নিউজ ডেস্ক: আফগানিস্তানে (Afghanistan) কর্মরত প্রায় ৪ হাজার মহিলা পুলিশ (Female police) কর্মীর জীবন সংশয়। তাঁরা গণধর্ষণের পর খুনও হতে পারেন। কারণ তালিবান জঙ্গি সরকার কোনওভাবেই নারী নিরাপত্তা নিয়ে চিন্তিত নয়। যদিও তারা জানিয়েছে, নরম মনোভাব দেখাবে।
বিশ্বাস নেই তালিবাদের। তাই আফগানিস্তানে কর্মরত হাজার হাজার মহিলা পুলিশের জীবন বাঁচাতে ততপর নেদারল্যান্ডসের পুলিশ বিভাগ। তাদের তরফে নিজ দেশের সরকারের কাছে আবেদন জানানো হয়েছে ভীষণ বিপদের মুখে পড়ে যাওয়া আফগানি মহিলা পুলিশকর্মীদের উদ্ধারে ভূমিকা নিতে।
আফগানিস্তানে আশরাফ ঘানির সরকারের সময়ে দেশটির পুলিশ বিভাগের মহিলা কর্মীদের প্রশিক্ষণের কাজে যুক্ত ছিল নেদারল্যান্ডসের পুলিশ বিভাগ। তদন্ত ও পুলিশ বিভাগের কাজ শেখানোর জন্য ডাচ পুলিশ নিয়োজিত ছিল।
নেদারল্যান্ডস সংসদের কাছে পাঠানো চিঠিতে দেশটির পুলিশ বিভাগ জানিয়েছে, পরিস্থিতি চরম প্রতিকূল। প্রাথমিকভাবে অন্তত ৭০০ আফগান মহিলা পুলিশকে উদ্ধারের চেষ্টা করা হোক। একটি তালিকা প্রস্তুত করা হয়েছে।
রুশ সংবাদমাধ্যম স্পুটনিক জানাচ্ছে, আফগানিস্তানে দ্বিতীয় দফায় তালিবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেদেশে মহিলারা বিপদের মুখে। ইতিমধ্যেই এক মহিলা পুলিশকর্মীকে গুলি করে মেরেছে তালিবান জঙ্গিরা।
তালিবান সরকারের নির্দেশে দেশে মহিলারা এখনও কাজে ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে অংশ নিতে পারছেন না। তবে তালিবান সরকার জানিয়েছে, দ্রুত মহিলাদের বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। গত ১৫ আগস্ট কাবুল দখল করার পর তালিবান ঘোষণা করেছিল মহিলাদের প্রকাশ্যে বের হওয়া নিষিদ্ধ। তার পরেও একাধিকবার সরকারের নিয়ম নীতির বিরোধী ভূমিকায় আফগান মহিলারা প্রকাশ্যে জমায়েত করেছেন।