নিউজ ডেস্ক: আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হামিদ সিনওয়ারিকে সরিয়ে দিল তালিবান সরকার। কিছু একটা পরিবর্তন আসা করা যাচ্ছিল কিন্তু নতুন কর্তা হিসেবে আফগান ক্রিকেটের মাথায় বসল হাক্কানি নেটওয়ার্ক গোষ্ঠী। এর পিছনেও পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই ছক স্পষ্ট। হাক্কানি জঙ্গি সংগঠনটি বরাবর তারা মদত দেয়।
বিশ্বের অন্যতম জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্ক। এই সংগঠনটি তালিবান জঙ্গিদের সহযোগী। তবে তালিবান নেতৃত্ব সমঝে চলে হাক্কানিদের। মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ তালিকায় মোস্ট ওয়ান্টেড সিরাজউদ্দিন হাক্কানি, আনাস হাক্কানি সহ সংগঠনটির বহু নেতার নাম রয়েছে।
আফগান ক্রিকেট প্রশাসনিক কর্তা হিসেবে বসানো হয়েছে হাক্কানি নেটওয়ার্কের এক সদস্যকে যে বিভিন্ন সময় ভয়ংকর হামলায় জড়িত।
এদিকে অপসারিত আফগান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ সিনওয়ারি ফেসবুক পোস্টে জানান, হাক্কানি নেটওয়ার্কের সদস্যদের নির্দেশে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ফেসবুকে হামিদ লেখেন, আনাস হাক্কানি নিজে ক্রিকেট বোর্ডে এসে আমাকে বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আমার চাকরি আর নেই।
মার্কিন সেনা চলে যাওয়ার পর দ্বিতীয়বার তালিবান জঙ্গিদের সরকার গঠন হয় আফগানিস্তানে। এই তালিবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি। মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতার ছোট ভাই ও বর্তমান হাক্কানি নেটওয়ার্কের প্রধান আনাস হাক্কানি এখন আফগান ক্রিকেটের নিয়ন্ত্রক।
অপসারিত সিইও হামিদ জানান, তাকে সরিয়ে দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক চিঠি চাইলেও তা দেওয়া হয়নি। জানা যাচ্ছে, হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে জড়িত জঙ্গি নেতা নাসিবুল্লাহ হাক্কানিকে দেওয়া হয়েছে প্রধান নির্বাহীর পদ।