Yogi – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 19 Dec 2021 12:50:20 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Yogi – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Akhilesh Yadav: সপা নেতাদের ফোনে আড়িপাতা হচ্ছে https://ekolkata24.com/uncategorized/our-phones-being-tapped-yogi-himself-listens-to-the-conversations-akhilesh-yadav Sun, 19 Dec 2021 12:50:20 +0000 https://ekolkata24.com/?p=15466 নিউজ ডেস্ক, লখনউ: নিজের ব্যক্তিগত সচিব থেকে শুরু করে ঘনিষ্ঠ নেতাদের বাড়িতে আয়কর হানার (Income Tax Raid) ঘটনায় বেজায় চটেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। শনিবারই সপা নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, সমাজবাদী পার্টির (Samajwadi Party) তিন নেতার বাড়িতে আয়কর হানার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। রবিবার তিনি দাবি করলেন, তাঁর দলের সমস্ত নেতার ফোন ট্যাপ করা হচ্ছে।

সমাজবাদী পার্টির নেতা তথা মুখপাত্র রাজীব রাই (Rajiv Rai), অখিলেশ যাদবের ব্যক্তিগত সচিব জ্ঞানেন্দ্র যাদব (Jainendra Yadav) ও নেতা মনোজ যাদব (Manoj Yadav) নামে অপর এক নেতার বাড়িতে শনিবার সকালেই আয়কর দফতর হানা দেয়। বারাণসী থেকে সকালেই আয়কর বিভাগের একটি দল উত্তরপ্রদেশের মৌ জেলায় রাজীব রাইয়ের বাড়িতে হানা দেয়। জানা গিয়েছে, কর্নাটকে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মালিক রাজীব রাই। সেই সংক্রান্ত তদন্তেই আয়কর বিভাগ তাঁর বাড়িতে তল্লাশি চালায়। অখিলেশ যাদবের ঘনিষ্ঠ নেতা মনোজ যাদবের মইনপুরীর বাড়িতেও একইভাবে তল্লাশি অভিযান চালায় আয়কর বিভাগের আধিকারিকরা। মনোজ আরসিএল গ্রুপ অফ কোম্পানির অন্যতম মালিক বলে জানা গিয়েছে। মইনপুরী সমাজবাদী পার্টির শক্ত ঘাঁটি বলেই পরিচিত।

আয়কর হানার পরই শনিবারই অখিলেশ বলেছিলেন, “নির্বাচন আসছে, তাই এইসব হচ্ছে। এখন তো সবে আয়কর বিভাগ এসেছে, এর পর সিবিআই আসবে, ইডি আসবে। আরও কত কেউ আসবে। কিন্তু কেউই সাইকেলের (সমাজবাদী পার্টির প্রতীক) গতি থামাতে পারবে না। দুরন্ত গতিতেই সাইকেল চলবে। এর গতি আটকানো যাবে না। উত্তরপ্রদেশ থেকে এবার মুছে যাবে বিজেপি। রাজ্যের মানুষকে আর বোকা বানানো যাবে না। রাজীব রাইয়ের বাড়িতে কেন একমাস আগে তল্লাশি চালানো হল না? নির্বাচনের ঠিক আগে কেন তল্লাশি হল বলে প্রশ্ন তুলেছেন অখিলেশ।

পাশাপাশি এদিন সকালে ফের রাজ্যের শাসক দল বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “দলের সমস্ত নেতাদের ফোনে আড়িপাতা হচ্ছে। রোজ বিকেলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই রেকর্ডিং শোনেন।” শনিবার গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) “উপযোগী” বলে অ্যাখ্যা দিয়েছিলেন। সেই আখ্যাকে কটাক্ষ করে অখিলেশ বলেন, “উনি উপযোগী নন, বরং অনুপযোগী।”

অখিলেশ আরও বলেন, কংগ্রেসের দেখানো পথেই তদন্তকারী সংস্থা দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি সরকার। আগে যখন কাউকে ভয় দেখানোর প্রয়োজন হত তখন কংগ্রেস এই কৌশলই অনুসরণ করত। এখন বিজেপি, কংগ্রেসের দেখানো পথেই হাঁটছে। তারাও ঠিক নির্বাচনের আগে সিবিআই, ইডি, আয়কর বিভাগকে কাজে নামিয়েছে। এতদিন না করে হঠাৎ করে কেন ভোটের মুখে তল্লাশি অভিযান চালানো হচ্ছে? দেখে শুনে মনে হচ্ছে, আয়কর বিভাগও নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছে। এবার সিবিআই, ইডিও আসবে।”

