Bangladesh: খালেদা জিয়ার মুক্তির দাবি, আন্দোলনে গুলিবিদ্ধ বহু

News Desk: ফের উত্তপ্ত পরিস্থিতি। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসার দাবিতে আন্দোলন রক্তাক্ত। বিএনপি সমর্থকরা গুলিবিদ্ধ। ঘটনাস্থল সিলেট বিভাগের…

khaleda zia

News Desk: ফের উত্তপ্ত পরিস্থিতি। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসার দাবিতে আন্দোলন রক্তাক্ত। বিএনপি সমর্থকরা গুলিবিদ্ধ।

ঘটনাস্থল সিলেট বিভাগের হবিগঞ্জ। বিএনপি-নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হবিগঞ্জ শহরে প্রবল উত্তেজনা। 

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল জানান, বুধবার দুপুরে সংঘর্ষ শুরু হয়। পুলিশ অন্তত ৫০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে শতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। ২০ জন গুলিবিদ্ধ।

পুলিশের দাবি, বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করলে সংঘর্ষ শুরু হয়।  বিএনপি নেতাকর্মীদের দাবি, সমাবেশে আসতে নেতাকর্মীদের বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

ঢাকায় চিকিৎসাধীন খালেদা জিয়া। তাঁর অবস্থা ভালো নয় বলে দাবি বিএনপি ও জিয়া পরিবারের। আর্থিক দুর্নীতির মামলায় জেল খাটা বেগম জিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা আছে।