মানিকের সেই “মাইনাস জিরো পারফরম্যান্স বিজেপির” মন্তব্যে তীব্র শোরগোল

নিউজ ডেস্ক: রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ ত্রিপুরায় (Tripura)। আক্রান্ত সংবাদমাধ্যম। বিজেপি জোট সরকার তীব্র বিতর্কে। ‘মাইনাস জিরো বিজেপি’ এখন ত্রিপুরা ছাড়িয়ে কেন্দ্রীয় রাজনীতিতে শোরগোল ফেলেছে। মঙ্গলবার…

Manik Sarkar

নিউজ ডেস্ক: রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ ত্রিপুরায় (Tripura)। আক্রান্ত সংবাদমাধ্যম। বিজেপি জোট সরকার তীব্র বিতর্কে। ‘মাইনাস জিরো বিজেপি’ এখন ত্রিপুরা ছাড়িয়ে কেন্দ্রীয় রাজনীতিতে শোরগোল ফেলেছে।
মঙ্গলবার নয়াদিল্লিতে সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে দলেরই পলিটব্যুরো সদস্য মানিক সরকার  (Manik Sarkar) সাংবাদিক সম্মেলন থেকে ফের ‘মাইনাস জিরো বিজেপির পারফরম্যান্স’ মন্তব্য করেন। মানিকবাবুর সেই মন্তব্য সর্বপ্রথম প্রচার করে ekolkata24.com বাংলা ওয়েব সংবাদ মাধ্যম।

পডুন গত ৮ সেপ্টেম্বরের সেই খবর

দিল্লিতে মানিক সরকার ফের একই মন্তব্য করার পরেই দিল্লির রাজনীতি উত্তপ্ত। তাঁর ভাইরাল মন্তব্যটি নিয়ে অ-বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা সরব হতে শুরু করেছেন। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়াবেন দ্রুত।

জানা গিয়েছে, বাম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন, কংগ্রেস শাসিত ছত্তিসগড়, পাঞ্জাব, ডিএমকে বাম কংগ্রেস জোট শাসিত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীরাও মোদী সরকারকে বিঁধতে তৈরি।

দিল্লিতে সর্বভারতীয় সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার রাজনৈতিক পরিবেশ নিয়ে মানিকবাবু জানান, রাজ্যটিতে আরএসএস ভয়ঙ্কর নীতির প্রয়োগশালা করার চেষ্টা করছে। ত্রিপুরা হলো আরএসএস বিজেপির রাজনৈতিক স্বৈরাচারী শাসনের গবেষণাগার।

গত ৮ সেপ্টেম্বরের ঘটনা।সেদিন রাজনৈতিক আগুনে ত্রিপুরা জ্বলছিল। আগরতলা, উদয়পুর সহ এই রাজ্যের সর্বত্র বিরোধী দল সিপিআইএমের একের পর এক কার্যালয়ে আগুন ধরানো হয়। এমনকি আগরতলায় দলটির রাজ্য দফতর দশরথ দেব ভবন সহ দুটি সংবাদ প্রতিষ্ঠান দফতরে ভাঙচুর হয়। অভিযোগ প্রতিক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে সরকারে থাকা বিজেপির সমর্থকরা হামলা চালায়। দলীয় পতাকা নিয়ে তাদের হামলার ছবি ও রাজপথে ভীত মানুষের পালানোর দৃশ্য দেশ জুড়ে ভাইরাল হয়েছে।

হামলার নেপথ্য কারণ হিসেবে উঠে এসেছে সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী নেতা মানিক সরকারের কনভয়ে হামলার ঘটনায় সিপিআইএম কর্মীদের আক্রমণ। নিজের বিধানসভা ধনপুরে যেতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন মানিকবাবু। তাঁর উগ্র মূর্তিতে উৎসাহী হয়ে বাম সমর্থকরা হামলা চলায় ঘেরাওকারী বিজেপি সমর্থকদের উপরে। রনে ভঙ্গ দেয় বিজেপি।

বাম সমর্থকদের হামলার প্রতিবাদে ত্রিপুরা জুড়ে ৮ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল প্রদেশ বিজেপি। অভিযোগ সেই সব মিছিলে বারবার হামলা চালায় সিপিআইএম সমর্থকরা। আচমকা দুপুরের পর থেকে বিজেপির সমর্থকরা উগ্রমূর্তি নেন। জ্বলতে থাকে ত্রিপুরা।

সন্ধে নাগাদ বিরোধী নেতা মানিক সরকার দাবি করেন, রাজ্যে শাসক দলের পায়ের তলায় মাটি সরে গেছে। তাদের পারফরম্যান্স ‘মাইনাস জিরো’।