খেলা হবে। ‘সব খেলার জিতব!’ চর্চিত স্লোগানটির জন্মদাতা বাংলাদেশের (Bangladesh) প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান ফের শিরোনামে। তিনি হুমকি দিতে শুরু করেছেন বলে অভিযোগ। বাংলাদেশ জমজাট।
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (পুরনিগম) ভোটে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলের সংসদ সদস্য শামীম ওসমান স্বাভাবিকভাবেন নজরে ও প্রচারে। বিতর্কিত নেতার তৈরি খেলা হবে স্লোগান আরও চর্চিত। ১৬ জানুয়ারি ভোট।
বাংলাদেশের রাজনীতিতে চর্চিত নাম শামীম ওসমান। তাঁর বহু চর্চিত স্লোগান ‘খেলা হবে’ সীমাম্ত পেরিয়ে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে একপ্রকার তৃণমূল কংগ্রেসের ভোট স্লোগানে পরিণত হয়। এখন সেই স্লোগান যে কোনও ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে। স্লোগানটির জন্মদাতা শামীম ওসমান আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (পুরনিগম) নির্বাচনে ফের ‘খেলা হবে’ স্লোগানেই ভর করেছেন।
গ্রাম্য নৌবাইচ প্রতিযোগিতার অনুষ্ঠানে সাংসদ শামীম ওসমান বলেছেন, পশ্চিমবঙ্গ আমার খেলা হবে স্লোগান ভাড়া করেছে। ‘নৌকাবাইচ খেলা আমি জীবনে প্রথম দেখেছি। খেলাটি দেখে অনেক ভালো লেগেছে। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন আমাদের গ্রামীণ যেসব খেলা আছে নৌকাবাইচ, হাডুডু, কাবাডি, সাঁতার খেলা হবে। সব ধরনের খেলা হবে। আমরা সব ধরনের খেলায় জিতব।’
প্রভাবশালী শামীম ওসমানের মন্তব্যের শেষ বাক্যটি অর্থাৎ ‘আমরা সব ধরনের খেলায় জিতবো’, চরম রাজনৈতিক হুমকি বলেই মনে করছে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলি।
ক্ষমতাসীন আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি। যদিও বাংলাদেশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হলো জাতীয় পার্টি। নারায়ণগঞ্জ কর্পোরেশনের ভোটে মূল লড়াই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। তবে বিএনপি এখানে নির্দল (স্বতন্ত্র) প্রার্থী দিয়েছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশেনের ভোটে আএয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। টানা ১৯ বছর মেয়র। তাঁর প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। বকলমে বিএনপি লড়াই করছে।
ভোটে বিতর্ক উস্কে দিয়েছেন খোদ আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আইভী। তাঁর বিস্ফোরক দাবি, দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের মদত নিয়েছেন প্রতিদ্বন্দ্ব্বিতা তৈমুর। চরম বিতর্কের মধ্যে পড়েন আইভী।গোষ্ঠীকোন্দল আরও স্পষ্ট হওয়ায় বিব্রত আওয়ামী লীগ। পরে পরিস্থিতি সামাল দিতে আইভী ও শামিম ওসমানের মধ্যে মৌখিক মিটমাট হয়েছে বলেই খবর।