আগামী বছরের শুরুতেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের গতিপ্রকৃতি ঘো বলয়ের এই বৃহত্তম রাজ্যের ভোটের ফলাফল থেকে কিছুটা হলেও আন্দাজ করা যাবে। সেই কারণে প্রতিটি রাজনৈতিক দলের কাছেই এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের আগে বিজেপির ডবল ইঞ্জিন সরকার রাজ্যে একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করছে। যদিও বিরোধী নেতা হিসাবে অখিলেশ যাদবের দাবি, পূর্ববর্তী সরকারের উন্নয়নমূলক প্রকল্পকেই নিজের নামে চালানোর চেষ্টা করছে বিজেপি। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে তাঁর সরকারের কল্পনাপ্রসূত। অন্যদিকে, গঙ্গা এক্সপ্রেসওয়ের কাজ মায়াবতীর সরকার থাকাকালীনই শুরু হয়েছিল।

]]>
যোগীর কাঁধে হাত রেখে কী বলেছিলেন মোদী? রহস্য ফাঁস করলেন Rajnath Singh https://ekolkata24.com/uncategorized/what-did-modi-say-with-his-hand-on-yogis-shoulder-rajnath-singh-revealed-the-secret Thu, 25 Nov 2021 16:55:01 +0000 https://ekolkata24.com/?p=12401 Rajnath Singh revealed the secret
নিউজ ডেস্ক, লখনউ: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে৷ এই ছবিতে প্রধানমন্ত্রী মোদীকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর কাঁধে হাত রেখে কিছু বলতে দেখা যাচ্ছে। ছবি দেখে অনেকেই প্রশ্ন করছেন, সেই সময় যোগীকে কী বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী? বৃহস্পতিবার সেই ‘রহস্য’ ফাঁস করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এদিন উত্তর প্রদেশের সীতাপুরে বুথ প্রেসিডেন্ট কনভেনশনে ভাষণ দিচ্ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাঁধে হাত রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাইরাল হওয়া ছবি উল্লেখ করে তিনি বলেন, ‘মনে হচ্ছে প্রধানমন্ত্রী যোগীর কানে ফিসফিস করে বলছেন, ‘‘যোগী জি শুধু ব্যাটিং চালিয়ে যান, বিজেপির জয় নিশ্চিত হবে।’’

Today the air defence missile (MRSAM) System was handed to Indian Air Force at an induction ceremony in Jaisalmer

এদিনের সভায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি কৃষি আইন প্রত্যাহার করেছেন, কারণ বিজেপি কৃষকদের প্রতি খুব সংবেদনশীল। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আওধ অঞ্চলের বুথ সভাপতিদের কনভেনশনে ভাষণ দিতে গিয়ে সিং বলেন, “আমাদের দল সবসময় কৃষকদের প্রতি সংবেদনশীল, তাই আমাদের প্রধানমন্ত্রী কৃষি আইন প্রত্যাহার করেছেন। আমাদের দল কখনই কংগ্রেস ও সমাজবাদী পার্টির মতো কৃষক ও রামভক্তদের ওপর গুলি চালাতে পারে না।

সমাজবাদী পার্টিকে আক্রমণ করে রাজনাথ সিং বলেছেন, ওরা বিভাজনমূলক রাজনীতিতে বিশ্বাস করে৷ কারণ তাদের নেতারা জিন্নাহ সম্পর্কে কথা বলে, যিনি দেশ ভাগের জন্য দায়ী ছিলেন। তিনি বলেন, এমনকি মুসলিম সমাজও এর জন্য সমাজবাদী পার্টির নিন্দা করেছে। এসপির শাসনকে গুন্ডা ও মাফিয়াদের সরকার বলে অভিহিত করে তিনি বলেন, আজ যোগীর নাম শুনলেই গুন্ডা ও মাফিয়া ভয় পায়৷ এই হল উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি।

