Bhutan: করোনা নয় প্রবল তুষারপাতে ঘরবন্দি ভুটানি জীবন, Work From Home চালু

News Desk: বাড়ি থেকে কাজ করুন। আসতে হবেনা অফিসে। এমনই নির্দেশ দিয়েছে ভুটান সরকার। বুধবার দেশটির বেশিরভাগ জেলা ও রাজধানী থিম্পু বরফে ঢেকে গেছে। মরশুমের…

News Desk: বাড়ি থেকে কাজ করুন। আসতে হবেনা অফিসে। এমনই নির্দেশ দিয়েছে ভুটান সরকার। বুধবার দেশটির বেশিরভাগ জেলা ও রাজধানী থিম্পু বরফে ঢেকে গেছে। মরশুমের প্রথম তুষারপাতে স্তব্ধ জীবন। পাহাড়ি পথগুলি বিচ্ছিন্ন। পরিস্থিতি বুঝে ওয়ার্ক ফ্রম হোম চালুর নির্দেশ চালু হয়েছে ড্রাগনভূমিতে ( বজ্র ড্রাগন দেশ)।

করোনার জন্য নয় তুষারপাতের কারণেই এই সিদ্ধান্ত। ভুটানের প্রধানমন্ত্রী দফতর জানাচ্ছে, প্রবল তুষারপাতে পশ্চিম ও মধ্য ভুটানের সর্বত্র যাতায়াত প্রায় বন্ধ। এই অবস্থায় প্রযুক্তি নির্ভরতা বাড়িয়ে ঘরে থেকে কাজ করতে বলা হয়েছে। এই খবর জানাচ্ছে ভুটানের জাতীয় সংবাদ সংস্থা বিবিএস।

তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, বিপর্যয় মোকাবিলা, প্রতিরক্ষা ক্ষেত্রে যারা নিযুক্ত তাদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজনে পরিষেবা দিতে বাইরে বের হওয়ারও নির্দেশ আছে। হাসপাতালগুলিতে চিকিৎসকদের সংখ্যা যথেষ্ট থাকার নির্দেশ জারি হয়েছে। এছাড়া অন্যান্য সরকারি পরিষেবার ক্ষেত্রে চালু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম।

ভুটানের সংবাদ সংস্থার খবর, গত ২৪ ঘণ্টা ধরে তাপমাত্রা হিমাঙ্কেের নিচে। এর ফলে থিম্পু সহ অন্যান্য এলাকায় ভারি তুষারপাত হতে শুরু করেছে। তুষারপাতের কারণে নেপাল, ভারতের সিকিম , অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার বিভিন্ন অংশ বিচ্ছিন্ন।

এদিকে বিশ্বজুডে আতঙ্কের মেঘ ঘনিয়েছে ফের। আবার আসছে সে আসছে…। ফের বন্ধ হবে বিশ্বজোড়া যাতায়াত? হাজার হাজার বিমানের উড়ান বাতিল হতে শুরু করেছে। ঘাড়ের কাছে লাল চোখ নিয়ে হাজির ওমিক্রন-করোনার নবতম ভ্যারিয়েন্ট। করোনা সংক্রমণের গতি দেখে ফের ঘরবন্দি জীবনের প্রস্তুতি শুরু হতে চলেছে বলে মনে করা হচ্ছে।