News Desk: বর্তমানে ওমিক্রন (Omicron) আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও ছড়িয়ে পড়ছে করোনার এই নতুন প্রজাতি। এই সময় এক গবেষণায় দেখা গিয়েছে ওমিক্রন আক্রান্ত হলে জ্বর, সর্দি-কাশির মত প্রাথমিক উপসর্গ ছাড়াও আরও একটি উপসর্গ রয়েছে।
গবেষণায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি ওমিক্রন আক্রান্ত হন তাহলে তার ত্বকের সমস্যা দেখা যেতে পারে। এমনকি কেবল ত্বকের কোনো সমস্যা দেখা দিলেও সেই ব্যক্তি ওমিক্রন সংক্রমিত হতে পারেন।
করোনা আক্রান্ত হলে এখন অনেকেরই পায়ে বা আঙুলে গুটি গুটি ঘামাচির মতো ফুসকুড়ি দেখা যাচ্ছে। জ্বালা ও চুলকানির ফলে লাল হয়ে পড়ছে ওই জায়গাটি। এই উপসর্গ দেখা দিলে ওমিক্রন আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ওমিক্রনের প্রভাবে হু হু করে বাড়ছে সংক্রমণ। সরকারের তরফে জানানো হয়েছে, জ্বর বা সর্দি-কাশি হলেই ওই ব্যক্তিকে ওমিক্রনের সন্দেহভাজন হিসেবে গণ্য করা হবে।
<
p style=”text-align: justify;”>চিকিৎসকদের পরামর্শ, শীতকালে ঠান্ডা লাগার হাত থেকে বাঁচতে হবে। করোনা বিধি মেনে চলতে হবে এবং যতটা সম্ভব ভিড় এলাকা এড়িয়ে যাওয়াই ভালো।