রাজনাথ সিং আরও বলেন, ‘বিজেপি ক্ষমতার আনন্দের জন্য নয়, দেশের জন্য সরকার গড়তে চায়। আপনাদের মতো নিবেদিতপ্রাণ কর্মীদের জন্যই আমাদের দল বিশ্বের সবচেয়ে বড় দল। আমাদের দল অন্যান্য রাজনৈতিক দলের মতো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, এমনকি আমাদের নির্বাচনী ইশতেহারও মিথ্যা দাবিমুক্ত৷ দল যা বলে তাই করে। তিনি আরও বলেন, রাজ্যের প্রায় ৩৭টি জেলায় মেডিকেল কলেজ রয়েছে যেগুলি হয় চালু বা নির্মাণাধীন। রাজনাথ সিং আশ্বাস দিয়েছেন , শীঘ্রই প্রতিটি জেলায় নিজস্ব মেডিকেল কলেজ হবে।

]]>
পাকিস্তানের জয়ে উল্লাসকারীদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়েরের নির্দেশ যোগীর https://ekolkata24.com/uncategorized/yogi-directed-to-file-a-case-under-the-uapa-section-against-those-celebrating-pakistans-victory Thu, 28 Oct 2021 14:09:24 +0000 https://www.ekolkata24.com/?p=9516 News Desk Kolkata: টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচে পাকিস্তানের জয়ের পর যারা উল্লাস প্রকাশ করেছিলেন তাদের বিরুদ্ধে দেশদ্রোহীতা বা ইউএপিএ ধারায় মামলা করার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর উত্তরপ্রদেশের পাঁচ জেলায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সাতজনের বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা দায়ের করেছে পুলিশ।

অভিযুক্তদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে পাকিস্তানপন্থী স্লোগান দেওয়া এবং পাকিস্তানের জয় উদযাপন করার মতো অভিযোগ উঠেছে। এই ৫ জনকে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। পুলিশের দাবি ওই পাঁচজন সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক প্রচার চালিয়ে ছিল। এখনও পর্যন্ত পুলিশ যে পাঁচজনকে নিজেদের হেফাজতে নিয়েছে তারা আগ্রা, সীতাপুর, লখনউ ও বরেলির বাসিন্দা ।

পুলিশে জানিয়েছে, বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের কাছে ভারতের হারের পর কিছু সমাজবিরোধী বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উস্কানি মূলক প্রচার চালিয়েছে। দেশ বিরোধী স্লোগান দিয়েছে। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এ ধরনের মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত- পাকিস্তানের খেলার পরে গোটা দেশজুড়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। ওই ম্যাচের পর বেশ কিছু পাকিস্তান সমর্থক উল্লাস প্রকাশ করেন। যদিও তারা ভারতের নাগরিক।

পাশাপাশি বেশ কিছু পাকিস্তান সমর্থককে মারধর ও হেনস্থা করার অভিযোগও ওঠেছে। দোষারোপ ও পাল্টা দোষারোপের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি। এর আগে জম্মু-কাশ্মীরে দুটি মেডিক্যাল কলেজের কয়েকজন ছাত্র পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। ওই ডাক্তারি ছাত্রদের বিরুদ্ধে ও ইউএপিএ ধারায় মামলা দায়ের হয়েছে।

অন্যদিকে পাকিস্তানের জয়ে কয়েকজন মেডিক্যাল পড়ুয়ার উল্লাস প্রকাশের ঘটনার প্রতিবাদ করেছিলেন ডাক্তারি পড়ুয়া এক তরুণী। অনন্যা জয়সোয়াল নামে ওই তরুণীকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। অনন্যার অভিযোগ, আবদুল্লা গাজী নামে এক ব্যক্তি টুইট করে তাঁকে কালপ্রিট, পুলিশ ও আরএসএসের চর বলে কটাক্ষ করেছেন।

অনন্যার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের হয়েছে। অনন্যা বলেছেন, পাকিস্তানের জয়ের পর কয়েকজন উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। তিনি তার প্রতিবাদ করেছিলেন। কিন্তু ওই ঘটনার পর তাঁকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। অনন্যার দাবি, তিনি পুলিশ বা সংঘ পরিবার কারও চর নন।

]]>