও ইস্তফা দেওয়ার কথা জানিয়ে চিঠি দিয়েছেন প্রকাশ। ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে এতগুলি চিঠি দেওয়ার পরও তিনি বহাল তবিয়তে সিবিআই আধিকারিক থেকে যাওয়ায় অনেকেই অবাক হয়েছেন। শৃঙ্খলাভঙ্গের কারণে এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকী, ওই চিঠিতে তিনি স্পষ্ট ভাবে যে সমস্ত আধিকারিকদের নাম করেছেন তাঁরাও কোনও প্রতিক্রিয়া জানাননি।

]]>