9.3 C
London
Wednesday, March 29, 2023
HomeUncategorizedতৃণমূলের মাটি শক্তিশালী করতে আজ ত্রিপুরায় অভিষেক

Latest Posts

তৃণমূলের মাটি শক্তিশালী করতে আজ ত্রিপুরায় অভিষেক

- Advertisement -

আগরতলা: তৃণমূলের নজরে ত্রিপুরা। পড়শি রাজ্য ত্রিপুরায় সংগঠন মজবুত করতে তৎপর তৃণমূল। গত শনিবার কের পুজো উপলক্ষে টুইট করে ত্রিপুরাবাসীর মন ছোঁয়ার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা বারোটা নাগাদ ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক।

এবার নজর ত্রিপুরায়। শনিবারই ত্রিপুরা পৌঁছেছেন তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ভট্টাচার্য, তৃণমূল নেত্রী জয়া দত্তরা। দিন কয়েক আগে ত্রিপুরায় গিয়ে বেজায় অস্বস্তিতে পড়েন ভোটকুশলী প্রশান্ত কিশোরের ‘আইপ্যাক’ টিমের সদস্যরা। করোনা বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। কার্যত হোটেল বন্দি করে রাখা হয় আইপ্যাকের টিমের সদস্যদের। আগরতলার ধর্মনগরে তৃণমূলের মিছিলে বাধা দেয় প্রশাসন। বিষয়টি নিয়ে ত্রিপুরার বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সরকারের এই ভূমিকার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন।

- Advertisement -

এদিকে ত্রিপুরায় দলীয় কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে বাংলা থেকে পৌঁছে যান দলের সাংসদ, নেতারা। ডেরেক ও’ব্রায়েন, মলয় ঘটক, ব্রাত্য বসুরাও ত্রিপুরা সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগরে দেন।
এরই মধ্যে ত্রিপুরাতে ‘খেলা হবে’ দিবস পালন করা হবে বলে ঘোষণা করেছে তৃণমূল। তার আগে রাজ্যে সংগঠনকে মজবুত করার মরিয়া চেষ্টা বাংলার শাসক দলের। সেই লক্ষ্যেই সোমবার ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার দুপুরে পৌঁছে বেলা বারোটা নাগাদ ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন অভিষেক। পরে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। অভিষেকের উপস্থিতিতে ত্রিপুরায় সোমবার বেশ কয়েকজন রাজনীতিবিদ তৃণমূলে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss