ভারতের বাজারে লঞ্চ হলো Realme C11 2021

রিয়েলমি সংস্থা ভারতের বাজারে লঞ্চ করলো তাঁদের সি সিরিজের নতুন স্মার্টফোন রিয়েলমি সি১১ ২০২১। গত বছর রিয়েলমি সি১১ লঞ্চ করেছিল ভারতে। এরপর অবশ্য রিয়েলমি-এর বেশ…

Phone

রিয়েলমি সংস্থা ভারতের বাজারে লঞ্চ করলো তাঁদের সি সিরিজের নতুন স্মার্টফোন রিয়েলমি সি১১ ২০২১। গত বছর রিয়েলমি সি১১ লঞ্চ করেছিল ভারতে। এরপর অবশ্য রিয়েলমি-এর বেশ কিছু স্মার্টফোন লঞ্চ হয়েছে ভারতে। তাঁর মধ্যে রিয়েলমি নারজো ৩০ এবং রিয়েলমি নারজো ৩০ ৫জি ফোন দুটি ভারতের বাজারে ভালো ব্যবসা করেছিল। এছাড়াও রিয়েলমি সি১১ ও সফলতা পেয়েছিল। সেই সফলতার ধারা বজায় রাখতে আবারও রিয়েলমি ভারতের বাজারে নিয়ে এলো তাঁদের বাজেট ফ্রিন্ডলি সি১১ ২০২১ স্মার্টফোন।

১) রিয়েলমি সি১১ ২০২১ ফোনের রঙ
আপাতত কুল ব্লু এবং কুল গ্রে এই দুটি রঙয়েই পাওয়া যাবে সি১১ ২০২১। রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট বা ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এর পাশাপাশি অন্যান্য মেনলাইন রিটেল চ্যানেল থেকেও ফোনটি কেনা যাবে।

২) রিয়েলমি সি১১ ২০২১ স্মার্টফোনের ফিচার

১. রিয়েলমি সি১১ ২০২১ ফোনে রয়েছে octa-core UNISOC SC9863A প্রসেসর। এছাড়াও রয়েছে 1.6gGHz Arm Cortex-A55 প্রসেসর আর্কিটেকচার।
২. ৬.৫ ইঞ্চির ডিসপ্লের সঙ্গে রয়েছে একটি মিনি ড্রপ নচ। এখানেই রয়েছে একটি সেলফি ক্যামেরা।
৩. রিয়েলমি সি১১ ২০২১ ফোনে রয়েছে একটি সিঙ্গল ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এর পাশাপাশি ফ্রন্টে রয়েছে ৫ মেগাপিক্সেলের একটি সেলফি শুটার।
৪. এই ফোনের ব্যাটারি ৫০০০mAh. প্রধানত ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজের সিঙ্গেল ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে এই ফোনটি।

৩) রিয়েলমি সি১১ ২০২১ ফোনের দাম
ভারতের বাজারে রিয়েলমি সি১১ ২০২১ স্মার্টফোনের দাম করা হয়েছে ৬,৯৯৯ টাকা।